(PDF) শব্দ থেকে কবিতা প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

শব্দ থেকে কবিতা প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

শব্দ থেকে কবিতা প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: প্রবন্ধ সাহিত্যের নানা রূপের মধ্যে একটি হচ্ছে কবিতা। ‘শব্দ থেকে কবিতা’ প্রবন্ধটিতে কবিতার শিল্পরূপ ও তার বৈশিষ্ট্য চমৎকারভাবে বর্ণিত হয়েছে। কবিতা কাকে বলে? লেখকের মতে— যা পড়লে মনের ভিতর স্বপ্ন জেগে ওঠে, ছবি ভেসে ওঠে তা-ই কবিতা।

শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে লেখা হয় কবিতা। কেরল কবিরাই লিখতে পারেন কবিতা। কেননা কবিরাই স্বপ্ন দেখতে পারেন, তাঁরাই পারেন স্বপ্নের ছবি আঁকতে। কবিতা লিখতে হলে শব্দের রূপ-রং-গন্ধ-বর্ণ-সুর-ছন্দ চিনতে হয়, জানতে হয়।

কবিরা চেনেন এবং জানেন শব্দের এসব মায়াবী রূপ। তাই তাঁরা লিখতে পারেন কবিতা। কবিতা লেখার জন্য অভিজ্ঞতাও প্রয়োজন। কবিতার রূপ ও তার রচনাকৌশল আলোচ্য প্রবন্ধের উপজীব্য বিষয়।


শব্দ থেকে কবিতা প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১। হুমায়ুন আজাদ কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : হুমায়ুন আজাদ ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন ।

প্রশ্ন ২। যার চোখে স্বপ্ন নেই সে কী হতে পারে না?
উত্তর : যার চোখে স্বপ্ন নেই সে কবি হতে পারে না।

প্রশ্ন ৩। শব্দ থেকে কবিতা’ প্রবন্ধের লেখক কে?
উত্তর : ‘শব্দ থেকে কবিতা’ প্রবন্ধের লেখক হুমায়ুন আজাদ।

প্রশ্ন ৪। শব্দ থেকে কবিতা’ প্রবন্ধটির উদ্দেশ্য কী?
উত্তর : শিক্ষার্থীদের সৃষ্টিশীল হতে অনুপ্রাণিত করা।

প্রশ্ন ৫। নূপুর কী?
উত্তর : নূপুল হলো পায়ে পরার অলংকার।

প্রশ্ন ৬। চাঁদের মতো স্বপ্ন দেখে কারা?
উত্তর : চাঁদের মতো স্বপ্ন দেখেন কবিরা।

প্রশ্ন ৭। শব্দের শরীর থেকে কী ভেসে আসে?
উত্তর : শব্দের শরীর থেকে ভেসে আসে লাল গোলাপের গন্ধ।

প্রশ্ন ৮। গদ্যশিল্পী, ঔপন্যাসিক ও কবি হুমায়ুন আজাদ আর কী উপাধিতে খ্যাত?
উত্তর : ভাষাবিজ্ঞানী ।

প্রশ্ন ৯। ‘লাল নীল দীপাবলি’ হুমায়ুন আজাদের কী জাতীয় রচনা?
উত্তর : ‘লাল নীল দীপাবলি’ হুমায়ুন আজাদের প্রবন্ধগ্রন্থ।

প্রশ্ন ১০। ফুলের মতো কবিতা লিখতে হলে কী করতে হবে?
উত্তর : সারাদিন শব্দের কথা ভাবতে হবে।

প্রশ্ন ১১। নূপুরের শব্দের মতো ছড়া বানাতে চাইলে কী করতে হবে?
উত্তর : সারা দিন শব্দের কথা ভাবতে হবে, শব্দের খেলা খেলতে হবে।

প্রশ্ন ১২। কবিতা ও ছড়া বানাতে কিসের খেলা খেলতে হবে?
উত্তর : শব্দের খেলা খেলতে হবে।

প্রশ্ন ১৩। কথা বলা, নাচা ও ছবি আঁকায় কী অবলম্বন করতে হবে?
উত্তর : ছন্দ।

প্রশ্ন ১৪। ছোট বয়সে কবিতার ক্ষেত্রে কোনটি করা উচিত?
উত্তর : পড়া, পড়া এবং পড়া ।

প্রশ্ন ১৫। কবিতার জন্য কী দরকার?
উত্তর : রংবেরঙের শব্দ।

প্রশ্ন ১৬। কবিতা লেখার জন্য ছোটবেলা থেকেই কী করা উচিত?
উত্তর : বেশি বেশি কবিতা পড়া উচিত।


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। আমাদের যে কোন আপডেট মিস করতে না চাইলে ফেসবুক ও ইউটিউবে সাবক্রাইব করে আমাদেস দাথে কানেক্ট থাকতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

About মেরাজুল ইসলাম

আমি মেরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি একজন ব্লগার। এডুকেশন এর প্রতি ভালোবাসাও অনলাইল শিক্ষার পরিসর বাড়ানোর জন্য এডুকেশন ব্লগের পথচলা। ব্লগিং এর পাশাপাশি আমি ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, কাস্টমাইজ সহ ওয়েব রিলেটেড সকল কাজ করি।

View all posts by মেরাজুল ইসলাম →