দুই বিঘা জমি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

৮ম শ্রেণি: দুই বিঘা জমি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

দুই বিঘা জমি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন: দরিদ্র কৃষক উপেন অভাব-অনটনে বন্ধক দিয়ে তাঁর প্রায় সব জমি হারিয়েছে। বাকি ছিল মাত্র দুই বিঘা জমি। কিন্তু জমিদার তাঁর বাগান বাড়ানোর জন্য সেই জমির দখল নিতে চায়। সাত পুরুষের স্মৃতিবিজড়িত সেই জমি উপেন দিতে না চাইলে জমিদারের ক্রোধের শিকার হয় সে। মিথ্যে মামলা দিয়ে জমিদার সেই জমি দখল করে নেয়।

ভিটেছাড়া হয়ে উপেন পথে বেরিয়ে পড়ে। সাধুর শিষ্য হয়ে সে গ্রাম-গ্রামান্তরে ঘোরে। কিন্তু পৈতৃক ভিটের স্মৃতি সে ভুলতে পারে না। পনেরো-ষোলো বছর পর একদিন চিরপরিচিত গ্রামে সে ফিরে আসে। গ্রামের অন্য সবকিছু ঠিকঠাক থাকলেও তার ভিটে নিশ্চিহ্ন হয়ে গেছে। হঠাৎ সে লক্ষ করে তার ছেলেবেলার স্মৃতিবিজড়িত আমগাছটি এখনও আছে।

ক্লান্ত উপেন সেই আমগাছের ছায়ায় বসে পরম শান্তি অনুভব করে। ঝড়ের দিনে এখানে আম কুড়ানোর স্মৃতি তার মনে পড়ে। হঠাৎ বাতাসের ঝাপটায় একটি পাকা আম তার কোলের কাছে এসে পড়ে।

আমটিকে সে জননীর স্নেহের দান মনে করে গ্রহণ করে। কিন্তু তখনই মালি ছুটে আসে। উপেনকে সে গালাাালি করতে করতে জমিদারের কাছে নিয়ে যায়। উপেন জমিদারের কাছে আমটি ভিক্ষা হিসেবে চাইলে জমিদার তাকে সাধুবেশী বলে মিথ্যা অপবাদ দেয়।


৮ম শ্রেণির বাংলা ১ম পত্র এর সকল করিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: মানবধর্ম
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বঙ্গভূমির প্রতি
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: দুই বিঘা জমি
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: পাছে লোকে কিছু বলে
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: প্রার্থনা
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বাবুরের মহত্ত্ব
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: নারী
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: আবার আসিব ফিরে
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: রুপাই
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: জাগো তবে অরণ্য কন্যারা
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: প্ৰাৰ্থী
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: একুশের গান


দুই বিঘা জমি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন ১। দুই বিঘা জমি’ কবিতায় উপেন কত দিন পর ভিটে-মাটি ছেড়ে পথে বের হলো?
উত্তর: ‘দুই বিঘা জমি’ কবিতায় উপেন দেড় মাস পর ভিটে-মাটি ছেড়ে পথে বের হলো।

প্রশ্ন ২। ‘দুই বিঘা জমি’ কবিতাটি পাঠের উদ্দেশ্য কী?
উত্তর: ‘দুই বিঘা জমি’ কবিতাটি পাঠের উদ্দেশ্য- শিক্ষার্থীদের শোষকশ্রেণির নিষ্ঠুর শোষণ ও গরিবদের দুর্দশা সম্পর্কে জানানো।

প্রশ্ন ৩। ‘খত’ কী?
উত্তর: ‘খত’ অর্থ ঋণপত্র বা ঋণের দলিল।

প্রশ্ন ৪। ‘খত’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘খত’ শব্দের অর্থ ঋণপত্র বা ঋণের দলিল।

প্রশ্ন ৫। আদালতের হুকুম বা নির্দেশনামাকে কী বলে?
উত্তর: আদালতের হুকুম বা নির্দেশনামাকে বলে ডিক্রি।

প্রশ্ন ৬। পাঁচরঙ্গা পাতা অঞ্চলে গাঁথা,— শূন্যস্থানে কী বসবে?
উত্তর: পাঁচরঙ্গা পাতা অঞ্চলে গাঁথা, শূন্যস্থানে বসবে- ‘পুষ্পে খচিত কেশ।’

প্রশ্ন ৭। উপেন কত বছর পথে পথে ঘুরে?
উত্তর: উপেন পনেরো-ষোলো বছর পথে পথে ঘোরে।

প্রশ্ন ৮ । জমিদার উপেনের দুই বিঘা জমি নিতে চাইল কেন?
উত্তর: জমিদার তার বাগান দৈর্ঘ্যে ও প্রস্থে সমান করার জন্য উপেনের দুই বিঘা জমি নিতে চাইল

প্রশ্ন ৯। ‘পারিষদ’ কারা?
উত্তর: পারিষদ হচ্ছে- মোসাহেব বা পার্শ্বচর।

প্রশ্ন ১০। ‘দুই বিঘা জমি’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
উত্তর: ‘দুই বিঘা জমি’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কথা ও কাহিনী’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে।

প্রশ্ন ১১। ‘ডিক্রি’ শব্দটির অর্থ কী?
উত্তর: ‘ডিক্রি’ শব্দটির অর্থ আদালতের হুকুম বা নির্দেশনামা।’

প্রশ্ন ১২। ‘দুই বিঘা জমি’ কী ধরনের কবিতা?
উত্তর: ‘দুই বিঘা জমি’ একটি কাহিনি কবিতা ।

প্রশ্ন ১৩। ললাট শব্দের অর্থ কী?
উত্তর: ললাট শব্দের অর্থ- কপাল ।

প্রশ্ন ১৪। রাজা ক্রূর হাসি হেসে উপেনকে কী বলেছিলেন?
উত্তর: রাজা ক্রূর হাসি হেসে উপেনকে বলেছিলেন- ‘আচ্ছা, সে দেখা যাবে।

প্রশ্ন ১৫। উপেন দু’বিঘা জমির পরিবর্তে বিধাতার নিকট থেকে কী পেয়েছিল?
উত্তর: উপেন দুই বিঘার পরিবর্তে বিধাতার নিকট থেকে বিশ্বনিখিল পেয়েছিল।

প্রশ্ন ১৬। উপেন কিসের কথা ভুলতে পারে না?
উত্তর: উপেন তার দুই বিঘা জমির কথা ভুলতে পারে না।

প্রশ্ন ১৭। উপেন কত বছর পরে দেশে ফেরার ইচ্ছা পোষণ করে?
উত্তর: উপেন পনেরো-ষোল বছর পরে দেশে ফেরার ইচ্ছা পোষণ করে।

প্রশ্ন ১৮। ‘দুই বিঘা জমি’ কবিতার উৎস কী?
উত্তর: ‘দুই বিঘা জমি’ কবিতার উৎস ‘কথা ও কাহিনী’ কাব্যগ্রন্থ।

প্রশ্ন ১৯। দরিদ্র মাতা আঁচল ভরে কী ধরে রাখত?
উত্তর: দরিদ্র মাতা আঁচল ভরে ফল-ফুল শাকপাতা ধরে রাখত।

প্রশ্ন ২০। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ‘গীতাঞ্জলি’ কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।

প্রশ্ন ২১। ‘ধাম’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘ধাম’ শব্দের অর্থ তীর্থস্থান।

প্রশ্ন ২২। ‘ঘটে’ শব্দটি কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর: ‘ঘটে’ শব্দটি ‘দুই বিঘা জমি’ কবিতায় ‘ভাগ্যে’ অর্থে ব্যবহৃত হয়েছে।

প্রশ্ন ২৩। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন।

প্রশ্ন ২৪। কার বড়জোর মরার মতো ঠাঁই আছে?
উত্তর: উপেনের বড়জোর মরার মতো ঠাঁই আছে।

প্রশ্ন ২৫। এ জগতে কে বেশি চায়?
উত্তর: এ জগতে সেই বেশি চায় যার ভুরি ভুরি সম্পদ আছে।

প্রশ্ন ২৬। কাঙালের ধন কে চুরি করে?
উত্তর: কাঙালের ধন রাজা চুরি করে।

প্রশ্ন ২৭। ভগবান উপেনকে কত বিঘার পরিবর্তে বিশ্ব নিখিল লিখে দিল?
উত্তর: ভগবান উপেনকে দুই বিঘার পরিবর্তে বিশ্ব নিখিল লিখে দিল।

প্রশ্ন ২৮। উপেন কীভাবে দেশে দেশে ঘুরতে লাগল?
উত্তর: উপেন সন্ন্যাসীর বেশে দেশে দেশে ঘুরতে লাগল।

প্রশ্ন ২৯। ছোট গ্রামগুলো কিসের নীড়?
উত্তর: ছোট গ্রামগুলো শান্তির নীড়।

প্রশ্ন ৩০। কোন প্রহরে উপেন নিজ গ্রামে প্রবেশ করল?
উত্তর: দ্বিতীয় প্রহরে উপেন নিজ গ্রামে প্রবেশ করল।

প্রশ্ন ৩১। উপেন কিসের জন্য বিবাগী হয়ে ফিরছে?
উত্তর: দুই বিঘা জমির জন্য উপেন বিবাগী হয়ে ফিরছে।

প্রশ্ন ৩২। ধনীর আদরে কার গরব ধরে না?
উত্তর: ধনীর আদরে দুই বিঘা জমির গরব ধরে না।

প্রশ্ন ৩৩। কিসের তলে বসে উপেনের মনের ব্যথা শান্ত হলো?
উত্তর: পরিচিত আমগাছের তলে বসে উপেনের মনের ব্যথা শান্ত হলো।

প্রশ্ন ৩৪। উপেনকে কে ধরে নিয়ে গেল?
উত্তর: উপেনকে মালী ধরে নিয়ে গেল।

প্রশ্ন ৩৫। উপেন বাবুর কাছে কয়টি আম ভিক্ষা চাইল?
উত্তর: উপেন বাবুর কাছে দুটি আম ভিক্ষা চাইল।

প্রশ্ন ৩৬। কে উপেনকে পাকা চোর বলল?
উত্তর: বাবু উপেনকে পাকা চোর বলল।

প্রশ্ন ৩৭। বাবু পারিষদের সাথে কী করছিলেন?
উত্তর: বাবু পারিষদের সাথে মাছ ধরছিলেন।

আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।