৮ম শ্রেণি: পড়ে পাওয়া গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (PDF)

পড়ে পাওয়া গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

পড়ে পাওয়া গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: এটি একটি বিখ্যাত কিশাের গল্প। এ গয়ে দুজন কিশাের একটি টাকার বাক্স কুড়িয়ে পায় এবং তারা ও অন্য কিশাের বন্ধুরা মিলে সেটি তার প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়ার সিন্ধান্ত নেয় এবং অবশেষে তা প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে সক্ষম হয়।

এ গল্পের কিশােররা কুড়িয়ে পাওয়া অর্থসম্পদ নিয়ে লােডের পরিচয় দেয়নি। বরং তারা অল্প বয়সেই সততা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। বয়সে ছােট হলেও তাদের নৈতিক অবস্থান বেশ দৃঢ়। এ গল্পে কিশােরদের ঐক্যচেতনার পাশাপাশি তাদের উন্নত মানবিক বােধেরও পরিচয় মেলে।

তাদের চারিত্রিক দৃঢ়তা, তীক্ষ্ণ বিবেচনাবােধ, সততা, নিষ্ঠা, কর্তব্যবােধে বয়ােজ্যেষ্ঠরা যেমন বিস্মিত, পাঠকরাও তেমনি অভিভূত। এ গল্পে দেখা যায়, কিশােররা ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণের সময় অধিকতর বুদ্ধিমান ও বিবেচককে মান্য করে আস্থা স্থাপন করে। দরিদ্র অসহায় মানুষের প্রতি ভালােবাসার চিত্রও এ গল্পে ফুটে উঠেছে।


৮ম শ্রেণির বাংলা ১ম পত্র এর সকল অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: অতিথির স্মৃতি
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: ভাব ও কাজ
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: পড়ে পাওয়া
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: তৈলচিত্রের ভূত
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: আমাদের লােকশিল্প
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: সুখী মানুষ
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: শিল্পকলার নানা দিক
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: মংডুর পথে
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বাংলা নববর্ষ
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বাংলা ভাষার জন্মকথা


পড়ে পাওয়া গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১। ‘পড়ে পাওয়া’ গল্পে কে সকলের সংশয় দূর করে দিল?
উত্তর: ‘পড়ে পাওয়া’ গল্পে বিধু সকলের সংশয় দূর করে দিল।

প্রশ্ন ২। বাক্স ফেরত দেয়ার কী মনে আসতেই তাদের মধ্যে কী ধরনের অনুভূতি কাজ করেছিল?
উত্তর: বাক্স ফেরত দেয়ার কথা মনে আসতেই তাদের মধ্যে ধর্মীয় অনুভূতি কাজ করছিল।

প্রশ্ন ৩। গ্রামের দুই কুমাের লেখকদের বাড়িতে কেন এসেছিল?
উত্তর: গ্রামের ভাদুই কুমাের কুয়া কাটার মজুরি চাইতে লেখকদের বাড়ি এসেছিল।

প্রশ্ন ৪। দণ্ডবৎ’ কী?
উত্তর: দণ্ডবৎ’ অর্থ মাটিতে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম।

প্রশ্ন ৫। চৌকিদার শব্দের অর্থ কী?
উত্তর: চৌকিদার শব্দের অর্থ প্রহরী।

প্রশ্ন ৬। বাদলদের গুপ্ত মিটিং কোথায় হলাে?
উত্তর: বাদলদের গুপ্ত মিটিং বসল বাদলদের ভাঙা নাটমন্দিরের কোণে।

প্রশ্ন ৭। পত্রপাঠ বিদায় কী? অথবা, পত্রপাঠ বিদায়’ কথাটির অর্থ কী?
উত্তর: পত্রপাঠ বিদায় হচ্ছে- তৎক্ষণাৎ বিদায়।

প্রশ্ন ৮। ‘পড়ে পাওয়া’ গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত?
উত্তর: ‘পড়ে পাওয়া’ গল্পটি ‘নীলগঞ্জের ফালমন সাহেব’ গ্রন্থ থেকে সংকলিত।

প্রশ্ন ৯। আকাশে কালাে মেঘের রাশি উড়ে আসতে লাগল কোন দিক থেকে?
উত্তর: আকাশে কালাে মেঘের রাশি পশ্চিম দিক থেকে উড়ে আসতে লাগল।

প্রশ্ন ১০। বালকদের মধ্যে কার হাতের লেখা ভালাে ছিল?
উত্তর: বালকদের মধ্যে বাদলের হাতের লেখা ভালাে ছিল।

প্রশ্ন ১১। বিধু সকলের সংশয় দূর করে দিয়ে কী জানিয়ে দিল?
উত্তর: বিধু সকলের সংশয় দূর করে দিয়ে জানিয়ে দিল যে, ঝড় আসবে।

প্রশ্ন ১২। কাপালির হারানাে বাক্সের ভেতর নগদ কত টাকা ছিল?
উত্তর: কাপালির হারানাে বাক্সের ভেতর নগদ পঞ্চাশ টাকা ছিল।

প্রশ্ন ১৩। ‘পড়ে পাওয়া কী ধরনের রচনা?
উত্তর: পড়ে পাওয়া একটি কিশাের গল্প ।

প্রশ্ন ১৪। ‘পড়ে পাওয়া’ গল্পের লেখক কে?
উত্তর: ‘পড়ে পাওয়া’ গল্পের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

প্রশ্ন ১৫। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৮৯৪ সালে ।

প্রশ্ন ১৬। বাদলের গুপ্ত মিটিং কোথায় হলাে?
উত্তর: বাদলের গুপ্ত মিটিং হলাে ভাঙা নাটমন্দিরের কোণে।

প্রশ্ন ১৭। বাক্সটি কার পায়ে বেধেছিল?
উত্তর: বাক্সটি বাদলের পায়ে বেধেছিল।

প্রশ্ন ১৮। “আপনারা মানুষ না দেবতা’- উক্তিটি কার?
উত্তর: ‘আপনারা মানুষ না দেবতা’- উক্তিটি বার ফেরত নিতে আসা কাপালি লােকটির।

প্রশ্ন ১৯। লেখক ও তার বন্ধুরা কোথায় গুপ্ত মিটিং করেছিল?
উত্তর: লেখক ও তার বন্ধুরা বাদলদের ভাঙা মন্দিরের কোণে গুপ্ত মিটিং করেছিল।

প্রশ্ন ২০। কালবােশেখির ঝড় মানেই কী?
উত্তর: কালবােশেখির ঝড় মানেই আম কুড়ানাে।

প্রশ্ন ২১। চিরকাল কে লেখক ও তার বন্ধুদের সংশয় দূর করে এসেছে?
উত্তর: নিধু লেখক ও তার বন্ধুদের সংশয় চিরকাল দূর করে এসেছে।

প্রশ্ন ২২। শিলাবৃষ্টির মতো কী ঝরছে?
উত্তর: আম করছে।

প্রশ্ন ২৩। টাকাকড়ি রাখার বাক্সকে পাড়াগায়ে কী বলে?
উত্তর: টাকাকড়ি রাখার বাক্সকে পাড়াগাঁয়ে ডবল টিনের ক্যাশ বাক্স বলে।

প্রশ্ন ২৪। ক্যাশ বাজটি কারা কুড়িয়ে পেয়েছে?
উত্তর: লেখক ও তার বন্ধু বাদল।

প্রশ্ন ২৫। কে ঘুড়ির মাপে কাগজ কেটে নিয়ে আসার নির্দেশ দিল?
উত্তর: বিধু ঘুড়ির মাপে কাগজ কেটে নিয়ে আসার নির্দেশ দিল ।

প্রশ্ন ২৬। “বাবু, ইদিরভীষণ কার নাম?”- এ প্রশ্ন কাকে করা হয়েছিল?
উত্তর: এ প্রশ্ন লেখককে করা হয়েছিল।

প্রশ্ন ২৭। বন্যায় কারা নিরাশ্রয় হয়ে গেল?
উত্তর: বন্যায় অম্বরপুর চরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল।

প্রশ্ন ২৮। দুই কুমাের কী চাইতে এসেছে?
উত্তর: কুয়াে কাটানাে মজুরি।

প্রশ্ন ২৯। “আজ এখানে দুটি ডাল-ভাত খেও।”- এটা কাকে বলা হয়েছে?
উত্তর: এটা অম্বরপুর চরের এক কাপালিকে বলা হয়েছে।

প্রশ্ন ৩০। বিধু ভবিষ্যতে কী হবে বলে সকলের ধারণা?
উত্তর: বিধু ভবিষ্যতে উকিল হবে বলে সকলের ধারণা।

প্রশ্ন ৩১। কাপালি লােকটার চোখ দিয়ে কেন জল ঝরতে লাগল?
উত্তর: বাক্স ফিরে পাওয়ার আনন্দে কাপালি লােকটার চোখ দিয়ে জল ঝরতে লাগল।

প্রশ্ন ৩২। কতক্ষণের মধ্যে চণ্ডীমণ্ডপের সামনে ভিড় জমে গেল?
উত্তর: আধঘণ্টার মধ্যে চণ্ডীমণ্ডপের সামনে ভিড় জমে গেল।

প্রশ্ন ৩৩। লেখক নদীর চরে কাদের ছােট ছােট ঘরবাড়ি দেখেছেন?
উত্তর: লেখক নদীর চরে কাপালিদের ছােট ছােট ঘরবাড়ি দেখেছেন।

প্রশ্ন ৩৪। কালােমতাে লােকটি কত দিন পর এসে বাক্স দাবি করল?
উত্তর: কালােমতাে লােকটি তিন দিন পর এসে বাক্স দাবি করল ।

প্রশ্ন ৩৫। কোথায় ব্যাঙ ডাকছে?
উত্তর: নরহরি বােস্টমের ডােবায় ব্যাঙ ডাকছে।

প্রশ্ন ৩৬। লেখকের বন্ধুদের মধ্যে কে বয়সে বড়?
উত্তর: লেখকের বন্ধুদের মধ্যে বিধু বয়সে বড়।

প্রশ্ন ৩৭। বাড়ুয্যেদের মাঠের বাগানে কী জাতের আমগাছ আছে?
উত্তর: বাড়ুয্যেদের মাঠের বাগানে চাপাতলী জাতের আমগাছ আছে।

ডাউনলোড পিডিএফ

আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

About মেরাজুল ইসলাম

আমি মেরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি একজন ব্লগার। এডুকেশন এর প্রতি ভালোবাসাও অনলাইল শিক্ষার পরিসর বাড়ানোর জন্য এডুকেশন ব্লগের পথচলা। ব্লগিং এর পাশাপাশি আমি ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, কাস্টমাইজ সহ ওয়েব রিলেটেড সকল কাজ করি।

View all posts by মেরাজুল ইসলাম →