৭ম শ্রেণির গণিত ২য় অধ্যায়

৭ম শ্রেণির গণিত ২য় অধ্যায় (সৃজনশীল উত্তর সহ)

৭ম শ্রেণির গণিত ২য় অধ্যায়: বর্তমানের সব কিছুতেই লাভ-ক্ষতি বিদ্যমান। ৭ম শ্রেণির গণিত ২য় অধ্যায় এ লাভ-ক্ষতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকের আর্টিকেলে ৭ম শ্রেণির গণিত ২য় অধ্যায় এর সৃজনশীল প্রশ্ন ও উত্তর শেয়ার করা হবে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।


৭ম শ্রেণির গণিত ২য় অধ্যায় এর গুরুত্বপূর্ণ সূত্রাবলী

ক্রয়মূল্য: কোনো জিনিস যে মূল্যে ক্রয় করা হয়, তাকে ক্রয়মূল্য।
বিক্রয় মূল্য: কোনো জিনিস যে মূল্যে বিক্রয় করা হয় তাকে বিক্রয়মূল্য বলে।
লাভ: ক্রয়মূল্যের চেয়ে বিক্রয়মূল্য বেশি হলে, লাভ হয়।
ক্ষতি: ক্রয়মূল্যের চেয়ে বিক্রয়মূল্য কম হলে, ক্ষতি বা লোকসান হয়।

সংক্ষেপে,
লাভ = বিক্রয়মূল্য – ক্রয়মূল্য
ক্ষতি = ক্রয়মূল্য – বিক্রয়মূল্য
বিক্রয়মূল্য = ক্রয়মূল্য – ক্ষতি
ক্রয়মূল্য = বিক্রয়মূল্য + ক্ষতি
বিক্রয়মূল্য = ক্রয়মূল্য + লাভ
ক্রয়মূল্য = বিক্রয়মূল্য – লাভ

ভ্যাট: কোনো দ্রব্যের ক্রয়মূল্যের সাথে নির্দিষ্ট হারে প্রদানকৃত করকে ভ্যাট (VAT) বলে ।


৭ম শ্রেণির গণিত ২য় অধ্যায়

প্রশ্ন১। এক হালি ইলিশ ২৫৫০ টাকায় বিক্রয় করায় ৪৫০ টাকা ক্ষতি হয়।

ক. এক হালি ইলিশের ক্রয়মূল্য কত?
খ. শতকরা ক্ষতি নির্ণয় কর।
গ. ১৫% লাভ করতে হলে, এক হালি ইলিশ কত টাকায় বিক্রয় করতে হবে?

প্রশ্ন ২। একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম ১০১ টাকা দরে ৫ ডজন এবং ১০ টাকা দরে ৬ ডজন ডিম ক্রয় করে।

ক. লাভ ও.ক্ষতি কিসের উপর নির্ভর করে?
খ. গড়ে প্রতি ডজন ডিমের ক্রয়মূল্য কত?
গ. ১০% লাভে বিক্রয় করলে প্রতি ডজন ডিমের বিক্রয়মূল্য কত হবে?

প্রশ্ন ৩। একজন কাপড় বিক্রেতা টিপুর কাছে ২০% লাভে একটি শার্ট বিক্রয় করলো। কিন্তু শার্টটির বিক্রয়মূল্য যদি ৩০০ টাকা কম হতো তাহলে বিক্রেতার মাত্র ৫% লাভ হতো।

ক. কত টাকার ২০% = ৮০০ টাকা?
খ. শার্টটির ক্রয়মূল্য কত?
গ. উদ্দীপকে বিক্রেতার ৫% লাভ না হয়ে যদি ৫% ক্ষতি হতো তাহলে শার্টটির ক্রয়মূল্য কত হতো?

প্রশ্ন ৪। কামাল সাহেব ৬০০০ টাকায় একটি ছাগল ক্রয় করলেন। কয়েকদিন পর তিনি ছাগলটি বিক্রয় করে দিলেন। ছাগলটির বিক্রয়মূল্য ক্রয়মূল্যের ৪/৫ অংশ।

ক. ছাগলটির বিক্রয়মূল্য কত?
খ. ছাগলটি বিক্রয় করে কামাল সাহেবের শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হলো?
গ. যদি ছাগলটির বিক্রয়মূল্য ক্রয়মূল্যের ৫/৪ অংশ হতো তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হতো?

প্রশ্ন ৫। একজন মাছ বিক্রেতা প্রতি হালি ইলিশ ৩২০০ টাকায় কিনে প্রতিটি ইলিশ ৭০০ টাকায় বিক্রি করলেন।

ক. ১ হালি ইলিশের বিক্রয়মূল্য কত?
খ. মাছ বিক্রেতার শতকরা কত লাভ বা ক্ষতি হয়?
গ. ২০% লাভ করতে হলে বিক্রয় করতে হবে?


🔰🔰 আরও দেখুন: মেলা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
🔰🔰 আরও দেখুন: সাম্য কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
🔰🔰 আরও দেখুন: সবার আমি ছাত্র কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর


প্রশ্ন ৬। তামা, দস্তা, রূপা মিশিয়ে এক ধরনের গয়না তৈরি করা হলো। ঐ গয়নায় তামা ও দস্তার অনুপাত ১:২, দস্তা ও রুপার অনুপাত ৩:৫। গয়নাটির ওজন ১৯ গ্রাম। ঐ গয়নার দোকানদারকে ২০% লাভ করতে হবে।

ক. তামা, দস্তা ও রুপার ধারাবাহিক অনুপাত নির্ণয় কর।
খ. গয়নায় তামা, দস্তা ও রুপার ওজন কত গ্রাম?
গ. যদি গয়নার মূল্য ৪৫৫০০ টাকা হয়, তবে উদ্দীপক অনুযায়ী লাভ করতে হলে দোকানদারকে কত মূল্যে গয়নাটি বিক্রয় করতে হবে?

প্রশ্ন ৭। তিনটি ধাতব পদার্থ মিশিয়ে ২৩ গ্রাম ওজনের একটি শো-পিস তৈরি করা হলো। ঐ শো-পিসে ১ম ও ২য় এবং ২য় ও ৩য় পদার্থের অনুপাত যথাক্রমে ১:২ ও ৩:৭।

ক. ১ম, ২য় ও ৩য় পদার্থের ধারাবাহিক অনুপাত নির্ণয় কর।
খ. শো-পিসে ১ম, ২য় ও ৩য় পদার্থের ওজন আলাদা ভাবে নির্ণয় কর।
গ. ১৮% লাভে শো-পিসটির বিক্রয়মূল্য ৪১,৩০০ টাকা হলে ক্রয়মূল্য নির্ণয় কর।

প্রশ্ন ৮। তানভীর সাহেব তার দোকানের চাল ৪৮৯৬ টাকায় বিক্রয় করায় ১৫% ক্ষতি হয়।

ক. ১৫% ক্ষতি বলতে কী বুঝ?
খ. চালের ক্রয়মূল্য নির্ণয় কর।
গ. ঐ চাল কত টাকায় বিক্রয় করলে ৫% লাভ হবে?

প্রশ্ন ৯। একটি ঘড়ি ৬১২ টাকায় বিক্রয় করায় তার ২৫% ক্ষতি হলো।

ক. ঘড়িটির ক্রয়মূল্য কত?
খ. ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
গ. ২০% লাভে ঘড়িটির বিক্রয়মূল্য কত বাড়বে?

প্রশ্ন ১০। শ্রেষ্ঠা ৪০,০০০ টাকা মাসিক বেতনে চাকরি করেন। আবার রূপন্তী একটি ঘড়ি ৫৬০০ টাকায় বিক্রি করায় যত টাকা ক্ষতি হয় ৬০০০ টাকায় বিক্রি করায় তার তিনগুণ লাভ হয়।

ক. যদি ১ ইউএস ডলার = ৮৪.৫০ টাকা হয়, তবে ৮০০০ ডলার বাংলাদেশি কত টাকার সমান হবে?
খ. যদি শ্রেষ্ঠার বার্ষিক মোট আয়ের ১ম দুই লক্ষ টাকার ৪ আয়কর ০ (শূন্য) টাকা এবং পরবর্তী টাকার উপর আয়করের হার ১০ টাকা হয় তাহলে, তাকে কত টাকা আয়কর দিতে হবে?
গ. যদি রূপন্তী ঘড়িটি ৭০০০ টাকায় বিক্রি করতে পারত তবে শতকরা কত লাভ বা ক্ষতি হতো?

প্রশ্ন ১১। একটি ছাগল ৬৮০০ টাকায় বিক্রয় করায় ১৫% ক্ষতি হলো।

ক. একটি দ্রব্য ১৯০ টাকায় ক্রয় করে ১৭৫ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
খ. ছাগলটির ক্রয়মূল্য বের কর।
গ. ছাগলটি কত টাকায় বিক্রয় করলে ১৫% লাভ হতো।

ANSWER PDF


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। আমাদের যে কোন আপডেট মিস করতে না চাইলে ফেসবুক ও ইউটিউবে সাবক্রাইব করে আমাদেস দাথে কানেক্ট থাকতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।