[SSC] জীববিজ্ঞান ১ম অধ্যায়

[SSC] জীববিজ্ঞান ১ম অধ্যায় বোর্ড প্রশ্ন ২০১৭

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন। পরিক্ষার আগে শেষ প্রস্তুতির সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে বিগত বছরের বোর্ড প্রশ্ন গুলোর সমাধান করা। এতে করে প্রশ্নের ধরণ সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়। এজন্য পিডিএফ মেলার আজকের আর্টিকেলে আপনাদের সাথে ২০১৭ সালে [SSC] জীববিজ্ঞান ১ম অধ্যায় থেকে আসা সৃজনশীল প্রশ্নোত্তর শেয়ার করা হবে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।

১। যশোর বোর্ড ২০১৭

[SSC] জীববিজ্ঞান ১ম অধ্যায়

  • ক. জীববিজ্ঞানের জনক কে?
    খ. প্রকৃত কোষ বলতে কী বােঝায়?
    গ. চিত্র-২-এ প্রদত্ত জীবের ICBN কর্তৃক স্বীকৃত নামকরণ প্রক্রিয়া
    ঘ. উদ্দীপকের দু’টি জীবের মধ্যে কোনটি বৈশিষ্ট্যগত দিক থেকে উন্নত বিশ্লেষণ কর। বর্ণনা কর।

ক উত্তর. গ্রিক দার্শনিক অ্যারিস্টটল হলাে জীববিজ্ঞানের জনক।

খ উত্তর. যেসব কোষের নিউক্লিয়াস সুগঠিত অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্পী দ্বারা নিউক্লিও বস্তু সুগঠিত ও সুসংগঠিত তাদেরকে প্রকৃত কোষ বলে। প্রকৃত কোষের ক্রোমােজোমে DNA, প্রােটিন, হিস্টোন ও অন্যান্য উপাদান থাকে। অধিকাংশ উচ্চ শ্রেণির জীবকোষ এ ধরনের হয়।

গ উত্তর. উদ্দীপকে চিত্র-২ এ প্রদত্ত জীবটি হলাে শাপলা যা একটি উদ্ভিদ। ICBN কর্তৃক স্বীকৃত শাপলার দ্বিপদ নামকরণ প্রক্রিয়া নিচে বর্ণনা করা হলাে-
১. শাপলার নামকরণে অবশ্যই ল্যাটিন শব্দ ব্যবহার করতে হবে।
২. শাপলার বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে, প্রথম অংশ গণ নাম এবং দ্বিতীয় অংশটি প্রজাতি নাম। যেমন- Nymphaea nouchali, এটি শাপলার বৈজ্ঞানিক নাম, এখানে Nymphaea গণ এবং nouchali প্রজাতিক পদ।
৩. শাপলার বৈজ্ঞানিক নামকে অনন্য হতে হবে। কারণ একই নাম দুটি পৃথক জীবের জন্য ব্যবহারের অনুমতি নেই।
৪. শাপলার বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় অক্ষর হবে বাকি অক্ষরগুলাে ছােট অক্ষর এবং দ্বিতীয় অংশটির নাম ছােট অক্ষর দিয়ে লিখতে হবে।
৫. শাপলার বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইটালিক অক্ষরে লিখতে হবে। যেমন- Nymphaea nouchali.
৬. শাপলার বৈজ্ঞানিক নাম হাতে লিখার সময় গণ ও প্রজাতিক নামের নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে। যেমন- Nymphaea nouchali.
৭. বৈজ্ঞানিক নামের শেষে নামদানকারীর নাম (সাধারণত সংক্ষিপ্ত) লিখতে হয়। Nymphaea nouchali Li. (এখানে Li লিনিয়াসের সংক্ষিপ্ত রূপ)
৮. যদি কয়েকজন বিজ্ঞানী শাপলা উদ্ভিদকে বিভিন্ন বিজ্ঞানসম্মত নামকরণ করেন তবে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত নামটি গৃহীত হবে।

ঘ উত্তর. উদ্দীপকে চিত্র-১ এর উদ্ভিদটি হলাে মাশরুম যা একটি মৃতজীবী এবং চিত্র-২ এর উদ্ভিদটি হলাে শাপলা যা একটি সপুষ্পক গুপ্তবীজী এবং একবীজপত্রী উদ্ভিদ। উদ্ভিদ দুটির মধ্যে চিত্র-২ এর উদ্ভিদটি বৈশিষ্ট্যগত দিক থেকে উন্নত। নিচে তা বিশ্লেষণ করা হলাে-
১. চিত্র-১ এর উদ্ভিদটি অপুষ্পক অর্থাৎ এদের ফুল, ফল হয় না। কিন্তু চিত্র-২ এর উদ্ভিদটি সপুষ্পক অর্থাৎ এদের ফুল, ফল হয়। সপুষ্পক উদ্ভিদ সর্বদাই অপুষ্পক উদ্ভিদ অপেক্ষা উন্নত।
২. চিত্র-১ এর উদ্ভিদটি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। কিন্তু চিত্র-২ এর উদ্ভিদটির পাতায় সালােকসংশ্লেষণকারী বর্ণকণিকা ক্লোরােফিল থাকায় সূর্যের আলাে ও পানির সাহায্যে সালােকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে।
৩. চিত্র-১ এর উদ্ভিদটি স্পােরের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায়। কিন্তু চিত্র-২ এর উদ্ভিদটি যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায় যা উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য।
৪. চিত্র-১ এর উদ্ভিদটিকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না। কিন্তু চিত্র-২ এর উদ্ভিদটিকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়।
৫. পরিবহন কলাগুচ্ছ উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য। এই পরিবহন কলাগুচ্ছ চিত্র-১ এর উদ্ভিদে অনুপস্থিত। কিন্তু চিত্র-২ এর উদ্ভিদে উপস্থিত।
সুতরাং উপরে বর্ণনার আলােকে একথা স্পষ্ট যে, চিত্র-২ এর উদ্ভিদটি বৈশিষ্ট্যগত দিক থেকে অধিক উন্নত।

২। কুমিল্লা বোর্ড ২০১৭

[SSC] জীববিজ্ঞান ১ম অধ্যায়

  • ক. দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম লিখ।
    খ. অ্যামিবা কোন রাজ্যের অন্তর্গত? কেন?
    গ. মারগুলিসের শ্রেণিবিন্যাস অনুসারে চিত্র-P এর অবস্থানগত বৈশিষ্ট্য বর্ণনা কর।
    ঘ. মানবজীবনে চিত্র-Q এর অর্থনৈতিক গুরুত্ব উল্লেখ কর।

ক উত্তর. দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম হলাে Copsychus saularis.

খ উত্তর. প্রােটিস্টা রাজ্যের কিছু বৈশিষ্ট্য ধারণ করায় অ্যামিবা প্রােটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত জীব। কারণ—
১. অ্যামিবা এককোষী, কিন্তু সুগঠিত নিউক্লিয়াসবিশিষ্ট।
২. খাদ্য গ্রহণ শােষণ, গ্রহণ বা ফটোসিনথেটিক পদ্ধতি ঘটে।
৩. কোনাে ভূণ গঠিত হয় না।

গ উত্তর. উদ্দীপকের চিত্র-P হলাে Nostoc। মারগুলিসের শ্রেণিবিন্যাস অনুসারে Nostoc সুপার কিংডম-প্রােক্যারিওটার অন্তর্ভুক্ত মনেরা রাজ্যের অন্তর্গত। নিচে মনেরা রাজ্যের বৈশিষ্ট্য বর্ণনা করা হলাে-
১. এরা এককোষী, ফিলামেন্টাস, কলােনিয়াল বা মাইসেলিয়াম।
২. কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিয়াস ও নিউক্লিয়ার পর্দা থাকে না।
৩. এদের কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়ায় হয়। [SSC] জীববিজ্ঞান ১ম অধ্যায়
৪. এ রাজ্যের প্রাণীরা শােষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে।
৫. এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডােপ্লাজমিক জালিকা নেই।

ঘ উত্তর. উদ্দীপকে প্রদর্শিত চিত্র-Q হলাে Agaricus বা মাশরুম। এটি এমন একটি ছত্রাক যা অর্থনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ। মানবজীবনে মাশরুম এর অর্থনৈতিক গুরুত্ব নিচে উল্লেখ করা হলাে-
১. মাশরুম বিভিন্ন শিল্পে, খাদ্যে, ওষুধে এমনকি জেনেটিক মেটেরিয়াল হিসেবে গবেষণায় স্থান দখল করে আছে।
২. মাশরুম মৃতজীবী, তাই বিভিন্ন ধরনের জটিল দ্রব্যকে ভেঙে 9 মৃত্তিকার পুষ্টি সাধন করে থাকে।
৩. মাশরুম বিভিন্ন ভিটামিন সমৃদ্ধ হওয়ায় পৃথিবীর বহুদেশে একটি সুপ্রিয় খাদ্য হিসেবে পরিচিত। পৃথিবীর বহুদেশে এর চাষ হয়। ফলে বেকারদের কর্মসংস্থান হয়েছে।
৪. মাশরুম টাটকা ও সংরক্ষিত উভয় অবস্থায় বাজারে বিক্রি হয়। বাংলাদেশের বড় বড় হােটেলগুলােতে খাদ্য হিসেবে বিশেষ করে স্যুপ তৈরিতে মাশরুম ব্যবহৃত হয়।
৫. বর্তমানে মাশরুম এর চাষ বেশ লাভজনক কুটির শিল্পে পরিণত হয়েছে।
সুতরাং উপযুক্ত তথ্যাবলির আলােকে একথা বলা যায় যে, জনপ্রিয় খাদ্য ও পুষ্টি উপাদান হিসেবে Agaricus বা মাশরুম অর্থনৈতিক দিক দিয়ে মানবজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৩. বরিশাল বাের্ড ২০১৭

নীলু একটি টিভি চ্যানেলে বিভিন্ন উন্নত উদ্ভিদ এবং বাঘসহ এ জাতীয় প্রাণী দেখছিল। সে একজন অলস ও আয়েশী তরুণ। সে সর্বদা বিরিয়ানী, বার্গার ইত্যাদি খেতে পছন্দ করে। তার রক্তে LDL এর পরিমাণ ৫.৬৮ গ্রাম/ডেসিলিটার।

  • ক. ধমনি কী?
    খ. নিষ্ক্রিয় ও সক্রিয় শশাষণ বলতে কী বােঝায়?
    গ. নীলু সম্ভাব্য যে রােগে আক্রান্ত হতে পারে তার লক্ষণ বর্ণনা কর।
    ঘ. উদ্দীপকের উদ্ভিদ ও প্রাণীগুলাে একই সুপার কিংডমের অন্তর্ভুক্ত হলেও এদের রাজ্য আলাদা – বিশ্লেষণ কর।

ক উত্তর. অক্সিজেনসমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে বহনকারি রক্তনালিই হলাে ধমনি।

খ উত্তর. যে শশাষণ প্রক্রিয়ায় আয়ন শােষণের জন্য কোনাে বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়ােগের প্রয়ােজন হয় না তাকে নিষ্ক্রিয় শশাষণ বলে। উদ্ভিদ এ প্রক্রিয়ায় মূলরােম ইমবাইবিশন ও অভিস্রবণ প্রক্রিয়ায় লবণ শােষণ করে। আবার, যে শােষণ প্রক্রিয়ায় খনিজ লবণ পরিবহনের জন্য কোষে উৎপন্ন বিপাকীয় শক্তির প্রয়ােজন হয় তাকে সক্রিয় শশাষণ, বলে।

গ উত্তর. উদ্দীপকে উল্লেখিত বর্ণনা অনুসারে নীলু হার্ট অ্যাটাক রােগে আক্রান্ত হতে পারে। কারণ অধিক তেলযুক্ত খাবার (বিরানী, তেহারি ইত্যাদি)। ফাস্টফুড (বার্গার, বিফ বা চিকেন প্যাটিস ইত্যাদি) খাওয়া, অলস জীবনযাপন এবং শারীরিক পরিশ্রম না করার ফলে এ রােগ দেখা যায়। নিচে হার্ট অ্যাটাক রােগের লক্ষণ বর্ণনা করা হলাে- হার্ট অ্যাটাক হলে বুকে অসহনীয় ব্যথা অনুভূত হয়। বিশেষ করে বুকের মাঝখানে প্রচণ্ড ব্যথা অনুভব হয় যা প্রাথমিকভাবে এন্টাসিড জাতীয় ওষুধ খেলেও কমবে না। ব্যথা বা দিকে বা সারা বুকে ছড়িয়ে যেতে পারে। ব্যথা অনেক সময় গলা ও বাম হাতে ছড়িয়ে যায় । রােগী প্রচণ্ডভাবে ঘামতে থাকে ও বুকে ভারি চাপ অনুভব করছে বলে মত প্রকাশ করে।

ঘ উত্তর. উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদগুলাে প্লানটি এবং প্রাণীগুলাে অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। প্লানটি ও অ্যানিমেলিয়া উভয় রাজ্য সুপার কিংডম ইউক্যারিওটার অন্তর্গত। অর্থাৎ উদ্দীপকের উদ্ভিদ এবং প্রাণীগুলাে একই সুপার কিংডমের অন্তর্ভুক্ত হলেও এদের রাজ্য আলাদা। নিচে তা বিশ্লেষণ করা হলাে-
উন্নত উদ্ভিদ সালােকসংশ্লেষণকারী, প্রকৃত নিউক্লিয়াসযুক্ত, স্বভােজী উদ্ভিদ। এদের উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। এদের ভূণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয়। এদের যৌন জনন অ্যানাইসােগ্যামাস অর্থাৎ আকার, আকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্নধর্মী ২টি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয়। এসব বৈশিষ্ট্য বিদ্যমান থাকায় উদ্দীপকের উন্নত উদ্ভিদগুলাে সুপার কিংডম ইউক্যারিওটার প্লানটি রাজ্যের অন্তর্ভুক্ত। আবার, বাঘসহ সকল মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী (প্রােটোজোয়া ব্যতীত) নিউক্লিয়াসবিশিষ্ট বহুকোষী প্রাণী। এদের কোষে কোনাে জড় কোষপ্রাচীর, প্লাস্টিড, কোষগহ্বর নেই। প্লাস্টিড না থাকায় এরা পরভােজী এবং খাদ্য গলাধঃকরণ ও হজম করে। দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। অ্যানিমেলিয়া রাজ্যের এসব বৈশিষ্ট্য বিদ্যমান থাকায় বাঘসহ এ জাতীয় প্রাণী সুপার কিংডম ইউক্যারিওটার অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত।
অতএব, উপযুক্ত আলােচনা থেকে একথা স্পষ্টভাবে বলা যায় যে, উদ্দীপকের উদ্ভিদ ও প্রাণীগুলাের সুপার কিংডম অভিন্ন কিন্তু রাজ্য ভিন্ন ভিন্ন।

আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *