৮ম শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন

৮ম শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন

৮ম শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন: বৈচিত্র্যময় প্রকৃতি নানা রকম প্যাটার্নে ভরপুর। প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করি। প্যাটার্ন আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছে নানা ভাবে।

শিশুর লাল-নীল ব্লক আলাদা করা একটি প্যাটার্ন – লালগুলো এদিকে যাবে, নীলগুলো ঐদিকে যাবে । সে গণনা করতে শেখে- সংখ্যা একটি প্যাটার্ন। আবার ৫ এর গুণিতকগুলোর শেষে ০ বা ৫ থাকে, এটিও একটি প্যাটার্ন। সংখ্যা প্যাটার্ন চিনতে পারা এটি গাণিতিক সমস্যা সমাধানে দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ অংশ। ৮ম শ্রেণির গণিত ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও সমাধান

আবার আমাদের পোশাকে নানা রকম বাহারি নকশা, বিভিন্ন স্থাপনার গায়ে কারুকার্যময় নকশা ইত্যাদিতে জ্যামিতিক প্যাটার্ন দেখতে পাই । এ অধ্যায়ে সাংখ্যিক ও জ্যামিতিক প্যাটার্ন বিষয়ে আলোচনা করা হবে। ৮ম শ্রেণির গণিত ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও সমাধান


৮ম শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন

সৃজনশীল প্রশ্ন ১। ১৭, ১৩, ১৯, ২৫, …. একটি প্যাটার্ন।

ক. ৩২৫ কে দুটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ কর।
খ. প্যাটার্নটিকে একটি বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করে ৫২তম পদ নির্ণয় কর।
গ. প্যাটানটির প্রথম ১৩০টি পদের সমষ্টি নির্ণয় কর।

সৃজনশীল প্রশ্ন ২। (i) ৮, ১৩, ১৮, ২৩,……….. একটি প্যাটার্ন
এবং (ii) ৫ক + ২ বীজগণিতীয় রাশি।

ক. ৪ক + ১ বীজগণিতীয় রাশির ৩য় ও ৪র্থ চিত্র অঙ্কন কর।
খ. (i) নং প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন কর।
গ. (ii) নং বীজগণিতীয় রাশিটির ১ম ৯১টি চিত্র তৈরি করতে কতটি রেখাংশের দরকার হবে তা নির্ণয় কর।

সৃজনশীল প্রশ্ন ৩। (i) ৩, ৮, ১৩, ১৮, …
(ii) ৭, ১৮, ২৯, ৪০, ….. দুটি স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন ।

ক. (ক^২– ৪) বীজগাণিতিক রাশির ১১তম পদ নির্ণয় করে উহাকে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ কর।
খ. ১ম প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন কর।
গ. ২য় প্যাটার্নের প্রথম ৫১টি পদের সমষ্টি নির্ণয় কর।

সৃজনশীল প্রশ্ন ৪। (i) ৩, ৫, ৭, ৯ একটি সংখ্যা প্যাটার্ন
(ii) ৩ক + ১ অন্য একটি প্যাটার্নের বীজগণিতীয় রাশি

ক. ২৬০ কে দুইটি ভিন্ন উপায়ে দুইটি সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ কর।
খ. প্যাটার্ন (i) এর ১০০ তম পদটি নির্ণয় কর।
গ. (ii) নং উদ্দীপকের সংখ্যা প্যাটার্ন নির্ণয় করে প্রথম চারটি পদের চিত্র আঁক।

সৃজনশীল প্রশ্ন ৫। (i) ২, ৯, ১৬, ২৩ …….
এবং (ii) ৬, ১১, ১৬, ২১ …… দুইটি সংখ্যা প্যাটার্ন।

ক. (২ক + ১) রাশির ৫০তম পদ নির্ণয় কর।
খ. (i) নং প্যাটার্নের বীজগাণিতিক রাশি তৈরি করে পরবর্তী চারটি পদ নির্ণয় কর।
গ. (ii) নং প্যাটার্নের কততম পদের মান ১০২৬?

সৃজনশীল প্রশ্ন ৬। – ১, ২, ৫, ৮, ১১, একটি প্যাটার্ন।

ক. ‘ ২৯ ও ৩৭ কে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ কর।
খ. প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন কর।
গ. তালিকার প্রথম ৩০টি সংখ্যার সমষ্টি নির্ণয় কর।

সৃজনশীল প্রশ্ন ৭। (i) ৩৮, ৪৯, ৬২, ৭৭, ৯৪, ……..
(ii) ১০, ১৭, ২৪, ৩১, ৩৮, ………

ক. (ii) নং তালিকার প্রথম দুটি সংখ্যাকে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ কর।
খ. (i) নং তালিকার পরবর্তী তিনটি সংখ্যা নির্ণয় কর।
গ. (ii) নং তালিকার প্রথম ৬০টি সংখ্যার সমষ্টি নির্ণয় কর।

সৃজনশীল প্রশ্ন ৮। (i) ৬, ১০, ১৪, ১৮,……
(ii) ৫, ৮, ১১, ১৪, …….. ক. ৫, ৬, ৮, ১১, … …

ক. তালিকার সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় কর।
খ. (i) নং প্যাটার্নটিকে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করে ৬০তম সংখ্যাটি নির্ণয় কর।
গ. (ii) নং প্যাটার্নটির প্রথম ৩০টি সংখ্যার সমষ্টি নির্ণয় কর।

সমাধান পিডিএফ


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। এছাড়াও অষ্টম শ্রেণির সকল আর্টিকেল পেতে এখানে ক্লিক করুন।