গরবিনী মা-জননী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

গরবিনী মা-জননী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

গরবিনী মা-জননী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন: ‘গরবিনী মা জননী’ কবিতাটি ‘বাঙলা ছাড়ো’ কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতাটিতে কবি সিকান্দার আবু জাফর বাংলাদেশকে মা-জননী বলে সম্বোধন করেছেন। এছাড়াও তিনি বাংলা-মাকে পুণ্যবতী, ভাগ্যবতী বলেছেন।

কবিতাটিতে দেশমাতার গর্বের কারণ অন্বেষণ করা হয়েছে। বাংলাদেশের সাংস্কৃতিক জীবনের সঙ্গে পরিবেশ-প্রকৃতির সম্পর্ক অবিচ্ছেদ্য। শ্রমজীবী, কৃষিজীবী থেকে শুরু করে সব পেশাজীবী সন্তান এই মায়ের কোল জুড়ে থাকে।

এই মাকে রক্ষা করার জন্য মায়ের সন্তানরা শত কষ্ট সহ্য করে। কিন্তু কোনো অন্যায়, অত্যাচার, অবিচার তারা মেনে নিতে পারে না। শুকে বাঁচানোর জন্য প্রয়োজনে তারা বুকের তাজা রক্ত ঢেলে দিতেও দ্বিধা করে না।

এই মায়ের মেয়েরাও মায়ের জন্য ভাই- পিতা-স্বামী-সন্তানকে উৎসর্গ করে। তাদের হারিয়ে কষ্ট বুকে টেনে নেয়। বাংলা-মাও সন্তানের জন্য বিশেষ ভূমিকা রাখে। সন্তানকে সাহস ও শক্তি জোগায়।

এ কারণে বাংলা মায়ের সন্তানরা মায়ের দুঃসময়ে জেল-জুলুম-ফাঁসির দণ্ড মাথায় নিয়ে নিজেদের উৎসর্গ করে। তাদের জন্য তাই দেশমাতা সত্যিই গর্বিত। প্রকৃতপক্ষে বাংলার মাটি এই সাহসী ও সংগ্রামী জনতার ভিত্তিভূমি।


গরবিনী মা-জননী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন 

প্রশ্ন ১। সিকান্দার আবু জাফর কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর : সিকান্দার আবু জাফর ১৯১৯ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন ২। সিকান্দার আবু জাফরের অন্যতম শ্রেষ্ঠ নাটক কোনটি?
উত্তর : সিকান্দার আবু জাফরের অন্যতম শ্রেষ্ঠ নাটক ‘সিরাজ-উ-দ্দৌলা’।

প্রশ্ন ৩। সিকান্দার আবু জাফর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর : সিকান্দার আবু জাফর ১৯৭৫ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।

প্রশ্ন ৪। সিকান্দার আবু জাফর কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর : সিকান্দার আবু জাফর সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন।

প্রশ্ন ৫। ‘বাঙলা ছাড়ো’ কাব্যগ্রন্থের কবি কে?
উত্তর : ‘বালা ছাড়ো’ কাব্যগ্রন্থের কবি হলেন সিকান্দার আবু জাফর ।

প্রশ্ন ৬। ‘গরবিনী মা জননী’ কবিতাটি পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কিসের বহিঃপ্রকাশ ঘটবে?
উত্তর : ‘গরবিনী মা জননী’ কবিতাটি পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে স্বদেশ চেতনার বহিঃপ্রকাশ ঘটবে।

প্রশ্ন ৭। বাংলার মাটি কাদের ভিত্তিভূমি?
উত্তর : বাংলার মাটি সাহসী ও সংগ্রামী জনতার ভিত্তিভূমি।

প্রশ্ন ৮।, ‘গরবিনী মা-জননী” কবিতায় ‘উজ্জ্বল’ শব্দটির কোমল রূপ বোঝাতে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে?
উত্তর : ‘গরবিনী মা-জননী’ কবিতায় উজ্জ্বল’ শব্দটির কোমল রূপ বোঝাতে ‘উজল’ শব্দটি ব্যবহৃত হয়েছে।

প্রশ্ন ৯। ‘গরবিনী মা জননী’ কবিতায় ‘ছোপানো’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর : ‘গরবিনী মা জননী’ কবিতায় ‘ছোপানো’ শব্দটি ‘রাঙানো’ অর্থে ব্যবহৃত হয়েছে।

প্রশ্ন ১০। কবি জন্মভূমিকে কী বলে সম্বোধন করেছেন?
উত্তর : কবি জন্মভূমিকে ‘মা-জননী’ বলে সম্বোধন করেছেন।

প্রশ্ন ১১। কবির মতে কার মতো পুণ্যবতী আর কেউ নেই?
উত্তর : কবির মতে জন্মভূমি বাংলার মতো পুণ্যবতী আর কেউ নেই।

প্রশ্ন ১২। কার বুকে সবুজ তৃণের আঁচল?
উত্তর : জন্মভূমি বাংলার বুকে সবুজ তৃণের আঁচল।

প্রশ্ন ১৩। জন্মভূমি বাংলা কিসের গন্ধ মাখে?
উত্তর : জন্মভূমি বাংলা বকুল ও জুঁই ফুলের গন্ধ মাখে।

প্রশ্ন ১৪। জন্মভূমির পায়ে কিসের নূপুর?
উত্তর : জন্মভূমির পায়ে ধুলোর নূপুর।

প্রশ্ন ১৫। ‘গরবিনী মা জননী’, কবিতায় কারা ঘর-উদাসী?
উত্তর : ‘গরবিনী মা-জননী’ কবিতায় কামার, কুমোর, জেলে, চাষি ও বাউল মাঝি ঘর-উদাসী।


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। আমাদের যে কোন আপডেট মিস করতে না চাইলে ফেসবুক ও ইউটিউবে সাবক্রাইব করে আমাদেস দাথে কানেক্ট থাকতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।