৮ম শ্রেণি: নারী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

নারী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

নারী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন: সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম ‘নর-নারী’ উভয়কেই মানুষ হিসেবে দেখেন। তিনি জগতে নর ও নারীর সাম্য বা সমান অধিকারে আস্থাবান। তাঁর মতে, পৃথিবীতে মানবসভ্যতা নির্মাণে নারী ও পুরুষের অবদান সমান।

কিন্তু ইতিহাসে পুরুষের অবদান যতটা লেখা হয়েছে নারীর অবদান ততটা লেখা হয়নি। কিন্তু এখন দিন এসেছে সম অধিকারের। তাই নারীর ওপর নির্যাতন চলবে না, তাঁর অধিকার ক্ষুণ্ন করা চলবে না। নারী-পুরুষ সবাইকে সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে হবে সম্মিলিতভাবে।


৮ম শ্রেণির বাংলা ১ম পত্র এর সকল করিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: মানবধর্ম
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বঙ্গভূমির প্রতি
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: দুই বিঘা জমি
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: পাছে লোকে কিছু বলে
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: প্রার্থনা
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বাবুরের মহত্ত্ব
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: নারী
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: আবার আসিব ফিরে
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: রুপাই
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: জাগো তবে অরণ্য কন্যারা
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: প্ৰাৰ্থী
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: একুশের গান


নারী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন ১। কাজী নজরুল ইসলাম নর-নারী উভয়কে কী হিসেবে দেখেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম নর-নারী উভয়কেই মানুষ হিসেবে দেখেন।

প্রশ্ন ২। মহীয়ান শব্দটি ‘নারী’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর: মহীয়ান শব্দটি ‘নারী’ কবিতায় মহিমান্বিত অর্থে ব্যবহৃত হয়েছে।

প্রশ্ন ৩। ‘নারী’ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
উত্তর: ‘নারী’ কবিতাটি কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত।

প্রশ্ন ৪।. ‘ডঙ্কা’ শব্দের অর্থ কী?
উত্তর: ডঙ্কা শব্দের অর্থ হলো জয়ঢাক।

প্রশ্ন ৫। পুরুষদের বিজয়ের পেছনে কাদের প্রেরণা ছিল?
উত্তর: পুরুষদের বিজয়ের পেছনে নারীদের প্রেরণা ছিল।

প্রশ্ন ৬। কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে কঠিন রোগে আক্রান্ত হন?
উত্তর: কাজী নজরুল ইসলাম তেতাল্লিশ বছর বয়সে কঠিন রোগে আক্রান্ত হন।

প্রশ্ন ৭। কত সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়?
উত্তর: ১৯১৯ সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়।

প্রশ্ন ৮। ইতিহাসে কোনটি লেখা নেই?
উত্তর: কত নারী সিঁথির সিঁদুর দিল সেই হিসাব ইতিহাসে লেখা নেই।

প্রশ্ন ৯। ১ম বিশ্বযুদ্ধে কাজী নজরুল ইসলাম কোন পল্টনে যোগ দেন?
উত্তর: ১ম বিশ্বযুদ্ধে কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টনে যোগ দেন।

প্রশ্ন ১০। কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালে মৃত্যুবরণ করেন।

প্রশ্ন ১১। কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায় প্রকাশিত হয়।

প্রশ্ন ১২। নজরুলের রচনায় কিসের দৃষ্টান্ত পাওয়া যায়?
উত্তর: নজরুলের রচনায় সাম্যবাদের দৃষ্টান্ত পাওয়া যায়।

প্রশ্ন ১৩। কে সাম্যের গান গায়?
উত্তর: কবি সাম্যের গান গায়।

প্রশ্ন ১৪। কার চোখে নারী-পুরুষে কোনো ভেদাভেদ নেই?
উত্তর: কবির চোখে নারী-পুরুষে কোনো ভেদাভেদ নেই ।

প্রশ্ন ১৫। বিশ্বের কল্যাণকর সৃষ্টি কীভাবে হয়েছে?
উত্তর: নারী আর পুরুষের সম্মিলিত চেষ্টায় বিশ্বের কল্যাণকর সৃষ্টি হয়েছে।

প্রশ্ন ১৬। পাপ-তাপ-বেদনা সৃষ্টিতে নারীর ভূমিকা কতটুকু?
উত্তর: পাপ-তাপ-বেদনা সৃষ্টিতে নারীর ভূমিকা অর্ধেক।

প্রশ্ন ১৭৷ জগতের বড় বড় অভিযান কাদের ত্যাগে মহীয়ান?
উত্তর: মাতা, ভগ্নি ও বধূদের।

প্রশ্ন ১৮। নরের বীরত্বের কথা কোথায় লেখা আছে?
উত্তর: নরের বীরত্বের কথা ইতিহাসে লেখা আছে।

প্রশ্ন ১৯। নারীর সিঁদুর বিসর্জন কোথায় উল্লেখ নেই?
উত্তর: নারীর সিঁদুর বিসর্জন ইতিহাসে উল্লেখ নেই ।

প্রশ্ন ২০। বড় বড় অভিযানে কারা সেবা দান করল?
উত্তর: বড় বড় অভিযানে বোনেরা সেবা দান করল।

প্রশ্ন ২১। বীরের স্মৃতিস্তম্ভের গায়ে কার কথা লেখা নেই?
উত্তর: বীরের স্মৃতিস্তম্ভের গায়ে নারীর কথা লেখা নেই ।

প্রশ্ন ২২। জয়ী পুরুষদের কারা প্রেরণা দিয়েছে?
উত্তর: জয়ী পুরুষদের নারীরা প্রেরণা দিয়েছে।

প্রশ্ন ২৩। কবি কাদেরকে বিজয়লক্ষ্মী বলেছেন?
উত্তর: কবি নারীদেরকে বিজয়লক্ষ্মী বলেছেন।

প্রশ্ন ২৪। যে যুগে পুরুষরা দাস ছিল না, সে যুগে নারীরা কী ছিল?
উত্তর: যে যুগে পুরুষরা দাস ছিল না, সে যুগে নারীরা দাসী ছিল।

প্রশ্ন ২৫। আজ কিসের যুগ?
উত্তর: আজ সাম্যের যুগ।

প্রশ্ন ২৬। এ যুগে কেউ কারও কী থাকবে না?
উত্তর: এ যুগে কেউ কারও বন্দি থাকবে না।

প্রশ্ন ২৭। কোন যুগ বাসি হয়েছে?
উত্তর: যে যুগে নারীরা দাসী ছিল, যে যুগ বাসি হয়েছে।

প্রশ্ন ২৮। ‘সিঁথির সিঁদুর দিল’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: স্বামী হারানোকে বোঝানো হয়েছে।

প্রশ্ন ২৯। কারা হৃদয় উপাড়ি দিল?
উত্তর: মাতারা হৃদয় উপাড়ি দিল।

আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

About মেরাজুল ইসলাম

আমি মেরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি একজন ব্লগার। এডুকেশন এর প্রতি ভালোবাসাও অনলাইল শিক্ষার পরিসর বাড়ানোর জন্য এডুকেশন ব্লগের পথচলা। ব্লগিং এর পাশাপাশি আমি ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, কাস্টমাইজ সহ ওয়েব রিলেটেড সকল কাজ করি।

View all posts by মেরাজুল ইসলাম →