৮ম শ্রেণি: পাছে লোকে কিছু বলে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

পাছে লোকে কিছু বলে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

পাছে লোকে কিছু বলে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন: কোনো কাজ করতে গেলে কেউ কেউ অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়। কে কী মনে করবে, কে কী সমালোচনা করবে এই ভেবে তারা কাজটি না করে বসে থাকে। এর ফলে কোনো কাজ এগোয় না।

যাঁরা সমাজে অবদান রাখতে চান তাঁদের দ্বিধা করলে চলবে না। দৃঢ় মনোবল নিয়ে লোকলজ্জা ও সমালোচনাকে উপেক্ষা করতে হবে। মানুষের কল্যাণে মহৎ কাজ করতে হলে ভয়ভীতি সংকোচ উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। না হলে, জীবন ও জগতে উন্নতি সম্ভব নয়।


৮ম শ্রেণির বাংলা ১ম পত্র এর সকল করিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: মানবধর্ম
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বঙ্গভূমির প্রতি
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: দুই বিঘা জমি
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: পাছে লোকে কিছু বলে
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: প্রার্থনা
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বাবুরের মহত্ত্ব
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: নারী
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: আবার আসিব ফিরে
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: রুপাই
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: জাগো তবে অরণ্য কন্যারা
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: প্ৰাৰ্থী
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: একুশের গান


পাছে লোকে কিছু বলে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন ১। ‘একটি স্নেহের কথা’–এর পরের চরণটি লেখ।
উত্তর: ‘একটি স্নেহের কথা’—এর পরের চরণটি হচ্ছে- ‘প্রশমিতে পারে ব্যথা ।

প্রশ্ন ২। হৃদয়ে বুদবুদের মতো কী ওঠে?
উত্তর: হৃদয়ে বুদবুদের মতো শুভ্রচিন্তা ওঠে।

প্রশ্ন ৩। শক্তি কিসের কবলে মরে?
উত্তর: শক্তি মরে ভীতির কবলে।

প্রশ্ন ৪। কিসে কবির ব্যথা প্রশমিত হয়?
উত্তর: একটি স্নেহের কথায় কবির ব্যথা প্রশমিত হয়।

প্রশ্ন ৫। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় সবাই একসঙ্গে মিলে কেন?
উত্তর: ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় সবাই একসঙ্গে মিলে মানুষের কল্যাণে মহৎ উদ্দেশ্য সাধনে।

প্রশ্ন ৬। আঁখি সযতনে শুষ্ক রাখে কখন?
উত্তর: যখন প্রাণ কাঁদে তখন আঁখি সযতনে শুষ্ক রাখে।

প্রশ্ন ৭। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতাটি কার লেখা?
উত্তর: ‘পাছে লোকে কিছু বলে’ কবিতাটি কামিনী রায়ের লেখা।

প্রশ্ন ৮। কামিনী রায় কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর: কামিনী রায় বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন।

প্রশ্ন ৯। ম্রিয়মাণ শব্দের অর্থ কী?
উত্তর: ম্রিয়মাণ শব্দের অর্থ- কাতর বা বিষাদগ্রস্ত।

প্রশ্ন ১০। শুভ্র চিন্তা কোথায় মিশে যায়?
উত্তর: শুভ্র চিন্তা হৃদয়ের তলে মিশে যায় ।

প্রশ্ন ১১। কবি কামিনী রায়ের কবিতায় কার প্রভাব স্পষ্ট?
উত্তর: কবি কামিনী রায়ের কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব স্পষ্ট।

প্রশ্ন ১২। কামিনী রায়কে কোন স্বর্ণপদকে ভূষিত করা হয়?
উত্তর: কামিনী রায়কে ‘জগত্তারিণী’ স্বর্ণপদকে ভূষিত করা হয়।

প্রশ্ন ১৩। উপেক্ষা কথাটির অর্থ কী?
উত্তর: ‘উপেক্ষা’ কথাটির অর্থ- অবহেলা করা।

প্রশ্ন ১৪। কামিনী রায় কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: কামিনী রায় ১৮৬৪ সালে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন ১৫ ৷ কামিনী রায় কোন বিষয়ে অনার্স করেন?
উত্তর: কামিনী রায় সংস্কৃতে অনার্স করেন ।

প্রশ্ন ১৬। কামিনী রায়ের লেখা ছোটদের কবিতা সংগ্রহের নাম কী?
উত্তর: কামিনী রায়ের লেখা ছোটদের কবিতা সংগ্রহের নাম ‘গুঞ্জন’ ।

প্রশ্ন ১৭। কামিনী রায় কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: কামিনী রায় ১৯৩৩ সালে মৃত্যুবরণ করেন।

প্রশ্ন ১৮। সংশয়ে সদা কী টলে?
উত্তর: সংশয়ে সদা সংকল্প টলে।

প্রশ্ন ১৯। পাছে কে কিছু বলে?
উত্তর: পাছে লোকে কিছু বলে।

প্রশ্ন ২০। কবি নীরবে কাকে ঢাকেন?
উত্তর: কবি নীরবে আপনাকে ঢাকেন।

প্রশ্ন ২১। সম্মুখে কী নাহি চলে?
উত্তর: সম্মুখে চরণ নাহি চলে।

আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

About মেরাজুল ইসলাম

আমি মেরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি একজন ব্লগার। এডুকেশন এর প্রতি ভালোবাসাও অনলাইল শিক্ষার পরিসর বাড়ানোর জন্য এডুকেশন ব্লগের পথচলা। ব্লগিং এর পাশাপাশি আমি ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, কাস্টমাইজ সহ ওয়েব রিলেটেড সকল কাজ করি।

View all posts by মেরাজুল ইসলাম →