(PDF) অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর

অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর

অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর: ‘অপরিচিতা’ গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে যে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনী বর্ণিত হয়েছে, তার নাম কল্যাণী। অমানবিক যৌতুক প্রথার নির্মম বলি হয়েছে এমন নারীদের গল্প ইতঃপূর্বে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ। কিন্তু এই গল্পেই প্রথম যৌতুক প্রথার বিরুদ্ধে নারী-পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথকতা শোনালেন তিনি। এ গল্পে পিতা শম্ভুনাথ সেন এবং কন্যা কল্যাণীর স্বতন্ত্র বীক্ষা ও আচরণে সমাজে গেড়ে-বসা ঘৃণ্য যৌতুকপ্রথা প্রতিরোধের সম্মুখীন হয়েছে। পিতার বলিষ্ঠ প্রতিরোধ এবং কন্যা কল্যাণীর দেশচেতনায় ঋদ্ধ ব্যক্তিত্বের জাগরণ ও তার অভিব্যক্তিতে গল্পটি সার্থক। ‘অপরিচিতা’ উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প।

গল্পের কথক অনুপম বিশ শতকের দ্বিতীয় দশকের যুদ্ধ সংলগ্ন সময়ের সেই বাঙালি যুবক, যে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর উপাধি অর্জন করেও ব্যক্তিত্বরহিত,পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুলমাত্র। তাকে দেখলে আজো মনে হয়, সে যেন মায়ের কোলসংলগ্ন শিশুমাত্র। তারই বিয়ে উপলক্ষে যৌতুক নিয়ে নারীর চরম অবমাননাকালে শম্ভুনাথ সেনের কন্যা-সম্প্রদানে অসম্মতি গল্পটির শীর্ষ মুহূর্ত। অনুপম নিজের গল্প বলতে গিয়ে ব্যাঙ্গার্থে জানিয়ে দিয়েছে সেই অঘটন সংঘটনের কথাটি। বিয়ের লগ্ন যখন প্রস্তুত তখন কন্যার লগ্নভ্রষ্ট হওয়ার লৌকিকতাকে অগ্রাহ্য করে শম্ভুনাথ সেনের নির্বিকার অথচ বলিষ্ঠ প্রত্যাখ্যান নতুন এক সময়ের আশু আবির্ভাবকেই সংকেতবহ করে তুলেছে।

কর্মীর ভূমিকায় বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণের মধ্য দিয়ে গল্পের শেষাংশে কল্যাণীর শুচিশুভ্র আত্মপ্রকাশও ভবিষ্যতের নতুন নারীর আগমনীর ইঙ্গিতে পরিসমাপ্ত। ‘অপরিচিতা’ মনস্তাপে ভেঙেপড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প, তার পাপস্খালনের অকপট কথামালা। অনুপমের আত্মবিবৃতির সূত্র ধরেই গল্পের নারী কল্যাণী অসামান্যা হয়ে উঠেছে। গল্পটিতে পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ যেমন ঘটেছে, তেমনি একই সঙ্গে পুরুষের ভাষ্যে নারীর প্রশস্তিও কীর্তিত হয়েছে।


এইচএসসি বাংলা সৃজনশীল প্রশ্ন

🔆🔆 সৃজনশীল প্রশ্ন: বায়ান্নর দিনগুলো
🔆🔆 সৃজনশীল প্রশ্ন: মাসি-পিসি


অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর

সৃজনশীল ০১: অফিস থেকে ফেরার পথে রাশেদ বাসে দীর্ঘদিন পর দেখতে পেল রাবেয়াকে। মনে পড়ল রাবেয়ার সাথে তার বিয়ে ঠিক হয়েছিল। সমস্ত আয়ােজন সম্পন্ন হওয়ার পর হঠাৎ রাশেদের বাবা মােটা অংকের যৌতুক দাবি করে বসে মেয়ের বাবার কাছে। উচ্চশিক্ষিত সুদর্শন পুত্রের জন্যে এটা নাকি তার ন্যায্য দাবি। রাবেয়ার বাবার যথেষ্ট সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি রাজি হলেন না যৌতুক দিতে। ক্ষোভে অপমানে তৎক্ষণাৎ ভেঙে দেন বিয়ে। ক্ষুব্ধ রাবেয়াও সমর্থন করে বাবাকে। বিয়ে ভেঙে গেলেও রাবেয়া থেমে থাকেনি। এক ব্যাংকারকে বিয়ে করে সংসারী হয়েছে। চাকরি করছে একটা কলেজে।

ক. অপরিচিতা’ গল্পে শম্ভুনাথ সেনের পেশা কী ছিল?
খ. “ভালাে মানুষ হওয়ার কোনাে ঝঞ্ঝাট নাই”- ব্যাখ্যা করাে।
গ. উদ্দীপকের রাবেয়ার বাবার সাথে ‘অপরিচিতা’ গল্পের শম্ভুনাথ বাবুর সাদৃশ্য কোথায়?
ঘ. “উদ্দীপকের রাবেয়া অপরিচিতা’ গল্পের কল্যাণী চরিত্রকে সম্পূর্ণভাবে ধারণ করে না”– স্বীকার করাে কি? তােমার মতের পক্ষে যুক্তি দেখাও।

সৃজনশীল ০২: মাতৃস্নেহের তুলনা নাই, কিন্তু অতিম্নেহ অনেক সময় অমঙ্গল আনয়ন করে। যে স্নেহের উত্তাপে সন্তানের পরিপুষ্টি, তাহারই আধিক্যে সে অসহায় হইয়া পড়ে। মাতৃহৃদয়ে মমতার প্রাবল্য, মানুষ আপনাকে হারাইয়া আপন শক্তির মর্যাদা বুঝিতে পারে না। দুর্বল অসহায় পক্ষী শাবকের মতাে চিরদিন স্নেহাতিশয্যে আপনাকে সে একান্ত নির্ভরশীল মনে করে। ক্রমে জননীর পরম সম্পদ সন্তান অলস, ভীরু, দুর্বল ও পরনির্ভরশীল হইয়া মনুষ্যত্ব বিকাশের পথ হইতে দূরে সরিয়া যায়। অন্ধ মাতৃস্নেহ সে কথা বুঝে না।

ক. রবীন্দ্রনাথ ঠাকুরের কোন স্থানে বসবাসের সময়টি ছােটগল্প রচনার স্বর্ণযুগ’ হিসেবে বিবেচিত হয়?
খ. কল্যাণীর ‘মাতৃ-আজ্ঞা’র ধরন ব্যাখ্যা করাে।
গ. উদ্দীপকের তাৎপর্য অনুসারে অন্ধ মাতৃস্নেহের কবলে পড়ে যেরূপ চরিত্রধর্ম বিকশিত হওয়ার কথা তার অনেকখানিই ‘অপরিচিতা’ গল্পের অনুপম চরিত্রে দেখা যায়- মন্তব্যটি বিশ্লেষণ করাে।
ঘ. উদ্দীপকের ভাবার্থের মতাে সীমাবদ্ধতাই অনুপম চরিত্রের একমাত্র দিক নয়, বৃত্তভাঙার আনন্দও তার আছে”- অপরিচিতা’ গল্পের আলােকে তােমার মতামতসহ মন্তব্যটি যাচাই করাে।

সৃজনশীল ০৩: আদিবাসী সুচিত্রা তিরকির স্বামীর ৪৮ বিঘা জমি স্থানীয় প্রভাবশালীরা জাল দলিল করে দখল করে নেয়। তার স্বামী এর বিরুদ্ধে মামলা করলেও রায় পাওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তী সময়ে জমি ফিরে পেতে আদিবাসী নারীদের নিয়ে প্রবল আন্দোলন গড়ে তােলেন সুচিত্রা। একপর্যায়ে সেই জমি দখলে নেন। এরপর থেকে তিনি অন্যান্য আদিবাসী নারীর দুঃখ-কষ্ট দূর করার জন্য দুর্বার আন্দোলন করে চলেছেন।

ক. অনুপম তাড়াতাড়ি গাড়ির জানালা খুলে মুখ বাড়িয়ে কী দেখলাে?
খ. “এ কেবল একটি মানুষের গলা, শুনিলেই মন বলিয়া ওঠে, এমন তাে আর শুনি নাই।” অনুপমের এমন মনে হওয়ার কারণ কী? ব্যাখ্যা করাে।
গ. উদ্দীপকের সুচিত্রার সাথে ‘অপরিচিতা’ গল্পের কল্যাণীর কোন দিক দিয়ে সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করাে।
ঘ. সমাজের বৃহত্তর স্বার্থে নারীদের বলিষ্ঠ ভূমিকা খাটো করে দেখার কোনাে অবকাশ নেই।’ উদ্দীপক ও অপরিচিতা’ গল্পের আলােকে ব্যাখ্যা করাে।

সৃজনশীল ০৪: রামসুন্দরের একমাত্র কন্যা নিরুপমার বিয়ে ঠিক হলাে রায়বাহাদুরের একমাত্র ছেলের সাথে। বরপক্ষ থেকে দশ হাজার টাকা পণ এবং বহুল দানসামগ্রী চেয়ে বসল। রামসুন্দর অতিকষ্টে তিন-চার হাজার টাকার যােগাড় করতে পারল। বিয়ের আসরে তুমুল গােলযােগ বেধে গেল। রামসুন্দর রায়বাহাদুরের হাতে-পায়ে ধরে বললেন, শুভকাজ সম্পন্ন হয়ে যাক, আমি নিশ্চয়ই টাকাটা শােধ করে দিব।’ রায়বাহাদুর বললেন, ‘টাকা হাতে না পেলে বর সভাস্থ করা যাবে না। ইতােমধ্যে একটা সুবিধা হলাে। বর হঠাৎ বাবার অবাধ্য হয়ে উঠল। সে বাবাকে বলল, কেনাবেচা-দরদামের কথা আমি বুঝি না; বিয়ে করতে এসেছি, বিয়ে করে যাব।’ বিয়ে এক প্রকার বিষন্ন, নিরানন্দভাবে সম্পন্ন হয়ে গেল।

ক.অনুপমের পরিবার কল্যাণীকে কী দিয়ে আশীর্বাদ করেছিল?
খ. ব্যাখ্যা কর। আমার ভাগ্যে প্রজাপতির সাথে পঞশরের কোনাে বিরােধ নাই।
গ. অপরিচিতা’ গল্পের শম্ভুনাথের সাথে রামসুন্দরের চারিত্রিক বৈশিষ্ট্যের পার্থক্য দেখাও।
ঘ. “রায়বাহাদুরের ছেলের বৈশিষ্ট্য অনুপমের মধ্যে থাকলে ‘অপরিচিতা’ গল্প ভিন্ন মাত্রা পেত।”- মন্তব্যটির যথার্থতা নিরূপণ করাে ।

সৃজনশীল ০৫: ‘আমি বলিলাম, তা থাক না, সুরবালা আমার কে? উত্তর শুনিলাম, সুরবালা তােমার কেহই নয়, কিন্তু সুরবালা তােমার কী না হতে পারত।’

ক. রেলকর্মচারী কতটি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিলেন?
খ. কিন্তু ভাগ্য আমার ভালাে, এই তাে আমি জায়গা পাইয়াছি।’ বক্তার এমন অনুভূতির কারণ বুঝিয়ে লেখাে।
গ. উদ্দীপকের সাথে অপরিচিতা’ গল্পের মেলবন্ধন রচনা করাে।
ঘ. “কাক্ষিত প্রেয়সীকে না পাওয়ার হাহাকারই উদ্দীপকের কথক ও ‘অপরিচিতা’ গল্পের অনুপমকে একসূত্রে গেঁথেছে।” মন্তব্যটি পর্যালােচনা করাে।

সৃজনশীল ০৬: সৈয়দ রমিজউদ্দীন সুলতানপুরের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি স্থানীয় কলেজে অধ্যাপনা করেন। তাঁর তিন মেয়ে হামিদা, সুফিয়া ও তানিয়া। হামিদা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থ বিদ্যায় মাস্টার্স করেছে। নানা জায়গা থেকে তার বিয়ের সম্বন্ধ আসছে। সৈয়দ সাহেবের ইচ্ছা একজন চরিত্রবান পাত্রের কাছে মেয়েকে বিয়ে দেবেন। হাসান যশােরে সাবরেজিস্টারের চাকরি করে। সে হামিদাকে ঘটকের মাধ্যমে বিয়ের প্রস্তাব দিয়ে হামিদাদের বাড়িতে আসে এবং জানায় যে, সে মাসে লক্ষ টাকা আয় করে। হামিদার বাবা রমিজউদ্দীন সাহেব হাসানকে জিজ্ঞেস করেন যে, বেতনের বাইরে সে কীভাবে অর্থ উপার্জন করে। হাসান উৎসাহের সাথে বলে যে, বাকি টাকাটা তার উৎকোচ হিসেবে আয় হয় । হামিদার বাবা অতিথিদের উপযুক্ত আপ্যায়ন করে জানিয়ে দেন যে, এমন দুর্নীতিপরায়ণ ছেলের সাথে তার মেয়ের বিয়ে দেবেন না।

ক. কে আসর জমাইতে অদ্বিতীয়?
খ. ঠাট্টা করিতেছেন নাকি!’ কেন এই উক্তিটি করা হয়েছে?
গ. উদ্দীপকের বিষয়বস্তুর সাথে অপরিচিতা’ গল্পের শম্ভুনাথ বাবুর সাদৃশ্য-বৈসাদৃশ্য আলােচনা করাে।
ঘ. নীতিহীন মানুষ সমাজে নিন্দনীয় ব্যক্তিত্ব।’ উক্তিটি উদ্দীপক ও ‘অপরিচিতা’ গল্প অবলম্বনে মূল্যায়ন করাে।

সৃজনশীল ০৭: ভবিষ্যতের সুখ-স্বপ্নে বিভাের রিপন-রিতার বিয়ের দিন হঠাৎ দৃশ্যপট পাল্টে গেল । বর রিপনের বাবা বিয়ের আগেই যৌতুকের সমস্ত টাকা হাতে পেতে চায় । কনের পিতা সুজিত বাবু মেয়ের সুখের কথা চিন্তা করে সেই শর্তে রাজি হলেও কনে রিতা তা মানল না। বর পক্ষকে সে অপমান করে তাড়িয়ে দিল।

ক. বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল?
খ. ‘আমি তাে চমকিয়া উঠিলাম’- কথাটি বুঝিয়ে লেখাে।
গ. সুজিত বাবুর সাথে শম্ভুনাথ চরিত্রটি কোন দিক দিয়ে বৈসাদৃশ্যপূর্ণ? আলােচনা করাে।
ঘ. “উদ্দীপকের রিতা অপরিচিতা’ গল্পের কল্যাণীর চেয়ে অন্যায়ের প্রতিবাদে বেশি সক্রিয়”- মন্তব্যটির গ্রহণযােগ্যতা তুলে ধরাে।

সৃজনশীল ০৮: বিয়ের আসরে দেনা-পাওনা বিষয়কে কেন্দ্র করে তুমুল বাকবিতণ্ডার এক পর্যায়ে বরের চাচা বিয়ে ভেঙে দেয়ার ঘােষণা দেন। অনিচ্ছা সত্ত্বেও আতিক চাচার কথায় সাড়া দিয়ে আসর থেকে ফিরে আসে। কিন্তু তার চোখে ভেসে ওঠে আফিয়ার বিবর্ণ মুখ, তার পিতার করুণ চাহনি।

ক. অনুপমের আসল অভিভাবক কে?
খ. ‘এসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার’- কোন প্রসঙ্গে কেন বলা হয়েছে?
গ. উদ্দীপক ও ‘অপরিচিতা’ গল্পের বৈসাদৃশ্য চিহ্নিত করাে।
ঘ. “যৌতুক প্রথা বিবাহ সম্বন্ধে বিপর্যয় বয়ে আনে’— উদ্দীপক ও অপরিচিতা’ গল্পের আলােকে তােমার মতামত দাও।

সৃজনশীল ০৯: হৈমন্তী গল্পে তৎকালীন পুরুষতান্ত্রিক সমাজের কর্তৃত্বপরায়ণতা ও যৌতুক প্রথার কুফলের একটি বাস্তবচিত্র ফুটে উঠেছে। সংলাপের মধ্য দিয়ে তৎকালীন সমাজের মধ্যবিত্তের অন্তঃবাস্তবতা ফুটে উঠেছে। উপমা, উৎপ্রেক্ষা, চিত্রকল্প, রূপক, অনুপ্রম, সমাসােক্তি প্রভৃতি অলংকার এখানে সার্থকতার সাথে ব্যবহৃত হয়েছে। আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছে হৈমন্তী ও অপু। সর্বোপরি বিষয়বৈচিত্রে, অন্যান্য চরিত্র-চিত্রন, বক্তব্য বিষয় প্রকাশে অনুভূতির প্রখরতা প্রভৃতি বৈশিষ্ট্যগুণে এ গল্পটি হয়ে উঠেছে বাংলা সাহিত্যের এক অনুপম রীতি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম শ্রেষ্ঠ একটি ছােটগল্প ।

ক. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছােটগল্প কত বছর বয়সে প্রকাশিত হয়?
খ. প্রমাণ হইয়া গেছে আমি কেহই নই’- ব্যাখ্যা করাে।
গ. উদ্দীপক অবলম্বনে ‘অপরিচিতা’ গল্পটির সমাজবাস্তবতা আলােচনা করাে।
ঘ. অপরিচিতা’ ছােটগল্প হিসেবে কতটুকু সার্থক, উদ্দীপকের আলােকে বিশ্লেষণ করাে।

সৃজনশীল ১০: সত্যজিৎ বাবুর একমাত্র কন্যা সুমনা। সুমনার জন্মের পর তার মায়ের মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর পর সত্যজিৎ বাবু আর বিয়ে করেননি। মেয় সুমনাকে নিয়েই তার যত স্বপ্ন। নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তিনি মেয়েকে পড়ালেখা শিখিয়েছেন। মেয়ের বয়স সতেরাে তাই তিনি তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছেন। অনেক চেষ্টার পর তিনি মেয়ের জন্য উপযুক্ত পাত্র খুঁজে পেয়েছেন। ছেলের নাম নামা সুজয়, সে পেশায় অধ্যাপক। ছেলের বাবা শশীভূষণ বাবু শিক্ষিত ও আধুনিক মানুষ। প্রচলিত সংস্কার তার মনে স্থান পায়নি। তিনি যৌতুক প্রথার ঘাের বিরােধী। তিনি সত্যজিৎ বাবুর মতাে বেয়াই ও সুমনার মতাে পুত্রবধূ পেয়েই খুশি।

ক. মেয়েটি হিন্দিতে কী বলিল?
খ. বাবাজি একবার এইদিকে আসতে হচ্ছে’- কে, কাকে বলেছে? ব্যাখ্যা করাে।
গ. উদ্দীপকের সত্যজিৎ বাবুর সাথে কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করাে।
ঘ. উদ্দীপকের শশীভূষণ বাবুর চিন্তা-চেতনা ‘অপরিচিতা’ গল্পের অনুপমের মামার চিন্তা-চেতনার সম্পূর্ণ বিপরীত’– বিশ্লেষণ করাে।

সৃজনশীল ১১: মাতৃস্নেহের তুলনা নাই, কিন্তু অতিস্নেহ অনেক সময় অমঙ্গল আনয়ন করে। যে স্নেহের উত্তাপে সন্তানের পরিপুষ্টি, তাহারই আধিক্যে সে অসহায় হয়ে পড়ে। মাতৃহৃদয়ে মমতার প্রাবল্য, মানুষ আপনাকে হারাইয়া আপন শক্তির মর্যাদা বুঝিতে পারে না। দুর্বল-অসহায় পক্ষী শাবকের মতাে চিরদিন স্নেহাতিশয্যে আপনাকে সে একান্ত নির্ভরশীল মনে করে। ক্রমে জননীর পরম সম্পদ সন্তান অলস, ভীরু, দুর্বল ও পরনির্ভরশীল হইয়া মনুষ্যত্ব বিকাশের পথ হইতে দূরে সরিয়ে যায়। অন্ধ মাতৃস্নেহ সে কথা বােঝে না।

ক. অপরিচিতা’ গল্পে কল্যাণী কোন স্টেশনে নেমেছিল?
খ. “আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞশরের কোনাে বিরােধ নাই”- বাক্যটির তাৎপর্য ব্যাখ্যা করাে।
গ. উদ্দীপকের সাথে অপরিচিতা’ গল্পের অনুপমের সাদৃশ্য আলােচনা করাে।
ঘ. “উদ্দীপকের ভাবার্থের মতাে সীমাবদ্ধতাই অনুপম চরিত্রের একমাত্র দিক নয়, বৃত্তভাঙার আনন্দও তার আছে।” অপরিচিতা’ গল্পের আলােকে মন্তব্যটি যাচাই করাে।

সৃজনশীল ১২: শ্রাবন্তীর বিয়েতে খরচের কোনাে কমতি করেনি তার বাবা। তবে আসিফ বলে দিয়েছে কোনাে যৌতুক সে নেবে না। শ্রাবন্তীর বাবা অবশ্য তা বিশ্বাস করেননি। কারণ মুখে তাে অনেকেই এ কথা বলে । তবে সামাজিকতা বলে তাে একটা রেওয়াজ আছে। তাই বিয়ের গাড়ির সাথে আর একটা পিকআপ ভর্তি করলেন আসবাবপত্র দিয়ে। তা দেখে আসিফ শ্রাবন্তীর বাবাকে বললাে, আমি আপনার সম্পদটা নিতে চাই, সম্পত্তি নয়।’

ক. কল্যাণী কোথায় থাকে?
খ. মন্দ নয় হে খাটি সােনা বটে’- কার প্রসঙ্গে কেন বলা হয়েছে?
গ. উদ্দীপকের সাথে অপরিচিতা’ গল্পের সাদৃশ্য ব্যাখ্যা করাে।
ঘ. “আসিফের মতাে অনুপম হলে, অপরিচিতা’ গল্পের পরিণতি ভিন্ন হতে পারতাে মন্তব্যটি বিশ্লেষণ করাে।

সৃজনশীল ১৩: কন্যার বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না। তিনি দেখিলেন, মেয়েটির বিবাহের বয়স পার হইয়া গিয়াছে, কিন্তু আর কিছুদিন গেলে সেটাকে ভদ্র বা অভদ্র কোনাে রকমে চাপা দিবার সময়টাও পার হইয়া যাইবে। মেয়ের বয়স অবৈধ রকমে বাড়িয়া গিয়াছে বটে, কিন্তু পণের টাকার আপেক্ষিক গুরুত্ব এখনাে তাহার চেয়ে কিঞ্চিৎ উপরে আছে, সেইজন্য তাড়া ।

ক. অনুপমের পিসতুতাে ভাইয়ের নাম কী?
খ. অন্নপূর্ণার কোলে গজাননের ছােট ভাইটি’- উক্তিটি ব্যাখ্যা করাে।
গ. উদ্দীপকের বরের বাপের মধ্যে ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের প্রতিফলন ঘটেছে? নিরূপণ করাে।
ঘ. উদ্দীপকের ঘটনাচিত্রে অপরিচিতা’ গল্পের খণ্ডাংশ প্রতিফলিত হয়েছে”- উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করাে।

সৃজনশীল ১৪: সম্প্রতি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের উত্তর প্রদেশের একটি গ্রামে বিয়ে করতে এসে বরপক্ষ মােটরসাইকেল ও সােনার চেইন দাবি করে। পাত্রীপক্ষের সামর্থ্য না থাকায় তারা অসম্মতি জানায়। অনেক অনুনয়- বিনয় করে বিয়েটা হওয়ার জন্য। ন্তুি বরপক্ষ রাজি না হলে বিয়ে ভেঙে যায় এবং কন্যাপক্ষ বরের মাথা ন্যাড়া করে দেয়।

ক. বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল?
খ. অনুপমের মামা স্যাকরাকে বিয়ে বাড়িতে এনেছিল কেন?
গ. উদ্দীপকের বরের সাথে অপরিচিতা’ গল্পের অনুপম চরিত্র তুলনা করাে।
ঘ. উদ্দীপকের ঘটনাটি ‘অপরিচিতা’ গল্পে বর্ণিত সামাজিক অসংগতির দিকটি তুলে ধরেছে কী? তােমার যুক্তি দাও।

ডাউনোড পিডিএফ

আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

এইচএসসি ২০২২ সাজেশন

About মেরাজুল ইসলাম

আমি মেরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি একজন ব্লগার। এডুকেশন এর প্রতি ভালোবাসাও অনলাইল শিক্ষার পরিসর বাড়ানোর জন্য এডুকেশন ব্লগের পথচলা। ব্লগিং এর পাশাপাশি আমি ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, কাস্টমাইজ সহ ওয়েব রিলেটেড সকল কাজ করি।

View all posts by মেরাজুল ইসলাম →