এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

৮ম শ্রেণি: এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (PDF)

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম গল্পের জ্ঞানমূলক প্রশ্ন: ১৯৪৭ সালে ভারত উপমহাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন সূচিত হয়। যার ফলে ভারত উপমহাদেশ বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়। আমাদের পূর্ব বাংলা মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ার সুবাদে মুসলিম সংখ্যাগুরু পশ্চিম পাকিস্তানের শাসনাধীনে চলে যায় এবং পূর্ব বাংলা ‘পূর্ব পাকিস্তান’ নামে পরিচিতি পায়।

যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে পূর্ব বাংলার বাংলাভাষী জনগণ পশ্চিম পাকিস্তানের সঙ্গে মিলিত হয়, সেই আশা-আকাঙ্ক্ষা সামান্য সময়ের ব্যবধানেই ভূলুণ্ঠিত হয়। সৃষ্টি হয় এদেশে ১৯৭১ সালের পূর্ব পর্যন্ত ২৩ বছরের করুণ ইতিহাস – বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, মুমূর্ষু নর-নারীর আর্তনাদের ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত হওয়ার ইতিহাস। ঐ ইতিহাস বাংলার জনগণকে অতিষ্ঠ করে তোলে এবং সর্বত্র প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়ে বাংলার সর্বস্তরের মানুষ।

বাঙালির অবিসংবাদী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে এদেশের মানুষ পরাধীন বাংলা ভূখণ্ডকে মুক্ত করার লক্ষ্যে শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে জীবনকে উৎসর্গ করে। এ মুক্তিসংগ্রামের পটভূমিতে ছিল ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে প্রায় ১০ লাখ মানুষের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ১৮ মিনিটের ভাষণটি।

এ ভাষণের মাধ্যমে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তি না হওয়া পর্যন্ত স্বাধীনতা সংগ্রামের আহ্বান জানান। সেই আহ্বানে সাড়া দিয়ে চূড়ান্তভাবে পূর্ব বাংলার সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ওঠে এবং স্বাধীনতা সংগ্রামে শত্রুকে প্রতিরোধ ও পরাস্ত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অপশক্তির বিরুদ্ধে বঙ্গবন্ধুর প্রতিবাদী কণ্ঠের বজ্রধ্বনিতে পূর্ব বাংলার সর্বস্তরের মানুষের দেহের রক্ত স্বাধীনতার জন্য টগবগ করে ওঠে। ফলে এদেশের আপামর জনতা যার যা কিছু ছিল তাই নিয়ে ঐক্যবন্ধ হয়ে মুক্তিসংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। বস্তুত এ ভাষণে উঠে এসেছে এদেশের মানুষকে অবহেলা-বঞ্চনা করার ইতিহাস, শাসন-শোষণের ইতিহাস, শত্রুর বুলেটে হত্যার ইতিহাস।

আবার এ ভাষণে এদেশবাসীর মনে জুগিয়েছে শত্রুকে মোকাবিলা করার বিপুল উৎসাহ-উদ্দীপনা ও অদম্য চেতনা শক্তি। “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।”— এ বজ্র কণ্ঠস্বরের উদাত্ত আহ্বানের উপর ভিত্তি করেই রচিত হয়েছিল বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন ও সার্বভৌম দেশের। যে ভিত্তির ওপর দাঁড়িয়ে আজও মাথা উঁচু করে আছে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ।


৮ম শ্রেণির বাংলা ১ম পত্র এর সকল অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: অতিথির স্মৃতি
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: ভাব ও কাজ
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: পড়ে পাওয়া
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: তৈলচিত্রের ভূত
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: আমাদের লােকশিল্প
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: সুখী মানুষ
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: শিল্পকলার নানা দিক
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: মংডুর পথে
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বাংলা নববর্ষ
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বাংলা ভাষার জন্মকথা


এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন ১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত তারিখে?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ খ্রিষ্টাব্দের ১৭ মার্চ।

প্রশ্ন ২। ‘জাতীয় পরিষদ’ কী?
উত্তর: ‘জাতীয় পরিষদ’ হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি ।

প্রশ্ন ৩। রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী?
উত্তর: রেসকোর্স ময়দানের বর্তমান নাম- সোহরাওয়ার্দি উদ্যান।

প্রশ্ন ৪। আরটিসি এর পূর্ণরূপ কী?
উত্তর: আরটিসি-এর পূর্ণরূপ রাউন্ড টেবিল কনফারেন্স বা গোলটেবিল বৈঠক।

প্রশ্ন ৫। ব্যারাক কী?
উত্তর: ব্যারাক হচ্ছে- সেনাছাউনি।

প্রশ্ন ৬। কত সালে গণঅভ্যুত্থান হয়েছিল?
উত্তর: ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান হয়েছিল।

প্রশ্ন ৭। প্রেসিডেন্ট হিসেবে কে অ্যাসেম্বলি ডেকেছিলেন?
উত্তর: প্রেসিডেন্ট হিসেবে ইয়াহিয়া খান অ্যাসেম্বলি ডেকেছিলেন।

প্রশ্ন ৮। কত সালে গণঅভ্যুত্থান হয়েছিল?
উত্তর: ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান হয়েছিল।

প্রশ্ন ৯। শেখ মুজিবুর রহমান কত সালে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত হন?
উত্তর: শেখ মুজিবুর রহমান ১৯৬৯ সালে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত হন।

প্রশ্ন ১০। পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফলাফল কী হয়?
উত্তর: পাকিস্তানের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

প্রশ্ন ১১। কবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন?
উত্তর: ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন।

প্রশ্ন ১২। রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সময় ভাষণ দিয়েছিলেন?
উত্তর: রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৮ মিনিট ভাষণ দিয়েছিলেন।

প্রশ্ন ১৩। “পূর্ববাংলা থেকে পশ্চিম পাকিস্তানে এক পয়সাও চালান হতে পারবে না।”- এটা কার হুকুম?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন ১৪। বাংলার মানুষ কী চায়?
উত্তর: বাংলার মানুষ মুক্তি চায়, বাঁচতে চায় আর অধিকার চায় ।

প্রশ্ন ১৫। ২৩ বছরের ইতিহাস কিসের আর্তনাদের ইতিহাস?
উত্তর: ২৩ বছরের ইতিহাস মুমূর্ষু নরনারীর আর্তনাদের ইতিহাস।

প্রশ্ন ১৬। ১৯৫৪ সালের নির্বাচনে কারা জয়লাভ করেছিল?
উত্তর: ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করেছিল ।

প্রশ্ন ১৭। বঙ্গবন্ধু শেখ মুজিব কার কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি করেছিলেন?
উত্তর: জনগণের প্রতিনিধির কাছে।

প্রশ্ন ১৮। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে কী অনুরোধ করেছিলেন?
উত্তর: ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার অনুরোধ করেছিলেন।

ডাউনলোড পিডিএফ


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।