পাখি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

(PDF) পাখি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

পাখি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: ‘পাখি’ গল্পটি লীলা মজুমদারের ‘চিরকালের সেরা’ গল্প সংকলন থেকে সংগ্রহ করা হয়েছে। গল্পের কিশোরী কুমু অসুস্থ হলে তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে পরিবার। সহপাঠীরা সবাই উপরের ক্লাসে, উঠে যাবে, কুমু নিচের ক্লাসে পড়ে থাকবে- এ নিয়ে কুমুর ভাবনার শেষ নেই।

দ্রুত সুস্থতার জন্য কুমু সোনাঝুরিতে দিদিমার দোতলা বাড়ির উন্মুক্ত পরিবেশে এসে একটি অভূতপূর্ব ঘটনার সম্মুখীন হয়। শিকারির বন্দুকের গুলির আঘাতে একটি বুনো হাঁস আহত হলে কুমু তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। পাখিটিকে সুস্থ করে তোলার জন্য সে ব্যাকুল হয়ে ওঠে। সমবয়সী কিশোর লার্টুর সহযোগিতা নিয়ে কুমু পাখিটাকে সব বিপদ থেকে বাঁচাতে এবং দ্রুত সুস্থ হয়ে ওঠায় সাহায্য করে।

গল্পটির একটি অসাধারণ দিক হচ্ছে— পাখিটির সেরে ওঠার প্রতিটি ধাপ থেকে কুমু নিজেও সুস্থ হওয়ার প্রেরণা পায়। পাখিটির প্রতি দুই কিশোর-কিশোরীর অকৃত্রিম মমত্ববোধ ও সমবেদনা গল্পটিকে এক অন্য মাত্রায় উন্নীত করেছে।


পাখি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১। ‘পাখি’ গল্পটির উৎস কী?
উত্তর : ‘পাখি’ গল্পটির উৎস ‘চিরকালের সেরা’ গল্প সংকলন।

প্রশ্ন ২। বুনো হাঁসের চোখ দুটো কিসের মতো?
উত্তর : বুনো হাঁসের চোখ দুটো কালো মখমলের মতো।

প্রশ্ন ৩। বুনো হাঁসটি কী রঙের ছিল?
উত্তর : বুনো হাঁসটি ছিল ছাই রঙের।

প্রশ্ন ৪। বুনো হাঁসটির কোথায় গুলি লেগেছিল?
উত্তর : বুনে’ হাঁসটির ডানায় গুলি লেগেছিল।

প্রশ্ন ৫। লীলা মজুমদারের আদি পৈতৃক নিবাস কোথায়?
উত্তর : লীলা মজুমদারের আদি পৈতৃক নিবাস বৃহত্তর ময়মনসিংহে।

প্রশ্ন ৬। কুমুর দিম্মা কোথায় থাকেন?
উত্তর : কুর্মুর দিম্মা সোনাঝুরিতে থাকেন।

প্রশ্ন ৭। অতিথি পাখিরা কোন দেশ থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে?
উত্তর : অতিথি পাখিরা উত্তরের শীতপ্রধান দেশ থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে।

প্রশ্ন ৮। লাটুর কথার প্রায় সঙ্গে সঙ্গে কিসের শব্দ হলো?
উত্তর : লাটুর কথার প্রায় সঙ্গে সঙ্গে দুম দুম করে বন্দুকের গুলির শব্দ হলো।

প্রশ্ন ৯। কাকে দেখে কুমুর গলার ভেতরে টনটন করতে থাকে?
উত্তর : গুলিবিদ্ধ পাখিটাকে দেখে কুমুর গলার ভেতরে টনটন করতে থাকে।

প্রশ্ন ১০। লাটু পাখিটার আঘাত পাওয়া জায়গাটাতে কী লাগিয়ে দিল?
উত্তর : লাটু পাখিটার আঘাত পাওয়া জায়গাটাতে হলদে মলম লাগিয়ে দিল।

প্রশ্ন ১১। পাখিটা উড়তে পারলে কী করত?
উত্তর : পাখিটা উড়তে পারলে ওই দূরে বিলে ওর বন্ধুদের কাছে চলে যেত।

প্রশ্ন ১২। কারা দূরে থেকে মজা দেখল, কাছে ঘেঁষতে সাহস পেল না?
উত্তর : কাক দুটো দূরে থেকে মজা দেখল, কাছে ঘেঁষতে সাহস পেল না।

প্রশ্ন ১৩। আনন্দের চোটে কুমু কী করে?
উত্তর : আনন্দের চোটে কুমু ঘরময় হেঁটে বেড়ায়, নিজের বিছানা নিজে পাতে, নিজে স্নান করে, জামা কাচে।

প্রশ্ন ১৪। দু-দিন পরে দুপুরে মাথার অনেক উপর দিয়ে মন্ত এক ঝাঁক বুনো হাঁস কিসের মতো নকশা করে উড়ে গেল?
উত্তর : দু-দিন পরে দুপুরে মাথার অনেক উপর দিয়ে মস্ত এক ঝাঁক বুনো হাঁস তীরের মতো নকশা করে উড়ে গেল।

প্রশ্ন ১৫। দিম্মা কী শুনে অবাক হয়ে গেল?
উত্তর : দিম্মা বুনো হাঁসটার কথা শুনে অবাক হয়ে গেল।


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। আমাদের যে কোন আপডেট মিস করতে না চাইলে ফেসবুক ও ইউটিউবে সাবক্রাইব করে আমাদেস দাথে কানেক্ট থাকতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।