পদার্থ বিজ্ঞান নবম দশম শ্রেণি ৬ষ্ঠ অধ্যায়

পদার্থ বিজ্ঞান নবম দশম শ্রেণি ৬ষ্ঠ অধ্যায় [বোর্ড প্রশ্নোত্তর সহ]

পদার্থ বিজ্ঞান নবম দশম শ্রেণি ৬ষ্ঠ অধ্যায়: তাপ একপ্রকার শক্তি যা পদার্থের অণুর গতির সাথে সম্পর্কিত। তাপমাত্রা হচ্ছে তাপশক্তি যা, কোন্ দিকে প্রবাহিত হবে তার একটি নির্দেশক। তাপ প্রয়ােগে বা অপসারণে কঠিন পদার্থের আকারের পরিবর্তন ঘটে, তরল পদার্থের আয়তন পরিবর্তিত হয় এবং বায়বীয় পদার্থের আয়তন ও চাপের পরিবর্তন ঘটে।

তাপ প্রয়ােগে বা অপসারণে পদার্থ এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়। বস্তুর ওপর তাপের এ সকল প্রভাব আমরা দৈনন্দিন জীবনে নানাভাবে প্রত্যক্ষ করি। যেমন- রেললাইনের দুটি রেলের সংযােগস্থলে ফাকা। রাখা, কাঠের চাকায় লােহার বেড় পরানাে কিংবা পুরু কাচের গ্লাসে গরম পানি ঢাললে গ্লাসটি ফেটে যাওয়া, শীত প্রধান দেশে পানির পাইপ ফেটে যাওয়া ইত্যাদি। এছাড়া চাপের গুরুত্বও কোনাে অংশে কম নয়।


পদার্থ বিজ্ঞান নবম দশম শ্রেণি ৬ষ্ঠ অধ্যায়

সৃজনশীল ০১: দুটি বৈদ্যুতিক খুঁটির মধ্যবর্তী দূরত্ব 30 m। খুঁটি দুটির সাথে 30.001 m দৈর্ঘ্যের তামার তার যেদিন সংযােগ দেওয়া হয় ঐ দিন বায়ুর তাপমাত্রা ছিল 30°C। তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ 16.7×10^-6 K^-1. শীতকালে যেদিন বায়ুর তাপমাত্রা 4°C হলাে সেদিন তারটি ছিড়ে গেল।

ক. পানির ত্রৈধ বিন্দুর সংজ্ঞা দাও।
খ. দুটি বস্তুর তাপ সমান হলেও এদের তাপমাত্রা ভিন্ন হতে পারে কি? ব্যাখ্যা কর।
গ. বায়ুর তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ কর।
ঘ. তারটি ছিড়ে যাবার কারণ গাণিতিক যুক্তিসহ ব্যাখ্যা কর।

সৃজনশীল ০২: দুটি ধাতব দণ্ডের দৈর্ঘ্য 6m। একটির তাপমাত্রা 30°C থেকে বাড়িয়ে ৪0°C তাপমাত্রা পর্যন্ত উত্তপ্ত করা হলে এর দৈর্ঘ্য বৃদ্ধি গেয়ে 6.0051 m হয়। অপর ধাতব দণ্ডের তাপমাত্রা 20°C থেকে বাড়িয়ে 60°C পর্যন্ত উত্তপ্ত করা হলে এর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে 6.0641m হয়। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা ও আয়তন প্রসারণ গুণাক গামা।

ক. দুটি বস্তুর মধ্যে তাপের আদান-প্রদান কিসের উপর নির্ভর করে?
খ. তাপমাত্রা ও তাপ কেন ভিন্ন লিখ।
গ. একটি ধাতব দণ্ডের তাপমাত্রা 80°C হলে সেটি কেলভিন স্কেলে কত?
ঘ. গাণিতিক ব্যাখ্যাসহ দণ্ড দুটির উপাদান সম্পর্কে মন্তব্য কর।

সৃজনশীল ০৩: 23°C তাপমাত্রার 500g ভরের তামার পাত্রে 75°C তাপমাত্রার 200 mL পানি রাখা হলাে। ফলে তাপ আদান-প্রদানের ফলে উভয়ের চূড়ান্ত তাপমাত্রা হলাে 65°C তাপ দেওয়ার ফলে পানির আপাত প্রসারণ হয় 1.49 mL। (এখানে অন্য কোনােভাবে তাপের আদান-প্রদান হয় নাই) তামার আয়তন প্রসারণ সহগ 50.1 x 10^-6 K^-1, পানির ঘনত্ব 1000 kg/m^3 (ধরে)।

ক. ঘনত্ব কাকে বলে?
খ. কোনাে বস্তুকে তরলে নিমজ্জিত করলে ওজন হারায় বলে মনে হয় কেন- ব্যাখ্যা কর।
গ. পানির প্রকৃত প্রসারণ নির্ণয় কর।
ঘ. উক্ত ঘটনায় চূড়ান্ত তাপমাত্রা আরও 5°C বৃদ্ধি করতে অতিরিক্ত কতটুকু পানির প্রয়ােজন- গাণিতিকভাবে ব্যাখ্যা কর।

সৃজনশীল ০৪: 1 মিটার দীর্ঘ ও 3 kg ভরের একটি দণ্ডের তাপমাত্রা 30°C থেকে 50°C এ উন্নীত করতে 24000J তাপ প্রয়ােগ করতে হলাে এবং ইহার দৈর্ঘ্য প্রসারণ হলাে 2.34 x 10^-3 m. অনুরূপ অন্য একটি দণ্ডের একই তাপমাত্রা বৃদ্ধির জন্য দৈর্ঘ্য প্রসারণ হলাে 2.2×10^-4m।

ক. তাপধারণ ক্ষমতা কী?
খ. গলনাঙ্কের উপর চাপের প্রভাব ব্যাখ্যা কর।
গ. ১ম দণ্ডটির আপেক্ষিক তাপ নির্ণয় কর।
ঘ. দণ্ড দুটির দৈর্ঘ্য প্রসারণ ভিন্ন হওয়ার কারণ গাণিতিক যুক্তিসহ বিশ্লেষণ কর।

সৃজনশীল ০৫: 10°C তাপমাত্রায় বর্গাকার একটি তামা ও একটি ইস্পাতের পাতের প্রতিটির ক্ষেত্রফল 9m^2। তাপ দিয়ে ইস্পাতের পাতের তাপমাত্রা 50°C এ উন্নীত করায় ক্ষেত্রফল 9.012024 m^2 হলাে। (তামার ক্ষেত্র প্রসারণ সহগ 22.0 x 10^-6 K-1)

ক. এক কেলভিন কাকে বলে?
খ. সূর্যের চারদিকে পৃথিবীর গতি কী ধরনের গতি? ব্যাখ্যা কর।
গ. তামার আয়তন প্রসারণ সহগ নির্ণয় কর।
ঘ. তাপমাত্রা বৃদ্ধি করে তামার পাতটিকে ইস্পাতের পাতের উপর সমাপাতিত করা সম্ভব হবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত দাও।

সৃজনশীল ০৬: একটি তামার তারের দৈর্ঘ্য 25°C তাপমাত্রায় 100 m l তাপমাত্রা বৃদ্ধির ফলে তারটির দৈর্ঘ্য 100.02 m হয়। তারটির দৈর্ঘ্য প্রসারণ সহগ 16.7 x 10^-6 K-1।

ক. আপেক্ষিক তাপ কী?
খ. তাপমাত্রা বৃদ্ধির ফলে পদার্থের প্রসারণ ঘটে কেন?
গ. তারটির তাপমাত্রা কত ডিগ্রি বৃদ্ধি করা হয়েছিল?
ঘ. উপরের তারটি যদি অ্যালুমিনিয়ামের হতাে এবং তারটির দৈর্ঘ্য 100.02 m হওয়ার জন্য 875 °C তাপমাত্রা প্রয়ােজন হতাে তবে তুমি কি তারটির আয়তন প্রসারণ সহগ নির্ণয় করতে পারতে? গাণিতিকভাবে ব্যাখ্যা কর।

সবগুলো প্রশ্নোত্তর পিডিএফ


✅✅ অধ্যায় ১ : ভৌত রাশি ও পরিমাপ
✅✅ অধ্যায় ২ : গতি
✅✅ অধ্যায় ৩ : বল
✅✅ অধ্যায় ৪ : কাজ ক্ষমতা ও শক্তি
✅✅ অধ্যায় ৫ : পদার্থের অবস্থা ও চাপ
✅✅ অধ্যায় ৬ : বস্তুর উপর তাপের প্রভাব
✅✅ অধ্যায় ৭ : তরঙ্গ ও শব্দ
✅✅ অধ্যায় ৮ : আলোর প্রতিফলন
✅✅ অধ্যায় ৯ : আলোর প্রতিসরণ
✅✅ অধ্যায় ১০ : স্থির তড়িৎ
✅✅ অধ্যায় ১১ : চল তড়িৎ


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন।

ssc suggestion 2022