(উদাহরণসহ) এ-ধ্বনি উচ্চারণের নিয়ম

এ-ধ্বনি উচ্চারণের নিয়ম

এ-ধ্বনি উচ্চারণের নিয়ম: উচ্চারণের নিয়ম ধ্বনিতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতি বছরই এইচএসসি পরিক্ষায় উচ্চারণের নিয়ম থেকে প্রশ্ন থাকে। আজকের আর্টিকেলে এ-ধ্বনি উচ্চারণের নিয়ম সম্পর্কে আলোচনা করা হবে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।

এ-ধ্বনি উচ্চারণের নিয়ম

এ-ধ্বনির উচ্চারণ দুরকম : সংবৃত ও বিবৃত। যেমন— মেঘ (মেঘ— সংবৃত), খেলা (খ্যালা— বিবৃত)।

১। সংবৃত: (ক) পদের অন্তে ‘এ’ সংবৃত হয়। যেমন— পথে, ঘাটে, দোষে, গুণে, আসে ইত্যাদি।

(খ) তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জনধ্বনির সঙ্গে এ-ধ্বনির উচ্চারণ সংবৃত হয়। যেমন- দেশ, প্রেম, শেষ ইত্যাদি।

(গ) একাক্ষর সর্বনাম পদের ‘এ’ সংবৃত হয়। যেমন— কে, সে, যে।

(ঘ) ‘হ’ কিংবা আকারবিহীন যুক্তধ্বনি পরে থাকলে ‘এ; সংবৃত হয়। যেমন— দেহ, কেহ, কেষ্ট।

(ঙ) ‘ই’ বা ‘উ’-কার পরে থাকলে ‘এ’ সংবৃত হয়। যেমন— দেখি, রেণু, বেলুন।

২। বিবৃত: (অ্যা): ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ ইংরেজি ক্যাট (cat) ও ব্যাট (bat)-এর ‘এ’ (a)-এর মত। যেমন— দেখ (দ্যাখ), একা (এ্যাকা) ইত্যাদি। এ-ধ্বনির এই বিবৃত উচ্চারণ কেবল শব্দের আদিতেই পাওয়া যায়, শব্দের মধ্যে ও অন্তে পাওয়া যায় না।

(ক) দু অক্ষর বিশিষ্ট সর্বনাম বা অব্যয় পদে, যেমন— এত, এখন, হেন, কেন ইত্যাদি। কিন্তু ব্যতিক্রম । যেথা, সেথা, হেথা।

(খ) অনুযার ও চন্দ্রবিন্দুযুক্ত ধ্বনির আগের এ ধ্বনি বিবৃত। যেমন- খেংড়া, চেংড়া, সেঁতসেঁতে, বেঁকা।

(গ) খাঁটি বাংলা শব্দে, যেমন- খেমটা, ঢেপসা, তেলাপোকা, তেনা, দেওর।

(ঘ) এক, এগারো, তেরো- এ কটি সংখ্যাবাচক শব্দে, ‘এক’ যুক্ত শব্দেও, যেমন— এক চোট, এক তলা, এক ঘরে ইত্যাদি।

(ঙ) ক্রিয়াপদের বর্তমান কালের অনুজ্ঞায়, তুচ্ছার্থে ও সাধারণ মধ্যম পুরুষের রূপে; যেমন— দেখ্ (দ্যাখ), দেখ (দ্যাখো), খেল্ (খ্যাল্), খেল (খ্যালো), ফেলু (ফ্যাহ্), ফেল (ফ্যালো) ইত্যাদি।

আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। ওয়েবসাইটের পাশাপাশি আমরা আমাদের সোসাল মিডিয়া ও ইউটিউবেও নিয়মিত সাজেশনের আপডেট করে থাকি। ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে এখানে ক্লিক করুন এবং আমাদের ইউটিউবে সাবক্রাইব করতে এখানে ক্লিক করুন। ভালো থাকবেন সবাই, ধনবাদ।

এইচএসসি ২০২২ সাজেশন

About মেরাজুল ইসলাম

আমি মেরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি একজন ব্লগার। এডুকেশন এর প্রতি ভালোবাসাও অনলাইল শিক্ষার পরিসর বাড়ানোর জন্য এডুকেশন ব্লগের পথচলা। ব্লগিং এর পাশাপাশি আমি ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, কাস্টমাইজ সহ ওয়েব রিলেটেড সকল কাজ করি।

View all posts by মেরাজুল ইসলাম →