কাবুলিওয়ালা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

(PDF) কাবুলিওয়ালা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

কাবুলিওয়ালা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠলেও মানুষের সুখ-দুঃখ, আনন্দ ভালোবাসার অনুভূতি অনেকাংশেই এক। ‘কাবুলিওয়ালা’ গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর আফগানিস্তানের মরু পর্বতের রুক্ষ প্রকৃতিতে গড়ে ওঠা একজন পিতা এবং নাতিশীতোষ্ণ আবহাওয়ার একজন বাঙালি পিতার ভিতরের স্নেহপ্রবণ মনের ঐক্য সম্পর্কে ধারণা দিয়েছেন।

দেশকালের সীমারেখা পিতৃহৃদয়ের স্বাভাবিক প্রবণতায় কোনো প্রভাব বিস্তার করে না। যে দেশের, যে সময়ের বা যে সংস্কৃতিরই মানুষ হোক না কেন পিতা সব সময়ই তার সন্তানকে একই রকমভাবে ভালোবাসেন। সন্তানের মঙ্গল-চিন্তা সব পিতারই সহজাত আকাঙ্ক্ষা।

‘কাবুলিওয়ালা’ গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সকল পিতার পিতৃত্বের সার্বজনীন ও চিরন্তন রূপকে উন্মোচিত করেছেন।


কাবুলিওয়ালা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১। “আজিকার এই শুভদিনে এ লোকটা এখান হইতে গেলেই ভালো হয়।”— এখানে কোন শুভদিনের কথা বলা হয়েছে?
উত্তর : প্রশ্নোক্ত বাক্যে শুভদিন বলতে মিনির বিয়ের দিনের কথা বলা হয়েছে।

প্রশ্ন ২। লেখক নডেলের কততম পরিচ্ছেদে হাত দিয়েছিলেন?
উত্তর : লেখক নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছিলেন।

প্রশ্ন ৩। ‘কাবুলিওয়ালা’ গল্পে দারোয়ানের নাম কী?
উত্তর : ‘কাবুলিয়ালা’ গল্পে দারোয়ানের নাম রামদয়াল।

প্রশ্ন ৪। আফগানিস্থানের রাজধানীর নাম কী?
উত্তর : আফগানিস্থানের রাজধানীর নাম কাবুল।

প্রশ্ন ৫ । রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন ৬। রামদয়াল দারোয়ান কাককে কী বলেছিল?
উত্তর : রামদয়াল দারোয়ান কাককে ‘কৌয়া’ বলেছিল।

প্রশ্ন ৭। কাবুলিওয়ালা ঝুলির মধ্য থেকে কিশমিশ খোবানি বের করে মিনিকে দিতে গেলে সে কী করল?
উত্তর : কাবুলিওয়ালা ঝুলির মধ্য থেকে কিশমিশ, খোবানি বের করে দিতে গেলে মিনি দ্বিগুণ সন্দেহে তার পিতার হাঁটুর কাছে সংলগ্ন হয়ে থাকে।

প্রশ্ন ৮। মিনির মা কার সম্পর্কে সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না?
উত্তর : মিনির মা রহমত কাবুলিওয়ালা সম্পর্কে সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না।

প্রশ্ন ৯। মিনি কার দুরবস্থা কল্পনা করে অত্যন্ত হাসত।
উত্তর : মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করে অত্যন্ত হাসত।

প্রশ্ন ১০। রহমত কাকে ছুরি বসিয়ে দিয়েছে?
উত্তর : রহমত লেখকের এক প্রতিবেশীকে ছুরি বসিয়ে দিয়েছে। প্র

শ্ন ১১। লেখকের ঘরে আজ রাত শেষ না হতেই কী বাজছে?
উত্তর : লেখকের ঘরে আজ রাত শেষ না হতেই সানাই বাজছে।

প্রশ্ন ১২। লেখক আঙুর বাদামের দাম দিতে গেলে রহমত কী করল?
উত্তর : লেখক আঙুর বাদামের দাম দিতে গেলে রহমত তার হাত চেপে ধরল।

প্রশ্ন ১৩। কী দেখে লেখকের চোখ ছলছল করে উঠল? উ
ত্তর : কাগজের ওপর ছোট একটি হাতের ছাপ দেখে লেখকের চোখ ছলছল করে উঠল।


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। আমাদের যে কোন আপডেট মিস করতে না চাইলে ফেসবুক ও ইউটিউবে সাবক্রাইব করে আমাদেস দাথে কানেক্ট থাকতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।