ফিন্যান্স ও ব্যাংকিং ১ম অধ্যায় সৃজনশীল

SSC: ফিন্যান্স ও ব্যাংকিং ১ম অধ্যায় সৃজনশীল (উত্তরসহ)

ফিন্যান্স ও ব্যাংকিং ১ম অধ্যায় সৃজনশীল: অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। কোন উৎস থেকে কী পরিমাণ তহবিল সংগ্রহ করে, কোথায় কীভাবে বিনিয়োগ করা হলে ব্যবসায়ে সর্বোচ্চ মুনাফা হবে, অর্থায়ন সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে। একটি ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে মালামাল বিক্রয় থেকে অর্থের আগমন হয়।

ব্যবসায়ে মালামাল প্রস্তুত ও ক্রয় করার জন্য বিভিন্ন ধরনের তহবিলের প্রয়োজন হয়। যেমন: মেশিনপত্র ক্রয়, কাঁচামাল ক্রয়, শ্রমিকদের মজুরি প্রদান ইত্যাদি। এগুলো তহবিলের ব্যবহার। তহবিলের এই প্রয়োজন অনুযায়ী পরিকল্পনামাফিক তহবিল সংগ্রহ করতে হয়, যেন উৎপাদন প্রক্রিয়া অব্যাহত থাকে। অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত এই প্রক্রিয়াকে বুঝায়।


ফিন্যান্স ও ব্যাংকিং ১ম অধ্যায় সৃজনশীল

প্রশ্ন ০১: জনাব সাদমান আহনাফ একটি বেসরকারি প্রতিষ্ঠানে উপ- ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। তার মাসিক বেতনের পরিমাণ ৮০,০০০ টাকা। প্রাপ্ত বেতন দিয়ে জনাব সাদমান আহনাফ তার বাড়ি : ভাড়া, পারিবারিক খরচ, ছেলেমেয়ের পড়াশোনা খরচ এবং চিকিৎসা খরচসহ বিভিন্ন খরচের অর্থ পরিশোধ করেন। মাস শেষে দেখা যায়, তার হাতে খুব বেশি পরিমাণ টানা থাকে না। ইচ্ছা থাকলেও তিনি তার বেতন থেকে কিছু অর্থ বাড়ি নির্মাণের কাজে ব্যবহার করতে পারেন না। অর্থের সংকটে পড়ে তিনি একটি ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ির কাজ চালিয়ে নেন।

ক. চলতি বিনিয়োগ সিদ্ধান্ত কী?
খ. অর্থায়ন সিদ্ধান্ত বলতে কী বোঝায়?
গ. জনাব সাদমান আহনাফ তার বেতনের টাকা কোন ধরনের অর্থায়নে ব্যবহার করেন?ব্যাখ্যা করো।
ঘ. বাড়ি নির্মাণ কাজের জন্য ব্যাংক থেকে ঋণ নেওয়ার যৌক্তিকতা বিশ্লেষণ করো।

প্রশ্ন ০২: জনাব আফজাল একজন গার্মেন্টস মালিক। তার ফ্যাক্টরিতে উৎপাদিত পোশাক বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়। তার ভাই জনাব আবির একজন প্রবাসী। তিনি সিঙ্গাপুরে একটি ইলেকট্রনিকস কোম্পানিতে চাকরি করেন।

ক. ব্যয় সিদ্ধান্তের অপর নাম কী?
খ. তারল্য ও মুনাফার মধ্যে সম্পর্ক কীরূপ? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে কোন ধরনের অর্থায়নের কথা বলা হয়েছে? বর্ণনা করো।
ঘ. অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় জনাব আবিরের মতো প্রবাসীদের অবদান মূল্যায়ন করো।

প্রশ্ন ০৩: মি. লাজিম ও মি. অনন্ত দু’জনই একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে মাস্টার্স পাস করে দুটি আলাদা প্রতিষ্ঠানে বড় পদে কাজ করছেন। মি. লাজিমের প্রতিষ্ঠানে বিভিন্ন কর ও শুষ্ক থেকে অর্থ সংগৃহীত হয়। দেশের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে এর মুখ্য অংশ ব্যয়িত হয়। মি. অনন্ত যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সেখানে তহবিল সংগ্রহে নানা বিচার-বিশ্লেষণের প্রয়োজন পড়ে। প্রতিষ্ঠানের ঋণের দায় ও মালিকানা স্বত্বের মধ্যে লাভজনক ভারসাম্য সৃষ্টি করে বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়।

ক. অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন কোনটি?
খ. আয় সিদ্ধান্ত বলতে কী বোঝায়?
গ. মি. লাজিমের প্রতিষ্ঠানের অর্থায়নের ধরন কীরূপ? ব্যাখ্যা করো।
ঘ. আর্থিক ব্যবস্থাপক হিসেবে মি. অনন্ত উদ্দীপকে যে সিদ্ধান্ত নিয়ে কাজ করেন তা মূল্যায়ন করো।

প্রশ্ন ০৪: তাইফা একটি কোম্পানির ব্যবস্থাপক। তিনি একদিকে অর্থায়ন এবং বিনিয়োগ সিদ্ধান্ত নেন। অপরদিকে অন্যান্য সিদ্ধান্তও নিয়ে থাকেন। তার কোম্পানির জন্য পারিবারিক অর্থায়নের পাশাপাশি সরকারি অর্থায়ন প্রয়োজন।

ক. সমাজ-সভ্যতার কয়টি উন্নয়নের কারণে ব্যবসায়ের কার্যপরিধি বেড়েছে?
খ. সিদ্ধান্ত ও ব্যয় সিদ্ধান্তের মধ্যে দুটি পার্থক্য লিখ।
গ. তাইফা আয়-ব্যয়ের পাশাপাশি আর কী কী সিদ্ধান্ত কার্যকর করেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লেখিত ব্যক্তির অর্থায়ন দুটি তার কোম্পানির জন্য কতটুকু যথোপযুক্ত? বর্ণনা করো।

প্রশ্ন ০৫: রহমান এন্টারপ্রাইজ-এর ব্যবস্থাপক জামাল সাহেব বিভিন্ন উৎস থেকে ৩০ লক্ষ টাকা সংগ্রহ করেন। উক্ত অর্থ তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন খাতে ব্যয় করেন। আয় ও ব্যয়ের বিভিন্ন দিক বিশ্লেষণ করে তিনি সঠিকভাবে ব্যবসায় পরিচালনা করছেন। ফলে প্রতিষ্ঠানটি সফলভাবে পরিচালিত হচ্ছে।

ক. বিশ্ব বাণিজ্য সংস্থার আত্মপ্রকাশ ঘটে কখন?
খ. কোন ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যক্তিগত সম্পত্তি দিয়ে দায় পরিশোধ করতে হয়? ব্যাখ্যা করো।
গ. রহমান এন্টারপ্রাইজ-এর ব্যবস্থাপক জামাল সাহেবের সামগ্রিক কাজকে কী বলা হয়? ব্যাখ্যা করো।
ঘ. একটি প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে জামাল সাহেবের কাজের ভূমিকা মূল্যায়ন করো।

প্রশ্ন ০৬: মিস রুমা একটি ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপক। তিনি গতানুগতিক ধারায় তার ব্যবসায় পরিচালনা করেন। গত কয়েক বছর ধরে তিনি ব্যবসায় প্রত্যাশিত মুনাফা অর্জন করতে পারছেন না। পরবর্তীতে তার প্রফেসর বন্ধু মি. হাবিবের পরামর্শ নেন। মি. হাবিব মনে করেন, সনাতন বা গতানুগতিক ধারায় আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলি শুধু হিসাবরক্ষণ ও তা বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ কার্যাক্রম প্রণয়নের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু সভ্যতার ক্রমান্বয়ে ব্যবসা-বাণিজ্যে ও প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে অর্থায়ন বিষয়ক ধারণা ও কার্যাবলি পরিবর্তিত হয়েছে।

ক. WTO-এর পূর্ণরূপ কী?
খ. বৈচিত্রায়ণের নীতিটি ব্যাখ্যা করো।
গ. মিস রুমার ব্যবসায় সফল না হওয়ার কারণ ব্যাখ্যা করো।
ঘ. মিস রুমা বন্ধুর পরামর্শ অনুযায়ী তার ব্যবসায়ে কি সফল হতে পারবেন? বিশ্লেষণ করো।

প্রশ্ন ০৭: মি. আদনান একটি নতুন ব্যবসায় প্রতিষ্ঠান খোলার পূর্বে বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহ করেছেন। ব্যবসায় চালু করার পর বছর শেষে দেখা গেল তিনি তার ব্যবসায় থেকে মুনাফা অর্জন করতে সমর্থ হয়েছেন।

ক. PPP এর পূর্ণরূপ লেখো।
খ. অর্থায়ন সিদ্ধান্ত কীভাবে হয়?
গ. মি. আদনানের ব্যবসায়ের তহবিল সংগ্রহের পদ্ধতি কোনটি? ব্যাখ্যা করো।
ঘ. মি. আদনানের জন্য তহবিল বিনিয়োগের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা— উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।

প্রশ্ন ০৮: পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর ওপর নির্মানাধীন একটি বহুমুখী সেতু। এ প্রকল্পের জন্য সর্বপ্রথম বিশ্ব ব্যাংক থেকে ঋণ নেওয়ার মাধ্যমে অর্থায়ন করার পরিকল্পনা করা হয়। পরবর্তীতে ২০১১ সালে বিশ্ব ব্যাংক অর্থায়ন বাতিল করলে সরকার নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয়। বর্তমানে সেতুটির স্প্যান বসানোর কাজ সম্পন্ন হয়েছে।

ক. পারিবারিক অর্থায়ন কী?
খ. তারল্য ঘাটতি কেন হয়? ব্যাখ্যা করো।
গ. পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্পের অর্থায়নের গুরুত্ব আলোচনা করো।

প্রশ্ন ০৯: জামান সাহেব একজন মনিহারি ব্যবসায়ী। তিনি তার দোকানে মনিহারি দ্রব্যাদি বিক্রয়ের পাশাপাশি বিভিন্ন টেলিকম কোম্পানির মোবাইল রিচার্জ সেবা দেন। ফলে লোকেরা তার দোকানে ভিড় করে। তিনি চলতি মূলধন ব্যবহার করে ব্যবসায়ের পণ্য কিনেন।

ক. তারল্য কী?
খ. সরকার কেন দেশের জন্য অনেক অর্থ ব্যয় করে?
গ. জামান সাহেবের ব্যবসায়িক পণ্য কেনার জন্য চলতি মূলধনের ব্যবহার কারবারি অর্থায়নের কোন নীতির অন্তর্গত? বর্ণনা করো।
ঘ. জামান সাহেবের মনিহারি দ্রব্য বিক্রয়ের পাশাপাশি মোবাইল রিচার্জ সেবা দেওয়ার যৌক্তিকতা বিশ্লেষণ করো।

প্রশ্ন ১০: সানি ও রনি দুই বন্ধু মিলে একটি অংশীদারি ব্যবসা পরিচালনা করেন। তারা নগদ অর্থ ও মুনাফার মধ্যে বিপরীত সম্পদ সম্বন্ধে সচেতন। এছাড়া চলতি মূলধনের ওপর তারা বেশি গুরুত্ব দেন।
ক. অর্থায়ন কী নিয়ে কাজ করে?
খ. দেশে প্রতি বছর বাণিজ্য ঘাটতি দেখা দেয় কেন?
গ. সানি ও রনির নগদ অর্থ ও মুনাফার মধ্যে বিপরীত সম্পর্ক সম্বন্ধে সচেতনতা কোন ধরনের নীতির অন্তর্গত? ব্যাখ্যা করো।
ঘ. দুই বন্ধু কেন চলতি মূলধনের ওপর গুরুত্ব দেন? বিশ্লেষণ করো।

উত্তর পিডিএফ


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। এছাড়াও আমাদের কোন আপডেট মিস না করতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে ফেসবুকে কানক্ট থাকতে পারেন।