You are currently viewing ৮ম শ্রেণি: রুপাই কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

৮ম শ্রেণি: রুপাই কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

রুপাই কবিতার জ্ঞানমূলক প্রশ্ন: ‘রূপাই’ কবিতায় কবি গ্রাম-বাংলার প্রকৃতি, কৃষকের রূপ ও কর্মোদ্যোগ অসাধারণ ভাষায় প্রকাশ করেছেন। গ্রাম-বাংলার প্রকৃতির মধ্যে কালো ভ্রমর, রঙিন ফুল, কাঁচা ধানের পাতা এবং কচি মুখের মায়াবী কৃষককে প্রায়শই দেখতে পাওয়া যায়। তার হাত লাউয়ের কচি ডগার মতো বলে মনে হয়।

রোদে পুড়ে কৃষকের শরীরের রং কালো হয়ে যায়। এ কালো কালি দিয়েই পৃথিবীর সমস্ত কেতাব বা গ্রন্থ লেখা হয়ে থাকে। অর্থাৎ কবির মতে, কৃষকের শ্রমেই সভ্যতার ইতিহাস সৃষ্টি হয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছুই কৃষকের কালো।

আর এ কালো কৃষকই পৃথিবীর সবকিছু জয় করেছে। কালো কৃষকটি আখড়াতে বা জারির গানে যেমন দক্ষ তেমনি সকল কাজে পারদর্শী। তাই কবির দৃষ্টিতে এ কৃষক সবার কাছে দামি বলে গণ্য হয়েছে।


৮ম শ্রেণির বাংলা ১ম পত্র এর সকল করিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: মানবধর্ম
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বঙ্গভূমির প্রতি
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: দুই বিঘা জমি
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: পাছে লোকে কিছু বলে
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: প্রার্থনা
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বাবুরের মহত্ত্ব
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: নারী
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: আবার আসিব ফিরে
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: রুপাই
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: জাগো তবে অরণ্য কন্যারা
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: প্ৰাৰ্থী
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: একুশের গান


রুপাই কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন ১। ‘রূপাই’ কবিতায় উল্লিখিত ‘পাগাল’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘রুপাই’ কবিতায় উল্লিখিত পাগাল শব্দের অর্থ ইস্পাত।

প্রশ্ন ২। রুপাই-এর শরীর কেমন ছিল?
উত্তর: রূপাইয়ের শরীর শাওন মাসের তমাল তরুর মতো ছিল।

প্রশ্ন ৩। ‘শাল-সুন্দি-বেত’ কী?
উত্তর: শাল-সুন্দি-বেত’ হচ্ছে একত্রে বিবিধ কাজের প্রয়োজনীয় উপকরণ।

প্রশ্ন ৪। কালো দাতের কী দিয়ে কবি কেতাব কোরান লেখেন?
উত্তর: কালো দাতের কালি দিয়ে কবি কেতাব কোরান লেখেন।

প্রশ্ন ৫। ‘রুপাই’ কবিতায় মরণের রং কী?
উত্তর: ‘রূপাই’ কবিতায় ‘মরণের রং কালো।

প্রশ্ন ৬। ‘রুপাই’ কবিতার উৎস কী?
উত্তর: ‘রুপাই’ কবিতাটির উৎস জসীমউদ্দীন রচিত ‘নক্সী কাঁথার মাঠ’ নামক কাহিনিকাব্য।

প্রশ্ন ৭। কবি জসীমউদ্দীন কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
উত্তর: কবি জসীমউদ্দীন তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন ৮৷ ‘রুপাই’ কবিতাটির উৎস কী?
উত্তর: ‘রুপাই’ কবিতাটির উৎস জসীমউদ্দীন রচিত ‘নক্সী কাঁথার মাঠ’ নামক ‘কাহিনিকাব্য ।

প্রশ্ন ৯। কবি জসীমউদ্দীন কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
উত্তর: কবি জসমীমউদ্দীন ফরিদপুর জেলার তম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন ১০। চাষির ছেলের ‘গা-খানি’ দেখতে কেমন?
উত্তর: চাষির ছেলের ‘গা-খানি’ দেখতে শাওন মাসের তমাল তরুর মতো।

প্রশ্ন ১১। জসীমউদ্দীন কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: জসীমউদ্দীন ১৯০৩ সালে জন্মগ্রহণ করেন ।

প্রশ্ন ১২। জসীমউদ্দীন কোথায় অল্পদিন অধ্যাপনা করেছেন?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

প্রশ্ন ১৩। জসীমউদ্দীন কোন বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম.এ. পাস করেন?
উত্তর: কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।

প্রশ্ন ১৪। কর্মজীবনের শুরুতে জসীমউদ্দীন কোথায় কাজ করেন?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

প্রশ্ন ১৫। জসীমউদ্দীন কত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে চাকরি করেন?
উত্তর: পেশা জীবনের প্রথম পাঁচ বছর।

প্রশ্ন ১৬। জসীমউদ্দীন কত খ্রিষ্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. পাস করেন?
উত্তর: ১৯৩১ খ্রিষ্টাব্দে।

প্রশ্ন ১৭। জসীমউদ্দীন সরকারের কোন পদে যোগ দেন?
উত্তর: তথ্য ও প্রচার বিভাগের উচ্চ পদে যোগ দেন।

প্রশ্ন ১৮। জসীমউদ্দীন কোন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি.লিট. ডিগ্রি লাভ করেন?
উত্তর: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে।

প্রশ্ন ১৯। জসীমউদ্দীন সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ কোন পদক লাভ করেন?
উত্তর: একুশে পদক।

প্রশ্ন ২০। বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায় কোন কবিতার জন্য জসীমউদ্দীন বিশেষভাবে প্রশংসিত হন?
উত্তর: ‘কবর’ কবিতা ।

প্রশ্ন ২১। জসীমউদ্দীনের কবিতার প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর: পল্লির মানুষ ও প্রকৃতির সহজ সুন্দর রূপের উপস্থাপন।

প্রশ্ন ২২। পল্লির মাটি ও মানুষের সঙ্গে কী এক হয়ে মিশে যায়?
উত্তর: জসীমউদ্দীনের কবিহৃদয়।

প্রশ্ন ২৩। জসীমউদ্দীনের বিখ্যাত কাহিনিকাব্যের নাম কী?
উত্তর: নক্সী কাঁথার মাঠ।

প্রশ্ন ২৪। ‘রুপাই’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
উত্তর: নক্সী কাঁথার মাঠ।

প্রশ্ন ২৫। জসীমউদ্দীনের লেখা ‘বোবা কাহিনী’ কী ধরনের রচনা?
উত্তর: উপন্যাস।

প্রশ্ন ২৬। কবি জসীমউদ্দীনের গানের সংকলনের নাম কী?
উত্তর: রঙিলা নায়ের মাঝি।

প্রশ্ন ২৭। ‘এক পয়সার বাঁশী’ জসীমউদ্দীনের কী ধরনের গ্রন্থ?
উত্তর: শিশুতোষ গ্রন্থ।

প্রশ্ন ২৮। ‘বেদের মেয়ে’ জসীমউদ্দীনের কী ধরনের রচনা?
উত্তর: নাটক।

প্রশ্ন ২৯ । কবি জসীমউদ্দীন কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৭৬ খ্রিষ্টাব্দে।

প্রশ্ন ৩০৷ ‘রুপাই’ কবিতায় কচি ঘাস অর্থে ব্যবহৃত শব্দটি কী?
উত্তর: নবীন তৃণ ।

প্রশ্ন ৩১। মল্লবিদ্যা অভ্যাসের স্থানকে কী বলে?
উত্তর: আখড়া।

প্রশ্ন ৩২। জারি গান মূলত কিসের ঘটনামূলক গাথা?
উত্তর: কারবালার শোকাবহ ঘটনামূলক গাথা।

প্রশ্ন ৩৩। ‘ইস্পাতসম কঠিন লোহাকে বোঝাতে’ ‘রূপাই’ কবিতায় কোন শব্দটি ব্যবহার করা হয়েছে?
উত্তর: পাগাল লোহা।

প্রশ্ন ৩৪। ‘রূপাই’ কবিতা পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা কী অনুভব করতে পারবে?
উত্তর: গ্রামীণ কৃষকের শৈল্পিক রূপ।

প্রশ্ন ৩৫। ‘জারির গান’ অর্থ কী?
উত্তর: ‘শোকগীত’।

প্রশ্ন ৩৬। বিজলি মেয়ে পিছলে পড়ে কী ছড়িয়ে দেয়?
উত্তর: আলোর খেল বা আলোর খেলা।

প্রশ্ন ৩৭। “কালো-বরন চাষির ছেলে জুড়ায় যেন বুক”- এর আগের লাইনটি কী?
উত্তর: সোনা নহে, পিতল নহে, নহে সোনার মুখ ।

প্রশ্ন ৩৮। ‘রুপাইকে’ কারা পাগাল লোহার সঙ্গে তুলনা করেন?
উত্তর: বুড়োরা।

প্রশ্ন ৩৯। রং পেলে রূপাই কী গড়তে পারে?
উত্তর: রামধনুকের হার।

আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

মেরাজুল ইসলাম

আমি মেরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি একজন ব্লগার। এডুকেশন এর প্রতি ভালোবাসাও অনলাইল শিক্ষার পরিসর বাড়ানোর জন্য এডুকেশন ব্লগের পথচলা। ব্লগিং এর পাশাপাশি আমি ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, কাস্টমাইজ সহ ওয়েব রিলেটেড সকল কাজ করি।