ভাব ও কাজ বহুনির্বাচনী প্রশ্ন 

৮ম শ্রেণি: ভাব ও কাজ বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (PDF)

ভাব ও কাজ বহুনির্বাচনী প্রশ্ন: ভাব ও কাজের মধ্যে পার্থক্য অনেক। মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ভাবের গুরুত্ব অপরিসীম। কিন্তু শুধু ভাব দিয়ে মহৎ কিছু অর্জন করা যায় না। তার জন্য কর্মশক্তি এবং সঠিক উদ্যোগের দরকার হয়।

ভাবের দ্বারা মানুষকে জাগিয়ে তােলা যায় কিন্তু যথাযথ পরিকল্পনা ও কাজের স্পৃহা ছাড়া যেকোনাে ভালাে উদ্যোগ নষ্ট হয়ে যেতে পারে। এ রচনাটিতে লেখক দেশের উন্নতি ও মুক্তি এবং মানুষের কল্যাণের জন্য ভাবের সঙ্গে বাস্তবধর্মী কর্মে তৎপর হওয়ার ওপর জোর দিয়েছেন।


৮ম শ্রেণির বাংলা ১ম পত্র এর সকল গল্পের বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

🔅🔅 বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর: অতিথির স্মৃতি
🔅🔅 বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর: ভাব ও কাজ
🔅🔅 বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর: পড়ে পাওয়া
🔅🔅 বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর: তৈলচিত্রের ভূত
🔅🔅 বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর: এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
🔅🔅 বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর: আমাদের লােকশিল্প
🔅🔅 বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর: সুখী মানুষ
🔅🔅 বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর: শিল্পকলার নানা দিক
🔅🔅 বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর: মংডুর পথে
🔅🔅 বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর: বাংলা নববর্ষ
🔅🔅 বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর: বাংলা ভাষার জন্মকথা


ভাব ও কাজ বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

১। ‘বানভাসি’ শব্দের বাচ্যার্থ কী?
ক) উত্তেজনা
খ) আন্দোলন
গ) সাময়িক গুজব
ঘ) বন্যায় ভাসানো

২। আমাদের দেশটা কেমন?
ক) শস্য শ্যামলা
খ) নদীমাতৃক
গ) মুণী-ঋষী বেষ্টিত
ঘ) ভাব-পাগলা

৩। ‘দাদ’ শব্দের অর্থ কী?
ক) বিভোর
খ) নিষ্ফল
গ) প্রতিশোধ
ঘ) প্রতিজ্ঞা

৪। কোনটি বস্তুজগতের বিষয়?
ক) ভাব
খ) সাহস
গ) উচ্ছ্বাস
ঘ) কাজ

৫। ‘স্পিরিট’ শব্দের অর্থ কী?
ক) আত্মার শক্তি
খ) উদ্দীপনা
গ) উৎসাহ
ঘ) বৃহত্তর কল্যাণ সাধন

৬। কুম্ভকর্ণ কে ?
ক) রাবণের পিতা
খ) ইন্দ্রজিতের বাবা
গ) রামের ছোট ভাই
ঘ) রাবণের ছোট ভাই

৭। দেশের প্রাণশক্তি কী?
ক) ত্যাগী যারা
খ) রাষ্ট্রনায়করা
গ) তরুণসমাজ
ঘ) দেশপ্রেমিক কর্মী

৮। আজ যাহারা মুখে চাদর জড়াইয়া এখানে কাদের কথা বলা হয়েছে?
ক) যুবসমাজ
খ) স্কুল-কলেজের ছাত্রদল
গ) তরুণসামজ
ঘ) নিঃস্বার্থ-ত্যাগীর দল

৯। ‘ভাব ও কাজ’প্রবন্ধে ‘বেচারা’ বলা হয়েছে কাদের?
ক) মহাপুরুষদের
খ) স্কুল-কলেজের ছাত্রদল
গ) ত্যাগী মহাপুরুষদের
ঘ) সত্যিকার দেশকর্মী

১০। সহজ জনসাধারণ কোনটি ধরতে পারে না?
ক) সত্যিকার দেশকর্মীদের কর্মকাণ্ড
খ) তরুণসমাজের চিন্তাচেতনা
গ) মুখোশ-পরা ত্যাগী মহাপুরুষদের হঠকারিতা
ঘ) বাঁশীঁ বাদকদের বাঁশীর সুর

১১। ভাব ও কাজের তফাৎ কেমন?
ক) রাত-দিন
খ) প্রাণ-নিষ্প্রাণ
গ) যোগ-বিয়োগ
ঘ) আসমান-জমিন

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
ইফরান বিসিএস পাস করে গেজেটেড কর্মকর্তা হয়। সে তার অফিসের কোনো ফাইল অতিরিক্ত টাকা ছাড়া স্বাক্ষর করে না। এভাবে সে অনেক টাকার মালিক হয় অল্প দিনেই। একসময় দুদক অনুসন্ধানে এলে সে তার চাকরি হারায়। তখন সে অনুতপ্ত হয়।

১২। উদ্দীপকের ইফরানের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
ক) ভাবের দাসে পরিণত হইয়াছে
খ) ভাব ও কাজের সমন্বয় করে নাই
গ) জাগিয়া ঘুমাইয়াছে
ঘ) কুম্ভকর্ণের নিদ্রা ভাঙিয়াছে

১৩। ইফরানের জন্য লেখকের পরামর্শ হতে পারেÑ
ক) স্পিরিট বা আত্মার শক্তিকে জাগাইয়ে তোল
খ) নিজের বুদ্ধি ও কর্মশক্তিকে জাগাইয়ে তোল
গ) ভাবের সুরা পান করো, কিন্তু জ্ঞান হারাইও নো
ঘ) ভাবের দাস হইও না, ভাবকে তোমার দাসি করিয়া লও

১৪. ছাত্ররা কাকে মুখ ভ্যাঙচালো?
(ক) জনতাকে
(খ) বিশ্ববিদ্যালয়কে
(গ) শত্রুপক্ষকে
(ঘ) স্পিরিটকে

১৫. লেখক কাকে নিজের দাস করে নিতে বলেছেন?
(ক) কাজকে
(খ) ভাবকে
(গ) জ্ঞানকে
(ঘ) শক্তিকে

১৬. কর্মে শক্তি আনার জন্য কী করতে হবে?
(ক) সত্য-সাধনা
(খ) জ্ঞান-সাধনা
(গ) কর্ম-সাধনা
(ঘ) ভাব-সাধনা

১৭. লেখক কোথায় চুরি করতে নিষেধ করেছেন?
(ক) কর্মের ঘরে
(খ) জ্ঞানের ঘরে
(গ) ভাবের ঘরে
(ঘ) চিন্তার ঘরে

১৮. লেখকের মতানুযায়ী কোনটি পাপ?
(ক) তথাকথিত কর্মী হওয়া
(খ) ত্যাগী দেশপ্রেমী হওয়া
(গ) আত্মার শক্তিকে নষ্ট করা
(ঘ) আন্দোলন থেকে পিছু হটে যাওয়া

১৯. ‘ভাব ও কাজ’ প্রবন্ধের মূলকথা কী?
(ক) ভাবের স্রোতে গা ভাসিয়ে দেয়া
(খ) ভাবে উদ্বেল হওয়ার পাশাপাশি কর্মে নিয়োজিত হওয়া
(গ) বাস্তব উদ্যোগ গ্রহণ করা থেকে বিরত থাকা
(ঘ) পরিকল্পিত কর্মশক্তি সম্পর্কে সচেতন পদক্ষেপ নেয়া

২০. ‘ভাব ও কাজ’ প্রবন্ধ পাঠে শিক্ষার্থীরা কোন ধরনের কাজে অনুপ্রাণিত হবে?
(ক) কঠিন কাজে
(খ) সহজ কাজে
(গ) মহৎ কাজে
(ঘ) ছোট কাজে

২১। ‘ভাব ও কাজ’ লেখাটি কোন ধরনের সাহিত্য?
ক) ছোটগল্প
খ) প্রবন্ধ
গ) কাহিনি কাব্য
ঘ) উপন্যাস

২২। লেখকের মতে ‘ভাব’ কী?
ক) বাস্তব উল্লাস
খ) অবাস্তব উচ্ছ্বাস
গ) বাস্তব আকাঙ্ক্ষা
ঘ) অবাস্তব আকাঙ্ক্ষা

২৩। নজরুল ভাবকে কিসের সঙ্গে তুলনা করেছেন?
ক) পুষ্পবিহীন সৌরভ
খ) সৌরভবিহীন পুষ্প
গ) পত্রশূন্য-বৃক্ষ
ঘ) বৃক্ষচ্যুত পত্র

২৪। কুম্ভকর্ণের ঘুম কিভাবে ভাঙানো হতো?
ক) মন্দিরা-বাঁশি বাজিয়ে
খ) ঢোল-কাঁসি বাজিয়ে
গ) নূপুর-চুড়ি বাজিয়ে
ঘ) শঙ্খ-সানাই বাজিয়ে

২৫। যারা অগ্র-পশ্চাৎ বিবেচনা ছাড়াই কাজ করে ‘ভাব ও কাজ’ রচনায় তাদের কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?
ক) কুম্ভকর্ণ
খ) উদমো ষাঁড়
গ) সৌরভবিহীন পুষ্প
ঘ) ত্যাগী ঋষি

২৬। ভাবের দাস হলে আমাদের কোনটি অবশ্যম্ভাবী?
ক) উন্নতি
খ) উত্থান
গ) অমর্যাদা
ঘ) পতন

২৭। লোক প্রবাদ অনুযায়ী কত চক্রে ভগবান ভূত?
ক) পাঁচ চক্রে
খ) দশ চক্রে
গ) শত চক্রে
ঘ) হাজার চক্রে

২৮। লেখকের মতে সাপ নিয়ে খেলা করতে গেলে দস্তুর মতো কী হওয়া চাই?
ক) বাঁশিবাদক
খ) সাপুড়ে
গ) ওঝা
ঘ) বলবান

২৯। কাজী নজরুল ভাবের ঘরে কী করতে নিষেধ করেছেন?
ক) চুক্তি করতে
খ) ঘা দিতে
গ) উঁকি দিতে
ঘ) ঢু মারতে

৩০। ভাবের সার্থকতা কিসে?
ক) কল্পনা জগতে অবস্থান করায়
খ) নতুন ভাব উত্পন্ন করায়
গ) কাজে পরিণত হওয়ায়
ঘ) কাজে বাধা সৃষ্টি করায়


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। এছাড়াও আমাদের কোন আপডেট মিস না করতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে ফেসবুকে কানেক্ট থাকতে পারেন।