সবার আমি ছাত্র কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

সবার আমি ছাত্র কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

সবার আমি ছাত্র কবিতার জ্ঞানমূলক প্রশ্ন: সুন্দরভাবে বেঁচে থাকার জন্য জন্মগতভাবেই মানুষ প্রকৃতির ওপর নির্ভরশীল। মানবিক ও নৈতিক শিক্ষালাভের জন্য মানুষের সবচেয়ে বড় সহায়ক হলো প্রকৃতি। প্রকৃতির প্রতিটি উপাদান আমাদের শিক্ষা দেয়। মাথার উপরের অসীম আকাশ আমাদের উদারতা শেখায়।

আমাদের কর্মপ্রেরণার বড় উৎস নিরন্তর বায়ুপ্রবাহ। পাহাড়ের উচ্চতা আমাদের সুমহান হতে শেখায়। শেখায় ধৈর্য ও যৌনতা। আত্মত্যাগের আরেকটি বড় উদাহরণ সূর্য। সূর্য নিজে জ্বলে তার আলোয় সবাইকে আলোকিত করে। সাগর তার বুকে যুগ যুগ ধরে বিশাল রত্নভাণ্ডার সংরক্ষণ করে নীরবে মানবকল্যাণ করে। নদী আমাদের গতিশীল হওয়ার শিক্ষা দেয়।

ঝরনা আমাদের শেখায় গতিময়তা আর সবুজ বন আমাদের শিক্ষা দেয় মনকে সজীব রাখার মন্ত্র। মাটি নিজে সবকিছু সহ্য করতে পারে, তাই সে আমাদের শেখায় সহিষ্ণুতা।

নিজের সব কাজে দৃঢ় থাকার দীক্ষা আমরা পাথরের কাছ থেকে পাই। এভাবেই সমস্ত পৃথিবী হয়ে ওঠে আমাদের পাঠশালা। পৃথিবীর সব বস্তু বা ব্যক্তির কাছ থেকে শিক্ষা নিয়েই আমাদের পথ চলতে হবে।


সবার আমি ছাত্র কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন ১। কবি সুনির্মল বসু কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : কবি সুনির্মল বসু ১৯০২ সালে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন ২। ‘সবার আমি ছাত্র’ কবিতাটির কবি কে?
উত্তর : সুনির্মল বসু।

প্রশ্ন ৩। কবিকে আপন তেজে জ্বলতে মন্ত্রণা দিচ্ছে কে?
উত্তর : কবিকে সূর্য আপন তেজে জ্বলার মন্ত্রণা দিচ্ছে।

প্রশ্ন ৪। মাটির কাছে কী শিক্ষা পাওয়া যায়?
উত্তর : মাটির কাছে সহিষ্ণু হওয়ার শিক্ষা পাওয়া যায়।

প্রশ্ন ৫। পাততাড়ি কী?
উত্তর : ‘পাততাড়ি’ হলো সুনির্মল বসু রচিত শিশুসাহিত্য।

প্রশ্ন ৬। সুনির্মল বসু কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর : সুনির্মল বসু ১৯৫৭ সালে মৃত্যুবরণ করেন।

প্রশ্ন ৭। কবিকে উদার হওয়ার শিক্ষা দেয় কে?
উত্তর : কবিকে উদার হওয়ার শিক্ষা দেয় আকাশ।

প্রশ্ন ৮। কবি কৰ্মী হওয়ার মন্ত্র কার কাছ থেকে পান?
উত্তর : কবি বায়ুর কাছ থেকে কর্মী হওয়ার মন্ত্র পান।

প্রশ্ন ৯। পাহাড় কবিকে কী শেখায়?
উত্তর : পাহাড় কবিকে মৌন-মহান হতে শেখায়।

প্রশ্ন ১০। কবিকে মধুর কথা বলতে শেখায় কে?
উত্তর : কবিকে মধুর কথা বলতে শেখায় চাঁদ।

প্রশ্ন ১১। কবি আপন বেগে চলার শিক্ষা কার কাছ থেকে পেয়েছেন?
উত্তর : নদীর কাছ থেকে কবি আপন বেগে চলার শিক্ষা পেয়েছেন।

প্রশ্ন ১২। কবি পাষাণের কাছ থেকে কোন দীক্ষা পেয়েছেন?
উত্তর : কবি পাষাণের কাছ থেকে আপন কাজে কঠোর হওয়ার দীক্ষা পেয়েছেন।

প্রশ্ন ১৩। কে কবির প্রাণে গান জাগায়?.
উত্তর : ঝরনা কবির প্রাণে গান জাগায়।

প্রশ্ন ১৪। কবি কার ছাত্র?
উত্তর : করি সবার ছাত্র।

প্রশ্ন ১৫। কবি দিনরাত কী শেখেন?
উত্তর : কবি দিনরাত নতুন ভাবের নতুন জিনিস শেখেন।

প্রশ্ন ১৬। কবির পাঠশালা কেমন?
উত্তর : কবির পাঠশালা বিশ্বজোড়া।

প্রশ্ন ১৭। মন্ত্রণা’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘মন্ত্রণা’ শব্দের অর্থ হলো উপদেশ, যুক্তি-পরামর্শ, প্রেরণা।


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। আমাদের যে কোন আপডেট মিস করতে না চাইলে ফেসবুক ও ইউটিউবে সাবক্রাইব করে আমাদেস দাথে কানেক্ট থাকতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

About মেরাজুল ইসলাম

আমি মেরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি একজন ব্লগার। এডুকেশন এর প্রতি ভালোবাসাও অনলাইল শিক্ষার পরিসর বাড়ানোর জন্য এডুকেশন ব্লগের পথচলা। ব্লগিং এর পাশাপাশি আমি ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, কাস্টমাইজ সহ ওয়েব রিলেটেড সকল কাজ করি।

View all posts by মেরাজুল ইসলাম →