৫ম শ্রেণির বিজ্ঞান ৩য় অধ্যায় প্রশ্ন উত্তর 

৫ম শ্রেণির বিজ্ঞান ৩য় অধ্যায় প্রশ্ন উত্তর

৫ম শ্রেণির বিজ্ঞান ৩য় অধ্যায় প্রশ্ন উত্তর: আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। “জীবনের জন্য পানি” ৫ম শ্রেণির বিজ্ঞান বইয়ের ৩য় অধ্যায়। আজকের আর্টিকেলে ৫ম শ্রেণির বিজ্ঞান ৩য় অধ্যায় প্রশ্ন উত্তর শেয়ার করা হবে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।

৫ম শ্রেণির বিজ্ঞান ৩য় অধ্যায় প্রশ্ন উত্তর

প্রশ্ন-১. সমুদ্র পানির প্রাকৃতিক উৎস। এরূপ আরও দুটি উৎসের নাম লেখো।
উত্তর: বৃষ্টি ও নদী হলো পানির দুটি প্রাকৃতিক উৎস।

প্রশ্ন-২. আমাদের দেহ কঠিন খাদ্য থেকে সরাসরি পুষ্টি উপাদান শোষণ করতে পারে না। এ কাজে সাহায্যকারী উপাদানটির নাম কী?
উত্তর: খাদ্য পরিপাকে সাহায্যকারী উপাদান হলো পানি।

প্রশ্ন-৩. তোমার দেহে পুষ্টি উপাদান শোষণ ও দেহের প্রত্যেকটি অঙ্গে পরিবহনের জন্য কী প্রয়োজন?
উত্তর: দেহে পুষ্টি উপাদান শোষণ ও প্রত্যেকটি অঙ্গে পরিবহনের জন্য পানি প্রয়োজন।

প্রশ্ন-৪. টুনুর জবা গাছটি পানির সাহায্যে পুষ্টি উপাদান শোষণ করে। গাছটি এই উপাদান শোষণ করে কোথা থেকে?
উত্তর: গাছটি এই উপাদান শোষণ করে মাটি থেকে।

প্রশ্ন-৫. গ্রীষ্মের ছুটির পর তুমি বিদ্যালয়ে গিয়ে দেখলে বাগানের চারাগাছগুলো শুকিয়ে মরে গেছে। এ অবস্থায় নতুন চারাগাছ রোপণ করে তোমার প্রথম করণীয় কী?
উত্তর: নতুন চারাগাছ রোপণ করে প্রথম করণীয় হলো নিয়মিত পানি দেওয়া।

প্রশ্ন-৬. অরুণ চকলেট, চিপস, কোমল পানীয় খেতে পছন্দ করলেও পরিপাকে সাহায্য করে এমন একটি প্রয়োজনীয় উপাদান খেতে চায় না। অরুণ কী খেতে চায় না?
উত্তর: অরুণ পানি খেতে চায় না।

প্রশ্ন-৭. ফাহিম স্কুল থেকে বাসায় ফেরার পর তার দেহের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি বোধ করল। এক্ষেত্রে ফাহিমের কোন কাজটি করা উচিৎ?
উত্তর: ফাহিমের পানি পান করা উচিত।

প্রশ্ন-৮. রোদেলার জ্বর হওয়ায় ডাক্তার তাকে বেশি করে তরল খাবার ও পানি খেতে বলেছেন। পানি রোদেলার দেহে কোন কাজটি করবে?
উত্তর: পানি রোদেলার দেহে স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখবে।

প্রশ্ন-৯. বেঁচে থাকার জন্য বায়ু একটি অপরিহার্য উপাদান। এরূপ আর কোন উপাদানটি ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না?
উত্তর: পানি ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না।

প্রশ্ন-১০. প্রাণীদেহে পানির একটি গুরুত্বপূর্ণ কাজ হলো পুষ্টি উপাদান শোষণ। এরূপ আরও দুইটি কাজ লেখো।
উত্তর: পুষ্টি উপাদান পরিবহন ও দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখা ।

প্রশ্ন-১১. আরমান প্রতি বেলায় খাদ্য গ্রহণের পর পানি পান করে। এই উপাদান মানবদেহে কোন কাজে সাহায্য করে?
উত্তর: পানি মানবদেহে খাদ্য পরিপাকে সাহায্য করে।

প্রশ্ন-১২. রহিম পানি ভর্তি গ্লাস সারা রাত ফ্রিজে রেখে পরদিন দেখল গ্লাসের পানি বরফে পরিণত হয়েছে। কেন পানি বরফে পরিণত হলো?
উত্তর: পানি থেকে তাপশক্তি সরিয়ে নেওয়ার ফলে পানি বরফে পরিণত হয়েছে।

প্রশ্ন-১৩. দীপু সকালে ফুল তুলতে গিয়ে দেখল গাছের পাতায় বিন্দু বিন্দু পানি। এই পানিকে কী বলে?
উত্তর: সকালে গাছের পাতায় জমা বিন্দু বিন্দু পানিকে শিশির বলে।

প্রশ্ন-১৪, ঝর্না চা বানানোর জন্য পানিতে তাপ দেওয়ায় তা থেকে বাষ্প তৈরি হলো। ঝর্নার তরল পানি থেকে বাষ্প তৈরির প্রক্রিয়াকে কী বলে? উত্তর: তরল পানি থেকে বাষ্প তৈরির প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে।

প্রশ্ন-১৫. একটি গ্লাস কোল্ড ড্রিংকসহ কিছুক্ষণ রেখে দিলে গ্লাসের বাইরের পানির কণা একে আবছা করে দিল। এর জন্য দায়ী?
উত্তর: এর জন্য দায়ী জলীয় বাষ্প।

প্রশ্ন-১৬. পানিকে তাপ দিলে প্রথমে তা গরম হয় এবং ফুটতে থাকে। এরপরও তাপ দিলে তা কীসে পরিণত হয়?
উত্তর: জলীয় বাষ্পে পরিণত হয়।

প্রশ্ন-১৭. সুবল জানালা দিয়ে দেখল আকাশে ঘন মেঘ করেছে। কী থেকে এই মেঘের সৃষ্টি হয়েছে?
উত্তর: এই মেঘের সৃষ্টি হয়েছে জলীয় বাষ্প থেকে।

প্রশ্ন-১৮. শিক্ষক ক্লাসে একটি প্রক্রিয়া নিয়ে আলোচনা করছেন যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলে সর্বত্র ছড়িয়ে পড়ে। শিক্ষকের আলোচিত প্রক্রিয়াটির নাম কী?
উত্তর: শিক্ষকের আলোচিত প্রক্রিয়াটির নাম পানি চক্র।

প্রশ্ন-১৯. জলীয় বাষ্প বায়ুমণ্ডলের উপরের দিকে উঠে ঠান্ডা হয়ে যায়। এটি কীসে পরিণত হয়?
উত্তর: ক্ষুদ্র পানিকণায় পরিণত হয়।

প্রশ্ন-২০. তুমি আকাশে মেঘ দেখতে পাও। এটি আসলে কী?
উত্তর: আকাশে দেখতে পাওয়া মেঘ আসলে ক্ষুদ্র পানিকণা ।

প্রশ্ন-২১. তুমি গ্রীষ্মের শেষে শিলাবৃষ্টি দেখতে পেলে। এ ধরনের বৃষ্টির কারণ কী?
উত্তর: এ ধরনের বৃষ্টির কারণ মেঘের পানিকণা খুব ঠান্ডা হয়ে যাওয়া।

প্রশ্ন-২২. বৃষ্টি হলে কিছু পানি মাটিতে শোষিত হয় এবং কিছু পানি নদীতে গড়িয়ে পড়ে। এই গড়িয়ে পড়া পানি কোথায় প্রবাহিত হয়?
উত্তর: গড়িয়ে পড়া পানি সমুদ্রে প্রবাহিত হয় ।

প্রশ্ন-২৩. গনি মিয়া তার গবাদি পশুদের নিয়মিত পুকুরে গোসল করান। এর ফলে কী ঘটবে?
উত্তর: গবাদি পশুদের নিয়মিত পুকুরে গোসল করালে পানি দূষিত হবে।

প্রশ্ন-২৪. আরিফা তাদের বাড়ির পাশের পুকুরে কাপড় ধোয়, গোসল করে ও থালাবাসন মাজে। এর ফলে কী ঘটবে?
উত্তর: পুকুরের পানি দূষিত হবে।

প্রশ্ন-২৫. তোমার এলাকায় প্রায়ই ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব দেখা যায়। এমন পরিস্থিতিতে তুমি তোমার এলাকাবাসীকে নিয়ে কী করবে?
উত্তর: এলাকাবাসীকে পানি দূষণের কারণ ও ফলাফল জানাব।

প্রশ্ন-২৬. কোনো এলাকায় কলেরা ও ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর প্রধান কারণ কী?
উত্তর: কলেরা ও ডায়রিয়ার প্রধান কারণ দূষিত পানি পান করা।

প্রশ্ন-২৭, শীলা তার চাচার হাত ও পায়ের চামড়ায় ঘা দেখতে পেল। এর কারণ কী?
উত্তর: আর্সেনিকযুক্ত পানি পান করা।

প্রশ্ন-২৮. আশিক একদিন সকালে লক্ষ করল তাদের পুকুরের মাছ, ব্যাঙ ও পোকামাকড় মরে ভেসে আছে। কোন কারণে পুকুরের প্রাণীগুলো মারা গেল?
উত্তর: দূষিত পানির জন্য পুকুরের প্রাণীগুলো মারা গেল।

প্রশ্ন-২৯. প্রতিকূল পরিবেশে যেমন- বন্যার সময় তুমি তোমার পরিবারের জন্য নিরাপদ পানি নাও পেতে পাের। এ পরিস্থিতি মোকাবিলায় তুমি কী ধরনের প্রস্তুতি নেবে?
উত্তর: এ পরিস্থিতি মোকাবিলায় পানি শোধনের প্রক্রিয়া শিখে রাখব।

প্রশ্ন-৩০. পানি পরিষ্কার করার একটি পদ্ধতি হলো ছাঁকন। এই পদ্ধতিতে পানি থেকে কী দূর হয়?
উত্তর: ছাঁকন পদ্ধতিতে পানি থেকে ময়লা দূর হয়।

প্রশ্ন-৩১. ছাঁকন প্রক্রিয়ায় পানি পরিষ্কার হলেও তা জীবাণুমুক্ত হয় না। তাই নিরাপদ পানির জন্য কত মিনিট ফুটিয়ে জীবাণুমুক্ত করতে হয়?
উত্তর: জীবাণুমুক্ত নিরাপদ পানির জন্য ২০ মিনিটের বেশি সময় ধরে পানি ফুটাতে হবে।


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। এছাড়াও আমাদের কোন আপডেট মিস না করতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে ফেসবুকে কানক্ট থাকতে পারেন।