মানুষ জাতি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

মানুষ জাতি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন (PDF সহ)

মানুষ জাতি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন: দেশে দেশে, ধর্মে ও বর্ণের পার্থক্য সৃষ্টি করে মানুষে মানুষে যে ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে, কবি মানুষকে তার চেয়ে উপরে আসন দিয়েছেন। আমাদের এই পৃথিবী জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষেরই বাসভূমি।

এই ধরণির স্নেহচ্ছায়ায় এবং একই সূর্য ও চাঁদের আলোতে লালিত ও প্রতিপালিত হচ্ছে সব মানুষ। শীতলতা ও উষ্ণতা, ক্ষুধা ও তৃষ্ণার অনুভূতি সব মানুষেরই সমান রয়েছে।

বাইরের চেহারায় মানুষের মধ্যে সাদা- কালোর ব্যবধান থাকলেও সব মানুষের ভেতরের রং এক ও অভিন্ন। সবারই শরীরে প্রবাহিত একই লাল রক্ত। মানুষ আজ জাতিভেদ, গোত্রভেদ, বর্ণভেদ ও বংশকৌলীন্য ইত্যাদি কৃত্রিম পরিচয়ে নিজেদের পরিচয়কে সংকীর্ণ ও গণ্ডিবদ্ধ করেছে।

কিন্তু গোটা দুনিয়ার সঙ্গে মানুষের যে জন্মসম্পর্ক, সেই বিচারে মানুষের আসল পরিচয় হচ্ছে সে মানুষ এবং তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারে না। সারা পৃথিবীতে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র-পরিচয়ের ঊর্ধ্বে যে সমগ্র মানবসমাজ, কবি এই কবিতায় মানুষের সেই পরিচয়কেই তুলে ধরেছেন। পৃথিবীর সব মানুষকে নিয়েই গড়ে উঠেছে মানুষ জাতি ।


মানুষ জাতি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন ১। ‘মানুষ জাতি’ কবিতার মূল নাম কী ছিল?
উত্তর: মানুষ জাতি কবিতার মূল নাম ‘জাতির পাতি।’

প্রশ্ন ২। সত্যেন্দ্রনাথ দত্ত কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
উত্তর: নিমতা গ্রামে।

প্রশ্ন ৩। সত্যেন্দ্রনাথ দত্ত কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৮৮২ খ্রিষ্টাব্দে।

প্রশ্ন ৪। ‘যুঝি’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘যুঝি’ শব্দের অর্থ- যুদ্ধ করি।

প্রশ্ন ৫। জনম-বেদি শব্দের অর্থ কী?
উত্তর: জনম-বেদি শব্দের অর্থ- জন্মস্থান।

প্রশ্ন ৬। কোনটি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষেরই বাসভূমি?
উত্তর: আমাদের এই পৃথিবী।

প্রশ্ন ৭। কত বছর বয়সে সত্যেন্দ্রনাথ দত্ত মৃত্যুবরণ করেন?
উত্তর: চল্লিশ বছর বয়সে।

প্রশ্ন ৮। মানুষ জাতি কোথায় আছে?
উত্তর: মানুষ জাতি পৃথিবীজুড়ে আছে।

প্রশ্ন ৯। মানুষ জাতি কার স্তন্যে লালিত?
উত্তর: মানুষ জাতি একই পৃথিবীর স্তন্যে লালিত।

প্রশ্ন ১০। ‘ছোপ’ অর্থ কী?
উত্তর: রঙের পৌঁচ বা ছাপ।

প্রশ্ন ১১ আমাদের সবার ভেতরের রং কী?
উত্তর: আমাদের সবার ভেতরের রং হলো এক ও অভিন্ন (লাল)।

প্রশ্ন ১২। বাইরের রং কিসের দ্বারা লোপ হয়?
উত্তর: বাইরের রং আঁচড়ের দ্বারা লোপ হয়।

প্রশ্ন ১৩। কৃত্রিম ভেদ কোথায় লোটে?
উত্তর: কৃত্রিম ভেদ ধুলায় লোটে।

প্রশ্ন ১৪। বংশে বংশে কী নেই?
উত্তর: বংশে বংশে তফাত নেই।

প্রশ্ন ১৫। আমাদের বুনিয়াদ কার সঙ্গে গাঁথা?
উত্তর: আমাদের বুনিয়াদ দুনিয়ার সঙ্গে গাঁথা।

ডাউনলোড পিডিএফ


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। এছাড়াও আমাদের কোন আপডেট মিস না করতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে ফেসবুকে কানক্ট থাকতে পারেন।