বায়ান্নর দিনগুলো জ্ঞানমূলক প্রশ্ন

এইচএসসি: বায়ান্নর দিনগুলো জ্ঞানমূলক প্রশ্ন (PDF)

বায়ান্নর দিনগুলো জ্ঞানমূলক প্রশ্ন: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “বায়ান্নর দিনগুলাে তাঁর ‘অসমাপ্ত আত্মজীবনী’ (২০১২) গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। বন্ধুবান্ধব, সহকর্মী ও সহধর্মিণীর অনুরােধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে ঢাকা সেন্ট্রাল জেলে রাজবন্দি থাকা অবস্থায় এই আত্মজীবনী লেখা আরম্ভ করেন।

কিন্তু ১৯৬৮ সালের ১৭ই জানুয়ারি থেকে বঙ্গবন্ধু ঐতিহাসিক আগরতলা মামলায় ঢাকা সেনানিবাসে আটক থাকায় জীবনী লেখা বন্ধ হয়ে যায়। জীবনীটিতে ১৯৫৫ সাল পর্যন্ত ঘটনাবলি স্থান পেয়েছে। যৌবনের অধিকাংশ সময় কারা প্রকোষ্ঠের নির্জনে কাটলেও জনগণ-অন্তপ্রাণ এ মানুষটি ছিলেন আপসহীন, নির্ভীক। জীবনের বিচিত্র অভিজ্ঞতা, গভীর উপলব্ধি ও রাজনৈতিক পর্যবেক্ষণ তিনি এ গ্রন্থে সহজ সরল ভাষায় প্রকাশ করেছেন। “বায়ান্নর দিনগুলাে” রচনায় ১৯৫২ সালে বঙ্গবন্ধুর জেলজীবন ও জেল থেকে মুক্তিলাভের স্মৃতি বিবৃত হয়েছে।

তকালীন পাকিস্তানি শাসকগােষ্ঠীর অপশাসন ও বিনাবিচারে বৎসরের পর বৎসর রাজবন্দিদের কারাগারে আটক রাখার প্রতিবাদে ১৯৫২ সালে লেখক অনশন ধর্মঘট করেন। স্মৃতিচারণে ব্যক্ত হয়েছে অনশনকালে জেল কর্তৃপক্ষের ভূমিকা ও আচরণ, নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ ও তাদের কাছে বার্তা পৌছানাের নানা কৌশল ইত্যাদি।

🔆🔆 সৃজনশীল প্রশ্ন: বায়ান্নর দিনগুলো

স্মৃতিচারণে বিশেষভাবে বর্ণিত হয়েছে ঢাকায় একুশে ফেব্রুয়ারি তারিখে ছাত্রজনতার মিছিলে গুলির খবর। সেই সঙ্গে অনশনরত অবস্থায় মৃত্যু অত্যাসন্ন জেনে পিতামাতা-স্ত্রী-সন্তানদের নিয়ে ভাবনা এবং অবশেষে মুক্তি পেয়ে স্বজনদের কাছে ফিরে আসার স্মৃতির হৃদয়স্পর্শী বিবরণও পরিস্ফুট হয়েছে সংকলিত অংশে।


এইচএসসি বাংলা জ্ঞানমূলক প্রশ্ন

🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: ফেব্রুয়ারি ১৯৬৯
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: তাহারেই পড়ে মনে
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: মাসি-পিসি
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: রেইনকোট
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: আমার পথ
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: বিভীষণের প্রতি মেঘনাদ
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: অপরিচিতা
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: বায়ান্নর দিনগুলো


বায়ান্নর দিনগুলো জ্ঞানমূলক প্রশ্ন

১. প্রশ্ন: বায়ান্নর দিনগুলাে প্রবন্ধটি কোন গ্রন্থে সংকলিত?
উত্তর : বায়ান্নর দিনগুলাে রচনাটি শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ থেকে সংকলিত।

২. প্রশ্ন: আমলাতন্ত্র কী?
উত্তর : রাষ্ট্রীয় প্রশাসনে সরকারি কর্মচারীদের কর্তৃত্বমুলক ব্যবস্থাই আমলাতন্ত্র।

৩. প্রশ্ন: রেণু কে?
উত্তর : রেণু হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেসা মুজিব।

৪. প্রশ্ন: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত খ্রিষ্টব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।

৫. প্রশ্ন: বায়ান্নর দিনগুলাে কোন জাতীয় রচনা?
উত্তর : বায়ান্নর দিনগুলাে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক রচনা।

৬. প্রশ্ন: রেণুর পুরাে নাম কী?
উত্তর : রেণুর পুরাে নাম হলাে শেখ ফজিলাতুন্নেসা মুজিব।

৭. প্রশ্ন: ঢাকায় ভীষণ গােলমাল হয়েছে।-এ খবরটি বঙ্গবন্ধু কীভাবে পেয়েছিলেন?
উত্তর : ডিউটিতে আসা সিপাহিদের কাছ থেকে বঙ্গবন্ধু খবর পেয়েছিলেন ঢাকায় ভীষণ গােলমাল হয়েছে।

৮. প্রশ্ন: ১৯৭২ সালে বঙ্গবন্ধু কোন পদকে ভূষিত হন?
উত্তর : ১৯৭২ সালে বঙ্গবন্ধু জুলিও কুরি পদকে ভূষিত হন।

৯. প্রশ্ন: জনমতের বিরুদ্ধে যেতে কারা ভয় পায়?
উত্তর : জনমতের বিরুদ্ধে যেতে শােষকরাও ভয় পায়।

১০. প্রশ্ন: মহিউদ্দিন কোন রােগে আক্রান্ত ছিলেন?
উত্তর : হিউদ্দিন প্লরিসিস রােগে আক্রান্ত ছিলেন।

১১. প্রশ্ন: ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম কী?
উত্তর : ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম বাহাদুর শাহ পার্ক।

১২. প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঢাকা থেকে কোন জেলখানাতে বদলি করা হয়?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঢাকা থেকে ফরিদপুর জেলখানাতে বদলি করা হয়।

১৩. প্রশ্ন: তারাও ভয় পেয়ে গেছেন কারা?
উত্তর : তারাও ভয় পেয়ে গেছেন।-তারা হলেন মাওলানা সাহেবরা।

১৪. প্রশ্ন: তােমার আব্বাকে আমি একটু আব্বা বলি -উক্তিটি কার?
উত্তর : তােমার আব্বাকে আমি একটু আব্বা বলি।-উক্তিটি কামালের।

১৫. প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জেলখানা থেকে কতটি চিঠি লিখেছিলেন?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলখানা থেকে চারটি চিঠি লিখেছিলেন।

১৬. প্রশ্ন: কত সালে ঐতিহাসিক আগরতলা মামলা করা হয়?
উত্তর : ১৯৬৮ সালে ঐতিহাসিক আগরতলা মামলা করা হয়।

১৭. প্রশ্ন: ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কারাগারে বন্দি ছিলেন?
উত্তর : ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফরিদপুর কারাগারে বন্দি ছিলেন।

১৮. প্রশ্ন: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১৯২০ সালে জন্মগ্রহণ করেন।

১৯. প্রশ্ন: ‘বায়ান্নর দিনগুলো’ কোন জাতীয় রচনা?
উত্তর : ‘বায়ান্নর দিনগুলো’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক রচনা।

২০. প্রশ্ন: ‘বায়ান্নর দিনগুলো’ রচনাটির রচয়িতা কে?
উত্তর : ‘বায়ান্নর দিনগুলো’ রচনাটির রচয়িতা শেখ মুজিবুর রহমান।

২১. প্রশ্ন: বঙ্গবন্ধুর লেখা আত্মজীবনীতে কত সাল পর্যন্ত ঘটনাবলি স্থান পেয়েছে?
উত্তর : বঙ্গবন্ধুর লেখা আত্মজীবনীতে ১৯৫৫ সাল পর্যন্ত ঘটনাবলি স্থান পেয়েছে।

২২. প্রশ্ন: স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি কে?
উত্তর : স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

২৩. প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে তাঁর ঐতিহাসিক ভাষণ প্রদান করেন?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ তাঁর ঐতিহাসিক ভাষণ প্রদান করেন।

২৪. প্রশ্ন: বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
উত্তর : বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

২৫. প্রশ্ন: কত তারিখে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়?
উত্তর : ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়।

২৬. প্রশ্ন: কোন ব্যাপারে কথা বলার জন্যে শেখ মুজিবুর রহমানকে জেলগেটে নিয়ে যাওয়া হয়েছিল?
উত্তর : অনশন ধর্মঘটের ব্যাপারে কথা বলার জন্যে শেখ মুজিবুর রহমানকে জেলগেটে নিয়ে যাওয়া হয়েছিল।

২৭. প্রশ্ন: ঢাকা জেল থেকে শেখ মুজিবুর রহমানকে কোন জেলে বদলি করা হয়েছিল?
উত্তর : ঢাকা জেল থেকে শেখ মুজিবুর রহমানকে ফরিদপুর জেলে বদলি করা হয়েছিল।

২৮. প্রশ্ন: শেখ মুজিবুর রহমান জেলে বসে কয়টি চিঠি লেখেন?
উত্তর : শেখ মুজিবুর রহমান জেলে বসে চারটি চিঠি লেখেন।

২৯. প্রশ্ন: অনশন শুরুর কত দিন পর থেকে অনশনকারীদের জোর করে খাওয়ানো শুরু করা হয়েছিল?
উত্তর : অনশন শুরুর চার দিন পর থেকে অনশনকারীদের জোর করে খাওয়ানো শুরু করা হয়েছিল।

৩০. প্রশ্ন: ‘অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি, সে মরাতেও শান্তি আছে’- উক্তিটি কার?
উত্তর : ‘অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি, সে মরাতেও শান্তি আছে’- উক্তিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।

৩১. প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখতে তাঁর সহকর্মীরা কোন কোন স্থান থেকে এসেছিল?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখতে তাঁর সহকর্মীরা এসেছিল গোপালগঞ্জ, খুলনা ও বরিশাল থেকে।

৩২. প্রশ্ন: নূরুল আমিন কে ছিলেন?
উত্তর : নূরুল আমিন ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী।

৩৩. প্রশ্ন: মোখলেসুর রহমান কোন দায়িত্বে নিয়োজিত ছিলেন?
উত্তর : মোখলেসুর রহমান রাজবন্দিদের ডেপুটি জেলারের দায়িত্বে নিয়োজিত ছিলেন।

ডাউনলোড পিডিএফ


এইচএসসি বাংলা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ

💠💠 গল্প অপরিচিতা : সৃজনশীল প্রশ্ন উত্তর


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

এইচএসসি ২০২২ সাজেশন