৫ম শ্রেণির বিজ্ঞান ৪র্থ অধ্যায় প্রশ্ন উত্তর

৫ম শ্রেণির বিজ্ঞান ৪র্থ অধ্যায় প্রশ্ন উত্তর

৫ম শ্রেণির বিজ্ঞান ৪র্থ অধ্যায় প্রশ্ন উত্তর: আমাদের চারপাশ ঘিরে আছে বায়ু। এটি এক প্রকার শক্তি। এ শক্তিতে পালতোলা নৌকা চলে। শ্বাস নেয়ার জন্য অক্সিজেন, আগুন নেভাতে কার্বন ডাইঅক্সাইড, খাবার সংরক্ষণ করতে নাইট্রোজেন গ্যাসসহ বায়ুর বিভিন্ন উপাদান বিভিন্ন কাজে লাগে।

৫ম শ্রেণির বিজ্ঞান ৪র্থ অধ্যায় প্রশ্ন উত্তর

প্রশ্ন-১. আমরা বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত শ্বাস গ্রহণ করি। এই শ্বাস নেওয়ার মাধ্যমে বায়ু থেকে কোন গ্যাস গ্রহণ করি?
উত্তর: শ্বাস নেওয়ার সময় বায়ু থেকে আমরা অক্সিজেন গ্যাস ব্যবহার করি।

প্রশ্ন-২. তুলি তার ভেজা চুল শুকাতে একটি বিশেষ যন্ত্র ব্যবহার করে। যন্ত্রটির নাম কী?
উত্তর: তুলি তার ভেজা চুল শুকাতে যে যন্ত্রটি ব্যবহার করে তার নাম হলো হেয়ার ড্রায়ার।

প্রশ্ন-৩. স্কুলে যাওয়ার পূর্বে দেখলে তোমার জামাটি এখনো ভেজা। বাইরে বৃষ্টি হচ্ছে। জামাটি দ্রুত শুকাতে তুমি কী করবে?
উত্তর: জামাটি দ্রুত শুকাতে ফ্যানের বাতাসে রাখবো।

প্রশ্ন-৪. তোমার এলাকায় বিদ্যুৎ না থাকায় এলাকার চেয়ারম্যান বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করলেন। এই বিদ্যুৎ তিনি কীসের সাহায্যে উৎপাদন করতে পারেন?
উত্তর: বায়ুপ্রবাহের সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারেন।

প্রশ্ন-৫. করিম সাহেব সাইকেল নিয়ে পথে বের হলে সাইকেলের টায়ার হঠাৎ ছিদ্র হয়ে যায়। এটি ফোলাতে তিনি কী ব্যবহার করবেন?
উত্তর: সাইকেলের টায়ার ফোলাতে তিনি বায়ু ব্যবহার করবেন।

প্রশ্ন-৬. দোকানদার বাতাস ভর্তি করে বেলুন ফোলান। এমন দুইটি বস্তুর নাম লেখো যা এভাবে ফোলানো হয়।
উত্তর: ফুটবল ও গাড়ির টায়ার।

প্রশ্ন-৭. পর্বত আরোহণ করা নিশাতের এক প্রকার শখ। তিনি পর্বত আরোহণের সময় কী ব্যবহার করেন?
উত্তর: পর্বত আরোহণের সময় তিনি অক্সিজেন ব্যবহার করেন।

প্রশ্ন-৮. মাছ, মাংস, ফল, চিপস টিন বা প্যাকেটে সংরক্ষণ করা হয়। এতে কোন উপাদানটি ব্যবহার করা হয়?
উত্তর: নাইট্রোজেন ব্যবহার করা হয়।

প্রশ্ন-৯. নাফিসা প্যাকেটে ভরে খাদ্য সংরক্ষণে বায়ুর একটি উপাদানকে ব্যবহার করে। উপাদানটির নাম কী?
উত্তর: উপাদানটির নাম হলো নাইট্রোজেন।

প্রশ্ন-১০. কোমল পানীয় খেতে আয়ান খুব পছন্দ করে। এতে ঝাঁঝালো ভাব ধরে রাখার জন্য কী ব্যবহার করা হয়?
উত্তর: ঝাঁঝালো ভাব ধরে রাখার জন্য কোমল পানীয়তে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়।

প্রশ্ন-১১, রাশেদ বাজার থেকে একটি কোমল পানীয় পেপসির বোতল কিনে আনল। এ পানীয় কী স্বাদযুক্ত?
উত্তর: এ পানীয় ঝাঁঝালো স্বাদযুক্ত।

প্রশ্ন-১২, বৈদ্যুতিক শর্টসার্কিট, মানুষের অসচেতনার কারণে অনেক সময় আগুন লেগে যায়। কী এই আগুন নেভাতে সাহায্য করে?
উত্তর: কার্বন ডাইঅক্সাইড আগুন নেভাতে সাহায্য করে।

প্রশ্ন-১৩. তপুর বাবার শ্বাসকষ্ট হলে ডাক্তার তাকে সিলিন্ডার থেকে নলের মাধ্যমে এক ধরনের গ্যাস সরবরাহ করেন। গ্যাসটির নাম কী?
উত্তর: গ্যাসটির নাম হলো অক্সিজেন।

প্রশ্ন-১৪. ডুবুরিরা পানির নিচে যে সিলিন্ডারটি ব্যবহার করে তাতে বায়ুর কোন উপাদানটি থাকে?
উত্তর: ডুবুরিরা পানির নিচে যে সিলিন্ডারটি ব্যবহার করে তাতে অক্সিজেন থাকে।

প্রশ্ন-১৫, শপিং মলে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করলেন। এ যন্ত্রের ভেতর কোন গ্যাস থাকে?
উত্তর: এ যন্ত্রের ভেতর কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে।

প্রশ্ন-১৬. সৌরভদের বাড়ির পাশে একটি কারখানা রয়েছে। সেখানে কোন ধরনের দূষণ হয়?
উত্তর: সেখানে বায়ু দূষণ হয়।

প্রশ্ন-১৭. জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুতে বিভিন্ন ক্ষতিকর গ্যাস ছড়িয়ে পড়ছে। বাতাসে এসব গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে সৃষ্ট দুইটি প্রভাব লেখো।
উত্তর: বাতাসে এসব গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়ায় পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পায় এবং এসিড বৃষ্টি হয়।

প্রশ্ন-১৮. রাফি তার পাঠ্যবই পড়ে জানতে পারল পৃথিবীর উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বায়ুতে কোন উপাদানটির পরিমাণ বেড়ে যাওয়ায় এই ঘটনাটি ঘটছে?
উত্তর: বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ায় এ ঘটনাটি ঘটছে।

প্রশ্ন-১৯. কণিকার ছোট ভাই যেখানে-সেখানে মলমূত্র ত্যাগ করে। এতে কীভাবে বায়ু দূষণ হতে পারে?
উত্তর: দুর্গন্ধের মাধ্যমে বায়ু দূষণ হতে পারে।

প্রশ্ন-২০. তোমার এলাকায় কলকারখানা থাকার ফলে বায়ুতে বিভিন্ন ধরনের গ্যাস নির্গত হয়। কলকারখানা ছাড়াও এ সকল গ্যাসের উৎস কী?
উত্তর: কলকারখানা ছাড়াও এ সকল গ্যাসের উৎস হলো যানবাহন।

প্রশ্ন-২১. গৌতমদের বাড়ির চারপাশে আবর্জনার স্তূপ রয়েছে। গৌতমের ভাই শ্বাসকষ্টে ভুগছে। তার ভাই কী কারণে রোগাক্রান্ত?
উত্তর: বায়ু দূষণের ফলে গৌতমের ভাই রোগাক্রান্ত।

প্রশ্ন-২২. তোমার স্কুলের মাঠে গাছের ঝরা পাতাগুলো জড়ো করে আগুন ধরানো হলো। এতে কী হবে?
উত্তর: এতে বায়ু দূষণ হবে।

প্রশ্ন-২৩ বিদ্যালয়ের রাস্তার পাশের কারখানার কালো ধোঁয়া থেকে রেহাই পেতে তুমি কোনটিকে বেশি গুরুত্ব দেবে?
উত্তর: মাস্ক পরে স্কুলে যাওয়াকে বেশি গুরুত্ব দেব।

প্রশ্ন-২৪. ট্যাক্সি থেকে কালো ধোঁয়া বের হয়। এ ধোঁয়ায় কী থাকে?
উত্তর: ট্যাক্সি থেকে বের হওয়া কালো ধোঁয়ায় কার্বন ডাইঅক্সাইড থাকে।

প্রশ্ন-২৫, তোমাদের বাসার পাশে একটি ইটের ভাটা রয়েছে। এর ফলে কোন ধরনের দূষণ হয়?
উত্তর: ইট ভাটা থেকে বায়ু দূষণ হয়।

প্রশ্ন-২৬. তুমি দোকানে বই কিনতে গিয়ে দেখলে বিক্রেতা ধূমপান করছে। এখন তুমি কী করবে?
উত্তর: এর কুফল সম্পর্কে তাকে জানাবো ।

প্রশ্ন-২৭. তোমাদের এলাকায় ইট ভাটা স্থাপন করায় বায়ু দূষিত হয়ে পড়েছে। এর ফলে কোন দুইটি রোগ হতে পারে?
উত্তর: এর ফলে হৃদরোগ ও ফসফসের ক্যান্সার হতে পারে।


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। এছাড়াও আমাদের কোন আপডেট মিস না করতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে ফেসবুকে কানক্ট থাকতে পারেন।