ছোটদের মুক্তিযুদ্ধের ইতিহাস pdf

ছোটদের মুক্তিযুদ্ধের ইতিহাস pdf ডাউনলোড

ছোটদের মুক্তিযুদ্ধের ইতিহাস মুহম্মদ জাফর ইকবাল এর লেখা শিশু-কিশোর বই বই। পিডিএফ মেলার আজকের আর্টিকেলে আপনাদের সাথে ছোটদের মুক্তিযুদ্ধের ইতিহাস pdf শেয়ার করবো। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।

ছোটদের মুক্তিযুদ্ধের ইতিহাস pdf এর কিছু অংশ

আমাদের প্রিয় এই সবুজ শ্যামল বাংলাদেশের নাম একসময় ছিল পূর্ব পাকিস্তান। তখন পাকিস্তান দেশটি ছিল খুব বিচিত্র একটি দেশ, কারণ এই দেশের ছিল দুইটি অংশ-একটি অংশের নাম ছিল পূর্ব পাকিস্তান অন্য অংশটি পশ্চিম পাকিস্তান। পূর্ব আর পশ্চিম পাকিস্তানের মধ্যে দূরত্ব ছিল প্রায় দুই হাজার কিলােমিটার, মাঝখানে ছিল অন্য একটি দেশ—সেই দেশটি হচ্ছে ভারত। বাঙালিরা থাকত পূর্ব পাকিস্তানে, তাদের সাথে পশ্চিম পাকিস্তানের লােকদের ভাষা, পােশাক, খাবার বা আচার-আচরণের কোনাে মিল ছিল না।

পূর্ব পাকিস্তানের বাঙালিদের থেকে পশ্চিম পাকিস্তানের লােকসংখ্যা ছিল অনেক কম, কিন্তু তারাই ছিল শাসক, তাই তারা বাঙালিদের নানাভাবে শােষণ করত। পূর্ব পাকিস্তানে যে টাকা উপার্জন হতাে, তার বেশির ভাগ খরচ হতাে পশ্চিম পাকিস্তানে।

পাকিস্তানের মিলিটারিতে বাঙালির সংখ্যা ছিল খুবই কম। শুধু তাই না, তারা জোর করে উর্দু ভাষাকে বাঙালিদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। বাঙালিরা সেটা কোনােভাবে মেনে নেয়নি। আন্দোলন করে, সালাম, বরকত, রফিক, জব্বারের মত অনেকের প্রাণের বিনিময়ে বাঙালিরা শেষ পর্যন্ত বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করতে পেরেছিল। ১৯৫২ সালের সেই দিনটিকে স্মরণ করে সারা পৃথিবীর মানুষ এখন ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে।

পূর্ব পাকিস্তানে বাঙালিদের একজন খুব প্রিয় আর বড় নেতা তখন পশ্চিম পাকিস্তানিদের এই অত্যাচার আর শােষণ থেকে মুক্তি পাবার জন্যে মাথা তুলে দাঁড়ালেন, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু ছয়দফা নামে ছয়টি দাবী করলেন, যে দাবীগুলাে মেনে নিলে পূর্ব পাকিস্তানের উপর সব রকম অত্যাচার আর শােষণ বন্ধ হয়ে যাবে। ছয়দফা আন্দোলন করার জন্যে বঙ্গবন্ধুকে তাঁর দলের মানুষসহ জেলে ঢুকিয়ে তাদের উপর অনেক অত্যাচার করা হল কিন্তু তবু তিনি পিছালেন না। শেষ পর্যন্ত ১৯৬৯ সালে বিশাল একটা আন্দোলনের পর তিনি মুক্ত হয়ে বের হয়ে এলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বিশ্বাস করে তখন পূর্ব পাকিস্তানের সব বাঙালি তার পিছনে এসে দাঁড়িয়েছে। তাই ১৯৭০ সালে পাকিস্তানের যে নির্বাচন হল সেই নির্বাচনে দুইটি ছাড়া বাকী সব সিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল আওয়ামী লীগ অনেক বেশি ভােট পেয়ে জিতে গেল। যার অর্থ বঙ্গবন্ধু মুজিবুর রহমান এখন শুধু পূর্ব পাকিস্তান নয়, সারা পাকিস্তানের সরকার প্রধান হবেন।

পাকিস্তানের মিলিটারি শাসক জেনারেল ইয়াহিয়া খান আর তার দলবল সেটি কিছুতেই মেনে নিতে পারল না। বাঙালিরা পাকিস্তানকে শাসন করবে এটা তারা কল্পনাও করতে পারে না। পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক নেতা জুলফিকার আলী ভুট্টোকে নিয়ে তারা ষড়যন্ত্র শুরু করে দিল।

ছোটদের মুক্তিযুদ্ধের ইতিহাস pdf ডাউনলোড



🔸🔸 You can also Download: সহজ উপায়ে নার্সারী শিক্ষা pdf ডাউনলোড
🔸🔸 You can also Download: ধানচাষের প্রতিবেদন pdf ডাউনলোড
🔸🔸 You can also Download: বৈজ্ঞানিক পদ্ধতিতে ছাগল পালন pdf ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *