চারিত্রিক সনদপত্র লেখার নিয়ম (Word+PDF ফাইল)

চারিত্রিক সনদপত্র লেখার নিয়ম: চারিত্রিক সনদপত্র (Certificate of Character) বিদেশ যাত্রা, পাসপোর্ট তৈরি, ভিসা তৈরি, চাকুরির আবেদন, চাকুরিতে যোগদান সহ প্রায় সকল সরকারী বেসরকারি কাজে প্রয়োজনীয় সকল ডকুমেন্টস এর মধ্যে অন্যতম একটি ডকুমেন্ট। এই একটি মাত্র ডকুমেন্ট আপনার অনেক কাজে সাহায্য করবে।

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন। পিডিএফ মেলার আজকের আর্টিকেলে চারিত্রিক সনদপত্র কি? চারিত্রিক সনদপত্রের প্রকারভেদ, চারিত্রিক সনদপত্র লেখার নিয়ম সহ চারিত্রিক সনদপত্রের নানাবিধ বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।

চারিত্রিক সনদপত্র কি?

চারিত্রিক সনদপত্র হচ্ছে সরকারী বা প্রশাসনিক (পুলিশ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের কাউন্সিলর, স্কুলের প্রধান শিক্ষক, কলেজের প্রিন্সিপাল) কর্মকর্তা কর্তৃক প্রদান করা একটি নথিপত্র, যেখানে উল্লেখ থাকে উক্ত ব্যক্তির নামে কোনো অপরাধমূলক রেকর্ড বা আদালতে মামলা নেই বা তাদের পূর্বের প্রতিষ্ঠানে খারাপ ইতিহাস নেই।

অনেক সময় এটাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ও বলা হয়। সহজ ভাষায় বলতে গেলে উক্ত ব্যক্তি দ্বারা পূর্বে ঘটে যাওয়া যেকোন অপরাধ মূলক কাজ বা উক্ত ব্যক্তির আচরণ বা স্বভাব চরিত্রের বর্ণনা নিয়ে যে নথিপত্র তৈরি করা হয় সেটাই চারিত্রিক সনদপত্র।

চারিত্রিক সনদপত্রের প্রকারভেদ

বিভিন্ন ধরণের চারিত্রিক সনদপত্র রয়েছে তবে এর মধ্যে উল্লেখযোগ্য হলো, পুলিশ ক্লিয়ারেন্স চারিত্রিক সনদ, জব সনদ, ছাত্রদের জন্য চারিত্রিক সনদ, চেয়ারম্যান, কাউন্সিলর কর্তৃক চারিত্রিক সনদ, সরকারি কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র।

পুলিশ ক্লিয়ারেন্স চারিত্রিক সনদ: পার্সপোর্ট করতে এই সনদপত্রের প্রয়োজন হয়। এই সনদপত্র টি উক্ত ব্যক্তির স্থানীয় থানার এসআই কর্তৃক যাচাই করা হয় এবং থানার কর্তব্যরত ওসি কর্তৃক প্রদান করা হয়।

জব সনদ: জব সনদ সাধারাণত চাকুরী পরিবর্তনের সময় প্রয়োজন হয়। এই সনদ পূর্বের কর্মস্থলের প্রধান বা ব্রাঞ্চ প্রধান কর্তৃক প্রদান করা হয়, যেখানে উক্ত ব্যক্তির আচার আচরণ ও অর্থনৈতিক লেনদেন সম্পর্কে আলোকপাত করা হয়।

ছাত্রদের চারিত্রিক সনদ: এই সনদপত্র টি বিদ্যালয় বা কলেজের প্রধান কর্তৃক প্রদান করা হয়। এখানে উক্ত ছাত্র বা ছাত্রীর আচরণ ও বিগত ফলাফল সম্পর্কে আলোকপাত করা হয়।

চেয়ারম্যান বা কাউন্সিলর কর্তৃক চারিত্রিক সনদ: এই সনদপত্র টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন এর কাউন্সিল কর্তৃক প্রদান করা হয়। এখানেও উক্ত ব্যক্তির চরিত্র সম্পর্কে আলোকপাত করা হয়।

সরকারি কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র: এই সনদপত্র টি গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদান করা হয়। যেখানে উক্ত ব্যক্তির ক্রিমিনাল অফেন্স বা অপরাধ মূলক কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।

ছাত্রদের চারিত্রিক সনদের জন্যে আবেদন পত্র (নমুনা)

৫ মে, ২০১৪
বরাবর,
প্রধান শিক্ষক,
রংপুর জেলা স্কুল, রংপুর।

বিষয়: চারিত্রিক সনদপত্রের জন্য আবেদন। 

জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি মোঃ মেরাজুল ইসলাম মন্ডল আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র। আমি ২০১৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরিক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হয়েছি। বিদ্যালয়ে থাকাকালীন আমি বিদ্যালয়ের নিয়ম বর্হিভূত কোন কাজ করি নি এবং সকল ক্রীড়া প্রতিযোগিতায় আমি সক্রিয় অংশগ্রহণকারী ছিলাম। বর্তমানে আমি একাদশ শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক। এমতাবস্থায় আপনার স্বাক্ষরিত একটি চারিত্রিক সনদপত্র একান্ত প্রয়োজন।

অতএব, জনাবের নিকট প্রার্থণা এই যে, আমাকে শিক্ষা বিষয়ক চারিত্রিক সনদ প্রদানে আপনার একান্ত মর্জি হয়।

বিনীত নিবেদক
মোঃ মেরাজুল ইসলাম মন্ডল
ক্লাস রোল: ০৮ (বিজ্ঞান)
এসএসসি ২০১৪

🔆🔆 আরও দেখুন: জন্ম নিবন্ধন অনলাইন যাচাই

জব সনদের জন্যে আবেদন পত্র (নমুনা)

৫ মে, ২০১৪
বরাবর,
ব্রাঞ্চ ম্যানেজার,
ব্রাক ব্যাংক, রংপুর শাখা।

বিষয়: জব সনদপত্রের জন্য আবেদন। 

জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি মেরাজুল ইসলাম ব্রাক ব্যাংক, রংপুর শাখার নিয়মিত কর্মকর্তা। আমি গত ৪ (চার) বছর যাবত আপনার শাখায় ফিল্ড অপারেটর হিসাবে কাজ করেছি। উক্ত ৪ (চার) বছরে আমি নিষ্ঠা ও সততার সাথে আমার সকল দায়িত্ব পালন করি এবং কোন অর্থনৈতিক কারচুপি করি নি। বর্তমানে আমি নতুন আরেকটি প্রতিষ্ঠানে ভালো বেতনের চাকুরির সুযোগ পেয়েছি। এমতাবস্থায় নতুন কর্মস্থলে যোগদান এর জন্য আপনার স্বাক্ষরিত একটি চারিত্রিক সনদপত্র একান্ত প্রয়োজন।

অতএব, জনাবের নিকট প্রার্থণা এই যে, আমাকে জব সনদ প্রদানে আপনার একান্ত মর্জি হয়।

বিনীত নিবেদক
মোঃ মেরাজুল ইসলাম মন্ডল
ফিল্ড অপারেটর
ব্রাক ব্যাংক, রংপুর শাখা।

চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক সনদের জন্যে আবেদন পত্র (নমুনা)

৫ মে, ২০১৪
বরাবর,
চেয়ারম্যান,
৮ নং কৈকুড়ী ইউনিয়ন,
কৈকুড়ী, পীরগাছা, রংপুর।

বিষয়: চারিত্রিক সনদের জন্যে আবেদন। 

জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি মেরাজুল ইসলাম আপনার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের একজন নিয়মিত বাসিন্দা। আমি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে আপনার ইউনিয়নের সনামধন্য প্রতিষ্ঠান থেকে পড়াশুনা করেছি। উক্ত সময়ে আমি কোন অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত থাকি নি এবং এর পাশাপাশি রাষ্ট্রের সকল নিয়মকানুন মেনে চলি। বর্তমানে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছি এবং একটি সরকারি চাকুরির সুযোগ পেয়েছি। আমার কর্মস্থলে যোগদান এর জন্য আপনার স্বাক্ষরিত একটি চারিত্রিক সনদপত্র প্রয়োজন।

সুতরাং, জনাবের নিকট প্রার্থনা এই যে, আমাকে চারিত্রিক সনদপত্র প্রদানে আপনার মর্জি হয়।

বিনীত নিবেদক
মেরাজুল ইসলাম
ওয়ার্ড- ০৯, কৈকুড়ী ইউনিয়ন।

চারিত্রিক সনদপত্র লেখার নিয়ম

চারিত্রিক সনদ পত্র

এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, মোঃ/মোছাঃ …………………, পিতা: …………………. মাতা: ………………….. গ্রাম/মহল্লা/ওয়ার্ড(সিটি কর্পোরেশন): ……………, ডাকঘর: ………………., থানা: …………….., জেলা: ……………….. । তিনি ব্যক্তিগতভাবে আমার পরিচিত। আমার জানামতে তিনি কখনো কোনো রাষ্ট্র বা সমাজ বিরোধী কর্মকান্ডে জড়িত হননি এবং রাষ্ট্রের সকল নিয়মকানুন মেনে চলেছে ও সকল উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণ করেছে। তাহার স্বভাব ও চরিত্র ভাল।

আমি তার ভবিষ্যত জীবনে সর্বাঙ্গীন উন্নতি ও মঙ্গল কামনা করি।

তারিখ:………………….

চারিত্রিক সনদপত্র লেখার নিয়ম
চারিত্রিক সনদপত্রের নমুনা

চারিত্রিক সনদপত্র word file | চারিত্রিক সনদপত্র pdf file

চারিত্রিক সনদপত্র পাবেন যেভাবে?

উপরে হয়তো আপনারা খেয়াল করেছেন চারিত্রিক সনদপ্র বিভিন্ন ধরণের হয়। জব সনদ বাদে বাকি গুলোর জন্য আপনাকে আবেদন এর সাথে নিজের ছবি, ভোটার আইড্‌ পিতা ও মাতার নাম, আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা জমা দিতে হবে। এরপর আপনি চারিত্রিক সনদ পাবেন। ছাত্র ছাত্রীর সনদের জন্য আবেদনে সাথে স্কুল বা কনেজের আইডি কার্ড এর ফটোকপি সংযুক্ত করতে হবে।

শেষ কথা,

এই ছিলো চারিত্রিক সনদপত্র লেখার নিয়ম সহ চারিত্রিক সনদপত্র নিয়ে বিস্তারিত আর্টিকেল। আশাকরি আমাদের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সোসাল মিডিয়া বা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। আমাদের যে কোন আপডেট মিস করতে না চাইলে ফেসবুক ও ইউটিউবে সাবক্রাইব করে আমাদেস দাথে কানেক্ট থাকতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।