(PDF) লখার একুশে গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

লখার একুশে গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

লখার একুশে গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: ‘লখার একুশে’– রূপকধর্মী এ গল্পটিতে একুশে ফেব্রুয়ারির অবিনাশী চেতনার কথা বর্ণিত হয়েছে। অতি সাধারণ এক কিশোর লখা। সে কথা বলতে পারে না।

জন্ম থেকেই সে বোবা কিন্তু তাতে কিছু যায় আসে না। লখা উঁচু ডালে উঠে বহু কষ্টে লাল ফুল সংগ্রহ করে শহিদ মিনারে যায় শ্রদ্ধা নিবেদন করতে।

কথা বলতে না পারলেও তার মুখ দিয়ে আঁ আঁ আঁ আঁ ধ্বনির মধ্য দিয়েই বেরিয়ে আসে শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের বাণী— ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’।


লখার একুশে গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১। আবু বকর সিদ্দিক কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : আবু বকর সিদ্দিক ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন ২। লখার পায়ে কিসের কাঁটা ফুটল?
উত্তর : লখার পায়ে বাবলার কাঁটা ফুটল।

প্রশ্ন ৩। লখার গলা দিয়ে কী শব্দ বের হলো?
উত্তর : লখার গলা দিয়ে আঁ আঁ আঁ শব্দ বের হলো।

প্রশ্ন ৪। পথে পথে কিসের ঢল নেমেছে?
উত্তর : পথে পথে মিছিলের ঢল নেমেছে।

প্রশ্ন ৫। শান কখন পুড়ে গরম হয়?
উত্তর : শান দিনের বেলায় রোদে পুড়ে গরম হয়।

প্রশ্ন ৬। ‘লখার একুশে’ গল্পটির রচয়িতা কে?
উত্তর : আবুবকর সিদ্দিক।

প্রশ্ন ৭। আবুবকর সিদ্দিক দীর্ঘদিন কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন?
উত্তর : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

প্রশ্ন ৮। আবুবকর সিদ্দিক কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : বাগেরহাট জেলায়।

প্রশ্ন ৯। ‘লখার একুশে’ গল্পের অদ্ভুত গাছটার ফুলগুলো কেমন?
উত্তর : রক্তের মতো টুকটুকে লাল।

প্রশ্ন ১০। ‘লখার একুশে’ গল্পের সকালটা কী রকম ছিল?
উত্তর : বড় আশ্চর্য সুন্দর।

প্রশ্ন ১১। ‘লখার একুশে গল্পে বর্ণিত পথে নেমে আসা মিছিলকারীদের ঠোঁটে কী ছিল?
উত্তর : প্রভাতফেরির গান।

প্রশ্ন ১২। ‘লখার একুশে’ গল্পটি পাঠের উদ্দেশ্য কী?
উত্তর : ভাষা আন্দোলনের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা।

প্রশ্ন ১৩। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানটির রচয়িতা কে?
উত্তর : আবদুল গাফ্ফার চৌধুরী।

প্রশ্ন ১৪। ‘আমার ভাইয়ের ….. ভুলিতে পারি।’ গানটির সুরকার কে?
উত্তর : শহিদ আলতাফ মাহমুদ।

প্রশ্ন ১৫। লখা রাতে কোথায় ঘুমায়?
উত্তর : লখা রাতে ফুটপাতে ঘুমায়।

প্রশ্ন ১৬। শত শত মানুষ হাতে ফুল নিয়ে প্রভাতফেরির গান গেয়ে ধীর পায়ে কোন দিকে এগিয়ে যাচ্ছে?
উত্তর : শহিদ মিনারের দিকে।


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। আমাদের যে কোন আপডেট মিস করতে না চাইলে ফেসবুক ও ইউটিউবে সাবক্রাইব করে আমাদেস দাথে কানেক্ট থাকতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

About মেরাজুল ইসলাম

আমি মেরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি একজন ব্লগার। এডুকেশন এর প্রতি ভালোবাসাও অনলাইল শিক্ষার পরিসর বাড়ানোর জন্য এডুকেশন ব্লগের পথচলা। ব্লগিং এর পাশাপাশি আমি ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, কাস্টমাইজ সহ ওয়েব রিলেটেড সকল কাজ করি।

View all posts by মেরাজুল ইসলাম →