বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

(PDF) বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বাংলাদেশে মূল জনগোষ্ঠী হচ্ছে বাঙালি জাতি। বাঙালি ছাড়াও এদেশে আরও অনেক জাতিগোষ্ঠীর মানুষ বাস করে। ক্ষুদ্র এই জাতিসত্তার মধ্যে আছে চাকমা, গারো, মারমা, মণিপুরি, সাঁওতাল প্রভৃতি জনগোষ্ঠী।

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিটিরই রয়েছে স্বতন্ত্র পরিচয়, নিজস্ব সংস্কৃতি ও জীবনাচার। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে কয়েকটি সম্পর্কে এখানে সংক্ষেপে আলোচনা করা হয়েছে।

চাকমা, গারো, মারমা, মণিপুরি, ত্রিপুরা ও সাঁওতালদের সম্পর্কে সংক্ষিপ্ত এই আলোচনা বৃহত্তর জাতীয়তাবোধ সৃষ্টিতে সহায়ক হবে বলে ধারণা করা যায়। বাংলাদেশের ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংস্কৃতি ও জীবনাচার আমাদের জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ, বৈচিত্র্যময় ও বর্ণিল করেছে।

দেশের সামগ্রিক উন্নয়নে ক্ষুদ্র জাতিগোষ্ঠীসমূহ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বস্তুত একথা আজ অনস্বীকার্য যে, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এখন মূলধারারই অংশ।


বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১। ‘বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা’ প্রবন্ধটি পাঠের উদ্দেশ্য কী?
উত্তর : বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্পর্কে ধারণা লাভ।

প্রশ্ন ২। বাংলাদেশে প্রধান জনগোষ্ঠী কারা?
উত্তর : বাঙালি।

প্রশ্ন ৩। ৮ বাংলাদেশে কতটি ক্ষুদ্র জাতিসত্তা রয়েছে?
উত্তর : ৪৬টি।

প্রশ্ন ৪। চাকমা সমাজের প্রধান কে?
উত্তর : রাজা।

প্রশ্ন ৫। চাকমা সমাজে বিয়ের সময় কনের বাড়িতে ছেলের অভিভাবককে কয়বার আসা-যাওয়া করতে হয়?
উত্তর : কমপক্ষে তিনবার।

প্রশ্ন ৬। চাকমাদের প্রধান ধর্মীয় উৎসব কোনটি?
উত্তর : বিজু।

প্রশ্ন ৭। চাকমারা পহেলা বৈশাখকে কী বলে অভিহিত করে?
উত্তর : গর্য্যাপর্য্যা।

প্রশ্ন ৮। গারো পরিবারে সম্পত্তির মালিক কে?
উত্তর : মেয়েরা।

প্রশ্ন ৯। গারো পরিবারে সন্তানসন্ততিরা কার পদবি গ্রহণ করে?
উত্তর : মায়ের পদবি।

প্রশ্ন ১০। মারমা সমাজে কোনটিকে উৎসাহিত করা হয়?
উত্তর : নিজেদের গোত্রে বিবাহ।

প্রশ্ন ১১। মারমাদের সামাজিক শাসনব্যবস্থায় প্রধান কে?
উত্তর : রাজা।


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। আমাদের যে কোন আপডেট মিস করতে না চাইলে ফেসবুক ও ইউটিউবে সাবক্রাইব করে আমাদেস দাথে কানেক্ট থাকতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।