জীবন-সঙ্গীত কবিতা ব্যাখ্যা (PDF সহ)

জীবন-সঙ্গীত কবিতা ব্যাখ্যা

জীবন-সঙ্গীত কবিতা ব্যাখ্যা: ‘জীবন-সঙ্গীত’ কবিতাটি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের একটি অনুবাদ কবিতা। কবিতাটি মার্কিন Wadsworth কবি Henry Longfellow-এর ‘A Psalm of Life’ শীর্ষক ইংরেজি কবিতার ভাবানুবাদ। কবিতাটি তাঁর অনুবাদমূলক রচনা থেকে গৃহীত।

শিক্ষার্থীকে মানবজীবনের প্রকৃত অর্থ ও উদ্দেশ্য সম্পর্কে জ্ঞান এবং যথার্থ কর্মের মাধ্যমে জীবনকে সার্থক করে গড়তে অনুপ্রেরণা জাগানো। ‘জীবন-সঙ্গীত’ কবিতায় কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মানবজীবনের প্রকৃত অর্থ ও উদ্দেশ্য সম্পর্কে আমাদের জ্ঞান দান করেছেন।

তিনি কবিতায় আমাদের জীবনের কর্তব্য সম্পর্কে সজাগ ও সচেতন করে তুলতে চেয়েছেন। আমাদের জীবনের নানা স্বপ্ন, প্রেম-ভালোবাসা, পরিবার গঠন, সংসারের নানা যন্ত্রণায় কাতরতা, হতাশা-নিরাশায় ভোগা, জীবনবিমুখ হয়ে ওঠা ইত্যাদি সম্পর্কে তাঁর মতামত তুলে ধরেছেন।

আর তা থেকে পরিত্রাণের জন্য মহাজ্ঞানীদের পদাঙ্ক অনুসরণ করে, আপন কর্তব্য যথাযথভাবে পালন করে জীবন সার্থক করে গড়ে তুলতে বলেছেন। কারণ মানব-জন্ম অত্যন্ত মূল্যবান। মিথ্যা সুখের কল্পনা করে’ জীবনের দুঃখ বাড়ানো ঠিক নয়, জীবনের উদ্দেশ্যও তা নয়।

কাজেই পদ্মপাতার শিশিরবিন্দুর মতো ক্ষণস্থায়ী জীবনকে যত বেশি স্বপ্ন, সাধ, কর্মে, হাসি-আনন্দে, সাহসে-সংগ্রামে ভরে তোলা যায় ততই তা সার্থকতা লাভ করে । মানবজীবন ক্ষণস্থায়ী।

এই ক্ষণস্থায়ী জীবনকে সার্থক করে তোলা যায় জগতের কল্যাণকর কাজের মাধ্যমে। মানুষকে এ পৃথিবীতে সাহসী যোদ্ধার মতো সংগ্রাম করে বেঁচে থাকতে হবে। মহাজ্ঞানী ও মহান ব্যক্তিদের পথ অনুসরণ করে আমাদেরও বরণীয় হতে হবে। ‘জীবন-সঙ্গীত’ কবিতার এই মৌলিক বিষয়টিই শাশ্বত।

পিডিএফ


বাংলা ১ম পত্র সকল কবিতার ব্যখ্যা

💥💥 কবিতার ব্যাখ্যা: বঙ্গবানী
💥💥 কবিতার ব্যাখ্যা: কপোতাক্ষ নদ
💥💥 কবিতার ব্যাখ্যা: জীবন-সঙ্গীত
💥💥 কবিতার ব্যাখ্যা: মানুষ
💥💥 কবিতার ব্যাখ্যা: পল্লিজননী
💥💥 কবিতার ব্যাখ্যা:
💥💥 কবিতার ব্যাখ্যা:


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। এছাড়াও আমাদের কোন আপডেট মিস না করতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে ফেসবুকে কানক্ট থাকতে পারেন।

About মেরাজুল ইসলাম

আমি মেরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি একজন ব্লগার। এডুকেশন এর প্রতি ভালোবাসাও অনলাইল শিক্ষার পরিসর বাড়ানোর জন্য এডুকেশন ব্লগের পথচলা। ব্লগিং এর পাশাপাশি আমি ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, কাস্টমাইজ সহ ওয়েব রিলেটেড সকল কাজ করি।

View all posts by মেরাজুল ইসলাম →