একুশের গান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন 

৮ম শ্রেণি: একুশের গান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

একুশের গান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন: ১৯৫৩ খ্রিস্টাব্দে হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনে ‘একুশের গান’ প্রথম ছাপা হয়।

‘একুশের গান’ কবিতাটিতে ১৯৫২ খ্রিষ্টাব্দে সংঘটিত ভাষা-আন্দোলনে বাঙালি ছাত্র-জনতার আত্মোৎসর্গের স্মৃতি স্মরণ করা হয়েছে। ভাষা-আন্দোলনের রক্তদানের ইতিহাস কিছুতেই বিস্তৃত হওয়ার নয়।

বাংলা ভাষাকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আন্দোলনকারীদের ওপর অন্যায়ভাবে গুলিবর্ষণকারী তৎকালীন পাকিস্তানি শোষকদের বিরুদ্ধে বাঙালি জাতির জাগ্রত প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত হয়েছে ‘একুশের গান’ কবিতাটিতে।


৮ম শ্রেণির বাংলা ১ম পত্র এর সকল করিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: মানবধর্ম
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বঙ্গভূমির প্রতি
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: দুই বিঘা জমি
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: পাছে লোকে কিছু বলে
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: প্রার্থনা
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বাবুরের মহত্ত্ব
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: নারী
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: আবার আসিব ফিরে
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: রুপাই
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: জাগো তবে অরণ্য কন্যারা
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: প্ৰাৰ্থী
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: একুশের গান


একুশের গান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন ১। ‘একুশের গান’ কবিতায় উল্লিখিত কোথায় বীর ছেলে বীর নারী মারা যায়?
উত্তর: ‘একুশের গান’ কবিতায় উল্লিখিত ‘জালিমের কারাগারে’ বীর ছেলে বীর নারী মারা যায়।

প্রশ্ন ২। ‘একুশের গান’ কবিতায় ‘রক্তে রাঙানো’ কথাটির আলংকারিক অর্থ কী?
উত্তর: ‘একুশের গান’ কবিতায় ‘রক্তে রাঙানো’ কথাটির আলংকারিক অর্থ বহু মানুষের আত্মোৎসর্গ।

প্রশ্ন ৩। ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনের সম্পাদনা কে করেন?
উত্তর: ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনের সম্পাদনা করেন- হাসান হাফিজুর রহমান।

৪। ‘অলকনন্দা’ কী?
উত্তর: অলকনন্দা হলো স্বর্গীয় নদীর ধারা।

প্রশ্ন ৫। ‘একুশের গান’ কবিতাটি কোন শহিদের স্মরণে লেখা হয়েছে?
উত্তর: ‘একুশের গান’ কবিতাটি ১৯৫২ সালে ভাষা আন্দোলনে শহিদদের স্মরণে লেখা।

প্রশ্ন ৬। ফেব্রুয়ারিকে ‘অশ্রু-গড়া’ বলা হয়েছে কেন?
উত্তর: মায়েরা ফেব্রুয়ারিতে তাঁদের সন্তানদের হারান কবি তাই মনে করেন মায়ের সন্তান হারানো অশ্রুতে গড়া এই ফেব্রুয়ারি।

প্রশ্ন ৭। ‘একুশের গান’ কবিতাটি কোন সালে প্রকাশিত হয়?
উত্তর: ‘একুশের গান’ কবিতাটি ১৯৫৩ সালে প্রকাশিত হয়।

প্রশ্ন ৮। ‘একুশের গান’ কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা কী নিয়ে গর্ব করতে শিখবে?
উত্তর: একুশের গান’ কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা ভাষা আন্দোলনে বাঙালির আত্মত্যাগ নিয়ে গর্ব করতে শিখবে।

প্রশ্ন ৯। ‘একুশের গান’ কবিতার পটভূমি কী?
উত্তর: ‘একুশের গান’ কবিতার পটভূমি ১৯৫২ সালের ভাষা আন্দোলন।

প্রশ্ন ১০। ‘একুশের গান’ কবিতায় ‘ওরা’ কী বিক্রি করে?
উত্তর: ‘একুশের গান’ কবিতায় ‘ওরা’ দেশের ‘ভাগ্য’ বিক্রি করে।

প্রশ্ন ১১। সেই আঁধারের কাদের মুখ চেনা?
উত্তর: সেই আঁধারের পশুদের মুখ চেনা।

প্রশ্ন ১২। কার রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি?
উত্তর: ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।

প্রশ্ন ১৩। কেমন দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি?
উত্তর: সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি।

প্রশ্ন ১৪। কী হত্যার বিক্ষোভে বসুন্ধরাকে কবি কাঁপতে বলেছেন?
উত্তর: শিশু হত্যার বিক্ষোভে কবি বসুন্ধরাকে কাঁপতে বলেছেন।

প্রশ্ন ১৫। নীল গগনের বসনে কখন চাঁদ চুমো খেয়েছিল?
উত্তর: নীল গগনের বৃসনে শীতের শেষে চাঁদ চুমো খেয়েছিল।

প্রশ্ন ১৬। শত্রুরা মানুষের কী কী কেড়ে নিয়েছে?
উত্তর: শত্রুরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি কেড়ে নিয়েছে।

প্রশ্ন ১৭। আজও জালিমের কারাগারে কে কে মরে?
উত্তর: আজও জালিমের কারাগারে বীর ছেলে, বীর নারী মরে।

প্রশ্ন ১৮। কার আত্মা ডাকে?
উত্তর: শহিদ ভাইয়ের আত্মা ডাকে।

আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।