যানজট অনুচ্ছেদ (সকল শ্রেনীর উপযোগী)

অনুচ্ছেদ যানজট

আপনি কি “যানজট অনুচ্ছেদ” বা যানজট অনুচ্ছেদ রচনা খুজতেছেন? আজকের আর্টিকেল টি আপনার জন্য। আজকের আর্টিকেলে “অনুচ্ছেদ রচনা: যানজট” শেয়ার করা হয়েছে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি। 

যানজট অনুচ্ছেদ

যানজট হচ্ছে যানবাহনের সৃষ্ট জট। স্বাভাবিক গতিতে রাস্তায় যানবাহন চলতে না পারার কারণে অস্বাভাবিক যে জটের সৃষ্টি করে, তাকেই আমরা যানজট বলে জানি। জনবহুল এই বাংলাদেশের এক বিরাট সমস্যা যানজন। যত দিন যাচ্ছে রাজধানী ঢাকাতে এই সমস্যা প্রকট থেকে প্রকটতর হচ্ছে। যানজটের সীমাহীন দুর্ভোগের শিকার ঢাকার প্রতিটি মানুষ। ঢাকা বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের মূল কেন্দ্র। তাই দেশের সকল শ্রেণির মানুষ ঢাকা শহরের দিকে ধাবিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় শহরে যানজটে কর্মঘণ্টা নষ্ট হওয়ার কথা শোনা গেলেও আমাদের অবস্থা ভয়াবহ। বিশ্বব্যাংকের প্রকাশিত এক পরিসংখ্যানে বলা হয়েছে, ঢাকায় যানজটের কারণে প্রতিদিন ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হয়। এর ফলে বছরে যে আর্থিক ক্ষতি হয়, তার পরিমাণ প্রায় ৩০ হাজার কোটি টাকা। জনগণের প্রয়োজনের সাথে তাল মিলিয়ে যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে; যা তৈরি করছে যানজট। এছাড়া রাস্তার স্বল্পতা, অপ্রশস্ততা, অপরিকল্পিত নগরায়ণ, ট্রাফিক আইন অমান্য করাই হচ্ছে ঢাকা শহরের যানজটের অন্যতম কারণ। আর যানজটের ফলে প্রায়ই মারাত্মক সব দুর্ঘটনা ঘটে থাকে। প্রয়োজনীয় কাজ যথাযথ সময়ে করা সম্ভব হয় না, যা ব্যক্তি ও সামাজিক জীবনসহ রাষ্ট্রীয় জীবনকে ক্ষতিগ্রস্ত করছে। যানজট সমস্যা দূর করার জন্য অত্যন্ত সুষ্ঠুভাবে পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন। সম্প্রতি চালু হওয়া মেট্রোরেল যানজন নিরসনে কিছুটা ভূমিকা রাখলেও পূরোপুরি নিরসনের জন্য প্রশস্ত রাস্তা নির্মাণ, যানবাহন নিয়ন্ত্রণ আইন, ট্রাফিক আইন কঠোরভাবে পালন কার্যকারী পদক্ষেপ হতে পারে। রাজধানী ঢাকার জীবনযাত্রা উন্নয়ন করার লক্ষ্যে যানজট সমস্যা সমাধানে আশু পদক্ষেপ গ্রহণ করা অতীব আবশ্যক।


এফএকিউ

যানজট কি?
রাস্তায় যানবাহন স্বাভাবিক গতিতে চলতে না পেরে অস্বাভাবিক যে জটের সৃষ্টি করে, তাকে যানজট বলে।

যানজট কিভাবে হয়?
দুর্ঘটনা, ট্রাফিক ওভারলোড, নির্মাণ এবং এমনকি পথচারীদের ভুলভাবে রাস্তা পার হওয়া বা যানবাহন ধরে রাখার মতো গুরুত্বপূর্ণ কারণগুলির কারণে যানজট হতে পারে।

ঢাকা শহরের যানজটের মূল কারণ কি?
ঢাকায় যানজট গণপরিবহনের অভাব, অপর্যাপ্ত সড়ক অবকাঠামো, ব্যক্তিগত যানবাহনের সংখ্যার অনিয়ন্ত্রিত বৃদ্ধি এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা সহ বিভিন্ন কারণের সংমিশ্রণের কারণে ঘটে।


আশাকরি যানজট অনুচ্ছেদ নিয়ে লেখা আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।

About মেরাজুল ইসলাম

আমি মেরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি একজন ব্লগার। এডুকেশন এর প্রতি ভালোবাসাও অনলাইল শিক্ষার পরিসর বাড়ানোর জন্য এডুকেশন ব্লগের পথচলা। ব্লগিং এর পাশাপাশি আমি ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, কাস্টমাইজ সহ ওয়েব রিলেটেড সকল কাজ করি।

View all posts by মেরাজুল ইসলাম →