You are currently viewing ৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান (PDF সহ)
৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান

৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান (PDF সহ)

৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান: আসসালামু আলাইকুম। আপনি কি ৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান বা ৪২ তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান বা ৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান PDF খুজতেছে? আজকের আর্টিকেল টি আপনাদের জন্য। আজকের আর্টিকেলে ৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান পিডিএফ সহ শেয়ার করা হবে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।


৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান – ৪২ তম বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান

বিসিএস পরিক্ষার প্রস্তুতির প্রথম ধাপ হচ্ছে বিগত বছরের প্রশ্ন গুলো সমাধাণ করা। আমাদের আজকের আর্টিকেলে ৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান শেয়ার করা হয়েছে। সঠিক উত্তর গুলো ব্রাকেট () এর মধ্যে দেয়া আছে। এছাড়াও আমরা প্রত্যেকটি প্রশ্নের সাথে ব্যাখ্যা ও শেয়ার করেছি।

৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান (১-১০ নম্বর প্রশ্ন)

১. কোন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে?
ক. ২০ আগস্ট, ২০২০
(খ). ১৯ সেপ্টেম্বর, ২০২০
গ. ১৮ অক্টোবর, ২০২০
ঘ. ১৫ জুলাই, ২০২০

ব্যাখ্যা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বেশিরভাগ সদস্য দেশের তীব্র বিরোধিতা সত্ত্বেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ১৯ সেপ্টেম্বর, ২০২০ সালে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দেন।

২. বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল?
ক. পূর্ববঙ্গ
খ. পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা
গ. পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ
(ঘ). পূর্ববঙ্গ ও আসাম

ব্যাখ্যা: লর্ড কার্জন ১৮৯৯-১৯০৫ সাল পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন। তিনি রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের উদ্দেশ্যে ১৯০৫ সালের ১ সেপ্টেম্বর বঙ্গভঙ্গের ঘোষণা প্রদান করেন এবং ১৫ অক্টোবর থেকে তা কার্যকর হয়। ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ এবং আসাম নিয়ে গঠিত হয় ‘পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ। ঢাকায় এই প্রদেশের রাজধানী স্থাপিত হয়। পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় ‘পশ্চিম বঙ্গ প্রদেশ, এর রাজধানী হয় কলকাতা।

৩. “A Passage to India” is written by:
(ক). E. M Forster
খ. Nirad C. Chaudhuri
গ. Rudyard Kipling
ঘ. Walt Whitman

ব্যাখ্যা: A Passage to India (1924) ইংরেজ লেখক E.M. Forster এর লেখা একটি বিখ্যাত উপন্যাস। এটি মূলত ব্রিটিশ রাজা এবং ১৯২০ সালের ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে তাঁর অভিজ্ঞতার আলোকে লেখা উপন্যাস।

৪. ‘উদ্বাসন’ শব্দের অর্থ কী?
ক. বাসভূমি থেকে বিতাড়িত হওয়া
খ. বাসভূমির সম্মুখস্থ ভূমি
গ. অজ্ঞাত বিষয় প্রকাশ করা
ঘ. বিকাশ

৫. মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়?
(ক). ১৯৯৬
খ. ১৯৯৮
গ. ২০০০
ঘ. ২০০৮

ব্যাখ্যা: ১৯৯৬ সালের ২২ মার্চ ঢাকার সেগুনবাগিচায় ভাড়া বাড়িতে মুক্তিযুদ্ধ জাদুঘরের যাত্রা শুরু হয়। বর্তমানে মুক্তিযুদ্ধ জাদুঘর আগারগাঁওয়ে অবস্থিত। এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় ২০১১ সালের ৪ মে এবং উদ্বোধন করা হয় ২০১৭ সালের ১৬ এপ্রিল।

৬. Who wrote Dr. Zivago?
ক. Maxim Gorky
(খ). Boris Pasternak
গ. Fyodor Dostoevsky
ঘ. Leo Tolstoy

ব্যাখ্যা: রাশিয়ান কবি, ঔপন্যাসিক এবং অনুবাদক Boris Pasternak এর লেখা রাশিয়ান ভাষার উপন্যাস Dr. Zivago (1957) উপন্যাসটির প্রধান চরিত্র Yuri Zivago এর নামে উপনঢাসটির নামকরণ করা হয়েছে যিনি একজন চিকিৎসক ও কবি। উপন্যাসটি প্রথম বিশ্বযুদ্ধ ও তৎপরবর্তী রুশ বিপ্লবের মাঝামাঝি সময়ের রাশিয়ার পটভূমিতে লেখা।

৭. একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ২.৫৬ মিটার এবং প্রস্থ ১.২৫ মিটার। চৌবাচ্চাটির গভীরতা কত?
ক. ১.৫ মিটার
(খ). ২.৫ মিটার
গ. ৩ মিটার
ঘ. ৩.৫ মিটার

৮. IUCN এর কাজ হলো বিশ্বব্যাপী-
ক. পানি সম্পদ রক্ষা করা
খ. সন্ত্রাস দমন করা
(গ). প্রাকৃতিক সম্পদ রক্ষা করা
ঘ. পরিবেশ দূষণ রোধ করা

ব্যাখ্যা: IUCN এর কাজ হলো প্রাকৃতিক সম্পদ রক্ষা করা। এটি ১৯৪৭ সালের আবহাওয়া কনভেনশনের প্রেক্ষিতে ৫ অক্টোবর, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের গ্লান্ডে অবস্থিত।

৯. কার্টাগেনা প্রটোকল কোন সালে স্বাক্ষরিত হয়?
(ক). ২০০০ সালে
খ. ২০০১ সালে
গ. ২০০৩ সালে
ঘ. ২০০৫ সালে

ব্যাখ্যা: জাতিসংঘের একটি জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি হলো কার্টাগেনা প্রটোকল’। ১৯৯৯ সালে কলম্বিয়ার কার্টাগেনা শহরে জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তিটির ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। ২৯ জানুয়ারি, ২০০০ সালে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

১০. “September on the Jessore Road” is written by:
ক. Madhusudan Dutt
(খ). Allen Ginsberg
গ. Kaiser Huq
ঘ. Vikram Seth

ব্যাখ্যা: বিখ্যাত মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ ১৯৭১ সালের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের উপর একটি কবিতা রচনা করেন। পরবর্তীতে বব ডিলান এই কবিতাকে গানে রূপ দেন। কবিতার কয়েকটি লাইন- Millions of Souls, nineteen seventy one Homeless on Jessore road under grey sun…

৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান (১১-২০ নম্বর প্রশ্ন)

১১. ভারতে বছরের কোন দিনটি সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) হিসেবে পালিত
(ক). ২১ এপ্রিল
খ. ২ অক্টোবর
গ. ২৬ জানুয়ারি
ঘ. ১০ মে

ব্যাখ্যা: ২১ এপ্রিল ভারতের সিভিল সার্ভিস দিবস হিসেবে পালিত হয়। ২ অক্টোবর ‘আন্তর্জাতিক অহিংস দিবস’; ২৬ জানুয়ারি ‘আন্তর্জাতিক শুল্ক দিবস এবং ১০ মে বিশ্ব পরিযায়ী পাখি দিবস’ হিসেবে পালিত হয়।

১২. এক বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত হবে?
ক. 1:2
খ. 5:2
গ. 2:1
(ঘ). 4:1

১৩. Fill in the gap with the correct form of verb: The police ……. informed yesterday:
ক. is
খ. are
গ. was
(ঘ). were

ব্যাখ্যা: Police, people, cattle শব্দগুলো Plural collective noun, তাই এগুলোর পরে verb এর plural form বসে। সুতরাং বাক্যের subject The police এর পরে Tense অনুযায়ী plural form অর্থাৎ were বসবে।

১৪. আপনার মোবাইল ফোনের মাসিক বিল এসেছে ৪২০ টাকা। যদি ১ বছর পর ১০% বৃদ্ধি পায় এবং আরো ৬ মাস পর ২০% বৃদ্ধি পায়, তাহলে ১৮ মাস পর আপনার বিল কত হবে?
ক. ৪৬০.২০ টাকা
(খ). ৫৫৪.৪০ টাকা
গ. ৬২০.৬০ টাকা
ঘ. ৭৩০.৮০ টাকা

১৫. Complete the sentence: If I were you, I ….. take the money:
ক. shall
খ. will
(গ). would
ঘ. may

ব্যাখ্যা: Second Conditional এর নিয়মানুযায়ী If যুক্ত অংশটি Past indefinite হলে পরের Sub + would/ could/ might + verb এর base form বসে।

১৬. ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটির স্থপতি কে?
ক. হামিদুজ্জামান খান
খ. রবিউল হুসাইন
গ. আব্দুর রাজ্জাক
(ঘ). নিতুন কুণ্ডু

ব্যাখ্যা: ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী তরুণ মুক্তিযোদ্ধাদের প্রতীকী ভাস্কর্য হলো ‘সাবাস বাংলাদেশ’। এর শিল্পী নিতুন কুণ্ডু। ভাস্কর্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ১৯৯১ সালে এটি নির্মিত হয়।

১৭. ‘ঢাকা গেইট’ এর নির্মাতা কে?
ক. শায়েস্তা
খা গ. লর্ড কার্জন
খ. নবাব আবদুল গণি
(ঘ). মীর জুমলা

ব্যাখ্যা: ‘ঢাকা গেইট একটি ঐতিহাসিক মোঘল স্থাপনা। মীর জুমলা ১৬৬০-১৬৬৩ সালের মধ্যে ঢাকার সীমানা চিহ্নিত করতে এবং স্থলপথে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা পেতে এটি নির্মাণ করেছিলেন। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বরের কাছে অবস্থিত।

১৮. টাকায় ৩টি এবং টাকায় ৫টি দরে সমান সংখ্যক আমলকি ক্রয় করে এক ব্যক্তি টাকায় ৪টি করে আমলিক বিক্রয় করলেন। ঐ ব্যক্তির শতকরা কত লাভ বা ক্ষতি হলো তা নির্ণয় করুন।
ক. ৪.২৫% লাভ
(খ). ৬.২৫% ক্ষতি
গ. ৫.২৫% ক্ষতি
ঘ. ৭.২৫% লাভ

১৯. গ্রীন হাউস গ্যাসসমূহ নিঃসরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি “The Kyoto Protocol” জাতিসংঘ কর্তৃক কত সালে গৃহীত হয়?
(ক). ১৯৯৭ সালে
খ. ১৯৯৯ সালে
গ. ২০০৩ সালে
ঘ. ২০০৪ সালে

ব্যাখ্যা: বৈশ্বিক উষ্ণতা রোধকল্পে জাতিসংঘের উদ্যোগে ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে ‘কিয়োটো প্রটোকল’ গৃহীত হয় এবং ২০০৫ সালে চুক্তিটি কার্যকর হয়। এ চুক্তি অনুযায়ী উন্নত দেশসমূহ ২০১২ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ৫.২% হ্রাস করার কথা ছিল। কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় কপ-১৮ সম্মেলনে এর মেয়াদ ৮ বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। এ পর্যন্ত ১৯২টি দেশ এ চুক্তিটি স্বাক্ষর করেছে। উল্লেখ্য, বাংলাদেশ কিয়োটো প্রটোকল স্বাক্ষর করে ২০০১ সালে এবং কার্যকর করে ২০০৫ সালে।

২০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রথম প্রকাশিত হয় কত সালে?
ক. ২০১০
খ. ২০১১
(গ). ২০১২
ঘ. ২০১৫

ব্যাখ্যা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকাহিনী ভিত্তিক রচনা ‘অসমাপ্ত আত্মজীবনী’। ২০০৪ সালে বঙ্গবন্ধুর হাতে লেখা চারটি খাতা আকস্মিকভাবে তাঁর কন্যা দেশরত্ন শেখ হাসিনার হস্তগত হয়। মূল্যবান এ খাতাগুলিই পরবর্তীতে ‘অসমাপ্ত আত্মজীবনী’ নামে জুন, ২০১২ সালে প্রকাশিত হয়। ১৯৬৬- ১৯৬৯ সময়কালীন ১৯৬৭ সালের মাঝামাঝি ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ থাকা অবস্থায় বঙ্গবন্ধু তাঁর জন্ম, শৈশব ও কৈশোর থেকে ১৯৫৫ সাল পর্যন্ত রাজনৈতিক ঘটনাবলি লিখেছেন। এটি The Unfinished Memoirs. নামে ইংরেজিতে অনুবাদ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফকরুল আলম। গ্রন্থটির ভূমিকা লিখেছেন শেখ হাসিনা এবং প্রচ্ছদ তৈরি করেছেন সমর মজুমদার।

৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান (২১-৩০ নম্বর প্রশ্ন)

২১. ‘কিত্তনখোলা’ নাটকটির বিষয়-
ক. যন্ত্রণাদগ্ধ শহরজীবন
খ. স্নিগ্ধ-শ্যামল প্রকৃতির রূপ
(গ). লোকায়ত জীবন-সংস্কৃতি
ঘ. দেশবিভাগজনিত জীবন যন্ত্রণা

ব্যাখ্যা: নাট্যাচার্য সেলিম আল দীন স্থানীয় এক মেলাকে কেন্দ্র করে লোকায়ত জীবন-সংস্কৃতি নির্ভর ‘কীত্তনখোলা’ (১৯৮৬) নাটকটি রচনা করেন। নাটকের কাহিনীতে মেলায় আসা যাত্রাদলের অভ্যন্তরীণ প্রেম, ভালবাসা, বিরহ যেমন তুলে ধরা হয়েছে, তেমনি এ নাটকে আছে মানুষের বিভিন্ন পর্যায়ে রূপান্তরের কাহিনী। এখানে কোনো সুনির্দিষ্ট বিষয়কে কেন্দ্ৰ করে নয়, মেলাকে কেন্দ্রে রেখে সমগ্র বাংলাদেশের আর্থ-সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিষয়কে গুরুত্ব সহকারে উপস্থাপন করা হয়েছে। এটি নিয়ে ২০০০ সালে চলচ্চিত্র নির্মিত হয়।

২২. মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি?
(ক). সিংহ চিহ্নিত আসন = সিংহাসন
খ. মহান যে পুরুষ = মহাপুরুষ
গ. কুসুমের মতো কোমল = কুসুমকোমল
ঘ. জায়া ও পতি = দম্পতি

ব্যাখ্যা: বিশেষ্য ও বিশেষণ পদ মিলে যে সমাস হয় এবং বিশেষ্য বা পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকেই কর্মধারয় সমাস বলে। কর্মধারয় সমাসে পরপদের অর্থই প্রধান। ব্যাসবাক্যের মাঝের পদ লোপ পেয়ে যে সমাস হয়, তাই মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেমন- সিংহ চিহ্নিত আসন = সিংহাসন। প্রদত্ত উদাহরণে পরপদ ‘আসন’ এর প্রাধান্য ঘটেছে। মহান যে পুরুষ = মহাপুরুষ (সাধারণ কর্মধারয় সমাস): কুসুমের মতো কোমল = কুসুমকোমল (উপমান কর্মধারয় সমাস); জায়া ও পতি = দম্পতি (দ্বন্দ্ব সমাস)।

২৩. কোনটি “Bretton Woods Institutions” এর অন্তর্ভুক্ত?
ক. IDB
খ. WTO
(গ). IMF
ঘ. ADB

ব্যাখ্যা: IMF ব্রেটন উডস ইনস্টিটিউশন এর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান। ১৯৪৪ সালের ১-২২ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার এর ব্রেটন উডস শহরে ‘ব্রেটন উডস সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ৪৪টি দেশ অংশগ্রহণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর প্রেক্ষাপটে আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা গঠন, যুদ্ধোত্তর রাষ্ট্রসমূহের পুনর্গঠন ও উন্নয়ন সাধন এবং বাণিজ্য ব্যবস্থা সংস্কারের উদ্যোগ গ্রহণ করার জন্য তিনটি আন্তর্জাতিক (World Bank, IMF ITO) সংস্থা গঠন করার ব্যাপারে আলোচনা হয়। ১৯৪৪-৪৫ সাল নাগাদ বিশ্বব্যাংক গ্রুপের IBRD এবং IMF প্রতিষ্ঠা লাভ করে। কিন্তু ITO প্রতিষ্ঠা নিয়ে বিবাদ দেখা দেওয়ায় তখন এটি প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। উল্লেখ্য, বিশ্বব্যাংক ১৯৪৫ সালে এবং IMF ১৯৪৭ সালে কার্যক্রম শুরু করে।

২৪.কোন চুক্তির মাধ্যমে ইউরোপের “Thirty years’ war”- এর সমাপ্তি ঘটে?
ক. ভার্সাই চুক্তি, ১৯১৯
(খ). ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি, ১৬৪৮
গ. প্যারিস চুক্তি, ১৭৮৩
ঘ. লুজান চুক্তি, ১৯২৩

ব্যাখ্যা: ইউরোপের দেশগুলো ১৬১৮-১৬৪৮ সাল পর্যন্ত ধর্ম ও রাজনীতি নিয়ে যুদ্ধে লিপ্ত ছিল। এই যুদ্ধ সমাপ্তির লক্ষ্য ১৬৪৮ সালের ২৪ অক্টোবর জার্মানির ওয়েস্টফেলিয়া নামক স্থানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির ফলে- ১. রাষ্ট্রসমূহ পরস্পরের সার্বভৌমত্বকে স্বীকৃতি প্রদান করে। ২. অপর রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত গৃহীত হয়। ৩. আইনগত সমঅধিকার প্রতিষ্ঠা পায়।

২৫. Which word is correct?
ক. Furnitures
খ. Informations
গ. Sceneries
(ঘ). Proceeds

ব্যাখ্যা: Furniture information scenery ইত্যাদি noun গুলো সর্বদাই Singular এবং এদের সাথে সাধারণত s বা es যুক্ত হয় না। অন্যদিকে, Proceeds (আয়) noun-টি সর্বদাই Plural হিসেবে ব্যবহৃত হয়।

২৬. বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান-
ক. BARI
খ. BRRI
(গ). BADC
ঘ. BINA

ব্যাখ্যা: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান; যা তৎকালীন পূর্ব পাকিস্তান কৃষি উন্নয়ন কর্পোরেশন হিসেবে ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৫ সালে বিএডিসি নামকরণ করা হয়। এর প্রধান অফিস ঢাকায় অবস্থিত। বিএডিসি বাংলাদেশে কৃষি উপকরণ উৎপাদন, সংগ্রহ, পরিবহন, সংরক্ষণ, বীজ ও সার সরবরাহ এবং ভূপরিস্থ ও ভূগর্ভস্থ পানি ব্যবহারের মাধ্যমে কৃষকের জন্য সেচের সুযোগ সৃষ্টি করে। Bangladesh Institute of Nuclear Agriculture (BINA) ১৯৬১ সালে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রতিষ্ঠিত হয়। Bangladesh Rice Research Institute (BRRI) ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়; যার সদর দপ্তর গাজীপুরে অবস্থিত। Bangladesh Agricultural Research Institute (BARI) ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর গাজীপুরে অবস্থিত।

২৭. Identify the determiner in the sentence “Bring me that book”.
ক. bring
(খ). that
গ. me
ঘ. book

ব্যাখ্যা: যেসব শব্দ noun / pronoun এর পূর্বে বসে তার নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে তাকে Determiners বলে। বাক্যে ‘that Book (noun) এর পূর্বে বসে নির্দিষ্টতা জ্ঞাপন করছে বলে এটি স্পষ্টতই একটি Determiner.

২৮. ব্রিটিশ কৃষি বিপ্লব কখন সংঘটিত হয়েছিল?
ক. ঊনবিংশ শতাব্দীতে
(খ). অষ্টাদশ শতাব্দীতে
গ. ষোড়শ শতাব্দীতে
ঘ. চতুর্দশ শতাব্দীতে

২৯. মার্কিন তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়-
ক. ২ মার্চ, ২০২০
খ. ২৫ জানুয়ারি, ২০২০
গ. ৩০ এপ্রিল, ২০২০
(ঘ). ২৯ ফেব্রুয়ারি, ২০২০

ব্যাখ্যা: আফগানিস্তানে ২০০১-২০২০ পর্যন্ত দীর্ঘ সময়ে চলা যুদ্ধ ও সহিংসতা বন্ধে ঐকমত্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও তালেবান। দেশটিতে শান্তি ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র ও তালেবান ২৯ ফেব্রুয়ারি, ২০২০ সালে কাতারের রাজধানী দোহায় শান্তি চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী ১৪ মাসের মধ্যে আফগানিস্তান থেকে নিজেদের সেনা সরিয়ে নেওয়ার ব্যাপারে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো।

৩০. বাক্যের দুটি অংশ থাকে-
ক. প্রসাদগুণ, মাধুর্যগুণ
খ. উপমা, অলংকার
(গ). উদ্দেশ্য, বিধেয়
ঘ. সাধু, চলিত

ব্যাখ্যা: যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তাকে বাক্য বলে। যেমন- মিলন বই লেখে। প্রতিটি বাক্যের প্রধানত দুটি অংশ থাকে। যথা: ক. উদ্দেশ্য, খ. বিধেয়। বাক্যের যে অংশে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তাকে উদ্দেশ্য বলে। উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয়, তাকে বিধেয় বলে। যেমন- খোকা বই পড়ছে। এখানে ‘খোকা’ উদ্দেশ্য এবং ‘বই পড়ছে বিধেয়। সাধু ও চলিত হলো বাংলা ভাষার লৈখিক বা লেখ্য রূপ। কাব্য শরীরের সৌন্দর্য বৃদ্ধিতে কাব্যিক উপাদান ব্যবহার করে কাব্যকে গুণান্বিত করাই অলঙ্কার। উপমা হলো এক ধরনের অলঙ্কার।

৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান (৩১-৪০ নম্বর প্রশ্ন)

৩১. বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি?
ক. কৃষি ও বনজ
(খ). শিল্প
গ. মৎস্য
ঘ. স্বাস্থ্য ও সামাজিক সেবা

৩২. ডিসেম্বর-২০২০-এ অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে কয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়?
ক. ৩ টি
খ. ৫টি
(গ). ৭ টি
ঘ. ৯ টি

ব্যাখ্যা: ডিসেম্বর-২০২০-এ অনুষ্ঠিত বাংলাদেশ- ভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে ৭টি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। যথা: ১. দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা। ২. হাতি সংরক্ষণে সহযোগিতা। ৩. বরিশালে একটি পয়ঃনিষ্কাশন প্লান্ট তৈরি ও কমিউনিটি উন্নয়ন প্রকল্প। ৪. কৃষি মন্ত্রণালয়ের সাথে সহযোগিতা। ৫. বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সিইও ফোরাম ৬. বঙ্গবন্ধু মেমোরিয়াল জাদুঘর ও ভারতের জাতীয় জাদুঘরের মধ্যে সহযোগিতা। ৭. অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে সহযোগিতা।

৩৩. ‘যিনি ন্যায়শাস্ত্র জানেন’ এর এককথায় প্রকাশিত রূপ হলো-
ক. ন্যায়বাগীশ
(খ). নৈয়ায়িক
গ. ন্যায়পাল
ঘ. ন্যায়ঋদ্ধ

৩৪. What is the function of a topic sentence?
ক. to introduce the topic
খ. to analyse the topic
(গ). to present the main idea
ঘ. to expand the idea

ব্যাখ্যা: Topic sentence মূলত একটি paragraph এর সারসংক্ষেপ বা main idea তুলে ধরে। এটি একটি paragraph এর যেকোনো জায়গায় বসতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই শুরুতে বসে।

৩৫. মহাকবি আলাওল রচিত কাব্য-
ক. চন্দ্রাবতী
(খ). পদ্মাবতী
গ. মধুমালতী
ঘ. লাইলী মজনু

ব্যাখ্যা: (১৬৪৮) মহাকবি ‘পদ্মাবতী’ আলাওলের প্রথম রচনা; যা ইতিহাস আশ্রিত রোমান্টিক প্রেমকাব্য। মালিক মুহম্মদ জায়সীর হিন্দি ভাষায় রচিত ‘পদুমাবৎ’ অবলম্বনে আলাওল মাগন ঠাকুরের অনুপ্রেরণায় ‘পদ্মাবতী’ কাব্য রচনা করেন। পদ্মাবতী কাব্য দুটি পর্বে বিভক্ত। প্রথম পর্ব হচ্ছে সিংহলের রাজকন্যা পদ্মাবতীকে লাভ করার জন্য চিতোররাজ রত্নসেনের সফল অভিযান এবং দ্বিতীয় পর্বে আছে রানি পদ্মাবতীকে লাভ করার জন্য দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজীর ব্যর্থ সামরিক অভিযানের বিবরণ। এ কাব্যের বিখ্যাত পণ্ডুক্তি- ‘তাম্বুল রাতুল হৈল অধর পরশে। মনঝনের হিন্দি ভাষার মধুমালত কাব্য থেকে ‘মধুমালতী নামে অনুবাদ করেন মুহম্মদ কবীর, সৈয়দ হামজা ও শাকের মুহম্মদ। জামী’র ফারসি কাব্য লায়লা ওয়া মজনুন থেকে ‘লায়লী-মজনু’ নামে অনুবাদ করেন দৌলত উজির বাহরাম খান। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম বাঙালি মহিলা কবি চন্দ্রাবতী ।

৩৬. “Giving someone the cold shoulder” means-
ক. to torture somebody
খ. to harm someone
গ. to appreciate someone
(ঘ). to ignore somebody

ব্যাখ্যা: Giving someone the cold shoulder’ (কাউকে অবহেলা করা) idiom- টির অর্থ- to ignore someone.

৩৭. বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন?
ক. বাংলা
খ. সংস্কৃত
গ. হিন্দি
(ঘ). অস্ট্রিক

ব্যাখ্যা: খ্রিষ্টপূর্ব প্রথম শতকে ককেশীয় অঞ্চলের শ্বেতকায় আর্যরা বাংলায় প্রবেশ করে। সে সময়ে বাংলায় বসবাস করতো অন্ত্যজ সম্প্রদায়ের লোক, যারা সভ্যতায় ছিল অনেক পিছিয়ে। এরা অস্ট্রিক নামে পরিচিত এবং এদের ভাষা ছিল অস্ট্রিক। আর্যগণ অস্ট্রিক বা অনার্যদের তুলনায় সভ্যতায় অনেক উন্নততর ছিল বলে তারা অস্ট্রিকদের উপর প্রভাব বিস্তার করে এবং বাংলা দখল করে নেয়। অনার্যদের তাড়িয়ে আর্যরা এদেশে বসবাস শুরু করলে তাদেরই আর্য ভাষা হতে বিবর্তনের মাধ্যমে ক্রমে ক্রমে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে।

৩৮. সঠিক বানান নয় কোনটি?
ক. ধরণি
খ. মূর্ছা
গ. গুণ
(ঘ). প্রানী

ব্যাখ্যা: তৎসম শব্দে র-ফলা এর পর মূর্ধন্য-ণ ব্যবহৃত হয়। যেমন- যন্ত্রণা, প্রাণী।

৩৯. ১৯৭১ সালে ‘The Concert for Bangladesh’ কোথায় অনুষ্ঠিত হয়?
ক. চট্টগ্রাম
খ. কলকাতা
গ. লন্ডন
(ঘ). নিউইয়র্ক

ব্যাখ্যা: ‘কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সচেতনতা এবং ত্রাণ তহবিল গঠনের জন্য। এটি জর্জ হ্যারিসন এবং রবি শঙ্করের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এই কনসার্টের শিল্পীরা ছিলেন জর্জ হ্যারিসন, পণ্ডিত রবি শঙ্কর, এরিক ক্লাপটন, লিয়ন রাসেল, বিলি প্রিস্টন ও বব ডিলান। এই কনসার্টে মোট ৪০ হাজার মানুষের সমাগম হয়।

৪০. কোনটি শুদ্ধ নয়?
(ক). যন্ত্রনা
খ. শুদ্র
গ. সহযোগিতা
ঘ. স্বতঃস্ফূর্ত

ব্যাখ্যা: তৎসম শব্দে র-ফলা এর পর মূর্ধন্য-ণ ব্যবহৃত হয়। যেমন- যন্ত্রণা, প্রাণী।

৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান (৪১-৫০ নম্বর প্রশ্ন)

৪১. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র?
ক. ধীরে বহে মেঘনা
খ. কলমিলতা
গ. আবার তোরা মানুষ হ
(ঘ). হুলিয়া

ব্যাখ্যা: কবি নির্মলেন্দু গুণের ‘হুলিয়া’ কবিতা অবলম্বনে ২০১৭ সালে একুশে পদক প্রাপ্ত চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল ১৯৯১ সালে ‘হুলিয়া’ নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। আলমগীর কবির পরিচালিত ‘ধীরে বহে মেঘনা’, শহিদুল হক খান পরিচালিত ‘কলমীলতা’ এবং খান আতাউর রহমান পরিচালিত আবার তোরা মানুষ হ মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

৪২. “For God’s sake, hold your tongue and let me love” occurs in a novel by:
ক. Jane Austen
খ. Syed Waliullah
গ. Somerset Maugham
(ঘ). Rabindranath Tagore

ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসের নায়ক উপন্যাসের নায়িকা লাবণ্যকে উদ্দেশ্য করে দুবার John Done এর কবিতা Cannonization এর বিখ্যাত এই লাইনটি উচ্চারণ করে। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর এই উপন্যাসে একাধিক বার John Done এর নাম নিয়েছেন। কবি গুরু John Done এর লেখা দ্বারা যে খুব বেশি প্রভাবিত ছিলেন এটা এখানে সহজেই অনুমেয়।

৪৩. সম্প্রতি (সেপ্টেম্বর-২০২০) কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে সংঘর্ষ হয়?
ক. আর্টসাথ প্রজাতন্ত্র
(খ). নাগর্নো-কারাবাখ
গ. ইয়েরেভান
ঘ. নাকাচভান ছিটমহল

ব্যাখ্যা: নাগর্নো-কারাবাখ আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে একটি বিরোধপূর্ণ অঞ্চল। অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের বলে স্বীকৃত; কিন্তু ১৯৯৪ সাল থেকে আর্মেনিয়ার নৃগোষ্ঠীগুলো দ্বারা নিয়ন্ত্রিত। সম্প্রতি ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর আর্মেনিয়া ও আজারবাইজান এ অঞ্চলের আধিপত্য নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

৪৪. কোথায় শেনজেন (Schengen) চুক্তি স্বাক্ষরিত হয়?
ক. ১৯৯৫ সালে ডেনমার্কে
খ. ১৯৮৪ সালে বেলজিয়ামে
(গ). ১৯৮৫ সালে লুক্সেমবার্গে
ঘ. ১৯৯৬ সালে হাঙ্গেরিতে

ব্যাখ্যা: জল, স্থল ও আকাশ পথে এক ভিসায় কিংবা ভিসা ব্যতীত জাতীয় পরিচয়পত্র দিয়ে ইউরোপ ভ্রমণ করার লক্ষ্য ১৯৮৫ সালের ১৪ জুন লুক্সেমবার্গের শেনজেন শহরে স্বাক্ষরিত হয় শেনজেন চুক্তি। ১৯৮৫ সালে বেলজিয়াম, ফ্রান্স, পশ্চিম জার্মানি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ড এ চুক্তি স্বাক্ষর করে। এ চুক্তির ফলশ্রুতিতে ১৬ মার্চ, ১৯৯৫ থেকে ভিসামুক্ত ইউরোপের যাত্রা।

৪৫. কোন সাহিত্যকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে?
ক. পদাবলী
খ. গীতগোবিন্দ
(গ). চর্যাপদ
ঘ. চৈতন্যজীবনী

ব্যাখ্যা: যে ভাষা সুনির্দিষ্ট রূপ পায়নি, যে ভাষার অর্থ একাধিক অর্থাৎ আলো-আঁধারের মতো, সে ভাষাকে পণ্ডিতগণ সন্ধ্যা বা সান্ধ্য ভাষা বলেছেন। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন ‘চর্যাগীতি’ বা ‘চর্যাপদ’ সান্ধ্য ভাষায় রচিত।

৪৬. নিচের ধারার শেষ সংখ্যা কত? ৩, ৯, ২৭, ৮১,…………?
ক. ২৪১
(খ). ২৪৩
গ. ২৪৫
ঘ. ২৪৭

৪৭. নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত ‘সোমপুর বিহার’ এর প্রতিষ্ঠাতা কে?
ক. গোপাল
(খ). ধর্মপাল
গ. মহীপাল
ঘ. বিগ্রহপাল

ব্যাখ্যা: সোমপুর বিহার বৃহত্তর রাজশাহীর অন্তর্গত নওগাঁ জেলায় অবস্থিত। এ বিহারটি পাল বংশের ২য় রাজা ধর্মপাল দেব (৭৮১- ৮২১) নির্মাণ করেন। ১৮৭৯ সালে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল বিহারটি আবিষ্কার করেন এবং ১৯৮৫ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করে।

৪৮. বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাসক্ষেত্র কোনটি?
ক. হাতিয়া প্ৰণালী
খ. জাফোর্ড পয়েন্ট
(গ). সাঙ্গু ভ্যালি
ঘ. মাতারবাড়ি

ব্যাখ্যা: বঙ্গোপসাগরে অবস্থিত সাঙ্গু বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাসক্ষেত্র। ১৯৯৪ সালে এ গ্যাস ক্ষেত্রটি আবিষ্কৃত হয় এবং ১৯৯৬ সাল থেকে গ্যাস উত্তোলন শুরু হয়। ২০১৪ সাল থেকে এর উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

৪৯. What is the correct indirect form of: He said, “You had better see a doctor”
(ক). He advised him to see a doctor
খ. He advised that he should see a doctor
গ. He suggested that he had seen a doctor
ঘ. He proposed to see a doctor

ব্যাখ্যা: আদেশ, উপদেশ বা পরামর্শ বুঝালে বাক্যটি Imperative হয়। সাধারণত বাক্যে ‘had better phrase-টি দ্বারা advise বা warn বুঝায়। যেহেতু Direct speech-এ থাকা বাক্যটি দ্বারা পরামর্শ (advice) বুঝাচ্ছে; সুতরাং বাক্যটি Imperative এবং এর Indirect – He advised him to see a doctor.

৫০. Go and catch the falling star. Here the “falling” is
ক. an adverb
(খ). an adjective
গ. a preposition
ঘ. a verb

ব্যাখ্যা: Adjective সর্বদাই noun/ pronoun- কে modify করে। অর্থাৎ noun/ pronoun এর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে। এখানে falling শব্দটি ‘Star’ noun-কে qualify করছে। সুতরাং এটি স্পষ্টতই adjective.

৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান (৫১-৬০ নম্বর প্রশ্ন)

৫১. Would you please find out Bangladesh …. the map.
ক. in
(খ). on
গ. over
ঘ. at

ব্যাখ্যা: সাধারণত কোনো কিছু পৃষ্টের ওপরে বুঝাতে preposition হিসেবে on ব্যবহৃত হয়। যেমন: Find the mistakes on page 15. এখানে প্রশ্নে প্রদত্ত বাক্যটির অর্থ- তুমি কি দয়া করে মানচিত্রে বাংলাদেশকে খুঁজে দিবে?

৫২.’ঐহিক’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. ঈদৃশ্য
(খ). পারত্রিক
গ. মাঙ্গলিক
ঘ. আকস্মিক

ব্যাখ্যা: ঈদৃশ, ঐহিক ও আকস্মিক শব্দের বিপরীতার্থক শব্দ যথাক্রমে তাদৃশ, পারত্রিক ও চিরন্তন।

৫৩. secA+tanA = 5/2 হলে, secA-tanA =?
ক. 1/2
খ. 1/5
(গ). 2/5
ঘ. 5/2

৫৪. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে ১৯৭২ সালের কোন তারিখে উত্থাপিত হয়?
ক. ১১ নভেম্বর
(খ). ১২ অক্টোবর
গ. ১৬ ডিসেম্বর
ঘ. ৩ মার্চ

ব্যাখ্যা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এ সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে খসড়া সংবিধান উত্থাপন করা হয়। ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক এ সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর, ১৯৭২ থেকে কার্যকর হয়।

৫৫. ‘সবুজপত্র’ পত্রিকাটির সম্পাদক কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. শেখ ফজলুল করিম
(গ). প্রমথ চৌধুরী
ঘ. মোহাম্মদ নাসির উদ্দিন

ব্যাখ্যা: প্রমথ চৌধুরী সম্পাদিত ‘সবুজপত্র’ পত্রিকার প্রথম প্রকাশ ঘটে ১৯১৪ সালে। বাংলা গদ্যরীতির বিকাশ, সাধু গদ্যরীতির পরিবর্তে চলিত গদ্যরীতি ব্যবহার ও প্রতিষ্ঠায় এটির অবদান তাৎপর্যপূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত পত্রিকা সাধনা, ভারতী, বঙ্গদর্শন, তত্ত্ববোধিনী। মোহাম্মদ নাসির উদ্দিন সম্পাদিত পত্রিকা ‘সওগাত’।

৫৬. আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিস এর উন্মেষ ঘটে কোন দেশ হতে?
ক. যুক্তরাজ্য
খ. যুক্তরাষ্ট্র
(গ). চীন
ঘ. ভারত

৫৭. মুক্তিযুদ্ধভিত্তিক নভেল কোনটি?
ক. ক্রীতদাসের হাসি
(খ). জীবন ও রাজনৈতিক বাস্তবতা
গ. কান্নাপর্ব
ঘ. প্রদোষে প্রাকৃতজন

ব্যাখ্যা: বাঙালি লেখক শহীদুল জহির বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমিকে ধারণ করে রচনা করেন নাতিদীর্ঘ উপন্যাস ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ (১৯৮৮)। এ উপন্যাসের আলোকে সৈয়দ জামিল আহমেদ একই শিরোনামে একটি মঞ্চ নাটক তৈরি করেন। ২৩ মার্চ, ২০১৯ সালে শহীদুল জহিরের মৃত্যুবার্ষিকীতে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। শওকত ওসমানের প্রতীকাশ্রয়ী উপন্যাস ‘ক্রীতদাসের হাসি’ (১৯৬২)। শওকত আলী সেন রাজাদের রাজত্বকাল এবং তুর্কি আক্রমণের সমকালীন পটভূমি নিয়ে রচনা করেন ‘প্রদোষে প্রাকৃতজন’ (১৯৮৪)। আহমাদ মোস্তফা কামালের সামাজিক উপন্যাস ‘কান্নাপর্ব।

৫৮.বাংলাদেশের সরকারি কর্মকমিশন কর্মকমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?
ক. ১৩৬
(খ). ১৩৭
গ. ১৩৮
ঘ. ১৪০

ব্যাখ্যা: বাংলাদেশ সরকারি প্রজাতন্ত্রের কর্মে নিয়োগের জন্য উপযুক্ত এবং যোগ্যতাসম্পন্ন ব্যক্তি নির্বাচনের ক্ষমতাপ্রাপ্ত একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সংবিধানের ১৩৬ নং অনুচ্ছেদে কর্মবিভাগ পুনর্গঠন; ১৩৭ নং অনুচ্ছেদে কমিশন গঠন; ১৩৮ নং অনুচ্ছেদে সদস্য নিয়োগ এবং ১৪০ নং অনুচ্ছেদে কমিশনের দায়িত্বের কথা বলা হয়েছে।

৬০.বৃত্তের ব্যাস চারগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
ক. ৪
খ. ৮
গ. ১২
(ঘ). ১৬

৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান (৬১-৭০ নম্বর প্রশ্ন)

৬১. আমার জ্বর জ্বর লাগছে- ‘জ্বর জ্বর’ শব্দ দুটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে বলে-
(ক). দ্বিরুক্ত শব্দ
গ. যুগ্মশব্দ
খ. সমার্থক শব্দ
ঘ. শব্দদ্বিত্ব

ব্যাখ্যা: দ্বিরুক্ত অর্থ দুবার উক্ত হয়েছে এমন। বাংলা ভাষায় কোনো কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, সেগুলোকে দুইবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে। এ ধরনের শব্দের পরপর দুইবার প্রয়োগেই দ্বিরুক্ত শব্দ গঠিত হয়। যেমন- আমার জ্বর জ্বর লাগছে। (এখানে ঠিক জ্বর নয়, জ্বরের ভাব অর্থে প্রয়োগ হয়েছে)

৬২. P(A) = 1/3; P(B) = 2/3; A ও B স্বাধীন হলে, P(B/A) = কত?
ক. 3/4
(খ). 2/3
গ. 1/3
ঘ. 1/4

৬৩. শুদ্ধ বাক্য নয় কোনটি?
ক. বিদ্বান হলেও তার কোনো অহংকার নেই।
খ. ইশ! যদি পাখির মত পাখা পেতাম।
(গ). অকারণে ঋণ করিও না।
ঘ. হয়তো সোহমা আসতে পারে।

ব্যাখ্যা: শুদ্ধ বাক্য অকারণে ঋণ করো না।

৬৪. The word “flying” in the sentence “Look at the flying bird” is a:
ক. gerund
(খ). participle
গ. verbal noun
ঘ. gerundial infinitive

ব্যাখ্যা: Article এবং noun এর মাঝে verb + ing বসে noun-কে modify করলে present participle participle a verb এবং adjective এর কাজ করে। বাক্যে flying শব্দটি noun (bird)-কে modify করেছে। সুতরাং এটি participle.

৬৫. Sustainable Development Goals (SDG) কয়টি?
ক. ১৩টি
খ. ১৫টি
(গ). ১৭টি
ঘ. ৩১টি

ব্যাখ্যা: ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে টেকসই উন্নয়ন অভীষ্ট-২০৩০ এজেন্ডা’ গৃহীত হয়। সারা বিশ্বের মানুষের শান্তি, সমৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে ‘২০৩০ এজেন্ডা’ এমন একটি কর্মপরিকল্পনা যা বিশ্ব শান্তি জোরদার করবে এবং ক্ষুধা ও দারিদ্র্যসহ সকল প্রকার বৈষম্যের অবসান ঘটাবে। SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।

৬৬. ‘কৃষ্টি’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়-
(ক). কৃষ্ + তি
খ. কৃষ্ + টি
গ. কৃ + ইষ্টি
ঘ. কৃষ্ + ইষ্টি

ব্যাখ্যা: তৎসম ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে স্ এর পর ত্ বা থ্ থাকলে যথাক্রমে ত্ ও প্ স্থানে ট ও ঠ হয়। যেমন- কৃ+তি = কৃষ্টি, আকৃ+ত = আকৃষ্ট, ষষ্+থ = ষষ্ঠ।

৬৭. প্রতিবছর কোন তারিখে বাংলাদেশ জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়?
(ক). ২ ফেব্রুয়ারি
খ. ৮ ফেব্রুয়ারি
গ. ৮ মার্চ
ঘ. ৭ এপ্রিল

ব্যাখ্যা: প্রতিবছর ২ ফেব্রুয়ারি জাতীয় জনসংখ্যা দিবস হিসেবে পালন করা হয়। ৮ মার্চ ও ৭ এপ্রিল যথাক্রমে আন্তর্জাতিক নারী দিবস এবং বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়ে থাকে।

৬৮. Global Vaccine Summit অনুষ্ঠিত হয়-
ক. ৫ মে, ২০২০
(খ). ৪ জুন, ২০২০
গ. ৬ জুলাই, ২০২০
ঘ. ৮ আগস্ট, ২০২০

ব্যাখ্যা: কোভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণ ও বিশ্বব্যাপী করোনা টিকার প্রাপ্তি নিশ্চিত করতে ৪ জুন, ২০২০ যুক্তরাজ্যে ওয়েবিনারের মাধ্যমে Global Vaccine Summit অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষ থেকে অংশগ্রহণ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৬৯. ৩০ কি.মি. পথ পাড়ি দিতে জয়নুলের রনির থেকে ২ ঘণ্টা সময় বেশি লেগেছে। জয়নুল যদি তার গতি দ্বিগুণ করত তাহলে রনির থেকে ১ ঘণ্টা সময় কম লাগত। জয়নুলের গতি কত ছিল?
ক. ৪ কি.মি./ঘণ্টা
(খ). ৫ কি.মি./ঘণ্টা
গ. ৬ কি.মি./ঘণ্টা
ঘ. ৭.৫ কি.মি./ঘণ্টা

৭০. উলুবনে মুক্তা ছড়ানো প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলে-
(ক). প্রবাদ-প্রবচন
খ. এককথায় প্রকাশ
গ. ভাবসম্প্রসারণ
ঘ. বাক্য সংকোচন

ব্যাখ্যা: ‘উলু বনে মুক্তা ছড়ানো একটি বাগধারা বা প্রবাদ-প্রবচন। এর অর্থ অস্থানে মুল্যবান দ্রব্য প্রদান / সম্প্রদান করা।

৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান (৭১-৮০ নম্বর প্রশ্ন)

৭১. ১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল-
(ক). জয় বাংলা
খ. বাংলাদেশ
গ. স্বাধীনতা
ঘ. মুক্তির ডাক

ব্যাখ্যা: ‘জয় বাংলা’ হলো ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত একটি সাপ্তাহিক পত্রিকা। পত্রিকাটি মূলত মুজিবনগরে প্রবাসী বাংলাদেশ সরকারের একটি প্রচার মাধ্যম ছিল।

৭২. Liza had given me two:
ক. pair of jean
খ. pairs of jean
গ. pair of jeans
(ঘ). pairs of jeans

ব্যাখ্যা: সাধারণত Pair এর সাথে s যুক্ত হয় না। তবে, modern english-এ Two pairs of shoes, three pairs of trousers ব্যবহৃত হয়। সুতরাং two pairs of jeans সঠিক উত্তর। তবে, two pair of something এর traditional english-এ ব্যবহার আছে।

৭৩. রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
(ক). তমদ্দুন মজলিস
খ. ভাষা পরিষদ
গ. মাতৃভাষা পরিষদ
ঘ. আমরা বাঙালি

ব্যাখ্যা: তমদ্দুন মজলিশ ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর অধ্যাপক আবুল কাসেম কর্তৃক প্রতিষ্ঠিত একটি ইসলামি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। পাকিস্তান প্রতিষ্ঠার পর বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে দাবি তোলার মাধ্যমে তমদ্দুন মজলিশ প্রথম বাংলা ভাষা আন্দোলন শুরু করে। এ সংগঠনের উদ্যোগে ১৯৪৭ সালের ১৫ সেপ্টেম্বর ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু প্রকাশিত হয়।

৭৪. মানুষের দেহের যে সব অঙ্গ-প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে?
(ক). বাক প্রত্যঙ্গ
খ. অঙ্গধ্বনি
গ. নাসিকাতন্ত্র
ঘ. স্বরতন্ত্রী

ব্যাখ্যা: মানুষ তার মনের ভাব অন্যের কাছে প্রকাশ করার জন্য কণ্ঠধ্বনি, হাত, পা এবং চোখ ইত্যাদি অঙ্গ-প্রত্যঙ্গের সাহায্যে ইঙ্গিত করে থাকে; এগুলোকে বাগযন্ত্র বা বাগপ্রত্যঙ্গ বলে। বাগযন্ত্র বা বাকপ্রত্যঙ্গ দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে।

৭৫. বাংলাদেশের ছয় ঋতুর সঠিক অনুক্রম কোনটি?
ক. গ্রীষ্ম, বর্ষা, বসন্ত, হেমন্ত, শীত ও শরৎ
খ. বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত ও গ্রীষ্ম
গ. শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, গ্রীষ্ম ও বর্ষা
(ঘ). গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত

৭৬. ‘বাবা’ কোন ভাষার অন্তর্গত শব্দ?
ক. তৎসম
খ. তদ্ভব
গ. ফারসী
(ঘ). তুর্কি

ব্যাখ্যা: বাংলা ভাষায় ব্যবহৃত তুর্কি শব্দসমূহ- আলখাল্লা, উজবুক, উর্দু, কাঁচি, কাবু, কুলি, কুর্নিশ, কোর্মা, খোকা, চাকু, চোগা চকমক, তোপ, বন্দুক, বাবা, বাবুর্চি, বাহাদুর বেগম, মুচলেকা, লাশ, মোগল, সওগাত ইত্যাদি।

৭৭. ‘অনুকম্পা’ শব্দের ইংরেজি কোনটি?
(ক). Clemency
খ. Enthral
গ. Erudition
ঘ. Fathom

৭৮ .Identify the correctly spelled one:
(ক). Caesarean
খ. caesarean
গ. ciserian
ঘ. scissorian

৭৯. What is the meaning of musk?
ক. a form of drama
খ. a face cover
(গ). a substance used in making perfume
ঘ. a disguise

৮০. 5+ 8 + 11 + 14 +… ধারাটির কত তম পদ 302।
ক. 60 তম পদ
খ. 90তম পদ
গ. 70তম পদ
(ঘ). 100 তম পদ

৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান (৮১-৯০ নম্বর প্রশ্ন)

৮১. কোন দেশটি সম্প্রতি ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে?
ক. সৌদিআরব
খ. কুয়েত
(গ). সংযুক্ত আরব আমিরাত
ঘ. ওমান

ব্যাখ্যা: ১৫ সেপ্টেম্বর, ২০২০ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য চুক্তি স্বাক্ষর করেছে আরব দেশ বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। এ চুক্তিকে ডোনাল্ড ট্রাম্প ‘নতুন মধ্যপ্রাচ্যের ভোর’ হিসেবে আখ্যা দেন। এটি হচ্ছে মধ্যপ্রাচ্যের ইসরায়েলের সাথে আরব দেশের তৃতীয় শান্তি চুক্তি। প্রথম চুক্তিটি হয় ১৯৭৯ সালে মিশরের সাথে এবং দ্বিতীয় চুক্তিটি হয় ১৯৯৪ সালে জর্ডানের সাথে। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হওয়ার পর বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত তৃতীয় ও চতুর্থ উপসাগরীয় দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দিল।

৮২. ১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত?
(ক). ২৫
খ. ৩০
গ. ৩৫
ঘ. ৪৯

৮৩. ‘Notification’-এর বাংলা পরিভাষা কোনটি?
ক. বিজ্ঞাপন
খ. বিজ্ঞপ্তি
গ. বিজ্ঞপ্তি ফলক
(ঘ). প্রজ্ঞাপন

৮৪. কোনটি যমুনার উপনদী?
(ক). তিস্তা
খ. ধোলাই
গ. ধলেশ্বরী
ঘ. বংশী

ব্যাখ্যা: যমুনা বাংলাদেশের প্রধান তিনটি নদীর একটি। এটি ব্রহ্মপুত্র নদীর প্রধান শাখা নদী। ১৭৮৭ সালের ভূমিকম্পে এ নদীর সৃষ্টি হয়। এর পূর্ব নাম জোনাই। যমুনার প্রধান উপনদীগুলো হল: তিস্তা, ধরলা, করতোয়া, আত্রাই। যমুনা নদীর শাখা নদী ধলেশ্বরী।

৮৬. বঙ্গবন্ধু কত সালে এবং কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন?
ক. ১৯৭২, কায়রো
খ. ১৯৭৪, নয়াদিল্লী
গ. ১৯৭৫, বেলগ্রেড
(ঘ). ১৯৭৩, আলজিয়ার্স

ব্যাখ্যা: জোট নিরপেক্ষ আন্দোলন (Non Aligned Movement- NAM) হলো একটি আন্তর্জাতিক সংগঠন। ঠাণ্ডা লড়াই’ এর প্রভাব থেকে অর্থাৎ মার্কিন নেতৃত্বাধীন পুঁজিবাদী জোট ও সোভিয়েত নেতৃত্বাধীন সাম্যবাদী জোটের পারস্পারিক দ্বন্দ্ব থেকে নিজেদের দূরে রাখতে ১৮-২৪ এপ্রিল, ১৯৫৫ সালের বান্দুং সম্মেলনের প্রেক্ষিতে ১ সেপ্টেম্বর, ১৯৬১ সালে বেলগ্রেডে প্রতিষ্ঠিত হয়। ১৯৭৩ সালে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত চতুর্থ শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন।

৮৭. “D-8 Organization for Economic Cooperation” বা D8 এর দশম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
(ক). ঢাকা
খ. আবুজা
গ. তেহরান
ঘ. ইস্তাম্বুল

ব্যাখ্যা: উন্নয়নশীল ৮টি মুসলিম দেশের জোট ডি-৮১৫ জুন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। ডি- ৮ এর সদস্য সংখ্যা ৮টি এবং সদর দপ্তর ইস্তাম্বুল, তুরস্কে। ডি-৮ এর দশম সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, করোনা সংক্রমণের কারণে এবারের সম্মেলন ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।

৮৮. ‘অধিত্যকা’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
(ক). উপত্যকা
খ. ধিত্যকা
গ. পার্বত্য
ঘ. সমতল

ব্যাখ্যা: অধিত্যকা ও পার্বত্য শব্দের বিপরীতার্থক শব্দ যথাক্রমে উপত্যকা ও সমতল।

৮৯. এক ব্যক্তি ব্যাংকে ৫১০ টাকার চেক দিয়ে ২০ টাকার এবং ৫০ টাকার নোট প্রদানের জন্য অনুরোধ করলেন। কত প্রকারে তাঁর অনুরোধ রক্ষা করা সম্ভব?
ক. ৩ প্রকারে
খ. ৪ প্রকারে
গ. ৬ প্রকারে
(ঘ). ৫ প্রকারে

৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান (৯১-১০০ নম্বর প্রশ্ন)

৯১. WIPO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. ওয়াশিংটন ডিসি
(খ). জেনেভা
গ. নিউইয়র্ক
ঘ. রোম

৯২. ১৯৪৮-১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় ‘ভাষা দিবস’ হিসেবে কোন দিনটি পালন করা হতো?
ক. ২৫শে জানুয়ারি
খ. ১১ই ফেব্রুয়ারি
(গ). ১১ই মার্চ
ঘ. ২৫ শে ফেব্রুয়ারি

ব্যাখ্যা: ১৯৪৮ সালের ১১ মার্চ ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ দাবিতে ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এর নেতৃত্বে পূর্ব বাংলায় সর্বাত্মক সাধারণ ধর্মঘট পালিত হয়। ধর্মঘটে পুলিশ লাঠিচার্জ করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শামসুল হক, অলি আহাদ, কাজী গোলাম মাহবুবসহ অনেকেই গ্রেফতার হন। পরবর্তীতে ১৯৫২ সাল পর্যন্ত এদিনটি ভাষা দিবস হিসেবে পালিত হয়।

৯৩. বঙ্গালি উপভাষা অঞ্চল কোনটি?
ক. নদীয়া
খ. ত্রিপুরা
গ. পুরুলিয়া
(ঘ). বরিশাল

ব্যাখ্যা: বঙ্গালী উপভাষা ভাষাভাষীর সংখ্যা বিবেচনায় বাংলার সবথেকে বড় উপভাষা। বৃহত্তর বরিশাল, নোয়াখালী, যশোর, খুলনা অঞ্চলের অধিকাংশ লোক এ উপভাষায় কথা বলে। বঙ্গালী উপভাষার কিছু শব্দের প্রয়োগ- চোইলতে আছে / চোইলতাছে, যাউকগিয়া, ব্যাডোন, দেইখ্যাছিল, বসো > বহো, সে > হে, টাকা > টাআ/টেকা ইত্যাদি।

৯৪. Hasan has read most of the ……. of Shakespeare:
ক. poem
খ. drama
গ. play
(ঘ). works

ব্যাখ্যা: সাধারণত work দ্বারা কোন শিল্পী বা লেখকের শিল্পকর্ম বা সাহিত্যকর্মকে বুঝায়। যেহেতু most of the এর পরে noun এর plural form বসে, তাই ans হিসেবে work এর plural form (works) বসবে। প্রদত্ত বাক্যের অর্থ- হাসান শেক্সপিয়রের অধিকাংশ সাহিত্যকর্মই পড়েছে।

৯৫. বাংলাদেশের বর্তমান সভাপতির পূর্বে কোন দেশ CVF- এর সভাপতি ছিল?
(ক). মার্শাল আইল্যান্ড
খ. মালদ্বীপ
গ. গ্রানাডা
ঘ. বাহামা

ব্যাখ্যা: Climate Vulnerable Forum (CVF) জলবায়ু পরিবর্তনজনিত ও ক্ষতিগ্রস্ত দেশসমূহের একটি সংগঠন; যা ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০- ২২ সময় পর্বে সভাপতির দায়িত্ব পালন করবেন। শেখ হাসিনা মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট হিলডা হাইনের স্থলাভিষিক্ত হন।

৯৬. Identify the word that remains same in plural form:
(ক). deer
খ. horse
গ. elephant
ঘ. tiger

ব্যাখ্যা: কিছু কিছু Word আছে যাদের Singular form এবং Plural form একই হয়। যেমন- Deer sheep swine, cannon, corps salmon pike, offspring ইত্যাদি।

৯৮. যদি ICE: COLDNESS হয়, তবে EARTH: ?
ক. weight
খ. jungle
(গ). Gravity
ঘ. sea

৯৯. কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি?
(ক). কার্তিক-ফাল্গুন
খ. চৈত্র-বৈশাখ
গ. ভাদ্র-অগ্রাহয়ন
ঘ. শ্রাবণ-আশ্বিন

১০০. To doctor an animal means:
ক. to treat it
(খ). to sterilize it
গ. to poison it
ঘ. to cure it

ব্যাখ্যা: Doctor (v) চিকিৎসা করা, বিড়াল বা ছাগল ইত্যাদিকে খাসি করা। Treat- চিকিৎসা করা; Sterilize- নিষ্ফলা করে তোলা, বীজাণুমুক্ত করা; Poison- বিষ; Cure- চিকিৎসা, উপশম। এখানে Doctor এর পরে Animal আছে সুতরাং পশুকে খাসি করা অর্থে Sterilize হবে।

৪২ তম বিসিএস প্রশ্ন সমাধান PDF


🔆🔆 আরও দেখুন: বাংলাদেশ সম্পর্কিত ১৫০ টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান (PDF সহ)
🔆🔆 আরও দেখুন: পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান – পদ্মা সেতু a to z


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। আমাদের যে কোন আপডেট মিস করতে না চাইলে ফেসবুক ও ইউটিউবে সাবক্রাইব করে আমাদেস সাথে কানেক্ট থাকতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

মেরাজুল ইসলাম

আমি মেরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি একজন ব্লগার। এডুকেশন এর প্রতি ভালোবাসাও অনলাইল শিক্ষার পরিসর বাড়ানোর জন্য এডুকেশন ব্লগের পথচলা। ব্লগিং এর পাশাপাশি আমি ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, কাস্টমাইজ সহ ওয়েব রিলেটেড সকল কাজ করি।