সুখী মানুষ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

৮ম শ্রেণি: সুখী মানুষ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (PDF)

সুখী মানুষ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: ‘সুখী মানুষ’ নাটিকাটি, একজন অত্যাচারী মোড়লের কাহিনি নিয়ে রচিত। মোড়ল মানুষকে ঠকিয়ে, মানুষের মনে কষ্ট দিয়ে ধনী হয়েছে। সে এখন অসুস্থ। তার মনে শান্তি নেই।

চিকিৎসক বলেছেন, কোনো সুখী মানুষের জামা গায়ে দিলেই শুধু মোড়লের অসুস্থতা কেটে যাবে। কিন্তু পাঁচ গ্রাম খুঁজেও একজন সুখী মানুষ পাওয়া গেল না। অবশেষে একজনকে পাওয়া গেল, যে নিজের শ্রমে উপার্জিত আয় দিয়ে কোনোভাবে জীবিকা নির্বাহ করে সুখে দিনাতিপাত করছে।

সে সুখে ঘুমাতে পারে, কারণ তার কোনো সম্পদ নেই। ফলে তার কোনো চোরের ভয় নেই। সে একজন প্রকৃত সুখী মানুষ। কিন্তু মুশকিল হলো এই সুখী মানুষের কোনো জামা নেই।

অতএব মোড়লের সমস্যার লেখকের বক্তব্য স্পষ্ট যে, অন্যায় ও অনৈতিকভাবে উপার্জিত অর্থ-বিত্তই মানুষের অশান্তির মূল কারণ। নির্বাহ করলেই জীবনে শান্তি মেলে। সমাধান আর সৎ পথে পরিশ্রমের হলো না। এখানে মাধ্যমে জীবিকা নির্বাহ করলে জীবনে শান্তি মিলে।


৮ম শ্রেণির বাংলা ১ম পত্র এর সকল অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: অতিথির স্মৃতি
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: ভাব ও কাজ
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: পড়ে পাওয়া
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: তৈলচিত্রের ভূত
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: আমাদের লােকশিল্প
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: সুখী মানুষ
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: শিল্পকলার নানা দিক
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: মংডুর পথে
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বাংলা নববর্ষ
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বাংলা ভাষার জন্মকথা


সুখী মানুষ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন ১। ‘সুখী মানুষ’ নাটিকায় মোড়লের কথিত রোগের নাম কী?
উত্তর: ‘সুখী মানুষ’ নাটিকায় মোড়লের কথিত রোগের নাম – ‘হাড় সড়মড় রোগ’।

প্রশ্ন ২। মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না’- উক্তিটি কার?
উত্তর: মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না— উক্তিটি হাসুর।

প্রশ্ন ৩। কবিরাজ কোন কঠিন কাজটি করতে বলেছিলেন?
উত্তর: কবিরাজ সুখী মানুষের জামা আনতে বলেছিলেন- যা ছিল সবচেয়ে কঠিন কাজ।

প্রশ্ন ৪। ‘সুখী মানুষ’ নাটিকায় ওষুধে কাজ হয় না কেন?
উত্তর: ‘সুখী মানুষ’ নাটিকায় অন্তরে অসুখ থাকলে ওষুধে কাজ হয় না ।

প্রশ্ন ৫। নাড়ি পরীক্ষা কী?
উত্তর: নাড়ি পরীক্ষা হলো কবজির নাড়ির অবস্থা দেখে রোগ নির্ণয়।

প্রশ্ন ৬। মোড়ল সুখী মানুষের জামার জন্য কত টাকা বখশিশ দিতে চেয়েছিল?
উত্তর: মোড়ল সুখী মানুষের জামার জন্য ‘হাজার টাকা’ বখশিশ দিতে চেয়েছিল।

প্রশ্ন ৭। কত গ্রাম খুঁজেও একজন সুখী মানুষ পাওয়া গেল না?
উত্তর: পাঁচ গ্রাম খুঁজেও একজন সুখী মানুষ পাওয়া গেল না ।

প্রশ্ন ৮। কবজির নাড়ির অবস্থা দেখে রোগ নির্ণয় করাকে কী বলে?
উত্তর: কবজির নাড়ির অবস্থা দেখে রোগ নির্ণয় করাকে বলে নাড়ি পরীক্ষা।

প্রশ্ন ৯। হাসু মিয়া ও রহমত কোথায় বসে ভাবছে?
উত্তর: হাসু মিয়া ও রহমত ছোট একটি কুঁড়েঘরের সামনে বসে গালে হাত দিয়ে ভাবছে।

প্রশ্ন ১০। ‘সুখী মানুষ’ নাটিকায় মোড়লের বয়য় কত?
উত্তর: ‘সুখী মানুষ’ নাটিকায় মোড়লের বয়স ৫০ বছর।

প্রশ্ন ১১। কোন গ্রামের মানুষকে মোড়ল খুব জ্বালিয়েছে?
উত্তর: ‘সুবর্ণপুর’ গ্রামের মানুষকে মোড়ল খুব জ্বালিয়েছে।

প্রশ্ন ১২। ‘সুখী মানুষ’ নাটিকায় মোট চরিত্র সংখ্যা কতটি?
উত্তর: ‘সুখী মানুষ’ নাটিকায় মোট চরিত্র সংখ্যা পাঁচটি 1

প্রশ্ন ১৩। মোড়ল কার মুরগি জোর করে জবাই করে খেয়েছে?
উত্তর: মোড়ল হাসুর মুরগি জোর করে জবাই করে খেয়েছে।

প্রশ্ন ১৪। মানুষ এবং প্রাণী অমর নয়— উক্তিটি কার?
উত্তর: মানুষ এবং প্রাণী অমর নয় – উক্তিটি কবিরাজের।

প্রশ্ন ১৫। “সুখী মানুষ” নাটিকার দ্বিতীয় সংলাপটি কার?
উত্তর: ‘সুখী মানুষ’ নাটিকায় দ্বিতীয় সংলাপটি রহমতের।

প্রশ্ন ১৬। মোড়লের বিশ্বাসী চাকরের নাম কী?
উত্তর: মোড়লের বিশ্বাসী চাকরের নাম রহমত।

প্রশ্ন ১৭। কবিরাজের বয়স কত?
উত্তর: কবিরাজের বয়স ষাট বছর।

প্রশ্ন ১৮৷ ‘সুখী মানুষ’ নাটিকার দৃশ্য কয়টি?
উত্তর: ‘সুখী মানুষ’ নাটিকার দৃশ্য দুইটি ।

প্রশ্ন ১৯। কোন গ্রামের মানুষকে মোড়ল খুব জ্বালিয়েছে?
উত্তর: সুবর্ণপুরের মানুষকে মোড়ল খুব জ্বালিয়েছে।

প্রশ্ন ২০। মোড়লের কোন রোগ হয়েছিল? উত্তর:
উত্তর: মোড়লের হাড় মড়মড় রোগ হয়েছিল।

প্রশ্ন ২১। ‘সাত ঘাটের কানাকড়ি’ মমতাজ উদ্দীন আহমদের কোন ধরনের রচনা?
উত্তর: ‘সাত ঘাটের কানাকড়ি’ মমতাজ উদ্দীন আহমদের নাটক।

প্রশ্ন ২২। কে বিছানায় শুয়ে ছটফট করছে?
উত্তর: মোড়ল বিছানায় শুয়ে ছটফট করছে।

প্রশ্ন ২৩। মোড়ল কাকে শান্তি এনে দিতে বলল?
উত্তর: মোড়ল হাসু মিয়াকে শান্তি এনে দিতে বলল।

প্রশ্ন ২৪। জামা কেন সংগ্রহ করতে হবে?
উত্তর: মোড়লের অসুখ সারানোর জন্য জামা সংগ্রহ করতে হবে।

প্রশ্ন ২৫। মোড়লের কী রোগ হয়েছে?
উত্তর: মোড়লের হাড় মড়মড় রোগ হয়েছে।

প্রশ্ন ২৬। সুখী মানুষের জামা এনে দিলে মোড়ল কত টাকা বখশিশ দেবে?
উত্তর: হাজার টাকা।

প্রশ্ন ২৭। এ দুনিয়াতে ধনী কী বলছে?
উত্তর: এ দুনিয়াতে ধনী বলছে, আরও ধন দাও ।

প্রশ্ন ২৮। কার কোনো দুঃখ নেই?
উত্তর: সুখী মানুষের কোনো দুঃখ নেই।

প্রশ্ন ২৯। কে চোরকে সবকিছু নিয়ে যেতে বলবে?
উত্তর: সুখী মানুষ চোরকে সবকিছু নিয়ে যেতে বলবে।

প্রশ্ন ৩০। কী বড় কঠিন জিনিস?
উত্তর: সুখ বড় কঠিন জিনিস।

প্রশ্ন ৩১। ভূতকে ডাকতে কে মানা করেছে?
উত্তর: ভূতকে ডাকতে রহমত আলী মানা করেছে।

প্রশ্ন ৩২। কাঠ কাটা কার পেশা?
উত্তর: কাঠ কাটা সুখী লোকটির পেশা।

প্রশ্ন ৩৩। বনের মধ্যে একলা ঘরে কে থাকে?
উত্তর: বনের মধ্যে একলা ঘরে সুখী লোকটি থাকে।

প্রশ্ন ৩৪। কখন ওষুধে কাজ হয় না?
উত্তর: মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না।

প্রশ্ন ৩৫। হাসু মিয়া মোড়লের কী হয়?
উত্তর: হাসু মিয়া মোড়লের ফুফাত ভাই।

ডাউনলোড পিডিএফ


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।