Food Adulteration Paragraph

Food Adulteration Paragraph [JSC, SSC, HSC]

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। কেমন আছো তোমারা? জেএসসি থেকে শুরু করে এইচএসসি অব্দি সকল শ্রেণির জন্য Food Adulteration Paragraph টি খুবই ইম্পরট্যান্ট। আজকের আর্টিকেলে সকল ক্লাসের উপযোগী Food Adulteration Paragraph শেয়ার করা হবে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।

  • What is food?
  • What do you mean by food adulteration?
  • What types of foods are generally adulterated?
  • In what ways foods are getting adulterated?
  • What are the reasons behind it?
  • Who is involved in or responsible for it?
  • What are the after-effects of it?
  • How can food adulteration be controlled?

Food Adulteration Paragraph in 200 words

Man cannot live without food. It is essential for human beings to grow up and survive on earth. But these foods are being adulterated seriously. Fruits, Vegetables, fish, oil, milk products, and baby foods are mainly being adulterated daily. Many reasons are responsible for food adulteration. Food and beverage industries use poisonous chemicals that contain harmful substances. The prime cause of food adulteration is the endless greed of immoral and dishonest businessmen. Human life is less valued than their profit. While taking many surveys it is found that most the foods are being adulterated dangerously. Adulterated foods contain harmful substances such as DDT, Aldrin, Formalin, Chlordane, etc. All adulterated foods are very detrimental to our health and life which leads to death. Taking adulterated foods we often fall victim to many serious diseases like cancer, kidney failure, liver damage, heart diseases, headache, high blood pressure, etc. So, it is essential to stop adulteration. In spite of taking some positive measures our govt. law enforcement agencies have to be more active. Immoral businessmen have to be identified and punished. Mass media and common people can also play a vital role to remove the problem.

বাংলা অনুবাদ: মানুষ খাবার ছাড়া বাঁচতে পারে না। মানুষের বড় হওয়া এবং পৃথিবীতে বেঁচে থাকার জন্য এটি অপরিহার্য। কিন্তু এসব খাবারে মারাত্মকভাবে ভেজাল দেওয়া হচ্ছে। ফলমূল, শাকসবজি, মাছ, তেল, দুগ্ধজাত খাবার এবং শিশুর খাবারে মূলত প্রতিদিনই ভেজাল রয়েছে। খাদ্যে ভেজালের জন্য অনেক কারণ দায়ী। খাদ্য ও পানীয় শিল্প বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে যাতে ক্ষতিকারক পদার্থ থাকে। খাদ্যে ভেজালের প্রধান কারণ অনৈতিক ও অসৎ ব্যবসায়ীদের সীমাহীন লোভ। মানুষের জীবন তাদের লাভের চেয়ে কম মূল্যবান। অনেক জরিপ করতে গিয়ে দেখা গেছে বেশিরভাগ খাবারেই বিপজ্জনকভাবে ভেজাল দেওয়া হচ্ছে। ভেজাল খাবারে ক্ষতিকারক পদার্থ থাকে যেমন ডিডিটি, অলড্রিন, ফরমালিন, ক্লোরডেন ইত্যাদি। সব ভেজাল খাবার আমাদের স্বাস্থ্য ও জীবনের জন্য খুবই ক্ষতিকর যা মৃত্যুর দিকে নিয়ে যায়। ভেজাল খাবার খেলে আমরা প্রায়ই ক্যান্সার, কিডনি ফেইলিওর, লিভার ড্যামেজ, হৃদরোগ, মাথাব্যথা, উচ্চ রক্তচাপ ইত্যাদির মতো অনেক মারাত্মক রোগের শিকার হই। তাই ভেজাল বন্ধ করা অপরিহার্য। আমাদের সরকার কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে। অনৈতিক ব্যবসায়ীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। সমস্যা দূর করতে গণমাধ্যম ও সাধারণ মানুষও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Food Adulteration Paragraph in 200 + words

Food is one of the basic needs of human life. It helps human beings to grow up and ensures survival on earth. It is called human fuel. Unfortunately, these life-leading foods are being adulterated indiscriminately. Vegetables, fruits, fish, oil, milk, milk products, and baby foods are mainly being adulterated daily. There are many reasons for food adulteration. The prime cause of food adulteration is the endless greed of immoral and dishonest businessmen. Human life is less valued than their profit. Many food and beverage industries use poisonous chemicals to keep food fresh look, longer-lasting, and high profit. Through many types of research and surveys, it is found that most of the foods are being adulterated randomly which contain harmful substances like DDT, Aldrin, formalin, Chlordane, etc. All adulterated foods are very detrimental to our health and life. It leads to death. Taking adulterated foods people have been the victim of many serious diseases like cancer, kidney failure, liver damage, heart diseases, headache, high blood pressure, etc. So, it is imperative to stop food adulteration at any cost. In spite of taking some positive measures our govt. law enforcement agencies Mass media and common people can play an effective role to remove the problem.

বাংলা অনুবাদ: খাদ্য মানব জীবনের অন্যতম মৌলিক চাহিদা। এটি মানুষকে বড় হতে সাহায্য করে এবং পৃথিবীতে বেঁচে থাকা নিশ্চিত করে। একে মানব জ্বালানী বলা হয়। দুর্ভাগ্যবশত, এই জীবন-নেতৃত্বপূর্ণ খাদ্য নির্বিচারে ভেজাল করা হচ্ছে. শাক-সবজি, ফলমূল, মাছ, তেল, দুধ, দুগ্ধজাত খাবার ও শিশুখাদ্যে মূলত প্রতিদিনই ভেজাল হচ্ছে। খাদ্যে ভেজালের অনেক কারণ রয়েছে। খাদ্যে ভেজালের প্রধান কারণ অনৈতিক ও অসৎ ব্যবসায়ীদের সীমাহীন লোভ। মানুষের জীবন তাদের লাভের চেয়ে কম মূল্যবান। অনেক খাদ্য ও পানীয় শিল্প খাদ্যকে তাজা চেহারা, দীর্ঘস্থায়ী এবং উচ্চ মুনাফা রাখতে বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে। অনেক ধরনের গবেষণা ও জরিপের মাধ্যমে দেখা যায় যে অধিকাংশ খাবারে এলোমেলোভাবে ভেজাল দেওয়া হচ্ছে যেগুলোতে ডিডিটি, অলড্রিন, ফরমালিন, ক্লোরডেন ইত্যাদি ক্ষতিকারক পদার্থ রয়েছে। সব ভেজাল খাবারই আমাদের স্বাস্থ্য ও জীবনের জন্য খুবই ক্ষতিকর। এটি মৃত্যুর দিকে নিয়ে যায়। ভেজাল খাবার খেয়ে মানুষ ক্যান্সার, কিডনি ফেইলিওর, লিভারের ক্ষতি, হৃদরোগ, মাথাব্যথা, উচ্চ রক্তচাপ প্রভৃতি অনেক মারাত্মক রোগের শিকার হচ্ছে, তাই যে কোনো মূল্যে খাদ্যে ভেজাল বন্ধ করা অপরিহার্য। আমাদের সরকার কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও আইন প্রয়োগকারী সংস্থা গণমাধ্যম এবং সাধারণ মানুষ সমস্যা দূর করতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

Food Adulteration Paragraph in 250 Words

Food is the basic need for human life. It helps human beings to grow up and ensures survival on earth. So, it is called human fuel. But it is a great regret that these life-leading foods are being adulterated indiscriminately. Basically, vegetables, oil, fruits, fish, milk, milk products, baby foods, and fast food, are being adulterated daily. There are many reasons for food adulteration. Various food and beverage industries use poisonous chemicals to keep food fresh look, longer-lasting, and high profit. The main reason for food adulteration is the endless greed of immoral and dishonest businessmen. Human life is less valued than their profit. Different researches initiated by National Food Safety Laboratories, Food and Agricultural Organization (FAO), and many health organizations prove that most foods are being adulterated randomly. Adulterated foods contain harmful substances like DDT, Aldrin, formalin, Chlordane, etc. which cause many serious diseases such as cancer, liver damage, kidney failure, heart diseases, high blood pressure, headache, etc. All adulterated foods are very detrimental to our health and life. It creates slow poisoning in the body and leads to certain death. So, it is high time to stop food adulteration anyhow. Though our government has already taken some positive steps, it is not sufficient. A monitoring cell has to be formed to monitor the food manufacturing, wholesale, and retail sales sections. Dishonest businessmen should be identified and punished. After all the govt. law enforcement agencies, mass media, and common people have to work through a concerted effort to solve the issue.

বাংলা অনুবাদ: খাদ্য মানুষের জীবনের মৌলিক চাহিদা। এটি মানুষকে বড় হতে সাহায্য করে এবং পৃথিবীতে বেঁচে থাকা নিশ্চিত করে। তাই একে মানব জ্বালানী বলা হয়। কিন্তু বড়ই পরিতাপের বিষয় যে, জীবনমুখী এসব খাবারে নির্বিচারে ভেজাল দেওয়া হচ্ছে। মূলত শাক-সবজি, তেল, ফলমূল, মাছ, দুধ, দুগ্ধজাত খাবার, শিশুর খাবার, ফাস্ট ফুডে প্রতিদিনই ভেজাল হচ্ছে। খাদ্যে ভেজালের অনেক কারণ রয়েছে। বিভিন্ন খাদ্য ও পানীয় শিল্প খাদ্যকে তাজা চেহারা, দীর্ঘস্থায়ী এবং উচ্চ মুনাফা রাখতে বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে। খাদ্যে ভেজালের প্রধান কারণ অনৈতিক ও অসাধু ব্যবসায়ীদের সীমাহীন লোভ। মানুষের জীবন তাদের লাভের চেয়ে কম মূল্যবান। ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরিজ, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন (এফএও) এবং অনেক স্বাস্থ্য সংস্থার দ্বারা শুরু করা বিভিন্ন গবেষণা প্রমাণ করে যে বেশিরভাগ খাবার এলোমেলোভাবে ভেজাল করা হচ্ছে। ভেজাল খাবারে ডিডিটি, অলড্রিন, ফরমালিন, ক্লোরডেন ইত্যাদি ক্ষতিকারক পদার্থ থাকে যা ক্যান্সার, লিভারের ক্ষতি, কিডনি ফেইলিওর, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, মাথাব্যথা ইত্যাদির মতো অনেক মারাত্মক রোগের কারণ হয়ে থাকে। সব ভেজাল খাবার আমাদের জন্য খুবই ক্ষতিকর। স্বাস্থ্য এবং জীবন। এটি শরীরে ধীরগতির বিষ তৈরি করে এবং নিশ্চিত মৃত্যুর দিকে নিয়ে যায়। তাই যেভাবেই হোক খাদ্যে ভেজাল বন্ধ করার সময় এসেছে। আমাদের সরকার ইতিমধ্যে কিছু ইতিবাচক পদক্ষেপ নিলেও তা যথেষ্ট নয়। খাদ্য উৎপাদন, পাইকারি ও খুচরা বিক্রয় বিভাগ পর্যবেক্ষণের জন্য একটি মনিটরিং সেল গঠন করতে হবে। অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। সব শেষে সরকার। আইন প্রয়োগকারী সংস্থা, গণমাধ্যম এবং সাধারণ মানুষকে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সমস্যা সমাধানে কাজ করতে হবে। ক্লোরডেন ইত্যাদি যা অনেক মারাত্মক রোগ সৃষ্টি করে যেমন ক্যান্সার, লিভার ড্যামেজ, কিডনি ফেইলিওর, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, মাথাব্যথা ইত্যাদি।সব ভেজাল খাবার আমাদের স্বাস্থ্য ও জীবনের জন্য খুবই ক্ষতিকর। এটি শরীরে ধীরগতির বিষ তৈরি করে এবং নিশ্চিত মৃত্যুর দিকে নিয়ে যায়। তাই যেভাবেই হোক খাদ্যে ভেজাল বন্ধ করার সময় এসেছে। আমাদের সরকার ইতিমধ্যে কিছু ইতিবাচক পদক্ষেপ নিলেও তা যথেষ্ট নয়। খাদ্য উৎপাদন, পাইকারি ও খুচরা বিক্রয় বিভাগ পর্যবেক্ষণের জন্য একটি মনিটরিং সেল গঠন করতে হবে। অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। সব শেষে সরকার। আইন প্রয়োগকারী সংস্থা, গণমাধ্যম এবং সাধারণ মানুষকে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সমস্যা সমাধানে কাজ করতে হবে। ক্লোরডেন ইত্যাদি যা অনেক মারাত্মক রোগ সৃষ্টি করে যেমন ক্যান্সার, লিভার ড্যামেজ, কিডনি ফেইলিওর, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, মাথাব্যথা ইত্যাদি।সব ভেজাল খাবার আমাদের স্বাস্থ্য ও জীবনের জন্য খুবই ক্ষতিকর। এটি শরীরে ধীরগতির বিষ তৈরি করে এবং নিশ্চিত মৃত্যুর দিকে নিয়ে যায়। তাই যেভাবেই হোক খাদ্যে ভেজাল বন্ধ করার সময় এসেছে। আমাদের সরকার ইতিমধ্যে কিছু ইতিবাচক পদক্ষেপ নিলেও তা যথেষ্ট নয়। খাদ্য উৎপাদন, পাইকারি ও খুচরা বিক্রয় বিভাগ পর্যবেক্ষণের জন্য একটি মনিটরিং সেল গঠন করতে হবে। অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। সব শেষে সরকার। আইন প্রয়োগকারী সংস্থা, গণমাধ্যম এবং সাধারণ মানুষকে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সমস্যা সমাধানে কাজ করতে হবে। সব ভেজাল খাবারই আমাদের স্বাস্থ্য ও জীবনের জন্য খুবই ক্ষতিকর। এটি শরীরে ধীরগতির বিষ তৈরি করে এবং নিশ্চিত মৃত্যুর দিকে নিয়ে যায়। তাই যেভাবেই হোক খাদ্যে ভেজাল বন্ধ করার সময় এসেছে। আমাদের সরকার ইতিমধ্যে কিছু ইতিবাচক পদক্ষেপ নিলেও তা যথেষ্ট নয়। খাদ্য উৎপাদন, পাইকারি ও খুচরা বিক্রয় বিভাগ পর্যবেক্ষণের জন্য একটি মনিটরিং সেল গঠন করতে হবে। অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। সব শেষে সরকার। আইন প্রয়োগকারী সংস্থা, গণমাধ্যম এবং সাধারণ মানুষকে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সমস্যা সমাধানে কাজ করতে হবে। সব ভেজাল খাবারই আমাদের স্বাস্থ্য ও জীবনের জন্য খুবই ক্ষতিকর। এটি শরীরে ধীরগতির বিষ তৈরি করে এবং নিশ্চিত মৃত্যুর দিকে নিয়ে যায়। তাই যেভাবেই হোক খাদ্যে ভেজাল বন্ধ করার সময় এসেছে। আমাদের সরকার ইতিমধ্যে কিছু ইতিবাচক পদক্ষেপ নিলেও তা যথেষ্ট নয়। খাদ্য উৎপাদন, পাইকারি ও খুচরা বিক্রয় বিভাগ পর্যবেক্ষণের জন্য একটি মনিটরিং সেল গঠন করতে হবে। অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। সব শেষে সরকার। আইন প্রয়োগকারী সংস্থা, গণমাধ্যম এবং সাধারণ মানুষকে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সমস্যা সমাধানে কাজ করতে হবে। খাদ্য উৎপাদন, পাইকারি ও খুচরা বিক্রয় বিভাগ পর্যবেক্ষণের জন্য একটি মনিটরিং সেল গঠন করতে হবে। অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। সব শেষে সরকার। আইন প্রয়োগকারী সংস্থা, গণমাধ্যম এবং সাধারণ মানুষকে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সমস্যা সমাধানে কাজ করতে হবে। খাদ্য উৎপাদন, পাইকারি ও খুচরা বিক্রয় বিভাগ পর্যবেক্ষণের জন্য একটি মনিটরিং সেল গঠন করতে হবে। অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। সব শেষে সরকার। আইন প্রয়োগকারী সংস্থা, গণমাধ্যম এবং সাধারণ মানুষকে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সমস্যা সমাধানে কাজ করতে হবে।

Food Adulteration Paragraph For HSC Exam 2022

Man cannot live without food. It is essential for health and life. But this food must pure, clean and fresh. Nowadays foods are often adulterated. In hotels and restaurants, stale and rotten foods are mixed with fresh food and served to the customers. In order to look them fresh, chemicals and preservatives poisonous are mixed with fish and vegetables. Bakery and confectionery products are also prepared by using toxic substances and thus they get adulterated. Junk food contains harmful chemicals. Even fruits, milk, and beverages are also adulterated.

In fact, dishonest and greedy businessmen and shopkeepers for quick and unearned profit adulterate all kinds of foods and food articles. Adulterated foods are a serious health hazard. They cause many fatal diseases and even death. Food adulteration has become an alarming problem in our country. Dealing with adulterated food is a great crime. The criminals have to be identified and punished. Public awareness should be created so that they become careful about buying foods and food articles.

People should see to it that dishonest and greedy food dealers are looked down upon in society. The relevant departments of the government should remain ever vigilant against adulteration and gear up their activities. It is encouraging that our government has taken appropriate measures to remove this problem, punish the criminals, and save the people from this dreadful scourge.

বাংলা অনুবাদ: মানুষ খাবার ছাড়া বাঁচতে পারে না। এটি স্বাস্থ্য এবং জীবনের জন্য অপরিহার্য। তবে এই খাবারটি অবশ্যই খাঁটি, পরিষ্কার এবং তাজা হতে হবে। আজকাল খাবারে প্রায়ই ভেজাল থাকে। হোটেল ও রেস্তোরাঁয় বাসি ও পচা খাবার তাজা খাবারের সঙ্গে মিশিয়ে গ্রাহকদের পরিবেশন করা হয়। তাদের তাজা দেখতে মাছ ও শাকসবজির সঙ্গে মেশানো হয় বিষাক্ত রাসায়নিক ও প্রিজারভেটিভস। বেকারি এবং মিষ্টান্ন পণ্যও বিষাক্ত পদার্থ ব্যবহার করে প্রস্তুত করা হয় এবং এইভাবে তারা ভেজাল হয়। জাঙ্ক ফুডে ক্ষতিকর রাসায়নিক থাকে। এমনকি ফল, দুধ ও পানীয়তেও ভেজাল রয়েছে।

প্রকৃতপক্ষে, অসাধু ও লোভী ব্যবসায়ী ও দোকানদাররা দ্রুত ও অনাদায়ী মুনাফার জন্য সব ধরনের খাদ্য ও খাদ্য সামগ্রীতে ভেজাল করে। ভেজাল খাবার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তারা অনেক মারাত্মক রোগ এমনকি মৃত্যুও ঘটায়। খাদ্যে ভেজাল আমাদের দেশে একটি উদ্বেগজনক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভেজাল খাবারের সাথে লেনদেন মহা অপরাধ। অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। জনসচেতনতা তৈরি করতে হবে যাতে তারা খাবার ও খাদ্য সামগ্রী কেনার ব্যাপারে সতর্ক হয়।

অসাধু ও লোভী খাদ্য ব্যবসায়ীদের সমাজে অবজ্ঞার চোখে দেখতে হবে। সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোকে ভেজালের বিরুদ্ধে সর্বদা সজাগ থাকতে হবে এবং তাদের কার্যক্রম জোরদার করতে হবে। এটা উৎসাহব্যঞ্জক যে আমাদের সরকার এই সমস্যা দূর করতে, অপরাধীদের শাস্তি দিতে এবং জনগণকে এই ভয়ঙ্কর বিপর্যয় থেকে বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিয়েছে।

Food Adulteration Paragraph For SSC Exam 2022

Food is one of the basic needs of human life. By taking food we get heat and energy. It helps to survive on the earth. But our food is being adulterated. Food adulteration means the process of making food by mixing another substance or chemical which makes the food less pure and harmful to the human body. Chemicals are mixed with food to make the food attractive. Food loses its purity and standard in this way. By taking these foods, we become ill. It destroys the disease preventive power of the human body.

Every man is the victim of food adulteration. But children are the worst victims of it. Recently we find melamine a poisonous chemical in milk powder. The dishonest businessmen are solely responsible for adulteration. Recently the government set up mobile courts to punish them. The government should take more necessary steps to stop food adulteration.

বাংলা অনুবাদ: খাদ্য মানব জীবনের অন্যতম মৌলিক চাহিদা। খাদ্য গ্রহণের মাধ্যমে আমরা তাপ ও ​​শক্তি পাই। এটি পৃথিবীতে টিকে থাকতে সাহায্য করে। কিন্তু আমাদের খাবারে ভেজাল দেওয়া হচ্ছে। খাদ্যে ভেজাল মানে অন্য কোনো পদার্থ বা রাসায়নিক মিশিয়ে খাদ্য তৈরির প্রক্রিয়া যা খাদ্যকে কম বিশুদ্ধ ও মানবদেহের জন্য ক্ষতিকর করে তোলে। খাবারকে আকর্ষণীয় করে তুলতে খাবারের সাথে মেশানো হয় কেমিক্যাল। এভাবে খাবার তার বিশুদ্ধতা ও মান হারায়। এসব খাবার খেলে আমরা অসুস্থ হয়ে পড়ি। এটি মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে।

প্রতিটি মানুষই খাদ্যে ভেজালের শিকার। তবে এর সবচেয়ে বেশি শিকার হচ্ছে শিশুরা। সম্প্রতি আমরা মিল্ক পাউডারে বিষাক্ত রাসায়নিক মেলামাইন খুঁজে পাই। ভেজালের জন্য এককভাবে দায়ী অসাধু ব্যবসায়ীরা। সম্প্রতি সরকার তাদের শাস্তি দিতে ভ্রাম্যমাণ আদালত গঠন করেছে। খাদ্যে ভেজাল বন্ধে সরকারকে আরও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।


1️⃣ Paragraph: Digital Bangladesh
2️⃣ Paragraph: Traffic Jam
3️⃣ Paragraph: Food Adulteration
4️⃣ Paragraph: Digital Bangladesh
5️⃣ Paragraph: Digital Bangladesh


ssc suggestion 2022

পিডিএফ মেলা একটি এডুকেশন ওয়েবসাইট। এখানে আপনারা বিভিন্ন বই এর পিডিএফ সহ সকল পরিক্ষার এক্সক্লুসিভ সাজেশন ও সাজেশনের উত্তরের পিডিফ ফাইল ডাউনলোড করতে পারবেন। এছাড়াও টেকনোলজি ও ব্লগিং বিষয়ে জানতে ভিজিট করুন আমাদের টেক ওয়েবসাইট একাই ১০০

আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।