এইচএসসি: রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন (PDF)

রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন: ‘রেইনকোট’ গল্পটি প্রকাশিত হয় ১৯৯৫ সালে। পরে এটি লেখকের সর্বশেষ গল্পগ্রন্থ ‘জাল স্বপ্ন স্বপ্নের জাল’ (১৯৯৭) গ্রন্থে সংকলিত হয়। এ গল্পের পাঠ গ্রহণ করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াস রচনাসমগ্র ১ থেকে। মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে গল্পটি রচিত।

মুক্তিযুদ্ধের তখন শেষ পর্যায়। ঢাকায় তখন মুক্তিযােদ্ধাদের গেরিলা আক্রমণ শুরু হয়েছে। তারই একটি ঘটনা এ গল্পের বিষয়; যেখানে ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণের ফলে বৈদ্যুতিক ট্রান্সফর্মার ধ্বংস করে দেওয়া হয়েছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি সেনাবাহিনী কলেজের শিক্ষকদের তলব করে এবং তাদের মধ্য থেকে নুরুল হুদা ও আবদুস সাত্তার মৃধাকে গ্রেপ্তার করে নির্যাতন চালিয়ে মুক্তিযােদ্ধাদের সন্ধান পাওয়ার চেষ্টা করে। নুরুল হুদার জবানিতে গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে। বিবৃত হয়েছে পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনের চিত্র।

গেরিলা আক্রমণের ঘটনা ঘটে যে রাতে, তার পরদিন সকালে ছিল বৃষ্টি। তলব পেয়ে সেই বৃষ্টির মধ্যে নুরুল হুদাকে কলেজে যেতে যে রেইনকোটটি পরতে হয় সেটি ছিল তার শ্যালক মুক্তিযােদ্ধা মন্টুর। রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

গল্পে এই রেইনকোটের প্রতীকী তাৎপর্য অসাধারণ। মুক্তিযােদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম— তারই ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে এ গল্পে।


এইচএসসি বাংলা জ্ঞানমূলক প্রশ্ন

🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: ফেব্রুয়ারি ১৯৬৯
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: তাহারেই পড়ে মনে
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: মাসি-পিসি
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: রেইনকোট
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: আমার পথ
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: বিভীষণের প্রতি মেঘনাদ
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: অপরিচিতা
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: বায়ান্নর দিনগুলো


রেইনকোট গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

১. প্রশ্ন: রেইনকোট গল্পটি কার লেখা?
উত্তর: রেইনকোট গল্পটি লিখেছেন-আখতারুজ্জামান ইলিয়াস।

২. প্রশ্ন: রেইনকোট গল্পের কথকের নাম কী?
উত্তর: রেইনকোট গল্পের কথকের নাম নুরুল হুদা।

৩. প্রশ্ন: রেইনকোট গল্পটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: রেইনকোট গল্পেটি ১৯৯৫ সালে প্রকাশিত হয়।

৪. প্রশ্ন: মিসক্ৰিয়ান্ট শব্দের অর্থ কী?
উত্তর: মিসক্রয়ান্ট শব্দের অর্থ-দুষ্কৃতকারী।

৫. প্রশ্ন: কাদের সাথে নুরুল হুদার আঁতাত আছে?
উত্তর: মিসক্ৰিয়ান্ট সাথে নুরুল হুদার আঁতাত আছে।

৬. প্রশ্ন: রেনকোট গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত?
উত্তর: রেনকোট গল্পটি জাল স্বপ্ন স্বপ্নের জাল গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত।

৭. প্রশ্ন: কার জন্য নুরুল হুদাকে তটস্থ থাকতে হয়?
উত্তর: শ্যালক মিন্টুর জন্য নুরুল হুদাকে তটস্থ থাকতে হয়।

৮. প্রশ্ন: দেখি তাে ফিট করে কিনা-কী ফিট করার কথা বলা হয়েছে?
উত্তর: দেখি তাে ফিট করে কিন-রেইনকোট ফিট করার কথা বলা হয়েছে।

৯. প্রশ্ন: আখতারুজ্জামান ইলিয়াসের মৃত্যু কত সালে?
উত্তর: আখতারুজ্জামান ইলিয়াসের মৃত্যু ১৯৯৭ সালে।

১০. প্রশ্ন: মিসক্রিয়েন্ট কারা?
উত্তর: দুষ্কৃতকারীরা হচ্ছে মিসিক্রিয়েন্ট।

১১. প্রশ্ন: নুরুল হুদার শ্যালকের নাম কী?
উত্তর: নুরুল হুদার শ্যালকের নাম মিন্টু।

১২. প্রশ্ন: নুরুল হুদা রাস্তায় বেরুলে কী রেডি রাখে?
উত্তর: নুরুল হুদা রাস্তায় বেরুলে সব সময় ঠোঁটের ওপর পাঁচ কালেমা রেডি রাখেন।

১৩. প্রশ্ন: রেইনকোট গল্পে কখন থেকে বৃষ্টি হচ্ছে।
উত্তর: রেইনকোট গল্পে ভােররাত থেকে বৃষ্টি হচ্ছে।

১৪. প্রশ্ন: মিলিটারি নুরুল হুদাকে কোন ভাষার প্রশ্ন করেছিল?
উত্তর: মিলিটারি নুরুল হুদাকে ইংরেজি ভাষার প্রশ্ন করেছিল।

১৫. প্রশ্ন: কোন দিন বৃষ্টি হলে সাত দিন থাকে?
উত্তর: শনিবার দিন বৃষ্টি হলে সাত দিন থাকে।

১৬. প্রশ্ন: উর্দুর প্রফেসরের নাম কী?
উত্তর: উর্দুর প্রফেসরের নাম-আকবর সাজিদ।

১৭. প্রশ্ন: রেনকোট গল্পটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: রেনকোট গল্পটি১৮৮৫ সালে প্রকাশিত হয়।

১৮. প্রশ্ন: মিন্টু কত তারিখে বাড়ি থেকে মুক্তিযুদ্ধে চলে যায়?ব্যাখ্যা করাে।
উত্তর: মিন্টু জুনের ২৩ তারিখে বাড়ি থেকে মুক্তিযুদ্ধে চলে যায়।

১৯. প্রশ্ন: ইসহাক এপ্রিল মাস থেকে কোন ভাষায় কথা বলে?
উত্তর: ইসহাক এপ্রিল মাস থেকে উর্দুর ভাষায় কথা।

২০. প্রশ্ন: কার জ নুরুল হুদাকে এক্সটা তটস্থ থাকতে হয়?
উত্তর: শ্যালক মিন্টুর জন্য নুরুল হুদাকে এক্সটা তটস্থ থাকতে হয়

২১. প্রশ্ন: রেইনকোট গল্পে মিলিটারি ক্যাম্প কোথায় স্থাপন করা হয়?
উত্তর: রেইনকোট গল্পে মিলিটারি ক্যাম্প স্থাপন করা হয় জিমন্যাশিয়ামে।

২২. প্রশ্ন: রেইনকোট গল্পের প্রিন্সিপালের নাম কী?
উত্তর: রেইনকোট গল্পের প্রিন্সিপালের নাম ড.আফাজ আহমদ।

২৩. প্রশ্ন: রেনকোট গল্পে মানুষ খালি চোখে কী দেখে?
উত্তর: রেনকোট গল্পে মানুষ খালি চোখে নৌকা দেখে নৌকা ভরা অস্ত্র।

২৪. প্রশ্ন: রেকোটটি কার ছিল?
উত্তর: রেইনকোটটি মুক্তিযােদ্ধা মিন্টুর ছিলাে।

২৫. প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বাহিনী কোন বাহিনীর কাছে পরাজিত হয়?
উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বাহিনী রুশ বাহিনীর কাছে পরাজিত হয়।

ডাউনলোড পিডিএফ


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

এইচএসসি ২০২২ সাজেশন

About মেরাজুল ইসলাম

আমি মেরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি একজন ব্লগার। এডুকেশন এর প্রতি ভালোবাসাও অনলাইল শিক্ষার পরিসর বাড়ানোর জন্য এডুকেশন ব্লগের পথচলা। ব্লগিং এর পাশাপাশি আমি ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, কাস্টমাইজ সহ ওয়েব রিলেটেড সকল কাজ করি।

View all posts by মেরাজুল ইসলাম →