বীজগণিতিক রাশি প্রশ্ন ও সমাধান

গণিত ৩য় অধ্যায়: বীজগণিতিক রাশি প্রশ্ন ও সমাধান

গণিত ৩য় অধ্যায় বীজগণিতিক রাশি প্রশ্ন ও সমাধান: প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক এর অর্থবােধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলা হয় । যেমন : 2a + 3b – 4c একটি বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশিতে a, b, c, p, q, r, m, n, x, y, z, … ইত্যাদি বর্ণমালার মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়। বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলাে ধ্রুবক (constant), এদের মান নির্দিষ্ট।

উৎপাদক: যদি একটি রাশি দুই বা ততােধিক রাশির গুণফলের সমান হয়, তাহলে শেষােক্ত রাশিগুলাের প্রত্যেকটিকে প্রথমােক্ত রাশির উৎপাদক গুণনীয়ক বলে। যেমন : a^2 + a – 6 = (a + 3) (a – 2) এখানে, a + 3 এবং a – 2 হচ্ছে a^2 + a – 6 এর দুইটি উৎপাদক।

উৎপাদকে বিশ্লেষণ: কোন বীজগণিতীয় রাশির সবগুলাে সম্ভাব্য উৎপাদক বের করে একে লব্ধ উৎপাদকগুলাের গুণফলরূপে প্রকাশ করাকে উৎপাদকে বিশ্লেষণ বলা হয়।

এ অধ্যায়ের শিখনফল,

  • বীজগাণিতিক রাশি সম্পর্কে ধারণা লাভ করতে পারবে।
  • বর্গ ও ঘন নির্ণয় করার সূত্রাবলি শিখতে পারবে।
  • উৎপাদক নির্ণয়ের কতিপয় কৌশল জানতে পারবে।
  • বাস্তব সংখ্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়ােগ করতে পারবে।

সমাধান পিডিএফ


►► অধ্যায় ১: বাস্তব সংখ্যা
►► অধ্যায় ২: সেট ও ফাংশন
►► অধ্যায় ৩: বীজগাণিতিক রাশি
►► অধ্যায় ৪: সূচক ও লগারিদম
►► অধ্যায় ৫: এক চলক বিশিষ্ট সমীকরণ
►► অধ্যায় ৬: রেখা, কোণ ও ত্রিভূজ
►► অধ্যায় ৭: ব্যবহারিক জ্যামিতি
►► অধ্যায় ৮: বৃত্ত
►► অধ্যায় ৯: ত্রিকোণমিতিক অনুপাত
►► অধ্যায় ১০: দূরত্ব ও উচ্চতা


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

ssc suggestion 2022