৫ম শ্রেণির বিজ্ঞান ৭ম অধ্যায় প্রশ্ন উত্তর

৫ম শ্রেণির বিজ্ঞান ৭ম অধ্যায় প্রশ্ন উত্তর

৫ম শ্রেণির বিজ্ঞান ৭ম অধ্যায় প্রশ্ন উত্তর: বিভিন্ন ধরনের জীবাণু শরীরে প্রবেশের ফলে সংক্রামক রোগ সৃষ্টি হয়। এ সকল রোগ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে। তবে স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা এসব রোগ থেকে বাঁচতে ও স্বাস্থ্যের উন্নতি করতে পারি।

৫ম শ্রেণির বিজ্ঞান ৭ম অধ্যায় প্রশ্ন উত্তর

প্রশ্ন-১. নোভেল করোনা ভাইরাস শরীরে প্রবেশ করলে কোভিড- ১৯ নামক রোগ হয়। এ ধরনের রোগকে কী বলে?
উত্তর: এ ধরনের রোগকে সংক্রামক রোগ বলে।

প্রশ্ন-২. ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি মানুষের শরীরে প্রবেশ করে বিভিন্ন রোগ সৃষ্টি করে। এ রোগগুলো কী নামে পরিচিত?
উত্তর: এ রোগগুলো সংক্রামক রোগ নামে পরিচিত।

প্রশ্ন-৩. কনার সোয়াইন ফ্লু ধরা পড়েছে। তার রোগটি কোন মাধ্যমে সংক্রমিত হয়েছে?
উত্তর: কনার সোয়াইন ফ্লু বায়ুর মাধ্যমে সংক্রমিত হয়েছে।

প্রশ্ন-৪. রকির হাম হওয়ার পর সুস্থ হতে না হতেই তার ছোট ভাইয়েরও হাম দেখা দিল। রকি কোন ধরনের সংক্রামক রোগে আক্রান্ত?
উত্তর: রকির সংক্রামক রোগটি ছোঁয়াচে রোগ।

প্রশ্ন-৫. তোমাদের পাড়ার একজনের গুটিবসন্ত হয়েছে। এ রোগটি কীসের মাধ্যমে ছড়ায়?
উত্তর: গুটিবসন্ত রোগ বায়ুর মাধ্যমে ছড়ায়।

প্রশ্ন-৬. সোয়াইন ফ্লু, হাম, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ আক্রান্ত ব্যক্তির হাঁচি ও কাশির মাধ্যমে ছড়ায়। এগুলো কোন ধরনের রোগ?
উত্তর: এগুলো বায়ুবাহিত রোগ।

প্রশ্ন-৭. হামের জীবাণু বাতাসের মাধ্যমে ছড়ায়। এরকম আরও দুটি রোগের জীবাণুর নাম লেখো।
উত্তর: বাতাসের মাধ্যমে ইনফ্লুয়েঞ্জা ও যক্ষ্মা রোগের জীবাণু ছড়ায়।

প্রশ্ন-৮. রোগীর হাঁচি ও কাশির মাধ্যমে রোগের জীবাণু বায়ুতে ছড়ায়। এই জীবাণুর আক্রমণে কোন রোগ হতে পারে?
উত্তর: হাঁচি ও কাশির মাধ্যমে বায়ুতে ছড়ানো জীবাণুর আক্রমণে ফ্লু হতে পারে।

প্রশ্ন-৯. শিপনের দেহে গুটিবসন্ত বের হয়েছে। এটি কী ধরনের সংক্রামক রোগ?
উত্তর: গুটিবসন্ত বায়ুবাহিত সংক্রামক রোগ। প্রশ্ন-১০, ডাক্তার বলল টিংকুর ডায়রিয়া হয়েছে। এটি কোন ধরনের রোগ? উত্তর: ডায়রিয়া একটি পানিবাহিত রোগ।

প্রশ্ন-১১. জামালের ছোট ভাই টাইফয়েডে ভুগছে। উক্ত রোগটি বিস্তার লাভ করতে পারে কীসের মাধ্যমে?
উত্তর: জীবাণুযুক্ত দূষিত পানির মাধ্যমে টাইফয়েড বিস্তার লাভ করতে পারে।

প্রশ্ন-১২. বন্যার কারণে তমালদের এলাকায় পানি দূষণ প্রকট আকার ধারণ করেছে। উক্ত পানির মাধ্যমে ছড়াতে পারে এমন দুটি রোগের নাম লেখো।
উত্তর: দূষিত পানির মাধ্যমে কলেরা ও ডায়রিয়া রোগ ছড়াতে পারে।

প্রশ্ন-১৩. সাঁতার কাটতে গিয়ে রনি পুকুরের পানি পান করে ফেলে। সে কোন দুটি রোগে আক্রান্ত হতে পারে?
উত্তর: পুকুরের পানি পান করায় রনি ডায়রিয়া ও কলেরা রোগে আক্রান্ত হতে পারে।

প্রশ্ন-১৪. বিমল কলেরা রোগে আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি হলো। এ রোগটির জীবাণু কীসের মাধ্যমে বিস্তার লাভ করে?
উত্তর: কলেরার জীবাণু দূষিত পানির মাধ্যমে বিস্তার লাভ করে।

প্রশ্ন-১৫, সবুজ এইডস রোগে আক্রান্ত। তার এই রোগের জন্য কোন ভাইরাসটি দায়ী?
উত্তর: এইডস রোগের জন্য এইচআইভি ভাইরাস দায়ী 1

প্রশ্ন-১৬. কিছু কিছু রোগ আছে যেগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একজন মানুষ থেকে আরেকজন মানুষের দেহে ছড়ায়। এই ধরনের রোগের ২টি উদাহরণ দাও।
উত্তর: প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একজন মানুষ থেকে আরেকজন মানুষের দেহে ছড়ায় এমন দুইটি রোগ হলো যক্ষ্মা ও এইডস।

প্রশ্ন-১৭. তিথিদের ফুলের টবে জমা পানিতে এডিস মশা জন্মায়। এই মশার কামড়ে তিথির কোন ধরনের রোগ হতে পারে?
উত্তর: এডিস মশার কামড়ে ডেঙ্গু হতে পারে।

প্রশ্ন-১৮. তোমার পরিবারে সংক্রামক রোগের প্রকোপ বেড়েছে। এই রোগ সংক্রমিত ব্যক্তি ছাড়াও হতে পারে এমন দুটি মাধ্যমের নাম লেখো।
উত্তর: সংক্রামক রোগ সংক্রমিত ব্যক্তি ছাড়াও মশা-মাছি ও কুকুরের কামড়ের মাধ্যমে ছড়াতে পারে।

প্রশ্ন-১৯. তোমার ৫ বছরের ছোট বোনকে বিভিন্ন সংক্রামক রোগ থেকে নিরাপদ রাখতে কোন বিষয়টির প্রতি অধিকতর গুরুত্ব দিতে হবে?
উত্তর: ছোট বোনকে বিভিন্ন সংক্রামক রোগ থেকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় টিকা দেওয়ার প্রতি অধিকতর গুরুত্ব দিতে হবে।

প্রশ্ন-২০. তুমি জানতে পেরেছ পোষা বা বন্য প্রাণীর কামড় ও আচড়ে জলাতঙ্ক রোগ হয়। এক্ষেত্রে তোমার পোষা বিড়ালটিকে কী করবে?
উত্তর: পোষা বিড়ালকে নিয়মিত ভ্যাকসিন দেব।

প্রশ্ন-২১. শোভা কিছুদিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত। তার পরিবারের সদস্যরা কীভাবে রোগটি প্রতিকার করবে?
উত্তর: ডাক্তারের পরামর্শে ওষুধ খাওয়ানোর মাধ্যমে ডেঙ্গুর প্রতিকার করবে।

প্রশ্ন-২২. শিক্ষক শ্রেণিকক্ষে ছাত্রদের বাড়ির আশেপাশে পানি জমতে পারে এমন আবর্জনা পরিষ্কার রাখার পরামর্শ দিলেন। এই পরামর্শ মানলে ছাত্ররা কী রোধ করতে পারবে?
উত্তর: বাড়ির আশেপাশে পানি জমতে পারে এমন আবর্জনা পরিষ্কার রেখে ছাত্ররা মশার বংশবিস্তার রোধ করতে পারে।

প্রশ্ন-২৩. মনিরা পুরাতন টায়ারে জমে থাকা পানি ফেলে দিল। যদি ফেলে না দিত তবে সেখান থেকে কোন দুটি রোগের উৎপত্তি হতে পারত?
উত্তর: পুরাতন টায়ারে জমে থাকা পানি থেকে ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগের উৎপত্তি হতে পারত।

প্রশ্ন-২৪. স্কুলে যাওয়ার পথে তোমার বন্ধুকে কুকুর কামড় দিয়েছে। এ অবস্থায় তুমি কী করবে?
উত্তর: কুকুর কামড় দেওয়ায় তাকে ডাক্তারের কাছে নিয়ে যাব।

প্রশ্ন-২৫. নয়নের কয়েকদিন ধরে জ্বর ও তীব্র মাথাব্যথা হয় এবং ক্রমাগত বমি হতে থাকে। এজন্য তার করণীয় দুইটি কাজ লেখো।
উত্তর: নয়নের করণীয় দুইটি কাজ হলো— ডাক্তারের পরামর্শ গ্রহণ এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া।

প্রশ্ন-২৬. শাকিলের বয়স ১৩ বছর। শাকিল এখন কোন কাল অতিক্রম করছে?
উত্তর: শাকিল এখন বয়ঃসন্ধিকাল অতিক্রম করছে।

প্রশ্ন-২৭. আরিফার মেয়ের বয়স ১২ বছর। মেয়েটি জীবনের যে পর্যায়ে আছে তা কত বছর থেকে শুরু হয়?
উত্তর: ৮-১৩ বছর বয়স থেকে শুরু হয়।

প্রশ্ন-২৮. বয়ঃসন্ধিকালের পরিবর্তনের সময় ছেলেমেয়েদের মধ্যে নানা ধরনের পরিবর্তন ঘটে। এগুলো কী কী?
উত্তর: বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েদের শারীরিক, মানসিক ও আচরণিক পরিবর্তন হয়।

প্রশ্ন-২৯. ছেলেদের বয়ঃসন্ধিকালে গোঁফ-দাড়ি গজাতে শুরু করে। এটি কত বছর বয়স থেকে শুরু হয়?
উত্তর: ৯ থেকে ১৫ বছর বয়স থেকে ছেলেদের বয়ঃসন্ধিকাল শুরু হয়।


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। এছাড়াও আমাদের কোন আপডেট মিস না করতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে ফেসবুকে কানক্ট থাকতে পারেন।