এইচএসসি: ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন (PDF)

ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন: “ফেব্রুয়ারি ১৯৬৯” শীর্ষক কবিতাটি কবি শামসুর রাহমানের ‘নিজ বাসভূমে’ কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে। “ফেব্রুয়ারি ১৯৬৯” দেশপ্রেম, গণজাগরণ ও সংগ্রামী চেতনার কবিতা।

১৯৬৯-এ পাকিস্তানি শাসকগােষ্ঠীর বিরুদ্ধে তৎকালীন পূর্ববঙ্গে যে গণআন্দোলনের সূচনা হয়েছিল, কবিতাটি সেই গণজাগরণের পটভূমিতে রচিত। জাতিগত শােষণ ও নিপীড়নের বিরুদ্ধে এদেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে ১৯৬৯-এ। প্রত্যন্ত গ্রামগঞ্জ, হাটবাজার, কলকারখানা, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য মানুষ জড়াে হয় ঢাকার রাজপথে।

শামসুর রাহমান বিচিত্র শ্রেণি- -পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার অসাধারণ এক শিল্পভাষ্য রচনা করেছেন এই কবিতায়। কবিতাটিতে দেশমাতৃকার প্রতি জনতার বিপুল ভালােবাসা সংবর্ধিত হয়েছে। দেশকে ভালােবেসে মানুষের আত্মদান ও আত্মাহুতির প্রেরণাকে কবি গভীর মমতা ও শ্রদ্ধার সঙ্গে মূর্ত করে তুলেছেন।

কবিতাটি একুশের রক্তঝরা দিনগুলােতে স্বৈরশাসনের বিরুদ্ধে এদেশের সংগ্রামী মানুষের আত্মাহুতির মাহাত্মে প্রগাঢ়তা লাভ করেছে। গদ্যছন্দ ও প্রবহমান ভাষার সুষ্ঠু বিকাশে কবিতাটি বাংলা সাহিত্যের এক অনন্য সংযােজন।


এইচএসসি বাংলা জ্ঞানমূলক প্রশ্ন

🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: ফেব্রুয়ারি ১৯৬৯
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: তাহারেই পড়ে মনে
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: মাসি-পিসি
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: রেইনকোট
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: আমার পথ
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: বিভীষণের প্রতি মেঘনাদ
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: অপরিচিতা
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: বায়ান্নর দিনগুলো


ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

১. প্রশ্ন: ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় কবি কমলবনকে কীসের প্রতীকরূপে ব্যবহার করেছেন?
উত্তর: ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় কবি মানবিকতা ও কল্যাণের জগৎ বােঝাতে কমলবন প্রতীকটি ব্যবহার করেছেন।

২. প্রশ্ন: এখনাে কার রক্তে বাস্তবের বিশাল চত্বরে ফুল ফোটে?
উত্তর: এখনাে বীরের রক্তে বাস্তবের বিশাল চত্বরে ফুলফোটে।

৩. প্রশ্ন: ফেব্রুয়ারি ১৯৬৯ শীর্ষক কবিতাটি কোন কাব্যগ্রন্থ তেকে নেয়া হয়েছে?
উত্তর: ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতাটি নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

৪. প্রশ্ন: ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতাটি কোন ছন্দে রচিত?
উত্তর: ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতাটি গদ্য ছন্দে রচিত।

৫. প্রশ্ন: চতুর্দিকে কী তছনছ হচ্ছে?
উত্তর: চতুর্দিকে মানবিক বাগান আর কমলবন হছনছ হচ্ছে।

৬. প্রশ্ন: হৃদয়ের উপত্যকাটির রং কেমন?
উত্তর: হৃদয়ের উপত্যকাটির রং হরিৎ।

৭. প্রশ্ন: ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতাটি কার হাত থেকে অবিনাশী বর্ণমালা ঝরে পড়ে?
উত্তর: ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় সালামের হাত থেকে অবিনাশী বর্ণমালা ঝরে পড়ে।

৮. প্রশ্ন: শামসুর রাহমান কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: শামসুর রাহমান ২০০৬ সালে মৃত্যুবরণ করেন।

৯. প্রশ্ন: কৃষ্ণচূড়া কীসের প্রতীক?
উত্তর: কৃষ্ণচূড়া শহিদের বিপ্লবী-বিদ্রোহীদের প্রেরণার প্রতীক।

১০. প্রশ্ন: কমলবান শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর: কমলবন টি মানবিকতা,সুন্দর ও কল্যাণের জগৎ বােঝাতে ব্যবহৃত হয়েছে।

১১. প্রশ্ন: কবি কার মুখকে তরুণ-শ্যামল পূর্বে বাংলার সঙ্গে তুলনা করেছেন?
উত্তর: কবি সালামের মুখকে তরুণ শ্যামল পূর্বে বাংলার সঙ্গে তুলনা করেছেন।

১২. প্রশ্ন: ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় কী তছনছ হওয়ার কথা বলা হয়েছে?
উত্তর: ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় কমলবন তছনছ হওয়ার কথা বলা হয়েছে।

১৩. প্রশ্ন: ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় রৌদ্র কীসের প্রতীক?
উত্তর: ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় রৌদ্র আনন্দের প্রতীক।

১৪. প্রশ্ন: কে বুক পাতে ঘাতকের থাবার সম্মখে?
উত্তর: বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে।

১৫. প্রশ্ন: একুশের কৃঞচূড়াকে কবি কীসের রঙের আখ্যা দিয়েছেন?
উত্তর: একুশের কৃঞচূড়াকে কবি চেতনার রঙের আখ্যা দিয়েছেন।

১৬. প্রশ্ন: ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
উত্তর: ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতাটি নিজ বাসভূমে কাব্যের অন্তর্গত।

ডাউনলোড পিডিএফ


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

এইচএসসি ২০২২ সাজেশন

About মেরাজুল ইসলাম

আমি মেরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি একজন ব্লগার। এডুকেশন এর প্রতি ভালোবাসাও অনলাইল শিক্ষার পরিসর বাড়ানোর জন্য এডুকেশন ব্লগের পথচলা। ব্লগিং এর পাশাপাশি আমি ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, কাস্টমাইজ সহ ওয়েব রিলেটেড সকল কাজ করি।

View all posts by মেরাজুল ইসলাম →