গেরিলা বাবুল pdf

গেরিলা বাবুল pdf ডাউনলোড

গেরিলা বাবুল মোশতাক আহমেদ এর লেখা শিশু-কিশোর বই বই। পিডিএফ মেলার আজকের আর্টিকেলে আপনাদের সাথে গেরিলা বাবুল pdf শেয়ার করবো। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।

গেরিলা বাবুল pdf এর কিছু অংশ

২০২১ সাল, স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণজয়ন্তী উদ্যাপিত হচ্ছে বাংলাদেশব্যাপী। সকাল নয়টার দিকে একটি গাড়ি এসে থামল ফরিদপুরের শিমুলতলী গ্রামে। অল্পবয়সি সাত-আটজন ছেলেমেয়ে খেলা করছিল রাস্তার পাশে। খেলা থামিয়ে তারা তাকিয়ে থাকল গাড়ির দিকে। গ্রামের এই মাটির রাস্তায় এত সুন্দর গাড়ি সাধারণত দেখা যায় না, কে বা কারা এলাে এটাই তাদের কৌতূহল।

ফুলের তােড়া হাতে গাড়ি থেকে নামল উনিশ বছর বয়সি মুনা। সে ইংল্যান্ডে পড়াশােনা করে। ছােটোবেলায় বাবা-মায়ের সাথে চলে গেছে ইংল্যান্ডে। কয়েক বছর পরপর আসে দেশে, তাও একেবারে অল্প সময়ের জন্য। এবার এসেছে তিন দিন হলাে। তার দাদা গ্রামে আসবে শুনে নিজেই এসেছে আগ্রহ নিয়ে। শিমুলতলী গ্রামে তার আজই প্রথম আসা।

মুনা হেঁটে অন্যপাশে গিয়ে দরজা খুলে দিলাে। গাড়িতে বসে আছেন তার দাদা। ধীরপায়ে নামলেন তিনি। তারপর হাঁটতে শুরু করলেন গােরস্থানের ভেতর দিয়ে। মুনা বলল, কোন দিকে যাবে দাদা?

দাদা কোনাে কথা বললেন না। হাঁটতেই থাকলেন। তাদের পেছন পেছন অল্পবয়সি ছেলেমেয়েরাও আসতে থাকল। এর মধ্যে যােগ দিয়েছে কয়েকজন গ্রামবাসী।

গােরস্থানে একটা মাত্র কবর ইট দিয়ে বাঁধানোে । ইটের ওপর শ্যাওলা জন্মেছে। মুনার দাদা কবরটার পাশে হাঁটু গেড়ে বসলেন। তারপর কাঁপা হাতে পরিষ্কার করতে থাকলেন শ্যাওলা।

মুনা বলল, এই কবরটা কার দাদা? দাদা চুপ থাকলেন, ডান হাত দিয়ে শুধু শ্যাওলা পরিষ্কার করতে থাকলেন।

মুনা কী করবে কিছু বুঝতে পারছে না। বিদেশে বড়াে হওয়ায় সে তার দাদাকে খুব একটা কাছে পায়নি। এজন্য তার দাদার জীবনের অনেক কাহিনিই তার অজানা। আর তার দাদাকে কখনাে এভাবে কাঁদতে দেখেনি। এমনকি যখন তার দাদি মারা যান, তখনাে না । তার দাদা বড়াে শক্ত মনের মানুষ।

ফুলের তােড়াটা পাশে রেখে নিজের হাতটা দাদার মাথার ওপর রাখল মুনা। তারপর বলল, কার কবর দাদা? তুমি এভাবে কাঁদছ কেন?
আশেপাশে যারা আছে সবাই যেন এই প্রশ্নের উত্তরটা শােনার জন্যই উদ্গ্রীব হয়ে আছে। অনেকে বেশ আগ্রহ নিয়ে ঝুঁকে এলাে সামনের দিকে।

ডান হাতের উলটো পাশ দিয়ে চোখ মুছলেন দাদা। তারপর বলতে শুরু করলেন, সময়টা তখন মুক্তিযুদ্ধের। স্বাধীনতার জন্য পাকিস্তানি মিলিটারিদের। সাথে মুক্তিযােদ্ধাদের হাড্ডাহাড্ডি যুদ্ধ চলছে সর্বত্র। আর ঐ সময়ই তার সাথে পরিচয় হয় আমার।

নভেম্বর ১৯৭১, বাবুল খালের মধ্যে মাছ ধরছে। পানি শুকিয়ে এসেছে খালে, বুক পর্যন্ত এখন। মাছগুলাে কচুরিপানা কিংবা কাদার মধ্যে লুকিয়ে থাকে। কলমিঝােপ যেগুলাে পানির মধ্যে আছে, সেগুলাের নিচেও থাকে মাছ। বাবুল হাতড়ে হাতড়ে ধরে ওগুলােকে। প্রয়ােজনে ডুব দেয়। ডুব দিয়ে তার মাছ ধরার কৌশল অসাধারণ। দীর্ঘক্ষণ সে পানির নিচে থাকতে পারে। তার শিমুলতলী গ্রামের আর কারাে এতক্ষণ পানির নিচে থাকার সক্ষমতা নেই। আর সে জানে কীভাবে মাছ ধরতে হয়। শুধু যদি জানতে পারে কোথায় মাছ আছে, এমন নিঃশব্দে যাবে যে কিছু বুঝে ওঠার আগেই মাছটা ধরা পড়বে তার হাতে।

গেরিলা বাবুল pdf ডাউনলোড



🔸🔸 You can also Download: সহজ উপায়ে নার্সারী শিক্ষা pdf ডাউনলোড
🔸🔸 You can also Download: ধানচাষের প্রতিবেদন pdf ডাউনলোড
🔸🔸 You can also Download: বৈজ্ঞানিক পদ্ধতিতে ছাগল পালন pdf ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *