(PDF) ব্যবসায় উদ্যোগ ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর

ব্যবসায় উদ্যোগ ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর

ব্যবসায় উদ্যোগ ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর: ব্যবসায় শিক্ষার শিক্ষক জনাব আসাদুজ্জামান নবম শ্রেণির ব্যবসায় উদ্যোগ বিষয়ের প্রথম ক্লাসে আসলেন। শিক্ষার্থীরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানাল।

শুভেচ্ছা বিনিময়ের পর তিনি শিক্ষার্থীদের সকলের উদ্দেশে প্রশ্ন রাখলেন, ‘তোমাদের মধ্যে কে কে ব্যবসায়ী পরিবার থেকে এসেছ?’ একজন শিক্ষার্থী বলল, তার বাবার চালের ব্যবসায় আছে। আরেকজন শিক্ষার্থী বলল, তার বাবার হাঁস-মুরগির খামার আছে। আরেকজন শিক্ষার্থী বলল, তার বাবার ঔষধের দোকান আছে।

অন্য একজন শিক্ষার্থী বলল, তার মায়ের একটি বিউটি পার্লার আছে। শিক্ষক সকলের কথা মন দিয়ে শুনলেন এবং বললেন ধান-চাল, হাঁস-মুরগি ও ঔষধ বিক্রয় এবং বিউটি পার্লার পরিচালনা করা প্রত্যেকটি এক একটি অর্থনৈতিক কাজ। তোমাদের অভিভাবকদের সবগুলো অর্থনৈতিক কাজ ব্যবসায়ের অন্তর্ভুক্ত হবে যদি তারা জীবিকা নির্বাহ ও মুনাফার আশায় উক্ত কাজগুলো করে থাকেন।


ব্যবসায় উদ্যোগ ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর

সৃজনশীল প্রশ্ন ১। জামাল উদ্দিন তার পরিবার নিয়ে গ্রামে বাস করেন। তিনি কৃষিকাজ করার জন্য এক জোড়া গরু কিনলেন। তার স্ত্রী বাজার থেকে কাপড় কিনে এনে নিজের সন্তানের জন্য জামা তৈরি করলেন এবং কিছু জামা বাজারেও বিক্রি করলেন।

ক. উৎপাদনের বাহন কোনটি?
খ. শিল্প মানেই সৃষ্টি’—ব্যাখ্যা করো।
গ. জামাল উদ্দিনের গরু ক্রয়ের কাজটি ব্যবসায় কি না? ব্যাখ্যা করো।
ঘ. জামাল উদ্দিনের স্ত্রীর কার্যক্রমটি ব্যবসায়িক দৃষ্টিতে মূল্যায়ন করো।

১ নং প্রশ্নের উত্তর

ক। উৎপাদনের বাহন হলো শিল্প।

খ। শিল্প হলো পণ্যদ্রব্য উৎপাদন ও রূপান্তর প্রক্রিয়া। প্রাকৃতিক সম্পদকে মানুষের ব্যবহার উপযোগী করে তোলার জন্য রূপগত পরিবর্তন করা হয়। এর মাধ্যমে ব্যবহারযোগ্য নতুন পণ্য তৈরি হয়। তাই বলা যায়, শিল্প মানেই সৃষ্টি।

গ। উদ্দীপকের জামাল উদ্দিনের গরু কেনার কাজটি ব্যবসায়ের অন্তর্ভুক্ত নয়। কোনো কাজ শুধু অর্থ সংশ্লিষ্ট হলেই তাকে ব্যবসায় বলা যায় না। ঐ কাজটি অবশ্যই বৈধ এবং মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হতে হয়।

উদ্দীপকের জামাল উদ্দিন একজন কৃষক। তিনি তার জমি চাষ করার জন্য এক জোড়া গরু কিনলেন। এখানে গরু কেনার কাজটি অর্থ সংশ্লিষ্ট। তবে এর মাধ্যমে মুনাফা অর্জনের কোনো প্রত্যাশা নেই। কারণ, জামাল উদ্দিন শুধু তার পারিবারিক প্রয়োজনেই গরু কিনেছেন। এই গরু দিয়ে জমি চাষ করেন ও ফসল ফলান। এ ফসল দিয়ে তিনি পরিবারের খাদ্যের চাহিদা মেটান। তাই কাজটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে না হওয়ায় একে ব্যবসায় বলা যাবে না।

ঘ। উদ্দীপকের জামাল উদ্দিনের স্ত্রী বাজারে যে জামা বিক্রি করেন সেটি ব্যবসায়, কিন্তু সন্তানের জন্য জামা তৈরির কাজটি ব্যবসায় নয়।

ব্যবসায় গঠন ও পরিচালনার পেছনে ব্যবসায়ীর মুনাফা অর্জনের প্রত্যাশা থাকে। এই প্রত্যাশা থেকেই ব্যবসায়ী কম দামে পণ্য কিনে বা কম খরচে উৎপাদন করে তা বেশি দামে বিক্রি করেন। উদ্দীপকের জামাল উদ্দিনের স্ত্রী বাজার থেকে কাপড় কেনেন। এর কিছু কাপড় দিয়ে তিনি সন্তানের জন্য জামা তৈরি করেন। বাকি কাপড়গুলো দিয়ে তিনি বাজারে বিক্রির জন্য জামা বানালেন। এসব জামা তিনি বাজারে বিক্রি করলেন। এখানে সন্তানের জন্য যে জামা বানানো হয়েছে, তা মুনাফা অর্জনের উদ্দেশ্যে করা হয়নি।

শুধু সন্তানের ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। তাই এ কাজটি ব্যবসায় নয়। জামাল উদ্দিনের স্ত্রী যে জামাগুলো বাজারে বিক্রি করেন তা থেকে একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা পাওয়া যায়। এখানে তিনি কম দামে কাপড় কিনে জামা তৈরি করে তা বেশি দামে বিক্রি করেন। মুনাফা অর্জনের জন্যই তিনি এ জামা বাজারে বিক্রি করেন। সুতরাং, জামাল উদ্দিনের স্ত্রীর জামা বিক্রির কাজটিকে ব্যবসায় বলা যায়।

সৃজনশীল প্রশ্ন ২। রকস অ্যান্ড কোয়েল লি. দিনাজপুরের বড়পুকুরিয়ার কয়লাখনিতে কয়লা উত্তোলনে নিয়োজিত প্রতিষ্ঠান। তিন বছর থেকে তারা উক্ত খনিতে কয়লা উত্তোলন করছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি একটি তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চিন্তা করছে। কিন্তু বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে কয়লা ব্যবহৃত হবে। প্রতিষ্ঠানটি মনে করছে নিজেদের ব্যবসায়িক উদ্দেশ্য অর্জনের পাশাপাশি দেশের শক্তিসম্পদের উন্নয়নে তারা ব্যাপক ভূমিকা রাখবে।

ক. ব্যবসায় পরিবেশের উপাদান কয়টি?
খ. মুরগি পালন কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা করো।
গ. রকস অ্যান্ড কোয়েল লি. কোন শিল্পের সাথে জড়িত আছে? ব্যাখ্যা করো।
ঘ. দেশের শক্তিসম্পদের উন্নয়নে উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কীভাবে ভূমিকা রাখতে পারে তা শিল্পের ধরন উল্লেখ করে ব্যাখ্যা করো।

২ নং প্রশ্নের উত্তর

ক। ব্যবসায় পরিবেশের উপাদান ৬টি।

খ। মুরগি পালন প্রজনন শিল্পের অন্তর্গত। এ শিল্পে উদ্ভিদ ও প্রাণীর বংশ বাড়ানো হয়। এরপর এটি পুনরায় উৎপাদনের কাজে ব্যবহার করা হয়। ফার্মে মুরগি পালনের মাধ্যমে এটি বড় করা হয়। এরপর মুরগি থেকে ডিম ও ডিম থেকে বাচ্চা উৎপাদন করা হয়। এগুলো আবার লালন-পালন করে বড় করা হয়। তাই মুরগি পালন প্রজনন শিল্পের অন্তর্গত।

গ। উদ্দীপকের রকস অ্যান্ড কোয়েল লি. নিষ্কাশন শিল্পের সাথে জড়িত। – এ শিল্পের উপাদানগুলো মূলত প্রাকৃতিক হয়। ভূগর্ভ, পানি বা বায়ু থেকে এ প্রাকৃতিক সম্পদগুলো আহরণ করা হয়। এতে সাধারণ মানুষের নাগালের বাইরের বস্তুকে ব্যবহারের আওতায় আনা হয়। খনি থেকে কয়লা উত্তোলন, নদী ও সাগর থেকে মাছ আহরণ প্রভৃতি নিষ্কাশন শিল্পের অন্তর্গত।

উদ্দীপকের রকস অ্যান্ড কোয়েল লি. একটি শিল্প প্রতিষ্ঠান। এটি দিনাজপুরের বড়পুকুরিয়ার কয়লাখনি থেকে কয়লা উত্তোলনের কাজ করে। এ খনি একটি প্রাকৃতিক সম্পদ। এখান থেকে নির্দিষ্ট প্রক্রিয়ায় প্রতিষ্ঠানটি তিন বছর ধরে কয়লা আহরণ করছে। এরপর তা মানুষের ব্যবহারের উপযোগী করছে। এ ধরনের শিল্পে উৎপাদিত পণ্যের কিছু অংশ সরাসরি ভোগ করা হয়। বাকি অংশ পরবর্তী উৎপাদনের কাজে ব্যবহার করা হয়। এসব বৈশিষ্ট্য নিষ্কাশন শিল্পের সাথে মিলে যায়। তাই বলা যায়, রকস অ্যান্ড কোয়েল লি. নিষ্কাশন শিল্পের অন্তর্গত।

ঘ। দেশের শক্তিসম্পদের উন্নয়নে উদ্দীপকের ব্যবসায় প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিল্পের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয়। এরপর সেগুলো মানুষের ব্যবহার উপযোগী করে তোলা হয়। উদ্দীপকের রকস অ্যান্ড কোয়েল লি. একটি নিষ্কাশন শিল্প প্রতিষ্ঠান । এটি খনি থেকে কয়লা উত্তোলন করে।

সম্প্রতি প্রতিষ্ঠানটি একটি তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চিন্তা করছে। এক্ষেত্রে বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে কয়লা ব্যবহার করা হবে। প্রাকৃতিক সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমে দেশের উন্নয়ন হয়। শিল্পের মাধ্যমে এ সম্পদের সঠিক ব্যবহার হয়। অন্যদিকে এটি মানুষের চাহিদাও পূরণ করে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি আহরণকৃত কয়লা বিদ্যুতের জ্বালানি হিসেবে ব্যবহার করবে।

এতে একদিকে প্রাকৃতিক সম্পদ দেশের কল্যাণে ব্যবহার হচ্ছে, অন্যদিকে তা আবার মানুষ জ্বালানি হিসেবেও ব্যবহার করতে পারবে। এভাবে প্রতিষ্ঠানটি ব্যবসায়িক উদ্দেশ্য অর্জন (মুনাফা অর্জন) করছে। আবার, দেশের শক্তি সম্পদেরও উন্নয়ন করছে। অতএব, রকস অ্যান্ড কোয়েল লি. দেশের সামগ্রিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

নিজে করো,

সৃজনশীল প্রশ্ন ৩। ২০১৭ সালে মিয়ানমার থেকে সীমান্ত পথে বাংলাদেশে রোহিঙ্গাদের প্রবেশের বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। মানবিক দিক বিচারে বাংলাদেশ সরকার তাদের প্রবেশে বাধা দেয়নি । কয়েক লাখ শরণার্থীকে ত্রাণ সেবা দিতে দেশীয় সংস্থার পাশাপাশি এগিয়ে আসে কিছু আন্তর্জাতিক সংস্থা। পরবর্তীতে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারকে বারবার অনুরোধ করেও কোনো সমাধান ‘হয়নি। বরং বাংলাদেশ সরকার এখনো তাদের মৌলিক অধিকার নিশ্চিতের সম্পূর্ণ দায়ভার বহন করছে।

ক. সেবা শিল্প কী?
খ. দেশের উন্নয়নে দক্ষ জনশক্তির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
গ. বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক সংস্থার সাহায্য ব্যবসায়ের কোন পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখবে? ব্যাখ্যা করো।
ঘ. “জনবহুল বাংলাদেশে লাখ লাখ রোহিঙ্গা প্রবেশের অনুমতি বাঙালির উদারতাই প্রমাণ করে”— পরিবেশের উপাদানের আলোকে মূল্যায়ন করো।

সৃজনশীল প্রশ্ন ৪। ‘আইওবিই স্টার্টআপ ২০১৯’ প্রতিযোগিতায় আঞ্চলিক বিজয়ী হয় অনলাইনভিত্তিক প্রিন্টিং প্রতিষ্ঠান ‘মুদ্রণ’। বিজনেস কার্ড, সার্টিফিকেট, পোস্টার, ব্যানার, লিফলেট প্রভৃতি ছাপিয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌছে দেয় প্রতিষ্ঠানটি। এর সহায়তায় অনলাইনে ঘরে বসেই যে কেউ ছাপাইয়ের কাজ করিয়ে নিতে পারেন। এক্ষেত্রে ‘মুদ্রণ’র ওয়েবসাইটে অনলাইন রেজিস্ট্রেশনের প্রয়োজন হয়। আর ডিজাইন নির্ধারণ করে ছাপানোর কাজের অর্ডার অনলাইনেই দেওয়া হয়।

ক. কোন যুগে কাগজি মুদ্রার প্রচলন হয়?
খ. ব্যবসায় কীভাবে বেকার সমস্যা দূর করে? ব্যাখ্যা করো।
গ. ‘মুদ্রণ’র কার্যক্রম কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা করো।
ঘ. ‘যুগের সাথে তাল মিলিয়ে ‘মুদ্রণ’র ব্যবসায়িক কাজে অনলাইন মাধ্যম ব্যবহার যথার্থ হয়েছে’— পরিবেশের উপাদানের আলোকে মূল্যায়ন করো।

সৃজনশীল প্রশ্ন ৫। দেশের অন্যতম সুপার অ্যাপ ‘সহজ’ চালু করেছে ‘সহজ হেলথ’ । শতাধিক চিকিৎসক নিয়ে শুরু হয়েছে এ ডিজিটাল স্বাস্থ্য সেবা। এই অ্যাপ ব্যবহারকারীরা দেশের যেকোনো প্রান্ত থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্য বিষয়ের পরামর্শ নিতে পারেন। আবার, চিকিৎসাপত্রের পাশাপাশি ব্যবহারকারীরা ওষুধও সংগ্রহ করতে পারেন। মূলত করোনা পরিস্থিতিতেও স্বাস্থ্যসেবা নিশ্চিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

ক. ব্যবসায় কী?
খ. ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য ব্যাখ্যা করো।
গ. ‘সহজ হেলথ’ এর কার্যক্রম ব্যবসায়ের কোন আওতার অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
ঘ. প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক কল্যাণ নিশ্চিতে ব্যবসায়ের ভূমিকা মূল্যায়ন করো।

সৃজনশীল প্রশ্ন ৬। জনাব রোমেল চাকরি শেষে ২৫ লাখ টাকা পেয়েছেন। এ টাকা যাতে খরচ বা ক্ষতি না হয়, সে বিষয়ে তিনি সতর্ক। আবার, এর থেকে কিছু আয়েরও প্রত্যাশা করেন। ব্যাংকে টাকা রাখলে লাভ কম। তাই তিনি তার পরিচিত, সৎ ভালো ব্যবসায়ী সিহাব সাহেবকে টাকাটা দিলেন। আর বললেন, লাভ কম দিলে তার আপত্তি নেই, তবে ক্ষতির ভাগ তিনি নেবেন না। সিহাব সাহেব ব্যবসায়টি সম্প্রসারণ করবেন। তাই তারও টাকার প্রয়োজন ছিল। এখন জনাব রোমেল ভালোই লাভ পাচ্ছেন। আবার সিহাব সাহেবেরও এতে সুবিধা হয়েছে।

ক. বিমা কোন ধরনের বাধা দূর করে?
খ. অর্থনৈতিক কাজে মানুষ নিয়োজিত হয় কেন?
গ. কোন বৈশিষ্ট্যের অভাবে জনাব রোমেলকে ব্যবসায়ী বলা যাবে না? ব্যাখ্যা করো।
ঘ. “সিহাব সাহেবের কাজটি ব্যবসায়িক অর্থসংস্থানের সাথে সম্পৃক্ত”— উদ্দীপকের আলোকে বক্তব্যের যথার্থতা বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৭। মি. সুমন কানাডা থেকে সিএ পাস করে এসে বাবার স্বনামধন্য অডিট ফার্মের দায়িত্ব নেন। স্বাধীনভাবে জীবিকা নির্বাহ করতে পেরে মি. সুমন সমাজের একজন প্রভাবশালী ব্যবসায়ী হিসেবে পরিগণিত। জনগণের কাছাকাছি থেকে সেবা দিতে পেরে নিজেকে তিনি সমাজের অন্যতম ব্যক্তি হিসেবে দাবি করেন। ক. ঐতিহ্য ব্যবসায়িক পরিবেশের কোন উপাদানের অন্তর্গত? খ. ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো। গ. মি. সুমনের অডিট ফার্মটি ব্যবসায়ের কোন শ্রেণিতে পড়ে? বর্ণনা করো । ঘ. মি. সুমনকে ব্যবসায়ী বলা যায় কিনা তা বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৮। দেশের অবকাঠামোগত উন্নয়নে একটি নতুন সংযোজন হলো ‘পদ্মা সেতু’। গত ১০ ডিসেম্বর ২০২০ তারিখে শেষ স্প্যান বসানোর মাধ্যমে দৃশ্যমন হয়. ৬.১৫ কিমি দীর্ঘ সেতুটি। এর মাধ্যমে দেশের ২৯ জেলার সাথে রাজধানীর সরাসরি সংযোগ স্থাপন সম্ভব হবে। এখন সেতুটির রাস্তাঘাট ও রেললাইন নির্মাণের কাজ চলছে। এতে কৃষিজাত পণ্যসহ যেকোনো ধরনের পণ্য নির্দিষ্ট স্থানে দ্রুত পৌছানো সম্ভব হবে। আর কম সময়ে পণ্য বাজারজাত করায় গুদামজাতকরণের খরচও কমবে।

ক. নির্মাণ শিল্প কী?
খ. কোন ব্যবস্থা ব্যবসায়ের অর্থসংস্থানজনিত বাধা দূর করতে সাহায্য করে? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের ‘পদ্মা সেতু’ কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা করো।
ঘ. ‘দ্রুত পণ্য পরিবহন ব্যবস্থার ফলে উৎপাদক ও ভোক্তার অধিকার সংরক্ষণসহ দেশের সামগ্রিক উন্নয়ন হবে —বাণিজ্যের উপাদানের আলোকে মূল্যায়ন করো।

সৃজনশীল প্রশ্ন ৯। প্রয়োজন.কম একটি অনলাইন সেবাদানকারী সংস্থা। গ্রাহকরা প্রয়োজনীয় সেবা পেতে এর নির্দিষ্ট অ্যাপে ফরমায়েশ দিয়ে থাকে। এরপর সংস্থাটির কর্মীরা নির্দিষ্ট স্থানে গিয়ে সেবার চাহিদা পূরণ করে। মূলত ‘হোম সার্ভিস’ সুবিধা দেওয়ার লক্ষ্যে সংস্থাটির যাত্রা শুরু হয়। ইলেকট্রিক সামগ্রী মেরামত, বাড়ি-গাড়ির পরিচ্ছন্নতা, ভ্রমণ যাত্রায় সহায়তা, ঘরের আসবাবপত্র সংস্থাপন প্রভৃতি প্রয়োজন.কম-এর উল্লেখযোগ্য কিছু সেবা।

ক. কোনো স্থানের ব্যবসায় ব্যবস্থার উন্নতি কিসের ওপর নির্ভর করে?
খ. বিজ্ঞাপন কীভাবে তথ্য ও প্রচার সংক্রান্ত বাধা দূর করতে সহায়তা করে? ব্যাখ্যা করো।
গ. প্রয়োজন.কম-এর অনলাইন সেবা ব্যবসায়ের কোন পরিবেশকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ. ব্যবসায় ক্ষেত্রে শিল্প পণ্য ও প্রত্যক্ষ সেবা সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে হয়ে থাকে’— তুমি কি-এর সাথে একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

সৃজনশীল প্রশ্ন ১০। জনাব আরিফ তার এলাকার উৎপাদিত পাটের ওপর ভিত্তি করে স্কুল ব্যাগ, শিকা, দেয়াল মাদুর তৈরি করে ইউরোপের বিভিন্ন দেশে বিক্রি করেন। এসব পাটজাত দ্রব্য রপ্তানি করে তিনি প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। পণ্যদ্রব্য রপ্তানির কাজ যথাথভাবে করতে তিনি বেশ কিছু বাধা মোকাবিলা করে পণ্য রপ্তানি করে থাকেন।

ক. ব্যবসায়িক পরিবেশ কী?
খ. ‘ব্যবসায় বেকার সমস্যা দূর করে’— ব্যাখ্যা করো।
গ. জনাব আরিফের এলাকার পাটজাত দ্রব্য ইউরোপে রপ্তানি করার কাজকে কোন ধরনের ব্যবসায় বলে? ব্যাখ্যা করো।
ঘ. জনাব আরিফের ক্ষেত্রে পাটজাত দ্রব্য রপ্তানিতে কোন ধরনের বাধা মোকাবিলা করতে হয় বলে তুমি মনে করো? এ ব্যাপারে তোমার মতামত দাও।

সবগুলো পিডিএফ


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। এছাড়াও নবম শ্রেণির সকল আর্টিকেল পেতে এখানে ক্লিক করুন।

About মেরাজুল ইসলাম

আমি মেরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি একজন ব্লগার। এডুকেশন এর প্রতি ভালোবাসাও অনলাইল শিক্ষার পরিসর বাড়ানোর জন্য এডুকেশন ব্লগের পথচলা। ব্লগিং এর পাশাপাশি আমি ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, কাস্টমাইজ সহ ওয়েব রিলেটেড সকল কাজ করি।

View all posts by মেরাজুল ইসলাম →