বঙ্গভূমির প্রতি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

৮ম শ্রেণি: বঙ্গভূমির প্রতি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

বঙ্গভূমির প্রতি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন: ‘বঙ্গভূমির প্রতি’ কবিতাটিতে স্বদেশের প্রতি কবির গভীর শ্রদ্ধা ও ভালোবাসা তীব্রভাবে ফুটে উঠেছে। দেশকে কবি মা হিসেবে কল্পনা করে নিজেকে ভেবেছেন তার সন্তান।

প্রবাসী কবি ভেবেছেন, মা যেমন সন্তানের দোষ মনে রাখেন না, দেশমাতৃকাও তাঁর সব দোষ ক্ষমা করে দেবেন। তিনি বিনয়ের সঙ্গে এও বলেছেন যে, তাঁর এমন কোনো মহৎ গুণ নেই, যে-কারণে তিনি স্মরণীয় হতে পারেন।

বিনয়ী কবি তাই দেশমাতৃকার কাছে এই বলে মিনতি জানাচ্ছেন, তিনি যেন দেশমাতৃকার স্মৃতিতে পদ্মফুলের মতো ফুটে থাকেন।


৮ম শ্রেণির বাংলা ১ম পত্র এর সকল করিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: মানবধর্ম
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বঙ্গভূমির প্রতি
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: দুই বিঘা জমি
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: পাছে লোকে কিছু বলে
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: প্রার্থনা
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বাবুরের মহত্ত্ব
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: নারী
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: আবার আসিব ফিরে
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: রুপাই
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: জাগো তবে অরণ্য কন্যারা
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: প্ৰাৰ্থী
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: একুশের গান


বঙ্গভূমির প্রতি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন ১। কবি দেশমাতৃকার স্মৃতিতে কোন ফুলের মতো ফুটে থাকার কামনা করেছেন?
উত্তর: কবি দেশমাতৃকার স্মৃতিতে পদ্মফুলের মতো ফুটে থাকার কামনা করেছেন।

প্রশ্ন ২। ‘বঙ্গভূমির প্রতি’ কী ধরনের কবিতা?
উত্তর: ‘বঙ্গভূমির প্রতি’ কবিতাটি একটি গীতিকবিতা।

প্রশ্ন ৩। বাংলা ভাষার প্রথম মহাকাব্যের নাম কী?
উত্তর: বাংলা ভাষার প্রথম মহাকাব্যের নাম ‘মেঘনাদবধ কাব্য’।

প্রশ্ন ৪। ‘মক্ষিকা’ শব্দের অর্থ কী?
উত্তর: মক্ষিকা শব্দের অর্থ হলো মাছি।

প্রশ্ন ৫। ‘কোকনদ’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘কোকনদ’ শব্দের অর্থ হলো লালপদ্ম।

প্রশ্ন ৬। কোন নদের নীর চিরস্থির নয়?
উত্তর: জীবন নদের নীর চিরস্থির নয়।

প্রশ্ন ৭। মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্যের নাম লেখ।
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য হলো ‘বীরাঙ্গনা’।

প্রশ্ন ৮। ‘শমন’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘শমন’ শব্দের অর্থ মৃত্যুর দেবতা।

প্রশ্ন ৯। বাংলা ভাষার প্রথম মহাকাব্যের নাম কী?
উত্তর: বাংলা ভাষার প্রথম মহাকাব্যের নাম ‘মেঘনাদবধ কাব্য’।

প্রশ্ন ১০। ‘বঙ্গভূমির প্রতি’ কবিতাটি পাঠ করে শিক্ষার্থীদের মনে কী জেগে উঠবে?
উত্তর: ‘বঙ্গভূমির প্রতি’ কবিতাটি পাঠ করে শিক্ষার্থীদের মনে স্বদেশের প্রতি শ্রদ্ধা ও বিনয় ভাব জেগে উঠবে।

প্রশ্ন ১১। ‘একেই কি বলে সভ্যতা’ কোন ধরনের রচনা?
উত্তর: ‘একেই কি বলে সভ্যতা’ প্রহসন জাতীয় রচনা।

প্রশ্ন ১২। কবি দেশকে কী হিসেবে কল্পনা করেছেন?
উত্তর: কবি দেশকে যা হিসেবে কল্পনা করেছেন ।

প্রশ্ন ১৩। ‘বঙ্গভূমির প্রতি’ কবিতাটির কবি কে?
উত্তর: ‘বঙ্গভূমির প্রতি’ কবিতাটির কবি মাইকেল মধুসূদন দত্ত।

প্রশ্ন ১৪। ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কবি কাকে ‘মা’ হিসেবে কল্পনা করেছেন?
উত্তর: কবি জন্মভূমিকে ‘মা’ হিসেবে কল্পনা করেছেন।

প্রশ্ন ১৫। মধুসূদন দত্তের মনে কখন থেকে কবি হওয়ার বাসনা ছিল?
উত্তর: মধুসূদন দত্তের মনে শৈশব থেকেই কবি হওয়ার তীব্র বাসনা ছিল।

প্রশ্ন ১৬। কোথায় না গেলে কবি হওয়া যাবে না বলে মধুসূদন দত্ত মনে করেছিলেন?
উত্তর: বিলেতে না গেলে কবি হওয়া যাবে না বলে মধুসূদন দত্ত মনে করেছিলেন।

প্রশ্ন ১৭। ‘চতুর্দশপদী কবিতা’র আরেক নাম কী?
উত্তর: ‘চতুর্দশপদী কবিতা’র আরেক নাম ‘সনেট’।

প্রশ্ন ১৮। বাংলা সনেটের প্রবর্তক কে?
উত্তর: বাংলা সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত।

প্রশ্ন ১৯। জন্মিলে কী করতে হবে?
উত্তর: জন্মিলে মরতে হবে।

প্রশ্ন ২০। অমৃত-হ্রদে পড়লে কে গলে না?
উত্তর: অমৃত-হ্রদে পড়লে মক্ষিকা গলে না।

প্রশ্ন ২১। জীবন-নদে কী চিরস্থির নয়?
উত্তর: জীবন-নদে নীর চিরস্থির নয়।

প্রশ্ন ২২। ‘নীর’ অর্থ কী?
উত্তর: পানি বা জল।

আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।