সেই ছেলেটি নাটিকার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

(PDF) সেই ছেলেটি নাটিকার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

সেই ছেলেটি নাটিকার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: নাট্যকার মামুনুর রশীদ রচিত ‘সেই ছেলেটি’ একটি নাটিকা। এ নাটিকাটিতে একটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর প্রতি সহানুভূতি প্রকাশ পেয়েছে। একই সঙ্গে প্রকাশ পেয়েছে শিশুর প্রতি বড়দের মমত্ববোধ।

আরজু, সোমেন ও সাবু তিন বন্ধু একই বিদ্যালয়ে একই শ্রেণিতে পড়ে। কিন্তু বিদ্যালয়ে হেঁটে আসতে আরজুর খুব কষ্ট হয়। মাঝে মাঝে তার পা অবশ হয়ে আসে। বন্ধুদের সাথে সমান তালে চলতে পারে না। কখনো কখনো বসে পড়ে। বন্ধুরা আরজুর জন্য আস্তে আস্তে হাঁটে। তাতে বিদ্যালয়ে যেতে দেরি হয়ে যায় এবং ওরা শিক্ষকের কাছে বকুনি খায়।

আসলে আরজু ছোটবেলায় ভীষণ অসুখে পড়ে এবং তাতে তার পা সরু হয়ে যায়। কিন্তু আরজু জানে না কেন তার পা অবশ হয়ে আসে। তার মা জানেন আরজুর অসুখের কথা। তিনি বোঝেন কিন্তু শুধু কাঁদেন। একদিন বিদ্যালয়ে যাওয়ার পথে পা অবশ হয়ে গেলে সে রাস্তার পাশে বসে থাকে। আইসক্রিমওয়ালা আসে, হাওয়াই মিঠাইওয়ালা আসে।

সে তাদের সাথে কথা বলে। তারা চলে যায়। আরজু ভাবে, পাখি কিংবা মেঘ তাকে যদি উড়িয়ে বিদ্যালয়ে নিয়ে যেত। এদিকে শিক্ষক লতিফ স্যার আরজুকে ক্লাসে উপস্থিত হতে না দেখে সোমেনদের কাছ থেকে তার তথ্য নেন।

সোমেনদের সঙ্গে নিয়ে আরজুর খোঁজে রওয়ানা হন। আরজুকে দেখে তিনি বুঝতে পারেন যে আরজুর পা অবশ হয়ে আসা একটা রোগ। তখন লতিফ স্যারের কথায় সোমেনদের মনে আরজুর প্রতি সহানুভূতি জাগে। তাদের সহায়তায় আরজু বিদ্যালয়ে যায়।


সেই ছেলেটি নাটিকার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১। মামুনুর রশীদ কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৯৪৮ সালে।

প্রশ্ন ২। ‘ওরা কদম আলী’ নাটকটির রচয়িতা কে?
উত্তর : মামুনুর রশীদ।

প্রশ্ন ৩। ‘সেই ছেলেটি’ মামুনুর রশীদের কী জাতীয় রচনা?
উত্তর : ‘সেই ছেলেটি’ মামুনুর রশীদের একটি নাটিকা।

প্রশ্ন ৪। ‘ইবলিশ’ নাটকটির নাট্যকার কে?
উত্তর : মামুনুর রশীদ।

প্রশ্ন ৫। ‘গিনিপিগ’ নাটকটির নাট্যকার কে?
উত্তর : মামুনুর রশীদ।

প্রশ্ন ৬। ‘স্কুলে ফাঁকি দেওয়া কিন্তু খুব খারাপ।’- এ কথা আরজুকে কে বলে?
অথবা, কে আরজুকে বলে- ‘স্কুলে ফাঁকি দেওয়া কিন্তু খুব খারাপ?
উত্তর : আইসক্রিমওয়ালা।

প্রশ্ন ৭। আইসক্রিমওয়ালা আজ কেন আইসক্রিমওয়ালা?
উত্তর : স্কুলে ফাঁকি দেওয়ার জন্য।

প্রশ্ন ৮। কে আরজুর চিকিৎসা করাতে চাইলেন?
উত্তর : লতিফ স্যার।

প্রশ্ন ৯। ‘সেই ছেলেটি’ নাটিকায় বর্ণিত ‘মেঘের চাইতেও অনেক হালকা’ জিনিসটি কী?
উত্তর : হাওয়াই মিঠাই।

প্রশ্ন ১০। ‘এ রকম মাঝে মাঝেই করে আরজু।’— কী করে?
উত্তর : স্কুলে আসতে মাঝপথে থেমে যায় ।

প্রশ্ন ১১। কী শুনে আরজুর বন্ধুরা তার জন্য অপেক্ষা করতে পারল না?
উত্তর : স্কুলের ওয়ার্নিংবেল।

প্রশ্ন ১২। ছোটবেলা থেকে আরজুর পা-টা কেমন ছিল?
উত্তর : ছোটবেলা থেকেই আরজুর পা-টা চিকন ছিল।

প্রশ্ন ১৩। ‘সেই ছেলেটি’ নাটিকাটি পাঠের উদ্দেশ্য কী?
উত্তর : বিশেষ চাহিদাসম্পন্ন (শারীরিক ও মানসিকভাবে সুবিধাবঞ্চিত) শিশুদের প্রতি মমবোধ সৃষ্টি।


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। আমাদের যে কোন আপডেট মিস করতে না চাইলে ফেসবুক ও ইউটিউবে সাবক্রাইব করে আমাদেস দাথে কানেক্ট থাকতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।