সহজ উপায়ে নার্সারী শিক্ষা pdf ডাউনলোড

সহজ উপায়ে নার্সারী শিক্ষা pdf

সহজ উপায়ে নার্সারী শিক্ষা এস. এম. আমিনুল আরোফিন এর লেখা বাগান, ফুল ও ফল চাষ ভিত্তিক বই। পিডিএফ মেলার আজকের আর্টিকেলে আপনাদের সাথে সহজ উপায়ে নার্সারী শিক্ষা pdf শেয়ার করবো। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি। 

নার্সারি চর্চা একটি লাভজনক কর্ম অথচ মহান পেশা। আমাদের দেশের জমি, আবহাওয়া নার্সারির পক্ষে খুবই অনুকূল। নার্সারিকে ব্যবসা হিসেবে বেছে নিলে এ থেকে পর্যাপ্ত অর্থ উপার্জন করা সম্ভব। আমাদের দেশে নার্সারি প্রতিষ্ঠার পর্যাপ্ত সুযােগ থাকা সত্ত্বেও অনেকে প্রয়ােজনীয় জ্ঞানের অভাবে তাতে সংশ্লিষ্ট হতে পারছেন না। এ অভাব পূরণের আশা নিয়েই সাধারণ্যের বােধগম্য ভাষায় রচিত হয়েছে এ পুস্তকটি। 

এখানে নার্সারি স্থাপন ও পরিচালনা, পরিকল্পনা, বীজ সংগ্রহ, গুদামজাতকরণ, বীজ হতে চারা উৎপাদন, মাটি সগ্রহ, শােধন, চারার পরিচর্যা, রােগবালাই দমন, চারা উত্তোলন, পরিবহন, সংরক্ষণ, চারার কলম উৎপাদন, চারা রােপণ, পরিচর্যা, সার উৎপাদন, সংগ্রহ, ব্যবহার প্রভৃতি বিষয়ে ব্যাপক আলােচনা উপস্থাপন করা হয়েছে। তা ছাড়াও অনেকগুলাে প্রয়ােজনীয় গাছের চারা উৎপাদন, রােপণ ও পরিচর্যার বিষয়ে আলাদা আলাদাভাবে তথ্য উপস্থাপন করা হয়েছে। এতে করে এ বই পাঠ করে যে কোন পাঠক নার্সারি বিষয়ে সম্যক অনেক কিছুই জানতে পারবেন। আমাদের ধারণা নার্সারি বিষয়ে এমন ব্যাপক আলােচনা ইতােপূর্বে বাংলাদেশে কেউ করেননি।

বইটির তথ্যকে পরিস্ফুট করার জন্য স্থানে স্থানে প্রায় ২০০টি বিভিন্ন চিত্র সন্নিবেশ করা হয়েছে। তথ্য ও ছবি দেশী-বিদেশী বিভিন্ন বই-পুস্তক, পত্রিকাম্যাগাজিন ঘেটে সংগ্রহ করে পাঠকদের খেদমতে উপস্থাপনের প্রয়াস নেয়া হয়েছে। ছবি সমৃদ্ধ তথ্যসমূহ পাঠকের জানার আগ্রহকে আরাে উৎসাহিত করবে বলেই বিশ্বাস। আশা করি পাঠকগণ এ বই থেকে নার্সারির বিষয়ে যে কোন উপকারী তথ্য লাভ করে নিজের জ্ঞানভাণ্ডারকে অধিকতর সমৃদ্ধশালী করতে পারবেন।

নার্সারি ব্যবসা একটি লাভজনক ব্যবসা। যে কেউ এ ব্যবসাকে অবলম্বন করে স্বাবলম্বী হতে পারেন। পুস্তকটি পাঠকের কাছে সমাদৃত হলে আমাদের পরিশ্রম ও প্রচেষ্টা সার্থক বলে মনে করব।

সহজ উপায়ে নার্সারী শিক্ষা pdf ডাউনলোড

About মেরাজুল ইসলাম

আমি মেরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি একজন ব্লগার। এডুকেশন এর প্রতি ভালোবাসাও অনলাইল শিক্ষার পরিসর বাড়ানোর জন্য এডুকেশন ব্লগের পথচলা। ব্লগিং এর পাশাপাশি আমি ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, কাস্টমাইজ সহ ওয়েব রিলেটেড সকল কাজ করি।

View all posts by মেরাজুল ইসলাম →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *