৮ম শ্রেণির বিজ্ঞান ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন

৮ম শ্রেণির বিজ্ঞান ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও সমাধান

৮ম শ্রেণির বিজ্ঞান ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন: প্রতিটি জীবের দেহ কোষ দিয়ে গঠিত। এককোষী জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুটি, দুটি থেকে চারটি কোষে বিভক্ত হয় এবং এভাবে বংশবৃদ্ধি করে।

বহুকোষী জীবের দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়ে জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে। ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবের জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে। নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ এককোষী জাইগোট ক্রমাগত বিভাজিত হয়ে সৃষ্টি করে লক্ষ লক্ষ কোষ দিয়ে গঠিত বিশাল দেহ।


৮ম শ্রেণির বিজ্ঞান ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন

সৃজনশীল প্রশ্ন ১। ফারাবী স্যার বিজ্ঞান ক্লাসে কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করছিলেন। তিনি বললেন, কোষ বিভাজনের একটি বিশেষ ধাপে নিউক্লিয়াসে অবস্থিত সুতার মতো অংশের সেন্ট্রোমিয়ার দুই ভাগে ভাগ হয়ে যায়। ফলে বিভাজিত কোষে এর সংখ্যা অপরিবর্তিত থাকে।

ক. কোন ধরনের কোষ বিভাজনে জননকোষ উৎপন্ন হয়?
খ. অ্যামাইটোসিস বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. ফারাবী স্যারের বর্ণিত বিশেষ ধাপটির সচিত্র বর্ণনা দাও।
ঘ. ফারারী স্যারের বর্ণিত সুতার মতো অংশটির ভূমিকা বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ২। দৃশ্য-১: জীবের জাইগোট বিভাজনের মাধ্যমে সামগ্রিক বৃদ্ধি ঘটে। দৃশ্য-২: বহুকোষী জীব শিশু জীবের জন্ম দেয় ও চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে। দৃশ্য-৩: এক ধরনের নিউক্লিক এসিড জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক।

ক. ক্যারিওকাইনেসিস কাকে বলে?
খ. নিউক্লিয়াসের ক্রোমোজোমগুলো কখন সবচেয়ে খাটো ও মোটা হয়? ব্যাখ্যা কর।
গ. দৃশ্য-১ এ ঘটিত কার্যক্রমটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ. প্রজাতির বৈশিষ্ট্য টিকে রাখার ক্ষেত্রে দৃশ্য-২ ও দৃশ্য-৩ উভয়েই ভূমিকা রয়েছে—যুক্তিসহ বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ৩। দৃশ্যকল্প-১: উদ্ভিদ ও প্রাণীর দৈর্ঘ্য-প্রস্থ বৃদ্ধি পায় যথাক্রমে ভাজক কোষ ও দেহ কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে। দৃশ্যকল্প-২: প্রতিটি জীব তার শিশু জীব জন্ম দেয়, এতে তাদের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে।

ক. ক্যারিওকাইনেসিস কাকে বলে?
খ. জবা ফুলের ডিম্বাশয়ে সংঘটিত বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন?
গ. দৃশ্যকল্পের কোন কোষের বিভাজনে উদ্ভিদ ও প্রাণী দৈর্ঘ্য- প্রস্থ বৃদ্ধি পায় বর্ণনা কর।
ঘ. প্রজাতির বৈশিষ্ট্য টিকে রাখার ক্ষেত্রে দৃশ্যকল্পদ্বয়ে কোনটির অবদান অনস্বীকার্য বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৪। অষ্টম শ্রেণির ছাত্রী আয়শা দেখতে তার মায়ের মত। তার পড়ার ঘরে কোষ বিভাজনের একটি ধাপের চিত্র টানানো আছে। যার ক্রোমোজোমগুলো হলো ইংরেজি বর্ণমালার আকৃতিবিশিষ্ট।

ক. ইন্টারফেজ কাকে বলে?
খ. অ্যামিবার বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কেন?
গ. আয়শার ঘরে টানানো ছবিটি চিহ্নিত চিত্রসহ ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপক অনুযায়ী আয়শার চেহারা এরূপ হওয়ার যৌক্তিকতা বিশ্লেষণ করো।

উত্তর পিডিএফ


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। এছাড়াও অষ্টম শ্রেণির সকল আর্টিকেল পেতে এখানে ক্লিক করুন।