Digital Bangladesh Paragraph

Digital Bangladesh Paragraph [JSC, SSC, HSC]

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। কেমন আছো তোমারা? জেএসসি থেকে শুরু করে এইচএসসি অব্দি সকল শ্রেণির জন্য Digital Bangladesh Paragraph টি খুবই ইম্পরট্যান্ট। আজকের আর্টিকেলে সকল ক্লাসের উপযোগী Paragraph digital Bangladesh শেয়ার করা হবে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।

Digital Bangladesh Paragraph 178 words

  • What is digital?
  • What do you mean by digital Bangladesh?
  • Describe the works done in digital Bangladesh.
  • Is it will be possible for us to uphold Bangladesh as a developed country?

The word ‘digital’ has come from the word ‘digit’. There is a dream of making Bangladesh by using digital technology. “Digital Bangladesh’ is the implementation of this dream. If all the activities of a country are powered by computers and the internet, the country can be called digital. Making digital Bangladesh is a difficult task. It is a long-term process. Firstly, an uninterrupted power supply is a must in the country. Secondly, computer network infrastructure should be developed all over the country. There are many benefits of digital Bangladesh. In digital Bangladesh, all sectors of the government will work by clicking the mouse of a computer. It will save both time and energy. All other sectors of the government will be improved by digital technology. To make digital Bangladesh by 2021 is one of the commitments of the present government. If our government materializes this dream of digital Bangladesh, our country will be able to make progress in all sectors. It will be possible for us to uphold ourselves as one of the developed countries in the world.

অনুবাদ: ‘ডিজিটাল’ শব্দটি এসেছে ‘ডিজিট’ শব্দ থেকে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ গড়ার স্বপ্ন আছে। “ডিজিটাল বাংলাদেশ” এই স্বপ্নের বাস্তবায়ন। একটি দেশের সকল কার্যক্রম কম্পিউটার ও ইন্টারনেট দ্বারা চালিত হলে সেই দেশকে ডিজিটাল বলা যেতে পারে। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা একটি কঠিন কাজ। এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। প্রথমত, একটি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দেশে অপরিহার্য। দ্বিতীয়ত, সারা দেশে কম্পিউটার নেটওয়ার্ক অবকাঠামো গড়ে তুলতে হবে। ডিজিটাল বাংলাদেশের অনেক সুবিধা রয়েছে। ডিজিটাল বাংলাদেশে সরকারের সকল সেক্টর কম্পিউটারের মাউসে ক্লিক করে কাজ করবে। এটি সময় এবং শক্তি উভয়ই সাশ্রয় করবে। সরকারের অন্য সব সেক্টর ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে উন্নত হবে। ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। আমাদের সরকার ডিজিটাল বাংলাদেশের এই স্বপ্নকে বাস্তবায়িত করতে পারলে আমাদের দেশ সব ক্ষেত্রেই এগিয়ে যেতে পারবে। বিশ্বের উন্নত দেশগুলোর একটি হিসেবে নিজেদেরকে সমুন্নত রাখা আমাদের পক্ষে সম্ভব হবে।

Digital Bangladesh Paragraph in 170 Words

  • What is digital?
  • What do you mean by digital Bangladesh?
  • Describe the works done in digital Bangladesh.
  • Is it will be possible for us to establish digital Bangladesh?

The word ‘Digital’ is a derived term from the word ‘digit’. In computing, digital is virtually synonymous with binary code that relates to an electrical signal,s and generally it is called computer code. The modern world is now decorated by using this computer code in every field of daily life. There is a dream of developing Bangladesh in the computerization process and this Bangladesh dream is known as digital Bangladesh. It is a long-term process of development. In digital Bangladesh, all the offices will be computerized. And the works in the offices will be carried out with speed and accuracy. Economical management will be done by electronic means. The computerized system will be used everywhere from data communication to road communication. People will much more be dependent on online services for communication, entertainment, searching for information, and buying and selling goods. So, the term digital Bangladesh’ implies the development of Bangladesh in line with the modern world. But unfortunately, it will be very difficult for us to create a digital Bangladesh because of our poverty.

অনুবাদ: ‘ডিজিটাল’ শব্দটি ‘ডিজিট’ শব্দের একটি উদ্ভূত শব্দ। কম্পিউটিং-এ, ডিজিটাল হল কার্যত বাইনারি কোডের সমার্থক যা একটি বৈদ্যুতিক সংকেতের সাথে সম্পর্কিত এবং সাধারণত একে কম্পিউটার কোড বলা হয়। দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে এই কম্পিউটার কোড ব্যবহার করে আধুনিক বিশ্ব এখন সজ্জিত। কম্পিউটারাইজেশন প্রক্রিয়ায় বাংলাদেশের উন্নয়নের স্বপ্ন রয়েছে এবং এই বাংলাদেশের স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ নামে পরিচিত। এটি উন্নয়নের একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। ডিজিটাল বাংলাদেশে সব অফিস কম্পিউটারাইজড করা হবে। আর অফিসের কাজগুলো দ্রুত ও নির্ভুলতার সাথে সম্পন্ন করা হবে। ইলেকট্রনিক মাধ্যমে অর্থনৈতিক ব্যবস্থাপনা করা হবে। ডেটা কমিউনিকেশন থেকে শুরু করে সড়ক যোগাযোগ সব জায়গায় কম্পিউটারাইজড সিস্টেম ব্যবহার করা হবে। যোগাযোগ, বিনোদনের জন্য মানুষ অনেক বেশি অনলাইন পরিষেবার উপর নির্ভরশীল হবে। তথ্য অনুসন্ধান, এবং ক্রয় এবং বিক্রয় পণ্য. সুতরাং, ডিজিটাল বাংলাদেশ শব্দটি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের উন্নয়নকে বোঝায়। কিন্তু দুর্ভাগ্যবশত, আমাদের দারিদ্র্যের কারণে ডিজিটাল বাংলাদেশ তৈরি করা আমাদের জন্য খুবই কঠিন হবে।

Digital Bangladesh Paragraph For SSC Examination 2022

  • What do you understand by Digital Bangladesh?
  • What are the problems that may stand in the way of making Bangladesh a Digital Bangladesh?
  • How can these problems be overcome?

Digital Bangladesh means a technology-based prosperous country where computers will be widely used. All the economic activities of the country will be monitored and controlled via the internet. Internet facilities will be provided to every nook and corner of the country so that everyone may have easy access to the internet. With the help of the internet, a man can have any information he needs sitting anywhere. He need not go to a place in person to have a service or a piece of information. Mans’s workload will be lessened to a great extent by using computers in every sector.

Health, education, banking, administration, transport, and some other important sectors can be accelerated with the wide use of computers. Thus accelerating the wheel of the economic activities the country will be advanced in the flow of development and this is the target of Digital Bangladesh.

অনুবাদ: ডিজিটাল বাংলাদেশ মানে প্রযুক্তিনির্ভর সমৃদ্ধ দেশ যেখানে কম্পিউটারের ব্যাপক ব্যবহার হবে। দেশের সকল অর্থনৈতিক কর্মকান্ড ইন্টারনেটের মাধ্যমে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রিত হবে। দেশের প্রতিটি প্রান্তে ইন্টারনেট সুবিধা প্রদান করা হবে যাতে প্রত্যেকে সহজে ইন্টারনেট ব্যবহার করতে পারে। ইন্টারনেটের সাহায্যে একজন মানুষ যেকোনো স্থানে বসেই তার প্রয়োজনীয় যেকোনো তথ্য পেতে পারে। একটি পরিষেবা বা তথ্যের টুকরো করার জন্য তাকে ব্যক্তিগতভাবে কোনও জায়গায় যেতে হবে না। প্রতিটি সেক্টরে কম্পিউটার ব্যবহার করলে মানুষের কাজের চাপ অনেকাংশে কমে যাবে।

স্বাস্থ্য, শিক্ষা, ব্যাংকিং, প্রশাসন, পরিবহনসহ আরও কিছু গুরুত্বপূর্ণ খাতে কম্পিউটারের ব্যাপক ব্যবহারের মাধ্যমে গতি আনা সম্ভব। এভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডের চাকাকে গতিশীল করে দেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে যাওয়াই ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য।

Digital Bangladesh Paragraph For HSC Examination 2022

  • What is digital Bangladesh?
  • How can it be achieved?
  • What do you think should be the work, plan of the government to this effect?
  • How can students contribute to attaining it?
  • Do you think the idea is too ambitious?

Digital Bangladesh is a much-talked slogan of the present government of Bangladesh. Digital Bangladesh means a technology-based prosperous country where computers will be widely used. All economic activities of the country will be monitored or controlled by the computer via the internet. The benefits of digital Bangladesh are many. If we can establish digital Bangladesh, corruption will be drastically reduced by enhancing transparency and accountability.

It will make people think globally and connect themselves with the whole world economically, politically, socially, academically, and even culturally. It will improve banking and financial activities. Agriculture, health, education, and commerce sectors will be highly benefited by making Bangladesh a digital one. For translating the dream of Digital Bangladesh into reality, the government has to take certain initiatives.

First of all, an uninterrupted power supply has to be ensured. We have to develop computer network infrastructures throughout the country. We also have to train our people to acquire the skill and ensure equitable access to digital governance services for all strata of the society. Finally, our education should be computer-based and in primary and secondary schools students should get easy access to the computer. It will be no ambition if we say that the implementation of a digital Bangladesh can help us to uphold ourselves as one of the developed countries in the world by the next decade.

অনুবাদ: ডিজিটাল বাংলাদেশ বর্তমান বাংলাদেশ সরকারের একটি বহুল আলোচিত স্লোগান। ডিজিটাল বাংলাদেশ মানে প্রযুক্তিনির্ভর সমৃদ্ধ দেশ যেখানে কম্পিউটারের ব্যাপক ব্যবহার হবে। দেশের সকল অর্থনৈতিক কর্মকান্ড ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে পর্যবেক্ষণ বা নিয়ন্ত্রিত হবে। ডিজিটাল বাংলাদেশের সুবিধা অনেক। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারলে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির মাধ্যমে দুর্নীতি ব্যাপকভাবে হ্রাস পাবে।

এটি মানুষকে বিশ্বব্যাপী চিন্তা করতে এবং অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, একাডেমিক এবং এমনকি সাংস্কৃতিকভাবে সমগ্র বিশ্বের সাথে সংযুক্ত করবে। এতে ব্যাংকিং ও আর্থিক কার্যক্রমের উন্নতি হবে। বাংলাদেশকে ডিজিটাল করার মাধ্যমে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য সব খাতই অত্যন্ত উপকৃত হবে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সরকারকে কিছু উদ্যোগ নিতে হবে।

প্রথমত, একটি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। সারা দেশে কম্পিউটার নেটওয়ার্ক অবকাঠামো গড়ে তুলতে হবে। আমাদের জনগণকে দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ দিতে হবে এবং সমাজের সকল স্তরের জন্য ডিজিটাল গভর্নেন্স পরিষেবাগুলিতে ন্যায়সঙ্গত অ্যাক্সেস নিশ্চিত করতে হবে। পরিশেষে, আমাদের শিক্ষা হওয়া উচিত কম্পিউটার ভিত্তিক এবং প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা কম্পিউটারে সহজলভ্য হওয়া উচিত। এটা কোন উচ্চাকাঙ্ক্ষা হবে না যদি আমরা বলি যে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন আমাদেরকে আগামী দশকের মধ্যে বিশ্বের একটি উন্নত দেশ হিসেবে নিজেদেরকে সমুন্নত রাখতে সাহায্য করতে পারে।

ssc suggestion 2022

পিডিএফ মেলা একটি এডুকেশন ওয়েবসাইট। এখানে আপনারা বিভিন্ন বই এর পিডিএফ সহ সকল পরিক্ষার এক্সক্লুসিভ সাজেশন ও সাজেশনের উত্তরের পিডিফ ফাইল ডাউনলোড করতে পারবেন। এছাড়াও টেকনোলজি ও ব্লগিং বিষয়ে জানতে ভিজিট করুন আমাদের টেক ওয়েবসাইট একাই ১০০

আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।