ভাব ও কাজ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ভাব ও কাজ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ভাব ও কাজ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ভাব ও কাজ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন 

৮ম শ্রেণি: ভাব ও কাজ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (PDF)

ভাব ও কাজ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: ভাব ও কাজের মধ্যে পার্থক্য অনেক। মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ভাবের গুরুত্ব অপরিসীম। কিন্তু শুধু ভাব দিয়ে মহৎ কিছু অর্জন করা যায় না। তার জন্য কর্মশক্তি এবং সঠিক উদ্যোগের দরকার হয়।

ভাবের দ্বারা মানুষকে জাগিয়ে তােলা যায় কিন্তু যথাযথ পরিকল্পনা ও কাজের স্পৃহা ছাড়া যেকোনাে ভালাে উদ্যোগ নষ্ট হয়ে যেতে পারে। এ রচনাটিতে লেখক দেশের উন্নতি ও মুক্তি এবং মানুষের কল্যাণের জন্য ভাবের সঙ্গে বাস্তবধর্মী কর্মে তৎপর হওয়ার ওপর জোর দিয়েছেন।


৮ম শ্রেণির বাংলা ১ম পত্র এর সকল অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: অতিথির স্মৃতি
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: ভাব ও কাজ
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: পড়ে পাওয়া
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: তৈলচিত্রের ভূত
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: আমাদের লােকশিল্প
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: সুখী মানুষ
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: শিল্পকলার নানা দিক
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: মংডুর পথে
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বাংলা নববর্ষ
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বাংলা ভাষার জন্মকথা


ভাব ও কাজ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১। কোন বিষয় বিবেচনা করে কাজে নামলে উৎসাহ অনর্থক নষ্ট হবে না?
উত্তর : কাজের সম্ভবনা-অসম্ভাবনার কথা আগে বিবেচনা করে কাজে নামলে উৎসাহ অনর্থক নষ্ট হবে না।

প্রশ্ন ২। ‘ভাব ও কাজ’ প্রবন্ধের লেখক ভাবের সঙ্গে বাস্তবধর্মী কর্মে তৎপর হওয়ার ওপর জোর দিয়েছেন কেন?
উত্তর : ভাব ও কাজ’ প্রবন্ধে লেখক ভাবের সঙ্গে বাস্তবধর্মী কর্মে তৎপর হওয়ার ওপর জোর দিয়েছেন দেশের উন্নতি, মুক্তি ও মানুষের কল্যাণের জন্য।

প্রশ্ন ৩। ভাব ও কাজ’ প্রবন্ধে কোনটিকে মহাপাপ’ বলা হয়েছে?
উত্তর : ‘ভাব ও কাজ’ প্রবন্ধে অন্যের প্ররােচনায় নিজের ‘স্পিরিট’ বা আত্মার শক্তি নষ্ট করাকে মহাপাপ বলা হয়েছে।

প্রশ্ন ৪। লােকের কোমল অনুভূতিতে ঘা দেওয়া কী?
উত্তর : লােকের কোমল অনুভূতিতে ঘা দেওয়া পাপ।

প্রশ্ন ৫। পুয়াল’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘পুয়াল’ শব্দের অর্থ খড় ।

প্রশ্ন ৬। “বিদ্রোহী’ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে?
উত্তর : ‘বিদ্রোহী’ কবিতাটি সাপ্তাহিক ‘ বিজলী’ পত্রিকায় প্রকাশিত হয়।

প্রশ্ন ৭। কপূর শব্দের অর্থ কী?
উত্তর : কপূর শব্দের অর্থ— বৃক্ষরস থেকে তৈরি গন্ধ দ্রব্যবিশেষ যা বাতাসের সংস্পর্শে অল্পক্ষণের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয়।

প্রশ্ন ৮। ভাব ও কাজ’ রচনাটিতে কাজ কোন জগতের?
উত্তর : ‘ভাব ও কাজ’ রচনাটিতে কাজ বস্তুজগতের।

প্রশ্ন ৯। ঢােল, কাসি বাজিয়ে কার ঘুম ভাঙাতে হয়েছিল?
উত্তর : ঢােল, কাঁশি বাজিয়ে কুম্ভকর্ণের ঘুম ভাঙাতে হয়েছিল ।

প্রশ্ন ১০। দস্তুরমতাে’ শব্দের অর্থ কী?
উত্তর : দস্তুরমতাে’ শব্দের অর্থ রীতিমতাে বা যথেষ্ট।

প্রশ্ন ১১। ভাব ও কাজ’ প্রবন্ধে স্পিরিট শব্দটি কী অর্থে ব্যবহার করা
উত্তর : ভাব ও কাজ’ প্রবন্ধে স্পিরিট শব্দটি ‘আত্মার শক্তির পবিত্রতা অর্থে ব্যবহার করা হয়েছে।

প্রশ্ন ১২। ভাব ও কাজ’ প্রবন্ধে লেখক কিসের সুরা পান করতে বলেছেন?
উত্তর : ‘তাব ও কাজ’ প্রবন্ধে লেখক ভাবের সুৱা পান করতে বলেছেন।

প্রশ্ন ১৩। বানভাসি মানে কী?
উত্তর : বানভাসি মানে হচ্ছে- বন্যায় ভাসানাে, বন্যায় যা বা যাদের ভাসিয়ে আনে।

প্রশ্ন ১৪। “ভাব ও কাজ’ প্রবন্ধটি কার লেখা?
উত্তর : কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন ১৫। “তাব ও কাজ’ প্রবন্ধে উল্লিখিত মস্ত বদ-খেয়ালটি কী?
উত্তর : ভাব নিয়ে থাকা এবং লােককে কথায় মাতিয়ে মশগুল রাখা।

প্রশ্ন ১৬। লেখক ‘ভাব ও কাজ’ প্রবন্ধে ভাবাবেশকে কিসের সঙ্গে তুলনা করেছেন?
উত্তর : লেখক ভাবাবেশকে কপূরের সঙ্গে তুলনা করেছেন।

প্রশ্ন ১৭। ডাব ও কাজ’ প্রবন্ধে লেখক ভাবের বাশি বাজিয়ে কাকে নাচানাের কথা বলেছেন?
উত্তর : ভাবের বাশি বাজিয়ে জনসাধারণকে নাচানাের কথা বলেছেন।

প্রশ্ন ১৮। ডাব ও কাজ’ প্রবন্ধে কাকে নিঃস্বার্থ ত্যাগী ঋষি হতে বলা হয়েছে?
উত্তর : ভাবের বাঁশিবাদককে।

প্রশ্ন ১৯। সাধারণের সমস্ত উৎসাহ ও প্রাণ কিসের মতাে ঢাকা পড়ে?
উত্তর : নতুন বানভাসির পর পলিপড়ার মতাে।

প্রশ্ন ২০। ঢােল-কাসি বাজিয়ে কার ঘুম ভাঙানাে বিচিত্র নয়?
উত্তর : কুম্ভকর্ণের ঘুম ভাঙানাে।

প্রশ্ন ২১। “স্পিরিট’ কী?
উত্তর : আত্মার শক্তির পবিত্রতা ।

প্রশ্ন ২২। ভালাে উদ্যোগ নষ্ট হয় কীভাবে?
উত্তর : যথাযথ পরিকল্পনা ও কাজের স্পৃহার অভাবে।

প্রশ্ন ২৩। ভাব ও কাজ’ প্রবন্ধে লােকদের কিসের ছোঁয়া দিয়ে জাগানাের কথা বলা হয়েছে?
উত্তর : সােনার কাঠির ছোঁয়া দিয়ে।

প্রশ্ন ২৪। লেখকের মতে আমাদের আশা-রসাম্বল কে?
উত্তর : যুবকগণ।

প্রশ্ন ২৫। সত্যিকার কর্মীর অভাবে এদেশে মাঝমাঠে কী মারা যায়?
উত্তর : সুবর্ণ সুযােগ।

প্রশ্ন ২৬। বাজে লােকদের কারচুপিতে কারা পুয়াল চাপা পড়ে গেছে?
উত্তর: সত্যিকার দেশকর্মীরা।

প্রশ্ন ২৭। কাজী নজরুল ইসলাম তার সাহিত্য কিসের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ করেন?
উত্তর : অবিচার ও শােষণের বিরুদ্ধে

প্রশ্ন ২৮। ভাবের আবেগে অতিমাত্রায় বিহ্বল হলে কী হয়?
উত্তর : কাঙাকাণ্ড ভালােমন্দে জ্ঞান থাকে না।

ডাউনলোড পিডিএফ

আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।