আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন (বোর্ড প্রশ্ন সহ)

আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন

আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের সুবিখ্যাত প্রবন্ধগ্রন্থ ‘রুদ্র-মঙ্গল’ থেকে সংকলিত হয়েছে। “আমার পথ” প্রবন্ধে নজরুল এমন এক ‘আমি’র আবাহন প্রত্যাশা করেছেন যার পথ সত্যের পথ; সত্য প্রকাশে তিনি নির্ভীক অসংকোচ। তাঁর এই ‘আমি’-ভাবনা বিন্দুতে সিন্ধুর উচ্ছাস জাগায়।

নজরুল প্রতিটি মানুষকে পূর্ণ এক ‘আমি’র সীমায় ব্যাপ্ত করতে চেয়েছেন; একইসঙ্গে, এক মানুষকে আরেক মানুষের সঙ্গে মিলিয়ে ‘আমরা’ হয়ে উঠতে চেয়েছেন। স্বনির্ধারিত এই জীবন-সংকল্পকে তিনি তাঁর মতাে আরও যারা সত্যপথের পথিক হতে আগ্রহী তাদের উদ্দেশে ছড়িয়ে দিতে চান। এই সত্যের উপলব্ধি কবির প্রাণপ্রাচুর্যের উৎসবিন্দু।

তিনি তাই অনায়াসে বলতে পারেন, ‘আমার কর্ণধার আমি। আমার পথ দেখাবে আমার সত্য।’ রুদ্র-তেজে মিথ্যার ভয়কে জয় করে সত্যের আলােয় নিজেকে চিনে নিতে সাহায্য করে নজরুলের এই ‘আমি’ সত্তা। তাঁর পথনির্দেশক সত্য অবিনয়কে মেনে নিতে পারে কিন্তু অন্যায়কে সহ্য করে না। সমাজ ও সমকাল পর্যবেক্ষণের মধ্য দিয়ে প্রাবন্ধিক দেখেছেন যে, সুস্পষ্টভাবে নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না জানলে তৈরি হয় পরনির্ভরতা, আহত হয় আমাদের ব্যক্তিত্ব।

নজরুলের কাছে এই ভগ্ন আত্মবিশ্বাসের গ্লানি গ্রহণযােগ্য নয়। এর পরিবর্তে তিনি প্রয়ােজনে দাম্ভিক হতে চান; কেননা তাঁর বিশ্বাস- সত্যের দম্ভ যাদের মধ্যে রয়েছে তাদের পক্ষেই কেবল অসাধ্য সাধন করা সম্ভব। নজরুল এই প্রবন্ধে দেখিয়েছেন যে, তিনি ভুল করতে রাজি আছেন কিন্তু ভণ্ডামি করতে প্রস্তুত নন। ভুল জেনেও তাকে ঠিক বলে চালিয়ে দেবার কপটতা কিংবা জেদ তাঁর দৃষ্টিতে ভণ্ডামি। এই ভুল ব্যক্তির হতে পারে, সমাজের হতে পারে কিংবা হতে পারে কোনাে প্রকার বিশ্বাসের।

🔆🔆 সৃজনশীল প্রশ্ন: আমার পথ

তবে তা যারই হােক আর যেমনই হােক এর থেকে বেরিয়ে আসাই নজরুলের একান্ত প্রত্যাশা। তিনি জানেন, এই বেরিয়ে আসা সম্ভব হলেই মানুষের সঙ্গে মানুষের প্রাণের সম্মিলন ঘটানাে সম্ভব হবে। মনুষ্যত্ববােধে জাগ্রত হতে পারলেই ধর্মের সত্য উন্মােচিত হবে, এক ধর্মের সঙ্গে অপর ধর্মের বিরােধ মিটে যাবে।

সম্ভব হবে গােটা মানব সমাজকে ঐক্যবদ্ধ করা; আর এই ঐক্যের মূল শক্তি হলাে সম্প্রীতি। এই সম্প্রীতির বন্ধন শক্তিশালী হলে মানুষের মধ্যে সহনশীলতা বাড়ে। ভিন্ন ধর্ম-মত-পথের মানুষের প্রতি শ্রদ্ধাবােধ জাগে। আর এই সম্প্রীতির মধ্য দিয়ে উৎকৃষ্ট মানব সমাজ গড়ে তােলা সম্ভব।


এইচএসসি বাংলা জ্ঞানমূলক প্রশ্ন

🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: ফেব্রুয়ারি ১৯৬৯
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: তাহারেই পড়ে মনে
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: মাসি-পিসি
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: রেইনকোট
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: আমার পথ
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: বিভীষণের প্রতি মেঘনাদ
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: অপরিচিতা
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: বায়ান্নর দিনগুলো


আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন

১. প্রশ্ন: কুর্নিশ শব্দের অর্থ কী?
উত্তর: অভিবাদন।

২. প্রশ্ন: মেকি কুর্নিশ শব্দের অর্থ কী?
উত্তর: মিথ্যা।

৩. প্রশ্ন: কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারােগ্য ব্যাধিতে আক্রান্ত হন?
উত্তর: কাজী নজরুল ইসলাম তেতাল্লিশ বছর বয়সে দুরারােগ্য ব্যাধিতে আক্রান্ত হন।

৪. প্রশ্ন: কত সালে কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টনে যােগ দেন?
উত্তর: ১৯১৭ সালে কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টনে যােগ দেন।

৫. প্রশ্ন: “আমার পথ” প্রবন্ধে কাকে লেখক সালাম জানিয়েছেন?
উত্তর: আমার পথ প্রবন্ধে লেখক আপন সত্যকে সালাম জানিয়েছে।

৬. প্রশ্ন: “আমার পথ”প্রবন্ধে আমার পথ আমাকে কী দেখাবে?
উত্তর: আমার পথ প্রবন্ধে আমার পথ আমাকে আমার সত্য দেখাবে।

৭. প্রশ্ন: কত সালে কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৭৬সালে কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন।

৮. প্রশ্ন: কখন নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়?
উত্তর: খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়।

৯. প্রশ্ন: কোন বােধে জাগ্রত হতে পারলেই ধর্মের সত্য উন্মােচিত হবে?
উত্তর: মনুষ্যত্ববােধে জাগ্রত হতে পারলেই ধর্মের সত্য উন্মােচিত হবে।

১০. প্রশ্ন: কে বাইরে ভয় পায়?
উত্তর: যার ভেতরে ভয়,সেই বাইরে ভয় পায়।

১১. প্রশ্ন: কাজী নজরুল ইসলামের মতে কাদের পক্ষে কেবল অসাধ্য সাধন করা সম্ভব?
উত্তর: কাজী নজরুল ইসলামের মতে সত্যের দম্ভ যাদের মধ্যে রয়েছে তাদের পক্ষেই কেবল অসাধ্য সাধন করা সম্ভব।

১২. প্রশ্ন: সম্মার্জনা শব্দের অর্থ কী?
উত্তর: সম্মার্জনা শব্দের অর্থ মেজে ঘষে পরিষ্কার করা।

১৩. প্রশ্ন: কে অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না?
উত্তর: যার নিজের ধর্মে বিশ্বাস আছে,যে নিজের সত্যকে চিনেছে,সে কখনাে অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না।

১৪. প্রশ্ন: “আমার পথ” প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
উত্তর: আমার পথ” প্রবন্ধটি রুদ্র-মঙ্গল গ্রন্থ থেকে সংকলিত হয়েছে।

১৫. প্রশ্ন: আমার পথ প্রবন্ধে দেশের ভন্ডামি, মেকি দূর করতে কী প্রয়ােজন?
উত্তর: “আমার পথ” প্রবন্ধে দেশের ভন্ডামি, মেকি দূর করতে আগুনের সম্মার্জনা প্রয়ােজন।

১৬. প্রশ্ন: “আমার পথ” রচনাটি কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত?
উত্তর: “আমার পথ” রচনাটি রুদ্র-মঙ্গল প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত।

১৭. প্রশ্ন: কোনটি মানুষকে ছােট করে ফেলে?
উত্তর: অতিরিক্ত বিনয় মানুষকে ছােট করে ফেলে।

বোর্ড পরিক্ষায় আসা আমার পথ প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১৮. প্রশ্ন: কুহেলিকা কোন ধরনের রচনা?
উত্তর: কুহেলিকা একটি উপন্যাস।

১৯. প্রশ্ন: প্রাবন্ধিক কারাের বাণীকে কী বলে মেনে নেবেন না?
উত্তর: প্রাবন্ধিক কারাের বাণীকে কী বলে মেনে নেবেন না?

২০. প্রশ্ন: আমার পথ প্রবন্ধে আমরা কবে স্বাধীন হতে পারব বলে প্রাবন্ধিক মনে করেন?
উত্তর: আমার পথ’ প্রবন্ধে আমরা সত্যি সত্যি যেদিন আত্মনির্ভরশীল হতে পারব সেদিন থেকে স্বাধীন হতে পারব বলে প্রাবন্ধিক মনে করেন।

২১. প্রশ্ন: “আমার পথ” প্রবন্ধে আমার পথ আমাকে কী দেখাবে?
উত্তর: আমার পথ পৃন্ধে আমার পথ আমাকে দেখাবে আপন সত্য।

২২. প্রশ্ন: মানুষের মধ্যে কখন নির্ভরতা আসে?
উত্তর: আত্মাকে চিনলে মানুষের মধ্যে নির্ভরতা আসে।

২৩. প্রশ্ন: কোনটি সবচেয়ে বড় দাসত্ব?
উত্তর: পাবলম্বন হচ্ছে সবচেয়ে বড় দাসত্ব।

২৪. প্রশ্ন: আত্মাকে চিনরেই কী আসে?
উত্তর: আত্মাকে চিনরে আত্মনির্ভরতা আসে।

২৫. কাজী নজ্রুল ইসলাম নিজেকে কিসের সারথি বলেছেন?
উত্তর: কাজী নজ্রুল ইসলাম নিজেকে অভিশাপ-রথের সারথি বলেছেন।

২৬. দেশের শত্রু দূর করতে কি প্রয়োজন?
উত্তর: দেশের শত্রু দূর করতে আগুনের সম্মার্জনা প্রয়োজন।

২৭. আমার পথ প্রবন্ধে সবচেয়ে বড় ধর্ম বলা হয়েছে কোনটিকে?
উত্তর: আমার পথ প্রবন্ধে সবচেয়ে বড় ধর্ম বলা হয়েছে মানুষ ধর্মকে।

২৮. কাজী নজ্রুল ইসলাম কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: কাজী নজ্রুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন।

২৯. নজরুল কত সালে বাঙালি পল্টনে যোগদান করেন?
উত্তর: নজরুল ১৯১৭ সালে বাঙালি পল্টনে যোগদান করেন।

৩০. প্রবান্ধিক কারোর বানীকে কি বলে মেনে নিবেন না?
উত্তর: প্রবান্ধিক কারোর বানীকে বেদবাক্য মেনে নিবেন না।

৩১. কুহোলিকা কোন ধরণের রচনা?
উত্তর: কুহোলিকা একটি উপন্যাস।

ডাউনলোড পিডিএফ


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল শ্রেণির প্রশ্নোত্তর ও সাজেশন পেতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। এছাড়াও আমাদের কোন আপডেট মিস না করতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে ফেসবুকে কানেক্ট থাকতে পারেন।

About মেরাজুল ইসলাম

আমি মেরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি একজন ব্লগার। এডুকেশন এর প্রতি ভালোবাসাও অনলাইল শিক্ষার পরিসর বাড়ানোর জন্য এডুকেশন ব্লগের পথচলা। ব্লগিং এর পাশাপাশি আমি ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, কাস্টমাইজ সহ ওয়েব রিলেটেড সকল কাজ করি।

View all posts by মেরাজুল ইসলাম →