মেলা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

মেলা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

মেলা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন: পৃথিবীর চারিদিকে যদি আমরা দৃষ্টি দিই তবে দেখতে পাই বাগানে ফুলের মেলা, গাছে গাছে পাখির মেলা আর আকাশে তারার মেলা। এ হলো প্রকৃতির জগৎ। অন্যদিকে পৃথিবীর শিশু-কিশোরদের রয়েছে একটা আলাদা জগৎ, আরেকটা মেলা। আকাশের

নীলের মধ্যে যে উদারতা রয়েছে, ফুলের মধ্যে যে পবিত্র সুবাস রয়েছে, পাখির গানের মধ্যে যে সুর রয়েছে— সবই পেয়েছে শিশু-কিশোররা। প্রতিদিন আকাশে যে রোদ ওঠে, সেখান থেকে তারা নেয় জীবনের উত্তাপ, সাত সাগরের বুক থেকে তারা নেয় ভালোবাসার ঢেউ। তাই তারা বিশ্বজুড়ে ছড়িয়ে দেয় নবীন প্রাণের আশার আলো।

কচি-সবুজ ভাই-বোনদের হাসি-খুশির মধ্যে লক্ষ লক্ষ সবুজ মনের স্নেহ-প্রীতির প্রকাশ ঘটেছে, দেশ-কালের সীমানা ভেঙে তারা অন্তরের ভালোবাসা দিয়ে গড়তে চায় সাজানো বাগানের মতো সুন্দর একটি পৃথিবী। এ পৃথিবী হবে সব মানুষের জন্য একটি অভিন্ন পৃথিবী ।


মেলা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন ১। আহসান হাবীব কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর : আহসান হাবীব ১৯১৭ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন ২। আহসান হাবীবের পেশা কী ছিল?
উত্তর : আহসান হাবীবের পেশা ছিল সাংবাদিকতা।

প্রশ্ন ৩। আহসান হাবীব কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর : ১৯৮৫ খ্রিস্টাব্দে।

প্রশ্ন ৪। রাতের পথে পাড়ি দিতে কী জ্বেলে নেয়?
উত্তর : তারার অবাক দীপ।

প্রশ্ন ৫। ‘মেলা’ কবিতায় আলোর পাখি বলতে কবি কী বুঝিয়েছেন?
উত্তর : সূর্য।

প্রশ্ন ৬। ভাইবোনেরা সাত সাগরের বুক থেকে কী তুলে নেয়?
উত্তর : ভালোবাসার ঢেউ।

প্রশ্ন ৭। ভাইবোনেরা জগৎ জুড়ে কী ছড়িয়ে দেয়?
উত্তর : আশার আলো।

প্রশ্ন ৮। কচি সবুজ ভাইবোনদের আপন মনের খেলাটি কী?
উত্তর : একটি নতুন বাগান গড়া।

প্রশ্ন ৯। ভাইবোনেরা কিসের স্বপ্ন বিলিয়ে যায়?
উত্তর : এক মানুষের এক দুনিয়া।

প্রশ্ন ১০। শিশু-কিশোররা ভোরের আলো থেকে কী গ্রহণ করে?
উত্তর : জীবনের উত্তাপ।

প্রশ্ন ১১। আকাশ জুড়ে কিসের মেলা?
উত্তর : আকাশ জুড়ে তারার মেলা।

প্রশ্ন ১২। রোজ সকালে কিসের মেলা?
উত্তর : রোজ সকালে রঙের মেলা।

প্রশ্ন ১৩। কয়টি সাগরে ঢেউয়ের মেলা?
উত্তর : সাত সাগরে ঢেউয়ের মেলা।


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। আমাদের যে কোন আপডেট মিস করতে না চাইলে ফেসবুক ও ইউটিউবে সাবক্রাইব করে আমাদেস দাথে কানেক্ট থাকতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।