বাংলা নববর্ষ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

৮ম শ্রেণি: বাংলা নববর্ষ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (PDF)

বাংলা নববর্ষ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন: বাংলা নববর্ষ বাঙালির খুবই গুরুত্বপূর্ণ উৎসব। আজকের বাংলাদেশ যে স্বাধীন হতে পেরেছে, তার পেছনে নববর্ষের প্রেরণাও সক্রিয় ছিল। কারণ পাকিস্তানি শাসকবর্গ বাঙালির প্রাণের উৎসব নববর্ষ উদযাপনে বাধা দিয়েছিল এবং এর প্রতিবাদে বাঙালি রুখে দাঁড়িয়েছিল।

বাঙালির রাজনৈতিক ইতিহাসের সঙ্গে সাংস্কৃতিক ইতিহাস, বিশেষ করে নববর্ষ উদযাপনের ইতিকথা মিশে আছে। আজও নববর্ষে মঙ্গল শোভাযাত্রা বের হয়। নববর্ষ বাঙালির প্রাণের উৎসবে পরিণত হয়েছে।

এক সময় জমিদাররা ও নবাবরা নববর্ষে পুণ্যাহ অনুষ্ঠানের আয়োজন করতেন। নববর্ষে হালখাতা, বৈশাখী মেলা, ঘোড়দৌড়, বিভিন্ন লোকমেলার আয়োজন করে সাধারণ মানুষ এ উৎসবকে প্রাণে ধারণ করেছে। বাঙালি গৃহিণীরাও আমানিসহ নানা ব্রত-অনুষ্ঠানের মাধ্যমে বছরের প্রথম দিনটি উদযাপন করে। সূচনার পর থেকে এই নববর্ষ পালনে নানা মাত্রা সংযোজিত হয়েছে।

ভাষা আন্দোলনের পর থেকে আমরাও নববর্ষ উৎসব ব্যাপকভাবে পালন করি। তাই বাংলা নববর্ষ উৎসব বাঙালির জীবনে এক গৌরবময় অধ্যায়।


৮ম শ্রেণির বাংলা ১ম পত্র এর সকল অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: অতিথির স্মৃতি
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: ভাব ও কাজ
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: পড়ে পাওয়া
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: তৈলচিত্রের ভূত
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: আমাদের লােকশিল্প
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: সুখী মানুষ
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: শিল্পকলার নানা দিক
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: মংডুর পথে
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বাংলা নববর্ষ
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বাংলা ভাষার জন্মকথা


বাংলা নববর্ষ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন ১। বাংলা নববর্ষের প্রধান অনুষ্ঠানের নাম কী?
উত্তর: বাংলা নববর্ষের প্রধান অনুষ্ঠানের নাম বৈশাখী মেলা।

প্রশ্ন ২। বৈসাবি কোন এলাকার উৎসব?
উত্তর: বৈসাবি পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকার উৎসব।

প্রশ্ন ৩। ‘গুণ্যাহ’ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য কী?
উত্তর: পুণ্যাহ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল খাজনা আদায় ।

প্রশ্ন ৪। আমাদের প্রধান জাতীয় উৎসব কোনটি?
উত্তর: আমাদের প্রধান জাতীয় উৎসব ‘বাংলা নববর্ষ’।

প্রশ্ন ৫। ‘পুণ্যাহ’ কী?
উত্তর: ‘পুণ্যাহ’ হলো খাজনা আদায়ের অনুষ্ঠান।

প্রশ্ন ৬। মুগল সম্রাট আকবর কত সালে বাংলা সন চালু করেন?
উত্তর: মুগল সম্রাট আকবর ১৫৫৬ সালে বা ৯৯২ হিজরিতে বাংলা সন চালু করেন।

প্রশ্ন ৭। ‘পুণ্যাহ’ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য কী?
উত্তর: ‘পুণ্যাহ’ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো খাজনা আদায় মেলা বসত ।

প্রশ্ন ৮ । চট্টগ্রামে বাংলা নববর্ষে কোন মেলা বসত?
উত্তর: চট্টগ্রামে বাংলা নববর্ষে মহামুনির বৌদ্ধপূর্ণিমা

প্রশ্ন ৯। হালখাতা কী ধরনের অনুষ্ঠান?
উত্তর: হালখাতা ব্যবসায়ীদের বাকির টাকা মিটিয়ে নতুন বছরের নতুন খাতা খোলার আনন্দময় অনুষ্ঠান ।

প্রশ্ন ১০। যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর: যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন শেরে বাংলা এ.কে. ফজলুল হক।

প্রশ্ন ১১। বাংলা সনের প্রথম মাসের নাম কী?
উত্তর: বাংলা সনের প্রথম মাসের নাম বৈশাখ ।

প্রশ্ন ১২। সাল কথাটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর: ‘সাল’ কথাটি ফারসি ভাষা থেকে এসেছে।

প্রশ্ন ১৩। বাংলা সন চালু করেন কোন শাসক?
উত্তর: মুঘল সম্রাট আকবর বাংলা সন চালু করেন।

প্রশ্ন ১৪। কত হিজরিতে বাংলা সন চালু হয়?
উত্তর: ৯৯২ হিজরিতে বাংলা সন চালু হয়।

প্রশ্ন ১৫। বৈসুব, সাংগ্রাই ও বিজু- এই তিনটি একত্রে কী উৎসব নামে পরিচিত?
উত্তর: বৈসুব, সাংহাই ও বিজু এই তিনটি একত্রে বৈসাবি উৎসব নামে পরিচিত।

প্রশ্ন ১৬। মুঘল সম্রাট আকবর কত সালে বাংলা সন চালু করেন?
উত্তর: মুঘল সম্রাট আকবর ১৫৫৬ সালে বা ৯৯২ হিজরিতে বাংলা সন চালু করেন।

প্রশ্ন ১৭। রাজধানী ঢাকার নববর্ষ উৎসবের দ্বিতীয় প্রধান আকর্ষণ কী?
উত্তর: রাজধানী ঢাকার নববর্ষ উৎসবের দ্বিতীয় প্রধান আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্র-ছাত্রীদের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।

প্রশ্ন ১৮। ছায়ানট কী?
উত্তর: ছায়ানট হচ্ছে বাঙালি সংস্কৃতি চর্চার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান।

প্রশ্ন ১৯। মোরগের লড়াই কোথায় উদযাপিত হতো?
উত্তর: মোরগের লড়াই ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হতো।

প্রশ্ন ২০। ‘মঙ্গল শোভাযাত্রা’ কী?
উত্তর: ‘মঙ্গল শোভাযাত্রা’ হলো- মানুষের মঙ্গল কামনা করে যে মিছিল করা হয় তা।

প্রশ্ন ২১। পয়লা বৈশাখে বাঙালির কোন উৎসব হয়?
উত্তর: পয়লা বৈশাখে বাঙালির নববর্ষ উৎসব হয়।

প্রশ্ন ২২। পাকিস্তান আমলে কাদেরকে নববর্ষ উৎসব পালন করতে দেওয়া হয়নি?
উত্তর: পূর্ব বাংলার বাঙালিকে।

প্রশ্ন ২৩। কত সাল থেকে ছায়ানট নববর্ষের উৎসব শুরু করে?
উত্তর: ১৯৬৭ সাল থেকে।

প্রশ্ন ২৪। ছায়ানট কোথায় নববর্ষের উৎসব শুরু করে?
উত্তর: রমনার পাকুড়মূলে।

প্রশ্ন ২৫। কিসের ইতিহাস এখনও সুস্পষ্টভাবে জানা যায়নি?
উত্তর: বাংলা সন প্রবর্তনের ইতিহাস।

প্রশ্ন ২৬ । সম্রাট আকবর কোন কোন সনের সমন্বয় সাধন করে বাংলা সন চালু করেন?
উত্তর: চান্দ্র হিজরি সনের সঙ্গে ভারতবর্ষের সৌর সনের সমন্বয় সাধন করে।

প্রশ্ন ২৭। বাংলা সন চালু হওয়ার পর নববর্ষ উদযাপনের সাথে সাথে নবাব ও জমিদাররা আর কী অনুষ্ঠান চালু করেন?
উত্তর: নবাব ও জমিদাররা পুণ্যাহ অনুষ্ঠান চালু করেন।

প্রশ্ন ২৮। পুণ্যাহ অনুষ্ঠান পালন করার মূল উদ্দেশ্য কী ছিল?
উত্তর: পুণ্যাহ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল খাজনা আদায় ।

প্রশ্ন ২৯। বাংলা নববর্ষের আর একটি প্রধান অনুষ্ঠান কী?
উত্তর: বৈশাখী মেলা।

প্রশ্ন ৩০। চট্টগ্রামে প্রচলিত বলী খেলার প্রবর্তন কে করেন?
উত্তর: আবদুল জব্বার নামের এক ব্যক্তি।

ডাউনলোড পিডিএফ


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।