নেকলেস গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

নেকলেস গল্পের জ্ঞানমূলক প্রশ্ন (PDF সহ)

নেকলেস গল্পের জ্ঞানমূলক প্রশ্ন: বিশ্ববিখ্যাত গল্পকার গী দ্য মোপাসাঁর শ্রেষ্ঠ গল্পগুলোর মধ্যে ‘নেকলেস’ অন্যতম। ফরাসি ভাষায় গল্পটির নাম ‘La Parure’। ১৮৮৪ সালের ১৭ই ফেব্রুয়ারি ফরাসি পত্রিকা ‘La Gaulois’-এ গল্পটি প্রকাশিত হয় এবং সে বছরই ইংরেজিতে অনূদিত হয়।

একই সালে প্রকাশিত ‘নেকলেস’ শীর্ষক গল্পগ্রন্থের মধ্যে গল্পটি স্থান পায়। অপ্রত্যাশিত কিন্তু অত্যন্ত আকর্ষণীয় সমাপ্তির জন্য গল্পটি বিপুল জনপ্রিয়তা লাভ করে।


নেকলেস গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

১. বন্দুক কিনতে মসিয়ে কত ফ্রা সঞ্চয় করেছিল?
উত্তর: বন্দুক কিনতে মর্সিয়ে চারশ ফ্রাঁ সঞ্চয় করেছিল।

২. ‘নেকলেস’ গল্পের বাংলা অনুবাদক কে?
উত্তর: ‘নেকলেস’ গল্পের বাংলা অনুবাদক পূর্ণেন্দু দস্তিদার।

৩. মি. লোইসেল ও তার স্ত্রী ঋণ শোধের জন্য কত বছর কষ্ট করেছিলেন?
উত্তর: মি. লোইসেল ও তার স্ত্রী ঋণ শোধের জন্য দশ বছর কষ্ট করেছিলেন।

৪. মন্ত্রিসভার সব সদস্যের মাদাম লোইসেলের সঙ্গে কোন নৃত্য করতে ইচ্ছে হচ্ছিল?
উত্তর: মন্ত্রিসভার সব সদস্যের মাদাম লোইসেলের সঙ্গে ‘ওয়ালটজ’ নৃত্য করতে ইচ্ছে হচ্ছিল।

৫. মাদাম লোইসেলের স্বামী কোথায় চাকরি করত?
উত্তর: মাদাম লোইসেলের স্বামী শিক্ষা পরিষদ অফিসের কেরানি পদে চাকরি করত।

৬. মাদাম ফোরস্টিয়ারের গহনাটির দাম কত ছিল?
উত্তর: মাদাম ফোরস্টিয়ারের গহনাটির দাম ছিল পাঁচশত হয়া।

৭. ‘নেকলেস’ গল্পটির লেখক কে?
উত্তর: ‘নেকলেস’ গমটির লেখক গী দ্য মোপাসাঁ।

৮. মাদাম লোইসেল পোশাকের জন্য তার স্বামীর কাছে কত ফ্রাঁ চেয়েছিল?
উত্তর: মাদাম লোইসেল পোশাকের জন্য তাঁর স্বামীর কাছে চার শ ফ্রা চেয়েছিল।

৯. হীরার হারের বান্সের রঙ কী ছিল?
উত্তর: হীরার হারের বাক্সের রঙ ছিল কালো।

১০. মাদাম লোইসেল হাতে ঝুড়ি নিয়ে কোথায় যায়?
উত্তর: মাদাম লোইসেল হাতে ঝুড়ি নিয়ে মুদি, কসাই ও ফলের দোকানে যায়।

১১. ‘নেকলেস’ গল্পে হীরার কন্ঠহারটির দাম কত ছিল?
উত্তর: ‘নেকলেস’ গল্পে হীরার কন্ঠহারটির দাম ছিল চল্লিশ হাজার ফ্রাঁ।

১২. লোইসেলের কাছে তার বাবার মৃত্যুর পর কত ফ্রী ছিল?
উত্তর: লোইসেলের কাছে তার বাবার মৃত্যুর পর আঠারো হাজার ফ্রাঁ ছিল।

১৩. মাতিলদা লোইসেল কার কাছ থেকে নেকলেস ধার নিয়েছিল?
উত্তর: মাতিলদা লোইসেল মাদাম ফোরস্টিয়ারের কাছ থেকে নেকলেস ধার নিয়েছিল।

১৪. ইভান তুৰ্গনেভ কোন দেশের অধিবাসী ছিলেন?
উত্তর: ইভান তুর্গনেভ ফ্রান্সের অধিবাসী ছিলেন।

১৫. লোইসেলের বন্ধুরা কোথায় ভরতপাখি শিকারে গিয়েছিল?
উত্তর: লোইসেলের বন্ধুরা নানতিয়ারের সমভূমিতে ভরতপাখি শিকারে গিয়েছিল।

১৬. ফরাসি ভাষায় ‘নেকলেস’ গল্পটির নাম কী?
উত্তর: ফরাসি ভাষায় ‘নেকলেস’ গল্পটির নাম ‘La Parure’।

১৭. ‘নেকলেস’ গল্পটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ‘নেকলেস’ গল্পটি ফরাসি ভাষায় ১৮৮৪ সালে প্রকাশিত হয়।

১৮. গী দ্য মোপাসী কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: গী দ্য মোপাসাঁ ফ্রান্সের নর্মান্ডি শহরে জন্মগ্রহণ করেন।

১৯. ‘কনভেন্ট’ কী?
উত্তর: কনডেন্ট হলো খ্রিস্টান নারী মিশনারিদের দ্বারা পরিচালিত স্কুল।

২০. কত তারিখে জনশিক্ষা মন্ত্রীর বাসগৃহে মর্সিয়ে ও মাদার লোইসেলের দাওয়াত ছিল?
উত্তর: ১৮ই জানুয়ারি জনশিক্ষা মন্ত্রীর বাসগৃহে মর্সিয়ে ও মাদার লোইসেলের দাওয়াত ছিল।

২১. নকল হারটির দাম কত?
উত্তর: নকল হারটির দাম পাঁচশত ফ্রী।

২২. গী দ্য মোপাসাঁর সাহিত্য জীবনে অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হন কে?
উত্তর: গী দ্য মোপাসাঁর সাহিত্য-জীবনে অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হন গুস্তাভ ফ্লবেয়ার।

২২. গী দ্য মোপাসাঁ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: গী দ্য মোপাসী ১৮৫০ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।

২৩. গী দ্য মোপাসাঁ কী হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন?
উত্তর: গী দ্য মোপাসাঁ গল্পকার হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন।

২৪. ‘বীরকন্যা প্রীতিলতা’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘বীরকন্যা প্রীতিলতা’ গ্রন্থের লেখক পূর্ণেন্দু দস্তিদার।

২৫. মাদাম লোইসেল কোন পরিবারে জন্মগ্রহণ করেন?
উত্তর: মাদাম লোইসেল কেরানি পরিবারে জন্মগ্রহণ করেন।

২৬. ‘বল নাচ’ কী?
উত্তর: ‘বল নাচ’ হলো বিনোদনমূলক সামাজিক নৃত্যানুষ্ঠান।

২৭. সৌজন্য প্রদর্শন ও সম্মান জানানোর জন্য ফ্রান্সের মহিলাদের কী বলে সম্বোধন করা হয়?
উত্তর: সৌজন্য প্রদর্শন ও সম্মান জানানোর জন্য ফ্রান্সের মহিলাদের ‘মাদাম’ বলে সম্বোধন করা হয়।

২৮. ‘নেকলেস’ গল্পে ‘বল নাচ’ কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: ‘নেকলেস’ গল্পে ‘বল নাচ’ শিক্ষামন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত হয়।

২৯. লোইসেলের প্রিয় বস্তু কী?
উত্তর: লোইসেলের প্রিয় বস্তু হলো ফ্রক বা জড়োয়া গহনা।

৩০. কারা ‘ওয়ালটজ’ নৃত্য করতে ইচ্ছা প্রকাশ করেছিল?
উত্তর: মন্ত্রিসভার সব সদস্যরা ‘ওয়ালটজ’ নৃত্য করতে ইচ্ছা প্রকাশ করেছিল।

৩১. ‘নেকলেস’ গল্পে কোন নদীর নাম উল্লেখ রয়েছে?
উত্তর: ‘নেকলেস’ গল্পে ‘সিন’ নদীর নাম উল্লেখ রয়েছে।

৩২. মর্সিয়ে কী কেনার জন্য অর্থ সঞ্চয় করেছিল?
উত্তর: মর্সিয়ে ‘বন্দুক’ কেনার জন্য অর্থ সঞ্চয় করেছিল।

৩৩. মাদাম ফোরস্টিয়ারের কেনা জড়োয়া হারের দাম কত ছিল?
উত্তর: মাদাম ফোরস্টিয়ারের কেনা জড়োয়া হারের দাম ছিল পাঁচশত ফ্রাঁ।

৩৫. মাদাম লোইসেলের ডাকনাম কী?
উত্তর: মাদাম লোইসেলের ডাকনাম মাতিলদা।

৩৬. মাতিলদার সাথে ফোরস্টিয়ারের সম্পর্ক কী?
উত্তর: ফোরস্টিয়ার মাতিলদার বান্ধবী।

৩৭. লোইসেল মাতিলদাকে গহনার পরিবর্তে কী দিয়ে সাজতে বলেছিল?
উত্তর: লোইসেল মাতিলদাকে গহনার পরিবর্তে ফুল দিয়ে সাজতে বলেছিল।

৩৮. ‘কুশ’ কী?
উত্তর: ‘ক্রুশ’ হলো খ্রিস্টান ধর্মীয় প্রতীক।

৩৯. চামপস্—এলিসিস— এ মাদাম ফোরস্টিয়ারের সাথে কে ছিল?
উত্তর. চামপস্—এলিসিস-এ মাদাম ফোরস্টিয়ারের সাথে একটি শিশু ছিল।

৪০. ‘নেকলেস’ গল্পটিতে কে দারিদ্র্যের জীবনের ভয়াবহতা বুঝতে পারে?
উত্তর: ‘নেকলেস’ গল্পটিতে মাদাম লোইসেল দারিদ্র্যের জীবনের ভয়াবহতা বুঝতে পারে।

৪১. মাদাম লোইসেলের সঙ্গে কার বিয়ে হয়েছিল?
উত্তর: মাদাম লোইসেলের সঙ্গে শিক্ষা পরিষদ অফিসের সামান্য এক কেরানির বিয়ে হয়েছিল।

৪২. মাদাম লোইসেলের বান্ধবীর নাম কী?
উত্তর: মাদাম লোইসেলের বান্ধবীর নাম মাদাম ফোরস্টিয়ার।

৪৩. কতদিন পর লোইসেল দম্পতি হার পাওয়ার আশা ত্যাগ করলেন?
উত্তর: এক সপ্তাহ পর লোইসেল দম্পতি হার পাওয়ার আশা ত্যাগ করলেন।

৪৪. হীরার হারটি বিক্রি না করার জন্য লোইসেল কাকে অনুরোধ করেন?
উত্তর: হীরার হারটি বিক্রি না করার জন্য লোইসেল স্বর্ণকারকে অনুরোধ করেন।

৪৫. অতিরিক্ত আয়ের জন্য মর্সিয়ে লোইসেল কী করতেন?
উত্তর: অতিরিক্ত আয়ের জন্য মর্সিয়ে লোইসেল ব্যবসায়ীর খাতা ঠিক করতেন।

ডাউনলোড পিডিএফ


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। এছাড়াও আমাদের কোন আপডেট মিস না করতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে ফেসবুকে কানক্ট থাকতে পারেন।