বাংলাদেশ সম্পর্কিত ১৫০ টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান

বাংলাদেশ সম্পর্কিত ১৫০ টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান (PDF সহ)

বাংলাদেশ সম্পর্কিত ১৫০ টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান: শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কুইজ, বিশ্ববিদ্যালয়ের ভর্তির পরিক্ষা, চাকরির পরিক্ষা, ও বিসিএস পরিক্ষা সহ সকল পরিক্ষায় বাংলাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান এর প্রশ্ন থাকবেই। আজকের আর্টিকেল টি বিভিন্ন পরিক্ষায় বারবার আসা ১৫০ টি বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান নিয়ে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।


বাংলাদেশ সম্পর্কিত ১৫০ টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান

১. বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়? কবে থেকে। সংবিধান কার্যকর হয়?
উত্তর: বাংলাদেশের সংবিধান প্রণয়নের জন্য ৩৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এর সভাপতি ছিলেন ড. কামাল হোসেন। ১৯৭২ সালে ১২ অক্টোবর খসড়া সংবিধান প্রণয়ন করা হয় এবং তা গৃহীত হয় ৪ নভেম্বর। ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে সংবিধান কার্যকর হয়।

২. SPARSO কী? কবে প্রতিষ্ঠিত হয় এবং কোথায় অবস্থিত?
উত্তর: SPARSO-এর পূর্ণরূপ — Space Research and Remote Sensing Organization। এটি একটি মহাকাশ গবেষণা সংস্থা। এটি ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। সংস্থাটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করে।

৩. শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি কোথায় অবস্থিত?
উত্তর: জয়নুল আবেদিনের সংগ্রহশালা : শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত। জয়নুল আবেদিন ১৯১৪ সালের ২৯ ডিসেম্বর কেন্দুয়া, কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৬ সালের ২৮ মে মারা যান।

৪. পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?
উত্তর: পদ্মা ও যমুনা নদী মিলিত হয়েছে রাজবাড়ী জেলার গোয়ালন্দে। পদ্মানদীর পূর্বনাম কীর্তিনাশা এবং যমুনা নদীর পূর্বনাম জোনাই নদী।

৫. মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
উত্তর: স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে মোট ১১টি সেক্টরে ভাগ করা হয়। এর মধ্যে মুজিবনগর ৮নং সেক্টরের অধীনে ছিল। সমগ্র বাংলাদেশকে ৬৪টি সাব-সেক্টরে ভাগ করা হয়েছিল।

৬.বাংলাদেশের সংবিধানের কোন ভাগের কোন অনুচ্ছেদে ‘বাংলা’কে রাষ্ট্র ভাষা হিসেবে ঘোষণা করা হয়েছে?
উত্তর: বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের ৩নং অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা হয়েছে।

৭. কোন সালের কত তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?
উত্তর:নবাব সলিমুল্লাহ কর্তৃক দানকৃত ৬০০ একর জমির উপর ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তখন মাত্র ১২টি বিভাগ ও ৩টি অনুষদ নিয়ে বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে।

৮. বাংলাদেশ সংবিধানের কতটি অনুচ্ছেদ আছে? ইহা কয়টি ভাগে বিভক্ত?
উত্তর: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের পর বাংলাদেশে একটি লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান প্রণয়ন করা হয়। যাতে বর্তমানে ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে। এবং এ অনুচ্ছেদগুলোকে ১১টি ভাগে বিভক্ত করা হয়েছে।

৯. সুলতানী আমলে বাংলার নাম কী ছিল? ঢাকায় কখন সর্বপ্রথম বাংলার রাজধানী স্থাপিত হয়?
উত্তর: সুলতানী আমলে বাংলার নাম ছিলো গৌড়। মুঘল শাসনামলে সুবাদার ইসলাম খান চিশতী ১৬১০ খ্রিষ্টাব্দে ঢাকাকে সর্বপ্রথম বাংলার রাজধানী করেন। তখন এর নাম ছিল জাহাঙ্গীর নগর।

১০. শান্তিতে অবদানের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আন্তর্জাতিক পদক পেয়েছিলেন তার নাম কী? কত তারিখে সেই পদক পেয়েছিলেন?
উত্তর: শান্তিতে অবদানের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ অক্টোবর জুলিও কুরি পদক লাভ করেন। এ পদকটি গ্রহণ করেন ১৯৭৩ সালের ২৩ মে।

১১. মুজিবনগর সরকারের সদস্য সংখ্যা কত ছিল?
উত্তর: বাংলাদেশের অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকারের সদস্য সংখ্যা ছিল ছয় জন। ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (রাষ্ট্রপতি) খ. সৈয়দ নজরুল ইসলাম (উপ-রাষ্ট্রপতি ও অস্থায়ী রাষ্ট্রপতি) গ. তাজউদ্দিন আহমদ (প্রধানমন্ত্রী) ঘ. এ. এইচ. এম. কামারুজ্জামান (স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী। ঙ. এম মনসুর আলী (অর্থমন্ত্রী) চ. খন্দকার মোশতাক আহমদ (পররাষ্ট্র ও আইনমন্ত্রী)

১২. পদ্মা ও মেঘনা নদীর উৎপত্তিস্থল কোথায়? পদ্মা নদী কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
উত্তর: পদ্মা নদীর উৎপত্তিস্থল—হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে। মেঘনা নদীর উৎপত্তিস্থল—আসামের নাগা মণিপুর পাহাড়ের দক্ষিণে লুসাই পাহাড় থেকে। পদ্মা নদী নেপাল, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।

১৩. বাংলাদেশের বর্তমান জিডিপি প্রবৃদ্ধি শতকরা কতভাগ? ন্যূনতম মূল্যের ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতি পৃথিবীর কততম অবস্থানে?
উত্তর: অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুযায়ী চলতি (২০২০-২১) অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৫.৪৭। ন্যূনতম মূল্যের ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতি পৃথিবীর ৩১তম (পিপিপি) অবস্থানে এবং ৩৭তম নমিনাল অবস্থানে।

১৪. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ কবে? কোন দিবসটিকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে?
উত্তর: ১৯৭২ সালে স্বাধীনতা যুদ্ধের পর ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার হতে মুক্ত হয়ে বাংলাদেশে ফিরে আসেন। আর এই দিনটিই স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালিত হয়। ১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে ঘোষণা করা হয়।

১৫. কোন নদীর উৎস এবং সমাপ্তি বাংলাদেশের অভ্যন্তরে? নদীটির উৎস কোন জেলায়?
উত্তর: বাংলাদেশের উৎপত্তি ও বাংলাদেশেই সমাপ্তি নদীর নাম— হালদা। এ নদীটির উৎপত্তি পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার বদনাতলী পাহাড় থেকে।

১৬. বাংলা একাডেমি কবে প্রতিষ্ঠিত হয়? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে?
উত্তর: বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় ৩ ডিসেম্বর, ১৯৫৫। ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা ই করা হয়।

১৭. বাংলাদেশের প্রথম সরকার কবে, কোথায় শপথ গ্রহণ করে? ঐ সরকারের প্রধান কে ছিলেন?
উত্তর: ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় মুজিবনগরের বৈদ্যনাথ তলায় এবং এ সরকার শপথ গ্রহণ করে ১৭ এপ্রিল।

১৮. বাংলাদেশের প্রথম সরকারের প্রধান কে ছিলেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১৯. বাংলাদেশের সাথে ভারতের কোন কোন রাজ্যের সীমান্ত রয়েছে?
উত্তর: বাংলাদেশের সাথে ভারতের মোট ৫টি রাজ্যের সীমান্ত আছে। এগুলো হলো—পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম।

২০.সুন্দরবনকে ‘বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে কোন সংস্থা?
উত্তর: ১৯৯৭ সালে সুন্দরবনকে ‘বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো।

২১. বাংলাদেশের সামরিক শিক্ষা কেন্দ্রের নাম কী? কোথায় অবস্থিত?
উত্তর: বাংলাদেশের সামরিক শিক্ষা কেন্দ্রের নাম—বাংলাদেশ মিলিটারি একাডেমি। এটি চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত।

২২. বঙ্গবন্ধুর কোন তারিখের ভাষণ এ দেশের মানুষকে স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করেছিল? ভাষণের শেষ শব্দ কী ছিল?
উত্তর: বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ই মার্চে দেয়া ভাষণই মূলত এ দেশের মানুষকে স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করেছিল। ভাষণের শেষ শব্দ ছিল—জয়বাংলা।

২৩. বাংলাদেশের বুদ্ধিজীবী দিবস কত তারিখ? অন্তত দুজন শহিদ বুদ্ধিজীবীর নাম লিখুন।
উত্তর: বাংলাদেশের বুদ্ধিজীবী দিবস হলো ১৪ ডিসেম্বর। দুজন শহীদ বুদ্ধিজীবীর নাম হলো—ড. গোবিন্দ চন্দ্র দেব ও ড. মুনীর চৌধুরী।

২৪. বাংলাদেশের বর্তমান অর্থ বছরে (২০২১-২০২২) বাজেটের পরিমাণ কত?
উত্তর: বাংলাদেশের (২০২১-২০২২) অর্থবছরের বাজেটের পরিমাণ–৬,০৩,৬৮১ কোটি টাকা।

২৫. ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’- গানটির রচয়িতা কে?
উত্তর: মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির রচয়িতা গোবিন্দ হালদার।

২৬. উয়ারি-বটেশ্বর কোন জেলায় অবস্থিত?
উত্তর: উয়ারি বটেশ্বর নরসিংদী জেলায় অবস্থিত।

২৭. ভৌগোলিক কোন রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গেছে?
উত্তর: বাংলাদেশের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।

২৮. বাংলাদেশের জাতীয় শিশু দিবস কোন তারিখে পালিত হয়?
উত্তর: বাংলাদেশের জাতীয় শিশু দিবস পালিত হয়–১৭ মার্চ।

২৯. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
উত্তর: বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্য পদ লাভ করে।

৩০. নারিকেল জিঞ্জিরার অপর নাম কি?
উত্তর: নারিকেল জিঞ্জিরা দ্বীপের অপর নাম সেন্টমার্টিন।

৩১. বাংলাদেশের সাথে কয়টি দেশের স্থল সীমান্ত আছে?
উত্তর: বাংলাদেশের সাথে ২টি দেশের (ভারত, মায়ানমার) স্থলসীমান্ত আছে।

৩২. বাংলাদেশের স্থলবন্দরসমূহ কোন মন্ত্রণালয়ের আওতাধীন?
উত্তর: বাংলাদেশের স্থলবন্দর সমূহ নৌ পরিবহণ মন্ত্রণালয়ের অধীন।

৩৩. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
উত্তর: বাংলাদেশের জাতীয় পাতাকার ডিজাইনার—কামরুল হাসান। তবে মানচিত্রখচিত বাংলাদেশের পতাকার ডিজাইনার ছিলেন শিব নারায়ণ দাস।

৩৪. তিনটি প্রাকৃতিক দুর্যোগের নাম কি?
উত্তর: তিনটি প্রাকৃতিক দুর্যোগ হলো : বন্যা, খরা, ভূমিকম্প।

৩৫. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী? কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান গভর্নরের নাম লিখুন।
উত্তর: বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম—বাংলাদেশ ব্যাংক। এটি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নাম—ফজলে কবির (১১তম)।

৩৬. বাংলাদেশ সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ আছে ও কী কী?
উত্তর: বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুইটি বিভাগ আছে। এগুলো হলো—হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ।

৩৭. স্বায়ত্তশাসিত সংস্থা বলতে কী বুঝায়?
উত্তর: স্বায়ত্তশাসিত সংস্থা সরকারি খাতে নানা ধরনের বিশেষ কর্মকাণ্ড সম্পাদনের উদ্দেশ্যে অর্ডিন্যান্স বা সাংবিধানিক আইন দ্বারা সংসদীয় অনুমোদন সাপেক্ষে গঠিত সংস্থা, যারা নিজস্ব নীতি নির্ধারণে পূর্ণ স্বাধীনতা ভোগ করে। উদাহরণস্বরূপ—বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ইত্যাদি।

৩৮. সর্বশেষ আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত?
উত্তর: সর্বশেষ ১৫-১৯ মার্চ, ২০১১ সালে পঞ্চম আদমশুমারি অনুষ্ঠিত হয়। এ আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিলো ১৪,৯৭,৭২,৩৬৪ জন এবং জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭ ভাগ।

৩৯: বর্তমানে জিআই (GI) সনদপ্রাপ্ত পণ্য কয়টি?
উত্তর: ৯টি।

৪০: বাংলাদেশের প্রথম GI পণ্য কোনটি?
উত্তর: জামদানি শাড়ি; সনদ প্রদান ১৭ নভেম্বর ২০১৬।


🔆🔆 আরও দেখুন: মোবাইল ফ্রিল্যান্সিং এর ১০ টি জনপ্রিয় সেক্টর
🔆🔆 আরও দেখুন: ফ্রিল্যান্সিং কি? এ টু জেড ফ্রিল্যান্সিং গাইডলাইন
🔆🔆 আরও দেখুন: অনলাইন বা ডিজিটাল মার্কেটিং কী? ডিজিটাল মার্কেটিং বেসিক


৪১: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা মিসরীয় লেখক মােহসেন আল আরিশির লেখা বইয়ের নাম কি?
উত্তর: হাসিনা: হাকাইক ওয়া আসাতি।

৪২: মানবদেহে ক্যান্সারের উপস্থিতি নির্ণয়ের জন্য ইন্টারফেসিয়াল বায়ােসেসিং পদ্ধতি উদ্ভাবন করেন কে?
উত্তর: ড. আবু সিনা।

৪৩: ঢাকাই মসলিনের সর্বশেষ প্রদর্শনী হয় কত সালে?
উত্তর: ১৮৫১ সালে, লন্ডনে।

৪৪: বাংলাদেশের প্রথম ইসলামী বন্ড সুকুক নামে ইস্যু করা হয়?
উত্তর: ইজারা সুকুক।

৪৫: বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি বাজার কোন দেশ?
উত্তর: যুক্তরাষ্ট্র।

৪৬: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC) এর সদর দপ্তর কোথায়?
উত্তর: আগারগাঁও, ঢাকা।

৪৭: বাংলাদেশ সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি করে কোন দেশে?
উত্তর: মিয়ানমারে।

৪৮: BEPZA কোম মন্ত্রণালয়ের অধীন?
উত্তর: প্রধানমন্ত্রীর কার্যালয়।

৪৯: ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কখন?
উত্তর: ৩১ মার্চ ১৯৮৬।

৫০: বাংলাদেশকে গার্মেন্টস বিষয়ে প্রথম প্রশিক্ষণ প্রদান করে কোন কোম্পানি?
উত্তর: দক্ষিণ কোরিয়ার Daewoo কোম্পানি।

৫১: গার্মেন্টস ব্র্যান্ডগুলাের সংগঠন ‘অ্যাকর্ড’ কি?
উত্তর: ইউরােপীয় ইউনিয়নভিত্তিক।

৫২: সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে?
উত্তর: ৩০ জানুয়ারি ১৯৫২।

৫৩: ২৬ মার্চ ১৯৭১ স্বাধীনতা ঘােষণার মাধ্যমে যে আন্দোলন শেষ হয় কি দিয়ে?
উত্তর: অসহযােগ আন্দোলন।

৫৪: ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলায় বক্তৃতা দেন কে?
উত্তর: অধ্যাপক আবুল কাসেম।

৫৫: পাকিস্তানে দ্বিতীয়বার সামরিক আইন জারি হয় কবে?
উত্তর: ২৫ মার্চ ১৯৬৯।

৫৬: সপ্তম নৌবহর বঙ্গোপসাগরের উদ্দেশ্যে যাত্রা করে কোথা থেকে?
উত্তর: টংকিং উপসাগর থেকে।

৫৭: মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘বাংলার ২৪ বছর’ এর পরিচালক কে?
উত্তর: মােহাম্মদ আলী।

৫৮: ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: মেজর আবদুল গণি।

৫৯: বাংলাদেশ বিমানবাহিনীর ত্রৈমাসিক সংবাদপত্র কোনটি?
উত্তর: ঈগল।

৬০: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (PIB) প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৮ আগস্ট ১৯৭৬।

৬১: সংসদ অধিবেশন আহ্বান, স্থগিত ও বাতিল করেন কে?
উত্তর: রাষ্ট্রপতি।

৬২: বাংলাদেশ সচিবালয় প্রথম যাত্রা শুরু করে কোথায়?
উত্তর: ইডেন বিল্ডিংউত্তর এ।

৬৩: ISSB’র পূর্ণরূপ কি?
উত্তর: Inter Services Selection Board

৬৪: নির্বাহী বিভাগের সর্বোচ্চ কর্তৃপক্ষ কে?
উত্তর: মন্ত্রিপরিষদ।

৬৫: প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি কি?
উত্তর: নিকার।

৬৬: ‘বাংলাদেশে বাজেট : অর্থনীতি ও রাজনীতি’ বইয়ের লেখক কে?
উত্তর: আকবর আলি খান।

৬৭: বস্ত্র ও পাট জাদুঘর প্রতিষ্ঠিত হবে কোথায়?
উত্তর: রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।

৬৮: Clean Report of Findings (CRF) কি?
উত্তর: আমদানি বাণিজ্যে জালিয়াতি রােধ করার জন্য একটি পদ্ধতি।

৬৯: GSP’র পূর্ণরূপ কি?
উত্তর: Generalized System of Preferences

৭০: ওয়েস্টার্ন ইউনিয়ন কি?
উত্তর: বৈদেশিক মুদ্রা প্রেরণের বৈধ মাধ্যম।

৭১: কোন ব্যাংক প্রথম ‘রেডিক্যাশ কার্ড’ চালু করে?
উত্তর: জনতা ব্যাংক লিমিটেড।

৭২: বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন কে?
উত্তর: এ. এন. হামিদ উল্লাহ।

৭৩: বাংলাদেশের সংবিধানের প্রথম সংশােধনী গৃহীত হয় কখন?
উত্তর: ১৫ জুলাই ১৯৭৩।

৭৪: মন্ত্রণালয় বা বিভাগের প্রশাসনিক প্রধান কে?
উত্তর: সচিব বা জ্যেষ্ঠ সচিব।

৭৫: বাংলাদেশের সংসদ ভবনের স্ট্রাকচারাল ডিজাইনার কে?
উত্তর: হ্যারি এম পামবাম।

৭৬. রাখাইন উপজাতিদের অধিক বাস কোন জেলায়?
উত্তর: কক্সবাজার জেলায়।

৭৭. আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম?
উত্তর: ৯০ তম।

৭৮. বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপার কে?
উত্তর: জান্নাতুল ফেরদৌস।

৭৯. কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়েছিল কত সালে?
উত্তর: ১৯৯৭ সালে।

৮০. ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির গীতিকার কে?
উত্তর: গোবিন্দ হালদার।

৮১. বাংলা একাডেমী থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কী?
উত্তর: উত্তরাধিকার।

৮২. বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি?
উত্তর: কুতুবদিয়া।

৮৩. বাংলাদেশের প্রথম নিরক্ষরতামুক্ত গ্রাম কোনটি?
উত্তর: কচুবাড়ির কৃষ্টপুর, ঠাকুরগাঁও।

৮৪. আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত?
উত্তর: ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান।

৮৫. জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কী?
উত্তর: সম্মিলিত প্রয়াস।

৮৬. বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি?
উত্তর: নাজমুন আরা সুলতানা।

৮৭. সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন কে?
উত্তর: বেগম রাজিয়া বানু।

৮৮. পদ্মা সেতু কোন দু’টি জেলাকে সংযুক্ত করেছে?
উত্তর: মুন্সীগঞ্জ ও শরীয়তপুর।

৮৯. বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় অবস্থিত?
উত্তর: মৌলভীবাজার।

৯০. রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
উত্তর: জাতীয় সংসদের স্পিকার।

৯১. বঙ্গবন্ধু জেলে ছিলেন মোট কত দিন?
উত্তর: ৪৬৮২ দিন।

৯২. বাংলাদেশের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: রাজারবাগ, ঢাকা।

৯৩. বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে?
উত্তর: ১৯৭৪ সালে।

৯৪. মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়?
উত্তর: রেসকোর্স ময়দানে।

৯৫. আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?
উত্তর: পার্বত্য রাঙামাটি।

৯৬. বাংলাদেশের কোন জেলাটির নামকরণ করা হয়েছে একটি নদীর নাম অনুসারে?
উত্তর: ফেনী।

৯৭. বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায় হয়েছে?
উত্তর: বগুড়ায়।

৯৮. রাখাইন উপজাতিদের অধিক বাস কোন জেলায়?
উত্তর: কক্সবাজার জেলায়।

৯৯. আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম?
উত্তর: ৯০ তম।

১০০. বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপার কে?
উত্তর: জান্নাতুল ফেরদৌস।

১০১. কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়েছিল কত সালে?
উত্তর: ১৯৯৭ সালে।

১০২. ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির গীতিকার কে?
উত্তর: গোবিন্দ হালদার।

১০৩. বাংলা একাডেমী থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কী?
উত্তর: উত্তরাধিকার।

১০৪. বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি?
উত্তর: কুতুবদিয়া।

১০৫. বাংলাদেশের প্রথম নিরক্ষরতামুক্ত গ্রাম কোনটি?
উত্তর: কচুবাড়ির কৃষ্টপুর, ঠাকুরগাঁও।

১০৬. ‘রূপসী বাংলাদেশ’ কোন এলাকাকে ঘোষণা দেয়া হয়েছে?
উত্তর: সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে।

১০৭. বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন?
উত্তর: শিব নারায়ণ দাস।

১০৮. মুক্তিযুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার দেয়া হয় কয়টি?
উত্তর: ৪টি।

১০৯. বাংলা মুদ্রাক্ষরের জনক কে?
উত্তর: চার্লস উইলকিনস।

১১০. বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে?
উত্তর: ৪ মার্চ, ১৯৭২ সালে।

১১১. ‘জীবন তরী’ কী?
উত্তর: একটি ভাসমান হাসপাতাল।

১১২. বাংলাদেশ বিমানের প্রতীক কী?
উত্তর: উড়ন্ত বলাকা।

১১৩. ‘নজরুল মঞ্চ’ কোথায় অবস্থিত?
উত্তর: বাংলা একাডেমী প্রাঙ্গণে।

১১৪. বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন।

১১৫. মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: নওয়াব আবদুল লতিফ।

১১৬. বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত কি.মি.?
উত্তর: ৪৭১৯ কি.মি.

১১৭. কুতুবদিয়া বাতিঘর নির্মাণ করা হয় কত সালে?
উত্তর: ১৮৪৬ সালে

১১৮. বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি ?
উত্তর: ১৯টি

১১৯. বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কোন অঞ্চল কে?
উত্তর: খুলনা

১২০. বাংলাদেশের প্রথম নারী তথ্য কর্মকর্তা কে?
উত্তর: কামরুন নাহার

১২১. বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ মহাকাশযানের নাম কি ?
উত্তর: ফ্যালকন-৯

১২২. বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়কপথ কোনটি ?
উত্তর: আলিকদম – থানচি

১২৩. বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত মাইল ?
উত্তর: ৪৪৫ মাইল

১২৪. মিয়ানমার বাংলাদেশের কোনদিকে অাবস্থিত?
উত্তর: দক্ষিণপূর্ব

১২৫. বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু কোথায় অবস্থিত?
উত্তর: কক্সবাজার

১২৬. ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত কিলোমিটার ?
উত্তর: ৩৭১৫ কিলোমিটার

১২৭. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
উত্তর: ৫টি

১২৮. বাংলাদেশের ক্ষেত্রফল কত বর্গমাইল ?
উত্তর: ৫৬,৫০১ বর্গমাইল

১২৯. বাংলাদেশর মোট সীমারেখার পরিমাপ কত?
উত্তর: ৫১৩৮ কি.মি.

১৩০. বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত কি.মি. ?
উত্তর: ৪৭১৯ কি.মি.

১৩১. শেওলা স্থলবন্দর কোথায় অবস্থিত?
উত্তর: সিলেট।

১৩২. বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই?
উত্তর: বান্দরবান

১৩৩. বাংলাদেশর মোট সীমারেখার পরিমাপ কত?
উত্তর: ৫১৩৮ কি.মি.

১৩৪. সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত?
উত্তর: মেঘালয়

১৩৫. ‘শুভলং’ ঝরণা কোন জেলায় অবস্থিত?
উত্তর: রাঙামাটি

১৩৬. ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি?
উত্তর: ৩০টি

১৩৭. মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত?
উত্তর: ১১.৮ কি.মি.

১৩৮. মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য কত কিলোমিটার ?
উত্তর: ২৮০ কিলোমিটার

১৩৯. বাংলাদেশর মোট সীমানার দৈর্ঘ্য (জল ও স্থলসহ) কত মাইল ?
উত্তর: ২৯২৮ মাইল

১৪০. বাংলাদেশের প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে ?
উত্তর: হাফিজউদ্দিন মিয়া

১৪১. বাংলাদেশের মোট আয়তন কত বর্গ কি.মি.?
উত্তর: ১,৪৭,৬১০ বর্গ কি.মি.

১৪২. ভারতের কোন প্রদেশটি বাংলাদেশ সীমান্তে অবস্থিত নয় ?
উত্তর: মনিপুর

১৪৩. উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত মাইল ?
উত্তর: ২০০ নটিক্যাল মাইল

১৪৪. বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত কি.মি.?
উত্তর: ৭১১ কি.মি.

১৪৫. বাংলাদেশের পঞ্চম কৃষি বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তর: খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়

১৪৬. নিঝুম দ্বীপের পুরাতন নাম কি?
উত্তর: বাউলার চর।

১৪৭. তুলা চাষের জন্য বেশি উপযোগী কোন জেলা?
উত্তর: যশোর।

১৪৮. কর্ণফুলী নদীর উৎপত্তি কোথা থেকে?
উত্তর: লুসাই পাহাড়।

১৪৯. বাংলা একাডেমী পুরষ্কার প্রবর্তন করা হয় কত সালে?
উত্তর: ১৯৬০ সালে।

১৫০. সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির ভাষ্কর কে?
উত্তর: নিতুন কুন্ডু।

১৫১. রবীন্দ্রনাথ নোবেল পুরষ্কার লাভ করেন কত সালে?
উত্তর: ১৯১৩ সালে।

১৫২. বখতিয়ার খলজি বাংলা জয় করেন কত সালে?
উত্তর: ১২০৪ সালে।

১৫৩. প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি?
উত্তর: বরিশাল।

১৫৪. ১০ তম ক্রিকেটে সবচেয়ে কম বয়সী অধিনায়ক কে?
উত্তর: সাকিব আল হাসান, বাংলাদেশ।

১৫৫. বাংলাদেশ ব্যাংকে নারী ডেপুটি গভর্নরের নাম কি?
উত্তর: নাজনীন সুলতানা।

১৫৬. বাংলাদেশের মোট জনসংখ্যার কত ভাগ উপজাতি?
উত্তর: ১.১৩% উপজাতি।

১৫৭. শান্তিবাহিনীর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: মানবেন্দ্র নারায়ণ লারমা।

১৫৮. নবম ও বর্তমান জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্য কতজন?
উত্তর: ১৯ জন।

১৫৯. দেশে অনলাইন জিডি (General Diary-GD) এর কার্যক্রম শুরু হয় কবে থেকে?
উত্তর: ৫ মার্চ ২০১০।

১৬০. পঞ্চম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৫-১৯ মার্চ ২০১১ সালে।

১৬১. ছিয়াত্তরের মন্বন্তর ভয়াবহ দুর্ভিক্ষ ঘটে কত সালে?
উত্তর: ১৭৭০সালে ( বাংলা ১১৭৬ খৃঃ)।

১৬২. দেশের প্রথম নারী ওসির নাম কি?
উত্তর: হোসেন আরা বেগম।

১৬৩. সেমুতাং গ্যাসফিল্ড কোথায় অবস্থিত?
উত্তর: মানিকছড়ি, খাগড়াছড়ি।

১৬৪. জাতীয় কৃষি দিবস কবে?
উত্তর: পহেলা অগ্রহায়ন।

১৬৫. সারা দেশে নিবন্ধন কৃত কৃষকের সংখ্যা কত?
উত্তর: এক কোটি আশি লাখ।

১৬৬. ঘূর্ণিঝড় “আইলা” নামকরণ করে কোন দেশ?
উত্তর: মালদ্বীপ।

১৬৭. মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর: জেনারেল আতাউল গণি ওসমানী।

১৬৮. বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি?
উওরঃ সেন্টমার্টিন।

১৬৯. বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?
উত্তর: রাজশাহী।

১৭০. বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তর: ঈশ্বরদী।

১৭১. কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?
উত্তর: মিজোরাম।

১৭২. বাংলাদেশ কোন সালে CTBT এর অনুমোদন করে?
উত্তর: ২০০০ সালে।

১৭৩. ঢাকা বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন?
উত্তর: ইসলাম খান।

১৭৪. ঢাকা বিভাগে কয়টি জেলা আছে?
উত্তর: ১৩ টি।

১৭৫. বাংলাদেশে কয়টি ড্রাগ টেষ্টিং ল্যাবরেটরি রয়েছে?
উত্তর: ২টি।

DOWNLOAD PDF


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। আমাদের যে কোন আপডেট মিস করতে না চাইলে ফেসবুক ও ইউটিউবে সাবক্রাইব করে আমাদের দাথে কানেক্ট থাকতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।